Daily Archives: May 16, 2024

এক বছরেরও কম ব্যবধানে বেজিং যাচ্ছেন রাষ্ট্রপতি পুতিন

এক বছরেরও কম সময়ের মধ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের দ্বিতীয় বার চীন সফর, ঠিক সেই সময় যখন রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের ওপর তীব্র আক্রমণ চালাচ্ছে।

পুতিনের চিনা সফল ১৬ ই মে থেকে ১৭ ই মে মধ্যে হতে চলেছে চিনা স্টেট মিডিয়ার অনুসারে বছরখানেক আগে প্রেসিডেন্ট মস্কোতে সফর করেছিলেন।

চীন এবং রাশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের আর্থিক এবং বাণিজ্যিক আদান-প্রদানের জন্য চীনের উপর রাশিয়া অনেকটাই নির্ভরশীল। বরাবর মস্কোর পাশে চীন থাকার জন্য আমেরিকা ও অন্যান্য দেশগুলি রোষের মুখে পড়েছে বারবার।

ক্রেমলিন থেকে বলা হয় যে, ‘দুই নেতা তাদের বিস্তৃত “অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা” নিয়ে আলোচনা করবেন এবং সেই সাথে রোজ চীনা সহযোগিতার উন্নয়নের মূল ক্ষেত্রগুলি সংজ্ঞায়িত করবেন এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে মতামত বিনিময় করবেন’।

পুতিনের এই চীনা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এছাড়া কূটনীতিবিদদের মতানুসারে, আমেরিকাবিরোধী দেশ যেমন ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে সমন্বয় সাধনের বিষয়টিও দুই নেতার আলোচনার বিষয় গুলির মধ্যে থাকতে পারে। প্রিয়ংইয়ং যে কিনা প্রায় অর্থনৈতিক দিক দিয়ে পুরোপুরিভাবে চীনের ওপর নির্ভরশীল এবং পশ্চিমা দেশগুলি সরকার রাশিয়াকে যুদ্ধ সামগ্রী সরবরাহের মাধ্যমে সাহায্য করছে বলে অনুমান মার্কিন যুক্তরাষ্ট্রের মতে তেহরান যে দেশ কেনা রাশিয়া ও চীন দ্বারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠছে।

গত মাসে ন্যাটোর প্রধান জেনিনস স্টলটেনবার্গ সতর্ক করে বলেছিলেন যে, “ন্যাটো সদস্যরা এটা মনে করেন যে বিশ্বে আরো বিপজ্জনক কিছু হতে চলেছে, সেই আগ্রাসনের আভাস রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়ার কাছ থেকে পাওয়া যাচ্ছে”। আরো বলেন যে, “এটি আমাদের মনে করিয়ে দেয় যে নিরাপত্তা শুধু আঞ্চলিক নয়, নিরাপত্তা বিশ্বব্যাপী”।

গোপন আঁতাত ফাঁস আব্বাসের সঙ্গে ইসরায়েলের

Asia Monitor18 গাজা উপত্যকায়ে ইসরায়েল হত্যাকাণ্ড চালাচ্ছেন। ইসরায়েল সেনাবাহিনী আগের সপ্তাহে ফিলিস্তিনিদের ত্রান আসার একমাত্র পথ রাফা সীমান্তে ফিলিস্তিন অংশের নিয়ন্ত্রণ নেয়। ইসরায়েল ও গাজার মধ্যবর্তী কেরেম শালম ক্রসিং দিয়ে ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে মিশর। সেখান থেকে ইসরায়েল বাহিনী সরিয়ে নিয়ে গেলে  তারা আবার ট্রাক যেতে দেবে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে ইসরায়েলি সরকারের গোপন আঁতাতের অভিযোগ অনেক পুরোনো। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও তার উপদেষ্টারা  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সাফ জানিয়েছে দিয়েছেন যে, ‘আন্ডারকভার হিসেবে রাফা সীমান্তে দায়িত্ব পালন করতে পারবে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ। উল্টো ১০ দিন ধরে আটকে রাখা ফিলিস্তিনের রাজস্ব ছেড়ে দিতে ইসরায়েলে প্রতি আহ্বান জানিয়েছেন আব্বাস।

আব্বাস সরকার ও তাদের রাজনৈতিক ভবিষ্যতের কথা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রণ চায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ইসরায়েলের কাছ থেকে সবুজ সংকেত পেলে রাফায় কর্মকর্তা পাঠাতে আপত্তি নেই আব্বাসের।

সৌদি পৌঁছেছেন ১৮ হাজার ৬৫১ বাংলাদেশী হজযাত্রী

১৩ মে অর্থাৎ গত সোমবার দিবাগত রাতে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনের মাধ্যমে জানা যায়,পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৬৫১ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন তিন হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৪ হাজার ৯০৪ জন।
বাংলাদেশ থেকে ৪৭টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৫টি, সৌদি এয়ারলাইনসের ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৯টি ফ্লাইট পরিচালনা করে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮০ হাজার ৬৯৫ জন।সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে আর শেষ হজ ফ্লাইট ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাংলাদেশে বার্তা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের

১৫ মে বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৭-এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এ নির্দেশ দেন তিনি।বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার দুই সিটি মেয়র, বিআরটিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আওয়মী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, “ঈদের আগে ও পরে অনেক দুর্ঘটনা ঘটেছে। এগুলো মন্ত্রী নয়, মানুষ হিসেবে আমাদের কষ্ট দেয়। আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রধান কারণ মোটরসাইকেল ও অটোরিকশা। এক অটোরিকশায় ৭ থেকে ৮ জন থাকে। একটা দুর্ঘটনা হলে অটোরিকশার সবাই মারা যায়। আর মোটরসাইকেল তো আরেক উপদ্রব।”

সেতুমন্ত্রী বলেন, “দুর্ঘটনা হলে তো কাউকে কেউ কিছু বলে না। শুনতে হয় আমাকে। কেউ বলে না বিআরটিএ চেয়ারম্যান কী করছে, সবাই আমাকে বলে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “২০ বছরের পুরোনো বাস কীভাবে সড়কে চলাচল করে। সড়কে শৃঙ্খলা না ফিরলে কখনোই দুর্ঘটনা কমবে না।”

সভায় আরও উপস্থিত ছিলেন, সড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নুর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের চেয়ারম্যান আতিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান প্রমুখ।

বিএনপি ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি ও বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। হাছান মাহমুদ বলেন, ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদ না করে বিএনপি-জামায়াত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করছে। ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে তারা ইসরাইলের দোসরে পরিণত হয়েছে, নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে। ইসরাইলের এজেন্টদের সাথে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, পুরো পৃথিবী গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদে সোচ্চার হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিএনপি ও জামায়াত এই মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে একটা শব্দও উচ্চারণ করেনি, এই ভয়ে যে কেউ অসন্তুষ্ট হতে পারে।
ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে নিশ্চুপ থাকা ইসলামী দলগুলোর সমালোচনা করে মন্ত্রী বলেন, আমাদের দেশে কিছু ইসলামী দল আছে, তারা কারণে-অকারণে বায়তুল মুকাররমের সামনে দাঁড়িয়ে যায়। নির্বাচনের আগে সরকার নামানোর জন্য বায়তুল মুকাররমের সামনে এসে তারা আন্দোলন করেছে। এখন কেন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না? ফিলিস্তিনি ভাইদের পক্ষে, ইসরাইলের বিপক্ষে তাদের একটা বড় মিছিল করতে দেখলাম না। এরা আসলে ইসলামপ্রেমী নয়, এরা হলো মুখোশধারী ধর্ম ব্যবসায়ী। এদের মুখোশও উন্মোচন করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, সরকারের সমালোচনাকারী নামসর্বস্ব রাজনৈতিক দলের নেতাদের অনেকেরই দলের চেয়ে ব্যক্তি বড়, শরীরের চেয়ে গাল বড়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেককেই দেখি সরকারের বিরুদ্ধে বড় বড় ভাষণ দেয়, বিষোদগার করে। কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে তো তাদের কথা বলতে শুনলাম না। এরা কোথায়? এরা কোথায় লুকিয়ে আছে?’

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন টয়েল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা এম এ করিম, কেন্দ্রীয় যুবলীগনেতা মানিক লাল ঘোষ, স্বাধীনতা পরিষদের নেতা ফরিদুজ্জামান, মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান প্রমুখ।

ফ্রান্সের অধীনে থাকা নিউ ক্যালেডোনিয়া এখন কারফিউ অঞ্চল

Asia Monitor18 নির্বাচনী সংস্কার পরিকল্পনার প্রতিবাদে ফ্রান্স নিয়ন্ত্রিত ফরাসি অঞ্চল নিউ ক্যালেডোনিয়ার নোমিয়ায় দাঙ্গার পর কারফিউ জারি হয়েছে। শহর জুড়ে এক অবাক থমথমে পরিস্তিথি। আন্তর্জাতিক বিমান বন্দর সহ সমস্ত বানিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে।এছাড়াও স্কুল-কলেজ  সহ অ্যালকোহল বিক্রির উপর নিষেধ আজ্ঞা জারি করা হয়েছে।

এই ঘটনার জন্য নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী তার সফর স্থগিত রাখেন কারণ যাতে তাদের অঞ্চলে সংঘাত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।  লুই ফ্রাঙ্ক বলেছে, দাঙ্গায়ে ৩৬ জন কে গ্রেপ্তার করা হয়েছে এবং বহু মানুষ আহত। দাঙ্গার পর ১২ ঘণ্টার কারফিউ জারি হয়। দ্বীপের ৭০ হাজার লোকের মধ্যে ৪০ হাজার ফরাসি নাগরিক।

২০০ জোয়ান অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গা শুরু করে। তারাই সহিংসতা করেছেন এবং পুলিশই ছিল তাদের লক্ষ্যবস্তু।এই অঞ্চলে ১২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। নিরাপত্তার জন্য আইন এর ব্যবস্থা করা হয়েছে।

ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড়, আইলার মতোই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’

এই মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি পূর্ণ রূপ নিলে এর নাম হবে ‘রেমাল’। এই নামটি দিয়েছে ওমান।২০০৯ সালের ২৫ মে। সুন্দরবনে আছড়ে পড়েছিল ভয়ংকর ঘূর্ণিঝড় ‘আইলা’। ভয়ংকর সেই দুঃস্বপ্ন ফের ফিরে আসতে পারে। চলতি বছরের ২৫ মে আরও একবার আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়।

ভারতীয় আবহাওয়া দপ্তর হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২৪ মে বঙ্গোপসাগর থেকে শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড় ভূভাগের দিকে ধেয়ে আসতে পারে।আগামী ২৫ মে সন্ধার পরে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ২০ মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। তবে কোথায়, কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, তা এখনই বলা যাচ্ছে না। অনুমান করা হচ্ছে, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও এটি আছড়ে পড়তে পারে।

প্রসঙ্গত বলা যেতে পারে, আগামী ২৫শে মে অর্থাৎ ভয়াবহ সেই দিনই ঘূর্ণিঝড় ‘রেমাল’ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউরোপে বাজার কাঁপাচ্ছে ফিলিস্তিন কোলার ব্র্যান্ড

Asia Monitor18 ফিলিস্তিন নামক একটি নতুন পানীয়  ইউরোপের বাজার কাঁপাচ্ছে। যার সৃষ্টি করেন সুইডেনের মালমতে বসবাসকারী তিন ভাই যাদের নাম হল  হোসেন, মোহাম্মদ, আহমদ সেন। গাজা ও ইসরায়েলই যুদ্ধের এই পরিস্তিথিতে সফট ড্রিংক পেপসি, এবং কোকাকোলা বয়কটের শব্দ উঠে। কারণ শোনা গেছে মার্কিন এই পণ্যের ইসরায়েলের সাথে যোগাযোগ আছে।  সেই সময় এই পানীয় বাজারে আধিপত্য প্রতিষ্ঠা করেছে।

মাত্র ছয় মাস আগে এই ফি্লিস্তিনি কোলা তৈরির পরিকল্পনা করা হয়। ইউরোপের বাজারে এই কোলার চাহিদা এখন আকাশছোঁয়া। প্রতিনিয়ত এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। প্রায় দুই মাসের মধ্যে ৪০ লাখ ক্যান বিক্রি হয়েছে। পেপসি ও কোকাকোলা বিকল্প হিসাবে এটি বাজারে এসেছে।

নতুন ব্র্যান্ড হওয়ার সত্ত্বেও এই কোলা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। কোটি কোটি মানুষ এই ড্রিংক কে স্বাগত জানিয়েছে। অন্যদিকে, ফিলিস্তিন কোলার উদ্যোক্তারা সুইডেনে দাতব্য সংস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা করেন যার নাম সাফাদ ফাউন্ডেশন রাখা হবে বলে ঠিক করা হয়।

গাজায়ে পারমাণবিক বোমা ফেলার সিদ্ধান্তে যা বললেন মার্কিন সিনেটর

Asia Monitor18 গাজা ও ইসরায়েল এর মধ্যে সাত মাস ধরে যুদ্ধ চলছে। ইসরায়েল ফিলিস্তিনদের স্বাধীনতাকামী সংগঠন হামাস কে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালাবে ঘোষণা করেছে। এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে মার্কিন সিনেটর বলেছেন, গাজায়ে বেসামরিক হতাহতের জন্য হামাসই দায়ী। উল্লেখ করা হয়েছে হামাস ৭ই অক্টোবর ইসরায়েল এ প্রবেশ করে হামলা চালিয়ে ১২০০ ইসরায়েল কে হত্যা করে আরও নাগরিক কে বন্দি করে গাজায়ে নিয়ে আসে।

মার্কিন সিনেটর লিন্দসে গ্রাহাম গাজায়ে পারমাণবিক বোমা ফেলার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন গাজার বিরুদ্ধে ইসরায়েল কে জয় পাওয়ানোর জন্য যা প্রয়োজন তাই করবে। বাইদেন বলেন ইসরায়েল কে অস্ত্র দেওয়া বন্ধ করা উচিত হয়নি। মার্কিন সিনেটর বলেন গাজাকে ধ্বংস করার জন্য ইসরায়েল কে বোমা ব্যবহার করতে হবে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে যুক্ত রাষ্ট্রের বোমা ফেলাটা ঠিক সিদ্ধান্ত ছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে খবর, ৭ই অক্টোবর গাজা উপত্যকায়ে ইসরায়েলের হামলার ফলে মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে এবং ৭৭ হাজার নাগরিক আহত এবং এদের অধিকাংশ নারী ও শিশু।

error: Content is protected !!