Daily Archives: May 11, 2024

ব্রাজিলে বিপুল বৃষ্টি, বন্যায় ভাসল শহরের একাংশ, গৃহহীন বহু পরিবার 

Asia Monitor18 ব্রাজিলের দক্ষিণাঞ্চলে রিও গ্রান্দে দো সুল রাজ্যে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে এবং ১ লাখ ১৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইতিমধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।তাঁর সঙ্গে মন্ত্রিসভার অনেক সদস্য ছিলেন। তাঁরা স্থানীয় সরকারের সঙ্গে উদ্ধারকাজ ও পুনর্বাসন নিয়ে আলোচনা করেছেন।

স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে খবর, প্রায় ৪০০টি পৌরসভার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ধার অভিযান এখনো চলছে।দো সুলের বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট জলের  নীচে তলিয়ে গেছে ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সড়ক ও সেতু।ঝড়ের কারণে ভুমিধস দেখা দিয়েছে জলবিদ্যুৎকেন্দ্র ধসে পড়েছে। সেখান থেকে লোকজনকে নিরাপদে সরানো হচ্ছে।

এদিকে প্রবল বৃষ্টির কারণে জলের তোড়ে রাজ্যের রাজধানী পোর্তো এলেগ্রের ওপর দিয়ে বয়ে যাওয়া গুয়াইবা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। নদীর জল উপচে শহরের রাস্তাঘাট জলের নীচে।

২০০ মায়ানমার সেনার আত্মসমর্পণ বিদ্রোহীদের কাছে, চাপ বাড়ছে বাংলাদেশে

Asia Monitor18 বাংলাদেশ সীমান্তসংলগ্ন রাখাইন রাজ্যে মিয়ানমার জান্তা সরকারের সদরদপ্তর বেদখল হবার পর দেশটির অন্তত ২০০ সেনা বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছেন।আরাকান আর্মি রাখাইন রাজ্যে মায়ানমার সেনাবাহিনীর একটি ছাউনি দখল করে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর বিদ্রোহীদের অব্যাহত লড়াইয়ের সর্বশেষ ঘটনা হলো প্রায় ১২ দিনের যুদ্ধের পর মায়ানমারের ১৫ নম্বর অপারেশন কমান্ড হেডকোয়ার্টারের পতন।

আরাকান আর্মিরা মায়ানমারের সেনা ও অন্যদের আত্মসমর্পণের ভিডিও প্রচার করেছে। আরাকান আর্মিদের প্রচারিত ভিডিওতেও আত্মসমর্পণকারীদের মধ্যে কিছু সংখ্যক রোহিঙ্গার উপস্থিতিও লক্ষ্য করা যায়। মায়ানমারের মোট কত সৈনিক আরাকান আর্মির হাতে আটক রয়েছেন সে বিষয়ে সংগঠনের থেকে  কিছু জানা যায়নি।

বুথিডং-এ মায়ানমার সরকারের ১২টি মিলিটারি কাউন্সিল ব্যাটেলিয়নের মধ্যে ১৫ নম্বর অপারেশন কমান্ড হেডকোয়ার্টার্সের অধীনে ছিল বেদখল হওয়া পাঁচটি ব্যাটেলিয়ন। যার মধ্যে হেড কোয়ার্টার্স ছাড়া অন্য চারটি ৫৫২, ৫৬৪, ৫৬৫ ও ৫৫১ নম্বর ব্যাটেলিয়ন বলে  জানায় আরাকান আর্মি।

গত নভেম্বর থেকে আরাকান আর্মি রাখাইন রাজ্যের নয়টি শহর দখল করা ছাড়াও বর্তমানে অ্যান, বুথিডং, মংডু এবং কিয়াউকপু শহরে মায়ানমার সরকারি বাহিনীর সাথে তাদের তুমুল লড়াই চলছে।

রাফাতে হামলা চালালে অস্ত্র সরবরাহ বন্ধ, হুঁশিয়ারি বাইডেনের, গুরুত্ব দিচ্ছে কি নেতানিয়াহু?

Asia Monitor18 প্রেসিডেন্ট জো  বাইডেন ইসরায়েলকে বলেছেন গাজার রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে। ইসরাইলের হামলার ফলে ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগ শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।এখন যেটি অবশিষ্ট রয়েছে তা হল অবরুদ্ধ রাফা শহর। যেখানে লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

মার্কিন প্রশাসনের দৃঢ় বিরোধিতা থাকা সত্ত্বেও ইসরায়েল রাফাতে বড় আকারের আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে।মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, রাফা শহরে অভিযান চালালে ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা ঘটতে পারে।বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র রাফার বর্তমান পরিস্থিতিকে স্থল অভিযান হিসেবে সংজ্ঞায়িত করেনি।তিনি বলেন, ‘জনসংখ্যা বেশি রয়েছে এমন অংশে তারা যায়নি। তারা কেবল সীমান্তেই পদক্ষেপ নিয়েছে।’

বাইডেন স্বীকার করেছেন, গাজার বেসামরিক লোকদের হত্যার জন্য ইসরায়েল মার্কিন অস্ত্র ব্যবহার করেছে।এই প্রথমবার বাইডেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে অস্ত্রের চালান বন্ধ করতে পারে।

অ্যামস্টারডাম বিশ্ববিদ্যালয়ের সামনে প্যালেস্টাইনি বিক্ষোভকারীদের সঙ্গে মার্কিন পুলিশের সংঘর্ষ

বুধবার মার্কিন পুলিশ প্রো প্যালেস্টাইনি প্রতিবাদীদের সাথে একটি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং অফিসাররা শহরের প্রধান বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে  ব্যারিকেডের মাধ্যমে বিক্ষোভকারীদের সরাতে থাকে। সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে, অফিসাররা অ্যামস্টারডাম শহরের একটি অঞ্চল থেকে বিক্ষোভকারীদের সরাতে কয়েকজন পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে।

মার্কিন ক্যাম্পাসে চলমান বিক্ষোভ দ্বারা ছাত্ররা দাবি করে যে, অ্যামস্টারডাম বিশ্ববিদ্যালয়েকে গাঁজা যুদ্ধের জন্য ইজরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এক্স হ্যান্ডেল অ্যামস্টারডাম পুলিশ জানায় যে, তারা ব্যারিকেড স্থাপন করে জায়গাটি থেকে বিক্ষোকারীদের সরায় এবং আরো জানায় যে, পুরো অপারেশনটি মেয়র দ্বারা পরিচালিত হয়।  

লোকাল এটিএস নামক একটি সংবাদ চ্যানেলে দেখা যায় যে, পুলিশ কয়েকশ প্রতিবাদীদের গ্রেফতার করে ছবিটিতে আরো দেখা যায় যে ক্যাম্পাসের উপস্থিত একটি বিক্ষোভকারীদের দলকেও আটকে রাখা হয়।  

বিক্ষোভকারীরা “ফ্রি প্যালেস্টাইন” লেখা প্ল্যাকার্ড ব্যবহার করে এবং “পুলিশের লজ্জা হওয়া উচিত” এই বলে বিক্ষোভধবনি দিচ্ছিল এবং পুলিশ এও জানায় যে, বিক্ষোভকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাড়াও বহিরাগতরা উপস্থিত ছিল যারা ইচ্ছাকৃতভাবে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়।

সোমবার বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ হয় সেখানে প্রায় ১৪০ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবারে বিক্ষোভ নিয়ে অ্যামস্টারডাম সিটি কাউন্সিল একটি জরুরী বৈঠক ডাকে। প্রতিবাদীরা ইউট্রেচট ইউনিভার্সিটি ক্যাম্পাস সহ নেদারল্যান্ডের অন্য শহরেও সমাবেশ করছে।

৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

৯ই মে বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি স্টেশনে লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর ওই রুটে অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ এবিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।

তিনি জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদীতে মুলাডুলি স্টেশনসংলগ্ন এলাকায় পৌঁছালে বিকট শব্দে একটি বগি লাইনচ্যুত হয়। এরপরই ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ডিআরএম শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় রিলিফ ট্রেনটি পৌঁছানোর পর ৭টায় কাজ শুরু হয়। যথাসাধ্য প্রচেষ্টার কারণে মাত্র ১ ঘণ্টায় রেললাইন সচল হয়েছে। সিডিউল বিপর্যয় হওয়া ট্রেনগুলো চলতি সপ্তাহে নির্ধারিত সময় থেকে কয়েকঘণ্টা দেরিতে চলাচল করবে। সাপ্তাহিক বন্ধের পর সিডিউল টাইমে চলাচল করানো সম্ভব হবে।

চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১

YAK 130 নামে এক বাংলাদেশী বিমান বাহিনীর প্রশিক্ষণে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। বিমানে থাকা দুজন পাইলটকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন। অপরজন গুরুতরভাবে আহত এবং বৈমানিক চিকিৎসাধীন। বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ পতেঙ্গার বানৌজা ইসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) অসীম জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান । চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার বন্দর (শাকিলা সুলতানা) এই বিষয়ে নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলীম আহমেদ জানান, অবতরণের সময় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান YAK 130 এয়ারফোর্স ট্রেনিং ফাইটার বিধ্বস্ত হয়েছে। জহুরুল হক ঘাঁটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সকাল ১০টা ৩০ মিনিটে বিমানের চাকার নিচের অংশে আগুন ধরে যায়। ওই যুদ্ধ বিমানে দুইজন পাইলট ছিলেন। দূর্ঘটনার সময় তারা প্যারাশুট দিয়ে নিচে নেমে আসেন। পাইলটরাও আহত হয়েছেন। ক্ষয়ক্ষতি বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

রাশিয়ার সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইরকুত করপোরেশনের তৈরি ইয়াক ১৩০ (Yak-130) যুদ্ধবিমানটি সাবসনিক দুই সিটের উন্নত জেট প্রশিক্ষণ এবং হালকা যুদ্ধবিমান। ১৯৯৬ সালে প্রথমবার যুদ্ধবিমানটি আকাশে উড্ডয়ন করে। এরপর ২০০২ সালে এটি রুশ সামরিক পাইলটদের প্রশিক্ষণের জন্য প্রধান আকাশযান হিসেবে নির্বাচন করা হয়। ২০১৫ সালে প্রথম বাংলাদেশে আসে এই যুদ্ধবিমান।

error: Content is protected !!