#ঢাকা: বিতর্ক পিছু ছাড়ে না বাংলাদেশের গায়ক মইনুল আহসান নোবেলের (Nobel)। ফের নতুন বিতর্কে জড়ালেন তিনি। বাংলাদেশের বান্দারবনে বেড়াতে গিয়ে মাদক নেওয়া ও অশালীন আচরণের অভিযোগ উঠল নোবেলের বিরুদ্ধে। এমনকি সেখানকার পর্যটকদের মারধর করার অভিযোগ রয়েছে।
সম্প্রতি বান্দারবন থেকে ঘুরে এসে নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করেন নোবেল। দেখা যায়, নোবেল তাঁর এক বান্ধবীর সঙ্গে বসে মাদক সেবন করছেন। তাই নোবেলের বিরুদ্ধে রয়েছে পরকীয়ারও অভিযোগ। সেই ছবির ক্যাপশনে নোবেল লিখেছিলেন, গাঁজার নৌকা পাহাড়তলী যায় ও মিরাবই। এই ছবি পোস্ট হতেই নেটিজেনরা তাঁর প্রতি ক্ষোভ উগরে দেন।
বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, বান্দারবনে বেড়াতে গিয়ে ওই মহিলাকে স্ত্রী বলে পরিচয় দেন নোবেল। এর পরেই সেখানে ঘুরে বেড়িয়ে নানা রকমের অশালীন আচরণ করেছেন নোবেল। কখনও চিৎকার চেঁচামেচি, কখনও মাদর সেবন করেছেন। হোটেলেও প্রায় মধ্যরাতে তিনি খুব অভব্য আচরণ করেছেন। এমনকি অন্য পর্যটকরা প্রতিবাদ জানাতে এলে তাঁদের মারধর ও গালিগালাজ করেছেন বলে জানা যাচ্ছে।
ঘটনা জানতে পেরে রেগে গিয়েছেন নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদও। তিনি একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টে লেখা, “ব্যাপারটা আপনারা কিভাবে নিচ্ছেন জানিনা কিন্তু এটি পর্যটন এলাকার জন্য চরম অপমানজনক ।রেমাক্রিতে গাজা সেবনের ছবি আপলোড করার পর শহরে এসে নোবেল মাতলামি করে হোটেলে ভাংচুর করে। ট্যুরিস্টদের উপর হামলা করে এবং মালিককেও মারধর করে এসব করার পরও প্রশাসন নিশ্চুপ। কিছুক্ষণ আগেও হোটেলে এসে ভাংচুর করার পরও পায়ের উপর পা রেখে বসে আছেন আমাদের দাদা। আমরা বান্দরবানবাসী কি এতোই পাওয়ারলেস? কেউ নাই ব্যবস্থা নেয়ার মতো?”
নিজেও পর পর স্টেটাস দিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নোবেলের স্ত্রী। এক জায়গায় তিনি লিখছেন, “ইদানীংকাল মেয়েরা বিবাহিত ছেলেদের সাথে বান্দরবন যেতে বেশি স্বাচ্ছন্দ্যবোদ করে ।” আর একটি লম্বা স্টেটাসে তিনি নোবেলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করায় বাংলাদেশ সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি লিখছেন, “অনুগ্রহপূর্বক বাংলাদেশ পুলিশবাহীনি যেন আজ থেকে কোনো নেশাগ্রস্থ স্টুডেন্ট বা ব্যাক্তিকে গ্রেফতার না করে অথবা শাস্তি না দেয় । আমাদের দেশের ইনফ্লুয়েন্সাররা যেখানে নিজেদের নেশাগ্রস্থ ছবি আপলোড করে এটাকে একটি ট্রেন্ডে পরিণত করেছে এবং বাংলাদেশ প্রশাসন এ বিষয়ে কিছু করতে অক্ষম সেখানে অন্য জনগণদের নেশা এবং মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে হেনস্ত করার অধিকার বাংলাদেশ পুলিশবাহীনি আর রাখে না। এমন একটি দেশে জন্মগ্রহণ করে সত্যি আমি লজ্জিত যে দেশে নারী নির্যাতন ছেলে মানুষের পুরুষত্ প্রমাণের মাপকাঠি ।”
Follow us on
Download News18 App
Monthly Archives: March 2024
ট্রেন দুর্ঘটনায় পা হারানো শিল্পীর মাসে আয় ২ লাখ টাকা
২০১৬ সালের ৫ মার্চ ভোর সাড়ে চারটায় মির্জাপুর স্টেশনে খুলনা থেকে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থেকে নামার সময় দুর্ঘটনায় পড়েন শিল্পী সেন।
source
নিষেধাজ্ঞা শুরু, ৭৯ হাজার জেলে চাল পাচ্ছেন না
১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত—এ দুটি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।
source
সপ্তম বর্ষে নাগরিক টিভি
সপ্তম বর্ষে নাগরিক টিভি
source
আর ডিপি নয়! Facebook প্রোফাইলে লাগান ভিডিও, জানুন সহজ পদ্ধতি
Facebook: বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত নয়, এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। বহু মানুষ প্রতি মুহূর্তের আপডেট Facebook, Instagram-এর মতো সামাজিক মাধ্যমে দিতে ভালোবাসেন। বাদ নেই সেলেব্রিটিরাও। বিনোদন দুনিয়ার হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলের কাছেই সোশ্যাল মিডিয়া ওতপ্রোত হয়ে গিয়েছে জীবনযাত্রার সঙ্গে। আর এই নেটদুনিয়ার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা বর্তমানে শুধুমাত্র টেক্সট আর ছবির মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং ইদানিং তাল মিলিয়ে বেশ ভালোই চাহিদা বাড়ছে ভিডিও ফরম্যাটের।
নেটিজেনদের কাছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় হল Facebook। এর সাহায্যে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে যেমন যোগাযোগ করতে পারি, তেমনই আবার বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন-সহ প্রিয়মানুষের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে পারি। শুধু তাই নয়, এই Facebook মারফত অনেকে ব্যবসাও চালাতে পারেন। এমনকী Facebook সকলকে সুযোগ করে দিচ্ছে নিজেদের শিল্পসত্ত্বা প্রকাশ করার।
এ হেন অবস্থায় Facebook ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা iPhone থেকেই নিজেদের Facebook প্রোফাইলে ছবি না দিয়ে ভিডিও আপলোড করা যাবে। যদিও Facebook-এর বিটা অর্থাৎ ডেস্কটপ ভার্সনে এই আপডেট আদৌ কবে আসবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ফোনের মাধ্যমে নিজের Facebook প্রোফাইলে ভিডিও কী ভাবে আপলোড করা যায়, দেখে নেওয়া যাক ধাপে ধাপে!
iPhone থেকে কী ভাবে ভিডিও আপলোড করতে হবে?
১) প্রথমে Facebook ওপেন করতে হবে।
১) অ্যাপের একদম ডানদিকে প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে।
৩) প্রোফাইল পিকচারের ওপর ট্যাপ করতে হবে।
৪) এবার এখানে দু’টি অপশন দেখা যাবে। Take New Profile Video-এর মাধ্যমে অ্যাপ থেকেই ভিডিও তুলে প্রোফাইলে আপলোড করা যাবে, অথবা Select Profile Video-র মাধ্যমে ফোনের স্টোরেজ থেকে নিজের পছন্দ মতো ভিডিও দেওয়া যাবে।
৫) এডিট অপশনে ক্লিক করে দরকারে ভিডিও এডিট করা যাবে।
৬) ট্রিম অপশনে গিয়ে ভিডিও ছোট করা যাবে, সেই সঙ্গে পছন্দমতো সাউন্ড অন বা অফ করা যাবে। চাইলে Cover-এ ক্লিক করে থাম্বনেইলও দেওয়া যেতে পারে।
৭) এর পর Done অপশনে ক্লিক করতে হবে।
৮) এর পর Frames-এ গিয়ে নিজের পছন্দ মতো একটি ফ্রেম সিলেক্ট করে নেওয়া যায়।
৯) ভিডিওটি সাময়িক সময়ের জন্যও প্রোফাইলে রাখা সম্ভব। এর জন্য কতদিন ধরে ভিডিওটি রাখা হবে, সেই সময় বেছে নিতে হবে।
১০) শেষে Save অপশনে ক্লিক করুন।
অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে কী ভাবে ভিডিও আপলোড করতে হবে?
১) প্রথমে অ্যান্ড্রয়েড ফোন থেকে Facebook ওপেন করতে হবে।
২) এর পর নিউজ ফিডে একদম বাঁ-দিকের কোণে গিয়ে প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে।
৩) এর পর প্রোফাইল পিকচার বা ভিডিওতে ক্লিক করতে হবে।
৪) এবারে Take New Profile Video-এর মাধ্যমে অ্যাপ থেকেই ভিডিও তুলে প্রোফাইলে আপলোড করা যাবে, অথবা Select Profile Video-র মাধ্যমে ফোনের স্টোরেজ থেকে নিজের পছন্দ মতো ভিডিও দেওয়া যাবে।
৫) এডিট অপশনে ক্লিক করে ভিডিও এডিট করা যাবে।
৬) এর পর ট্রিম অপশনে গিয়ে ভিডিও ছোট করা যাবে, ক্রপ অপশনে ক্লিক করলে ভিডিওটি সেন্টারে ফিট করা যাবে। চাইলে Thumbnail অপশনে ক্লিক করে থাম্বনেইল দেওয়া যাবে। সব শেষে Save ক্লিক করে ভিডিও আপলোড করা যাবে।
Follow us on
Download News18 App
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত
সমাবর্তনে প্রধান অতিথি মহিবুল হাসান চৌধুরী বলেন, সরকার পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য করে না।
source
বেইলি রোডে আগুনে আহত অন্তত ১২
‘কাচ্চি ভাই’ নামের রেস্তোরাঁয় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
source
বাংলাদেশের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ! হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা
প্রতীকী ছবি
#নারায়ণগঞ্জ: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশ। শুক্রবার নমাজ পড়ার জন্য মসজিদে বহু মানুষ এসেছিলেন, সেই সময়েই বিস্ফোরণ ঘটে। যার জেরে ঘটনাস্থলেই মারা যান অনেকে। এরপর হাসপাতালে নিয়ে গেলে আরও কয়েকজনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
স্থানীয় পুলিশকর্তা জায়েদুল আলম জানিয়েছেন, বিস্ফোরণটি ঘটেছে নারায়ণগঞ্জের পশ্চিমে বায়াতুস সালা মসজিদে। শুক্রবার রাত ৮.৩০ নাগাদ নমাজ পড়ার জন্য অনেকে মসজিদে জড়ো হয়েছিলেন। প্রার্থনার শেষ পর্যায়ে এই বিস্ফোরণ ঘটে। অগ্নিদগ্ধদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, মৃতদের শনাক্ত করার কাজ চলছে। কারণ তাঁদের দেহের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে। ডাক্তাররা জানান, মসজিদের ইমাম-সহ ৪০ জনের চিকিৎসা চলছে হাসপাতালে। তাঁদের অনেকেরই শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে। সকলকেই বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গুরুতর জখমদের মধ্যে মসজিদের ইমাম ও এক কিশোরও রয়েছে। মোট সাতজনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে।
প্রাথমিক তদন্তে অনুমান, নারায়ণগঞ্জের মসজিদের মাটির নীচে রয়েছে গ্যাসের পাইপ। সেই পাইপ ফুটো হয়ে মসজিদের ভিতর প্রবেশ করে। বদ্ধ ওই প্রার্থনাগৃহের মধ্যে অনেক গ্যাস জমতে শুরু করে। পরে কেউ বুঝতে না পেরে সুইচ অন করলে তা সশব্দে বিস্ফোরণ ঘটে। তা থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা মসজিদ চত্বরে। আগুনের জেরেই এসি মেসিনগুলি ভয়ানক শব্দে ফেটে যায়। তারপরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের জেরে মসজিদের ভেতরের অংশ সম্পূর্ণভাবে তছনছ হয়ে গিয়েছে।
এ দিকে, নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন শনিবার বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’কে জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা তাহেরী ববিকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে আগামী পাঁচদিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মৃতদেহ কবরস্থ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে এবং আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
Follow us on
Download News18 App
‘প্রচুর বই পড়ব, প্রচুর বিতর্ক করব, কিন্তু জিপিএ–৫ যেন ফসকে না যায়’
কিশোর আলো এবার ‘আনন্দ ঘণ্টা’র আয়োজন করে রাজধানীর বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে। কেমন ছিল এই আয়োজন? বিস্তারিত দেখুন ভিডিওতে
source