Image Credit-CNN
#ঢাকা : করোনা ভাইরাসের জেরে তুমুল পরিস্থিত গোটা পৃথিবী জুড়ে৷ সামাজিক সংক্রমণ এড়াতে যেখানে বিভিন্ন দেশ লকডাউনের মতো কড়া পথে হেঁটেছে, সেখানে এক মৌলবির শেষকৃত্য অনুষ্ঠানে করুণ চিত্র দেখল বাংলাদেশ৷ লক্ষাধিক মানুষ জড়ো হলেন ইসলামিক পার্টির বর্ষীয়ান নেতার শেষকৃত্য অনুষ্ঠানে ৷ ব্রাহ্মনবাড়িয়া জেলার আধিকারিকরা এই জমায়েতের কথা স্বীকার করে নিয়েছেন ৷
প্রধানমন্ত্রীর বিশেষ অ্যাসিসটেন্ট শাহ আলি ফারদাহ এবং ব্রাহ্মণবাড়িয়ার পুলিশের মুখপাত্রও জড়ো হওয়া এই মানুষের সংখ্যা নিয়ে প্রচণ্ড চিন্তান্বিত৷ এমনটাই জানিয়েছেন ইমতিয়াজ আহমেদ ৷
মৌলাানা জুবেয়ার আহমেদ আনসারি যিনি একজন মৌলবি তাঁর শেষকৃত্য দেখতে গোটা দেশ ভেঙে পড়ে ৷ বাংলাদেশে এখন প্রেয়ারের সময় একসঙ্গে পাঁচজনের বেশি একত্রিত না হওয়ার কঠিন নির্দেশ জারি রয়েছে ৷ আর এর পরেই করোনা ভাইরাস অতিমারি আরও মারাত্মক আকার নেবে এই সন্দেহ প্রচণ্ড জোরালো হয়েছে ৷
ব্রাহ্মণবেড়িয়ার রাস্তায় লক্ষ মানুষ বেরিয়ে পড়েন ৷ শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য আশপাশের এলাকা থেকে পিলপিল করে মানুষ বেরিয়ে আসতে শুরু করেন ৷ ইসলামিস্ট পার্টির পক্ষ থেকে সাধারণ সচিব মহম্মদ মামুনুল হক এই কথা জানিয়েছেন ৷
পুলিশ জানিয়েছে তারা ভিড় কোনওমতেই সামলাতে পারছিল না, যার জেরে অফিসার ইন চার্জ ও অ্যাসিসটেন্ট সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত৷ কী করে এতবড় জমায়েত হল তা নিয়ে কার্য কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷ বাংলাদেশ সেন্ট্রাল পুলিশের পক্ষ থেকে সোহেল রানা এই খবর জানিয়েছেন ৷
রবিবার অবধি বাংলাদেশে করোনা ভাইরাসের ২৪৫৬ টি পজিটিভ কেস ছিল, আর কোভিড ১৯ – আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ৯১ ৷ তবে আধিকারিকদের মতে এই সংখ্যা অনেকটা বেশি ৷
Follow us on
Download News18 App
Monthly Archives: March 2024
পানি উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ১৫৪, আবেদন করুন দ্রুত
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে ১৪ থেকে ১৬তম গ্রেডে ১৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
source
গাজীপুরে দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
নিহত একজনের নাম রাব্বানী (২৫)। তিনি নীলফামারীর ডোমার উপজেলার মুকুটপাড়া গ্রামের বাসিন্দা হাকিমের ছেলে। আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
source
আরসিবিসির বিরুদ্ধে কয়েকটি অভিযোগ খারিজ, তবে বাংলাদেশ ব্যাংকের মামলা চলবে
রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০২০ সালের ২৭ মে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করে বাংলাদেশ ব্যাংক।
source
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে যা বললেন তামিম
লম্বা বিরতি দিয়ে এবারের বিপিএল দিয়ে খেলায় ফিরেছেন তামিম। সেই তামিমের অধিনায়কত্বেই ফরচুন বরিশাল প্রথমবারের মতো বিপিএল শিরোপা জিতেছে।
source
রেস্তোরাঁয় ভরা ঢাকার এসব ভবন আসলে ‘টাইম বোমা’: স্থপতি ইকবাল হাবিব
বেইলি রোডের এই ভবন ছাড়া বনানী, ধানমন্ডিসহ বিভিন্ন জায়গায় অনেক বহুতল ভবনের বিভিন্ন তলায় রেস্তোরাঁ তৈরি করা হয়েছে। সেসব ভবনের অগ্নিনিরাপত্তা কতটুকু মেনে চলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
source
অভিনেত্রী শ্রাবন্তীকে নোংরা মেসেজ পাঠানোর অভিযোগে গ্রেফতার বাংলাদেশি যুবক
দিনের পর দিন লাগাতার অশালীন-নোংরা মেসেজ ৷ বার বার হুঁশিয়ারি দিয়েও লাভ হয়নি ৷ শেষ পর্যন্ত নোংরা কাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ান অভিনেত্রী শ্রাবন্তী ৷ সোজা অভিযোগ জানান বাংলাদেশের হাইকমিশনারের অফিসে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই এক যুবককে খুলনা থেকে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ। Photo: Instagram
অভিযোগ শ্রাবন্তীর ব্যক্তিগত নম্বরে বার বার ফোন করতেন অভিযুক্ত ৷ অপরিচিত নম্বরের ফোন না তোলায়, তখন লাগাতার অশালীন, নোংরা ভাষায় মেসেজ পাঠাতে থাকেন অভিযুক্ত বাংলাদেশি যুবক ৷ চলতি বছরের গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশের হাইকমিশনারে অভিযোগ জমা দেন শ্রাবন্তী ৷ Photo Courtesy- Srabanti Chatterjee/ Facebook Account
অভিযোগপত্রে শ্রাবন্তী লিখেছিলেন, ‘আমার নাম শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ অভিনয়ের জগতের সঙ্গে প্রায় ২৪ বছর ধরে আমি যুক্ত ৷ এই ২৪ বছরে বাংলাদেশের বহু ছবিতে অভিনয় করেছি আমি ৷ বাংলাদেশের সংস্কৃতি, সেখানকার মানুষদের ভালোবাসা, আতিথেয়তার কথা গোটা বিশ্বের কাছে তুলে ধরেছি ৷ তবে দুঃখের বিষয় হল, সেই দেশেরই এক মানুষ গত কয়েকমাস ধরে আমার ফোনে অশ্লীল মেসেজ পাঠাচ্ছেন ৷ এই গোটা ঘটনার বিরোধিতা করি ৷ আর সেই কারণেই অভিযোগপত্র জমা দিতে বাধ্য হলাম ৷ আশা করি, এই বিষয়ে উপযুক্ত ও কড়া পদক্ষেপ নেওয়া হবে …’Photo Courtesy- Srabanti Chatterjee/ Facebook Account
News18 বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে শ্রাবন্তীর বর রোশন সেসময় জানিয়েছিলেন, ‘দু-তিন মাস আগে থেকেই ফোনে নোংরা মেসেজ আসছিল ৷ হোয়াটসঅ্যাপ এসে যাওয়ায় আজকাল তো কেউ আর মেসেজ চেক করে না ৷ তাই প্রথম প্রথম ব্যাপারটা গুরুত্ব দিইনি ৷ তবে বেড়ে যাওয়ায়, প্রথমে বাংলাদেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনাটি বলি ৷ ওরাই বলে বাংলাদেশের হাইকমিশনারকে অভিযোগপত্র জমা দিতে ৷’ অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ ৷ Photo Courtesy- Srabanti Chatterjee/ Facebook Account
দিনের পর দিন লাগাতার অশালীন-নোংরা মেসেজ ৷ বার বার হুঁশিয়ারি দিয়েও লাভ হয়নি ৷ শেষ পর্যন্ত নোংরা কাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ান অভিনেত্রী শ্রাবন্তী ৷ সোজা অভিযোগ জানান বাংলাদেশের হাইকমিশনারের অফিসে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই এক যুবককে খুলনা থেকে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ। Photo: Instagram
অভিযোগ শ্রাবন্তীর ব্যক্তিগত নম্বরে বার বার ফোন করতেন অভিযুক্ত ৷ অপরিচিত নম্বরের ফোন না তোলায়, তখন লাগাতার অশালীন, নোংরা ভাষায় মেসেজ পাঠাতে থাকেন অভিযুক্ত বাংলাদেশি যুবক ৷ চলতি বছরের গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশের হাইকমিশনারে অভিযোগ জমা দেন শ্রাবন্তী ৷ Photo Courtesy- Srabanti Chatterjee/ Facebook Account
অভিযোগপত্রে শ্রাবন্তী লিখেছিলেন, ‘আমার নাম শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ অভিনয়ের জগতের সঙ্গে প্রায় ২৪ বছর ধরে আমি যুক্ত ৷ এই ২৪ বছরে বাংলাদেশের বহু ছবিতে অভিনয় করেছি আমি ৷ বাংলাদেশের সংস্কৃতি, সেখানকার মানুষদের ভালোবাসা, আতিথেয়তার কথা গোটা বিশ্বের কাছে তুলে ধরেছি ৷ তবে দুঃখের বিষয় হল, সেই দেশেরই এক মানুষ গত কয়েকমাস ধরে আমার ফোনে অশ্লীল মেসেজ পাঠাচ্ছেন ৷ এই গোটা ঘটনার বিরোধিতা করি ৷ আর সেই কারণেই অভিযোগপত্র জমা দিতে বাধ্য হলাম ৷ আশা করি, এই বিষয়ে উপযুক্ত ও কড়া পদক্ষেপ নেওয়া হবে …’Photo Courtesy- Srabanti Chatterjee/ Facebook Account
News18 বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে শ্রাবন্তীর বর রোশন সেসময় জানিয়েছিলেন, ‘দু-তিন মাস আগে থেকেই ফোনে নোংরা মেসেজ আসছিল ৷ হোয়াটসঅ্যাপ এসে যাওয়ায় আজকাল তো কেউ আর মেসেজ চেক করে না ৷ তাই প্রথম প্রথম ব্যাপারটা গুরুত্ব দিইনি ৷ তবে বেড়ে যাওয়ায়, প্রথমে বাংলাদেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনাটি বলি ৷ ওরাই বলে বাংলাদেশের হাইকমিশনারকে অভিযোগপত্র জমা দিতে ৷’ অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ ৷ Photo Courtesy- Srabanti Chatterjee/ Facebook Account
Follow us on
Download News18 App
মুশফিকের প্রশংসা করতে গিয়ে তামিম, ‘বুড়ো, কিন্তু এখনো ফুরিয়ে যায়নি’
বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে শিরোপা জয়ের পর ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের সাক্ষাৎকার-পর্বটা অন্য এক মাত্রাই পেয়েছে। মঞ্চে কথা বলতে গিয়ে তিনি প্রথমেই ডেকে নিলেন দলের দুই সিনিয়র সদস্য মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে।
source
একুশে বইমেলা যেন ছবি তোলার মেলা
প্রতিমন্ত্রী হলেন আরও সাতজন, চারজনই নারী আসনের সদস্য
নতুন স্থান পাওয়া সাতজনের মধ্যে সরাসরি নির্বাচিতরা হলেন শহীদুজ্জামান সরকার (নওগাঁ–২), আবদুল ওয়াদুদ (রাজশাহী–৫), নজরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম–১৪)। রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজাহার খান সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
source