Monthly Archives: March 2024

নদী সাঁতরে পেরিয়ে অসমে এসে বাংলাদেশির করুণ আবেদন- ‘আমার করোনার চিকিৎসা করুন ’

Photo- Representive
#করিমগঞ্জ : সারা দুনিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণে প্রায় টালমাটাল ৷ একাধিক প্রথম বিশ্বের দেশ করোনা ভাইরাসের দাপটের সামনে কার্যত মাথা হেঁট করে নতি স্বীকার করে নিয়েছে ৷ ভারতও নিজের মতো করে এই অতিমারির বিরুদ্ধে লড়াই করছে ৷ অনেক উন্নত দেশের চেয়েও এই মুহূর্তে ভারতে করোনা সংক্রমণের ওপর অনেকটা নিয়ন্ত্রণ রাখতে পেরেছে ৷ আর ভারতের এই খবরের ওপর আস্থা রেখেই এক বাংলাদেশি যুবক প্রায় মরণপণ করে ভারতে চলে এল ৷
বাংলাদেশি ওই যুবক কুশিয়ারি নদী সাঁতরে অসমের সীমা দিয়ে ভারতে প্রবেশ করেন ৷ সেখান থেকে করিমপুর জেলার মুবারকপুরে পৌঁছন ৷
News18
সেখানে গ্রামবাসীদের জানান যে ওঁর করোনা হয়েছে ওঁকে সাহায্য করুন ৷ এই কথা শুনে গোটা গ্রাম ভয়ে কাঁপতে থাকে ৷ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিএসএফ পৌঁছয় ৷ যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ তারপর অবশ্য বাংলাদেশি সেনা ডেকে যুবককে তাঁদের হাতে প্রত্যার্পণ করা হয় ৷
আরও পড়ুন –   করোনা যুদ্ধে শরিক জামাতিরাও , প্লাজমা দেবেন ২০০ জন
যুবকের নাম আব্দুল হক – সে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাসিন্দা ৷ যেটা অসমের মুবারকপুর থেকে মাত্র চার কিলোমিটার দূরে ৷ বিএসএফের পক্ষ থেকে ডিআইজি জেসি নায়েক বলেছেন যুবকটি কুশিয়ারি নদী পেরিয়ে রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ভারতের সীমায় দাখিল হয় ৷ গ্রামের মানুষ তাঁকে অচেনা দেখে আটকায় ৷ তখন সে জানায় সে বাংলাদেশের নাগরিক ৷
এরমধ্যেই গ্রামবাসীরা সেনাদের খবর দিয়ে দেয় ৷  সে তখন জানায় তার করোনা হয়েছে আর তার চিকিৎসা করাতে সে ভারতে এসেছে ৷ সেনা অবশ্য জানায়নি সত্যি সত্যিই সে করোনা আক্রান্ত কিনা ৷ এরপরেই বাংলাদেশের সেনার হাতে তাঁকে তুলে দেওয়া হয় ৷
নদীর জলস্তর এই সময় কুশিয়ারি নদীতে খুবই কম থাকে এমনটাই জানিয়েছেন ডিজি নায়েক ৷ বর্ষার সময় বেশিরভাগ ক্ষেত্রেই এই নদী বানভাসি হয় ৷ তাঁরা জানিয়েছেন যুবক যেখান দিয়ে ঢুকেছে সেখানে সীমান্তে কাঁটাতার দিয়ে ঘেরা নেই ৷
Follow us on
Download News18 App

source

বিনা মূল্যে চিকিৎসা পেলেন অসচ্ছল ৬০০ নারী-পুরুষ

মহান স্বাধীনতার মাসে প্রথম আলো জামালপুর বন্ধুসভার উদ্যোগে গত শুক্রবার দিনব্যাপী অসচ্ছল-দরিদ্র রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ উদ্যোগের নাম দেওয়া হয় ‘স্বাধীনতা চিকিৎসা শিবির’।
source

পড়শি বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে করোনা!‌ আক্রান্ত ছাড়াল দেড় লক্ষ

• এখন সব মিলিয়ে উপসর্গের সংখ্যা দাঁড়িয়েছে ১২টি। আগেই তালিকায় ছিল জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, স্বাদ চলে যাওয়া ইত্যাদি। (‌প্রতীকী ছবি)‌
#‌ঢাকা:‌  বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল দেড় লক্ষ!‌ চার মাসের মধ্যে মারণ আকার ধারণ করেছে সে দেশের করোনা সংক্রমণের পরিমাণ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্তের হদিশ পাওয়া যায়, আর চার মাসের মাথায় আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল এই বিপুল অঙ্কে। এখনও পর্যন্ত বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ২৭৭। শেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এখনও পর্যন্ত সে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৯২৬ জনের। শেষ ২৪ ঘণ্টায় ৩৮ জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
তবে সরকারি হিসাবে এটাও জানিয়ে দেওয়া গয়েছে যে এখনও করোনায় সুস্থ হয়েছেন ৬৬ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার মানুষ। অন্য সব দেশের মতো বাংলাদেশেও সরকারের পক্ষ থেকে একাধিক ক্লাস্টারে নিয়মের কড়াকড়ি রয়েছে। তার মধ্যেই বাংলাদেশে করোনা পরীক্ষা করা হয়েছে ৮ লক্ষের বেশি মানুষের। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য দফতরের স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
Follow us on
Download News18 App

source

ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার পাঠচক্রে ছোট্টগল্প ‘একরাত্রি’

পাঠের আসরে গল্পের ছলে রবীন্দ্রনাথের নানাবিধ বিষয় সম্পর্কে আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক সবুজ মোল্লা। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ হচ্ছেন ছোটগল্পের স্রষ্টা। ছোটগল্পের মানে হচ্ছে গল্পের শুরু থাকলেও শেষ নেই। পাঠকের মনে গল্প পড়ার পরে কৌতূহল সৃষ্টি নিবৃত্তি হয়নি। তা ছাড়া রবীন্দ্রনাথকে চর্চা করা আমাদের বর্তমান প্রজন্মের জন্য জরুরি। কেননা, একজন লেখক তাঁর আপন সত্তা দিয়ে মানুষের যাপিত জীবনের নানা দিক গল্প, উপন্যাস, নাটক, রচনাশৈলী লেখেন, যা আমাদের সবার পাঠ করা থাকলে ভেতরের আত্মাকে পরিশুদ্ধ করতে পারব। আমরা পাঠচক্রের মাধ্যমে রবীন্দ্র বলয়ের নানাবিধ বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারব।’
source

আম্বানিদের বিয়েতে ম্যাচিং স্টোলের এথনিক লুকে তিন খানের নাচ

ভারতের শীর্ষ ধনী আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে বলিউডের তিন খান একই মঞ্চে একসঙ্গে নাচলেন দারুণ এথনিক লুকে, ম্যাচিং স্টোল পরে।
source

যাত্রীদের মাথায় হাত, একধাক্কায় বাস ভাড়া বাড়ল ৬০ শতাংশ

ফাইল ছবি
#ঢাকা: যাত্রী সাধারণে মাথায় হাত । বাংলাদেশে এক ধাক্কায় বাসভাড়া বাড়ছে ৬০ শতাংশ । রবিবার এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি করা হয় । সোমবার থেকেই  বর্ধিত ভাড়া গুনতে হবে যাত্রীদের ।
৬৬ দিনের লকডাউন শেষে রবিবার থেকে সারাদেশে ট্রেন ও লঞ্চ চলাচল শুরু হয়েছে । এবার শুরু হবে বাস পরিষেবা । করোনা মহামারীর রুখতে স্বাস্থ্য বিধি মেনে বাসে কম যাত্রী তুলতে হবে। তাই ভাড়া না বাড়ালে যাত্রী পরিবহন সম্ভব নয়, এমনটাই জানান হয় । এরপর এদিন নির্দেশিকা জারি করে ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে । সোমবার থেকে বাসে উঠলে বর্ধিত ভাড়া দিয়ে হবে যাত্রীদের  ।
লকডাউন উঠে গিয়েছে বাংলাদেশে । দীর্ঘ ৬৬ দিন পর খুলেছে দেশের অফিস-কাছারি, দোকান-পাট । তবে আপাতত বন্ধ থাকবে শুধু শিক্ষা প্রতিষ্ঠান । রবিবার থেকেই দেশজুড়ে ট্রেন ও লঞ্চ চলাচল শুরু হচ্ছে। সোমবার থেকে পথে নামবে বাস।
জানা গিয়েছে , বাস ভাড়া ধাক্কায় ৮০ শতাংশ বাসভাড়া বৃদ্ধির জন্য সরকারের কাছে সুপারিশ করেছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) । এই প্রস্তাব জানাজানি হওয়ার পরে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায় । আপত্তি জানায় উপভোক্তা ও নাগরিক অধিকার সংগঠনগুলি । এরপর উদ্ভূত পরিস্থিতিতে ৬০ শতাংশ বাসের ভাড়া বৃদ্ধির সরকারি বিজ্ঞপ্তি জারি করে বিআরটিএ ।
Follow us on
Download News18 App

source

এখনই চালু হচ্ছে না নীল কার্ড

পরীক্ষামূলকভাবে নীল কার্ড চালুর কথা এসেছে খেলায় শৃঙ্খলা বাড়ানোর ভাবনা থেকে। বর্তমানে রেফারিরা লঘু অপরাধের ক্ষেত্রে হলুদ কার্ড এবং একই অপরাধের পুনরাবৃত্তি ও গুরু অপরাধের ক্ষেত্রে লাল কার্ড দেখিয়ে থাকেন।
source

error: Content is protected !!