Monthly Archives: March 2024

জামিন হয়নি, তবু জামিন হয়েছে ধরে নোট, আইন কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

বিষয়টি নজরে এলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এসব কথা বলেন।
source

পরীমনির বিরুদ্ধে মামলা হচ্ছে, জানাল র‍্যাব… ফেসবুক লাইভে কী বলেছিলেন নায়িকা?

পরীমনি
ঢাকা: বুধবার বেশ কয়েক ঘণ্টা ধরে পরীমনির বাড়িতে হানা দেওয়ার পর অবশেষে নায়িকাকে নিজেদের হেফাজতে নেয় বাংলাদেশের র‌্যাব (Rapid Action Battalion) ৷ এরপরেই র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের নায়িকার বিরুদ্ধে মামলা করা হচ্ছে ৷
Remand should be granted for low quality Bangladeshi actress #PoriMoni
Hopefully many more sensational events will come out pic.twitter.com/MeCMIpYk2H
বুধবার দুপুর থেকেই পরীমনির বাড়িতে হানা দেন র‌্যাবের সদস্যরা ৷ অফিসাররা বারবার নিজেদের পরিচয় দেওয়া সত্ত্বেও প্রথমে দরজা খুলছিলেন না নায়িকা ৷ বাড়ির ভিতর থেকেই দরজা বন্ধ রাখা হয় ৷ সেসময়ে ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী ৷ বলতে থাকেন, এরা কি ডাকাত ? দিনদুপুরে কে বা কারা তাঁর বাড়িতে এসে আক্রমণ করেছে। থানা-পুলিশ, ডিবির কর্মকর্তা ও তাঁর পরিচিতজনদের কাছে ফোন করে তাঁকে বাঁচানোর আহ্বানও জানান পরীমনি। কিন্তু তাতে অবশ্য কোনও লাভ হয়নি ৷ বিকেল সাড়ে চারটে নাগাদ শেষপর্যন্ত দরজা খুলে দিতে বাধ্য হন পরীমনি ৷ এরপরেই  র‌্যাবের সদস্যরা অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেন ৷ এবং বাড়িতে রাখা একাধিক মাদকদ্রব্য-সহ পরীমনিকে আটকে করেন তাঁরা ৷
পরীমনিকে আটক করার পাশাপাশি এদিন আটক করা হয় ফিল্ম প্রযোজক নজরুল ইসলাম রাজকেও ৷ পরীমনি ও রাজ দু’জনকে নিয়ে যাওয়া হয় ঢাকার উত্তরার র‌্যাব সদর দফতরে ৷ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পরীমনিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা ৷ পরীমনির বাড়ি থেকে বিপুল পরিমাণে মদের বোতল, ভয়ঙ্কর মাদক ‘আইস’, ‘এলএসডি’ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
Follow us on
Download News18 App

source

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্কতা, একটি ভুলে ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

#কলকাতা: অ্যান্ড্রয়েড (Android) ফোন ইউজাররা সাবধান হয়ে যান, না হলে চুরি হতে পারে ব্যাঙ্কের সমস্ত ডিটেলস। ব্যাঙ্কের সমস্ত ডিটেলস চুরি হয়ে গেলে নিমেষের মধ্যে খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। গুগল প্লে স্টোরের (Google Play Store) প্রায় ১২টি ম্যালিসিয়াস অ্যাপ (Malicious App) ইউজারদের ব্যাঙ্কের সমস্ত তথ্য চুরি করে নিতে পারে। অ্যান্ড্রয়েড ফোনে এই ধরনের অ্যাপ থাকলে বিশাল বড় বিপদ অপেক্ষা করে রয়েছে। থ্রেটফ্যাব্রিকের (ThreatFabric) রিসার্চ অনুযায়ী এই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপগুলো সম্ভবত কিউআর কোড স্ক্যানার এবং ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট হিসাবে কাজ করে। এই ধরনের সকল অ্যাপ ডিজাইন করা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস চুরি করার জন্য। এছাড়াও এই সকল অ্যাপের মাধ্যমে চুরি করা হয় ইউজারদের টু-ফ্যাক্টর অথেনটিকেশন কোড (Two-Factor Authentication Codes)।
এই ধরনের ম্যালওয়ার অ্যাপ অনেক বছর ধরেই গুগল প্লে স্টোরে রয়েছে। এর ফলে আগেও ইউজারদের ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্কের তথ্য চুরি যাওয়ার মতো অনেক ঘটনা সামনে এসেছে। তাই অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের বিশেষ সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের সতর্ক থাকতে হবে নিজেদের ফোনে কোনও অ্যাপ ডাউনলোড করার সময়। বর্তমানে গুগল প্লে স্টোরে এই ধরনের লেটেস্ট ১২টি অ্যাপ খুঁজে পাওয়া গিয়েছে, যা ইউজারদের ব্যাঙ্কের ডিটেলস, ইউজারনেম, পাসওয়ার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজেই চুরি করে নিতে পারে। থ্রেটফ্যাব্রিকের রিসার্চ অনুযায়ী এই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপগুলো হল স্ক্যানিং অ্যাপস, ক্রিপ্টোকারেন্সি অ্যাপস এবং বিভিন্ন ধরনের ওয়ার্ক আউট ও ফিটনেস অ্যাপস। এর ফলে নিজেদের ফোনে এই ধরনের অ্যাপ ডাউনলোড করার আগে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন – গাড়ি চড়েই আকাশে উড়ান, আসছে রেনোঁর ফ্লাইং গাড়ি AIR4!
এই ধরনের অ্যাপ ডাউনলোড করার পর ইউজারদের অনুরোধ করা হবে সফটওয়্যার আপডেট ইনস্টল করার জন্য। যা থার্ড পার্টি সোর্সের মাধ্যমে করা হবে। এই ধরনের আপডেটের মাধ্যমে ইউজারদের ফোনে ইনস্টল করা হবে অ্যাডভান্সড অ্যান্ড্রয়েড ব্যাঙ্কিং ট্রোজান, যা মোবাইল ডিভাইজে ‘অ্যানাতসা’ (Anatsa) নামে পরিচিত। এই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ম্যালওয়ার, তার মধ্যে উল্লেখযোগ্য হল এলিয়েন (Alien), হাইড্রা (Hydra), এরমাক (Ermac) ইত্যাদি। এর মাধ্যমে হ্যাকাররা ইউজারদের মোবাইল ডিভাইজ হ্যাক করে চুরি করে নেয় গুরুত্বপূর্ণ তথ্য ও ডিটেলস।
আরও পড়ুন – আসছে 2022 TVS Apache RTR 200 4V, দাম এবং ফিচার নিয়ে জানুন বিশদে
গুগল প্লে স্টোর থেকে যে কোনও অ্যাপ ডাউনলোড করার আগে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। অ্যাপ ডাউনলোড করার আগে একবার তার রিভিউ পড়ে নেওয়া উচিত।
Follow us on
Download News18 App

source

error: Content is protected !!