Monthly Archives: March 2024

বাংলাদেশ ও বিশ্বপরিচয় – পঞ্চম শ্রেণি

রাবেয়া সুলতানা – ৭. প্রশ্ন: নতুন শিল্প বিকাশের ক্ষেত্রে জনসম্পদকে কীভাবে কাজে লাগানো যায়? ৮. প্রশ্ন: জনসংখ্যা সমস্যার সমাধানগুলো কী? ৯. প্রশ্ন: অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ কীভাবে উপকৃত হতে পারে?
source

শীতের টেক স্যাভি ফ্যাশন, বাজারে এল Microsoft-এর নতুন উইন্টার লুক ‘আগলি সোয়েটার’

#কলকাতা: শীতের আমেজ সবে আসতে শুরু করেছে। এর মধ্যেই গত বছরের মতো এবারও মাইক্রোসফট (Microsoft) মাইনসুইপার (Minesweeper) দ্বারা অনুপ্রাণিত তার নিজস্ব উইন্ডোজ সফটওয়্যার থিম ‘আগলি সোয়েটার’ (ugly Windows sweater) লঞ্চ করে ফেলেছে। তবে এবার সোয়েটারের থিম ও লুক সম্পূর্ণ নতুন (Microsoft Sweater)। এই বছরের আগলি উইন্ডোজ সোয়েটারটি মাইনসুইপার দ্বারা অনুপ্রাণিত।
মাইক্রোসফটের বিশেষ ক্রিসমাস সোয়েটারগুলি (Microsoft Sweater) দেখতে বেশ খানিকটা অদ্ভুতই বলা যায়। নানান রঙের বিকল্পে এবং ছয়টি ভিন্ন ভিন্ন সাইজের (ছোট, বড়, মাঝারি এবং তিনটি XL সাইজ সহ) সঙ্গে বাজারে এসেছে এই সোয়েটারটি (ugly Windows sweater)। বাজারজাত মূল্য হিসাবে সোয়েটারটির দাম ৭৪.৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫,৬০০ টাকা। সব সাইজের জন্য একই দাম ধার্য করা হয়েছে।
আরও পড়ুন – Malicious Android App: অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে দরকার বাড়তি সতর্কতা, মুহূর্তের ভুলে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
এই বছরের সোয়েটারের ফ্যাশনের মধ্যে রয়েছে গোলাকার গলা এবং চারিদিকে তুষারফলকের মতো ডিজাইন সহ মাইনসুইপার ব্লক দিয়ে তৈরি ক্রিসমাস ট্রিয়ের প্রিন্ট (ugly Windows sweater)। ক্রেতারা যদি আরও ভালো ভাবে লক্ষ্য করেন তবে ১৯৯০ সালটিও দেখতে পাবেন। এই বছরেই মাইক্রোসফটের ক্লাসিক গেমটি প্রথম প্রকাশিত হয়েছিল। ১৯৯০-এর পরে রয়েছে ২০২১। সোয়েটারের বামদিকে ক্লাসিক উইন্ডোজ লোগো এবং ডানদিকে ক্লোজ বোতামের ডিজাইনও যুক্ত করা হয়েছে।
‘আগলি সোয়েটার’ বর্তমানে পাওয়া যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে খুব শীঘ্রই আন্তর্জাতিক বাজারেও আসতে চলেছে এই সোয়েটার (Microsoft Sweater)। ইন্টারন্যাশনাল শিপিংয়ের কথা মাথায় রেখে ইতিমধ্যে কাজও শুরু করেছে সংস্থা। অর্থাৎ ক্রেতারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থাকলেও সহজেই এই নতুন লঞ্চ কালেক্ট করতে পারবেন।
এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে, মাইক্রোসফট গত বছর একটি এমএস পেইন্ট (MS Paint) দ্বারা অনুপ্রাণিত মাইক্রোসফট সোয়েটার দিয়ে ক্রিসমাসের উইন্টার ফ্যাশন শুরু করেছিল। মাইনসুইপার অনুপ্রাণিত সোয়েটার এটির দ্বিতীয় সংস্করণ।
আরও পড়ুন – Renault Flying Car AIR4: গাড়ি চড়েই আকাশে উড়ান, আসছে রেনোঁর ফ্লাইং গাড়ি AIR4!
গত বছর, মাইক্রোসফট প্রতিটি সোয়েটার থেকে আয়ের একটি বড় অংশ গার্লস হু কোড (Girls Who Code) ফাউন্ডেশনকে দান করেছিল। এই বিশেষ সংস্থাটি অল্পবয়সী মেয়েদের মধ্যে কম্পিউটার সায়েন্সের শিক্ষাবিস্তারে সদর্থক ভূমিকা নেয়। এই বছর এই টেক জায়ান্ট এবলগেমার্স (AbleGamers) নামের একটি আমেরিকান অলাভজনক সংস্থাকে ১০০,০০০ ডলার দান করার প্রতিশ্রুতি দিয়েছে যার লক্ষ্য প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভিডিও গেমের উপভোগ্যতা উন্নত করা।
যে সব ক্রেতারা ইতিমধ্যেই এই উইন্টার লুকের প্রেমে পড়েছেন তাঁদের কিন্তু দ্রুত স্টক সংগ্রহ করতে হবে। কেন না, টেক জায়ান্ট কোম্পানির এই নতুন লুক ফলো করতে ক্রমশ ভিড় বাড়ছে বাজারে।
Follow us on
Download News18 App

source

আর্থিক প্রতিষ্ঠানে আমানতকারী কমলেও আমানত বেড়েছে 

গত ডিসেম্বরে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ঋণের স্থিতি ছিল ৭৩ হাজার ৭৫৯ কোটি টাকা। আগের বছরের চেয়ে যা ৩ হাজার ৪৩৭ কোটি টাকা বা ৪ দশমিক ৮৮ শতাংশ বেশি।
source

ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র – এইচএসসি ২০২৪

মোহাম্মদ জয়নাল আবেদীন – ১০. মূলধন বাজেট সিদ্ধান্ত ও চলতি মূলধন সিদ্ধান্তকে একসঙ্গে কী বলা হয়? ১১. মূলধন বাজেটিং সিদ্ধান্তের মাধ্যমে নিচের কোনটি মূল্যায়ন করা হয়? ১২. মালিকানার ভিত্তিতে অর্থায়ন কোন দুই রকমের হয়ে থাকে?
source

একই ক্লাস, একই বই ও সিলেবাস, তারপরও সবাই ভালো ফল করে না কেন

আমার ক্লাসের শিক্ষার্থীদের প্রশ্ন করেছিলাম, তোমাদের মধ্যে কয়েকজন আছ, যারা ভালো ফল কর এবং মেধাবীও বটে, কিন্তু বেশি ভাগই ভালো ফল করছ না, যদিও তোমরা একই শ্রেণিতে পড়, তোমাদের বই ও সিলেবাস এক, সময় একই এবং একই শিক্ষকের কাছে পাঠ নিচ্ছ—এর কারণ কি তোমরা বলতে পারবে?
source

অলস দুপুরের গল্প

এবার একটু কাগজে–কলমে কাটাকুটি
খেলা খেলি; শব্দে শব্দে ঝংকার তুলি
কবিতার উৎস খুঁজি
আনন্দবেলায় যাই ফিরে
যদি আমায় ধরে ঘিরে
লিখে ফেলব তরতরিয়ে!
আবার,
সুখ–দুঃখের শিকড় হাতড়াই
বিস্ময় ভরা চোখে অন্যরূপে
নীল আকাশ দেখি।
ডানা মেলে নির্ভরতায় উড়ে যাওয়া
পাখির সুখ দেখি
source

প্রয়াত বাংলাদেশের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান

#ঢাকাঃ প্রয়াত হলেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান । তিনি বেশ কিছুদিন ধরে হার্ট ও কিডনির জটিলতা কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। অধ্যাপকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বৃহস্পতিবার ঢাকার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে প্রয়াত হন এই অধ্যাপক । তিনি বেশ কিছুদিন ধরেই হৃদরোগ এবং কিডনির জটিলতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অধ্যাপক আনিসুজ্জামান শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছিলেন ঠিকই কিন্তু সাহিত্য-গবেষণা লেখালেখি ও সাংগঠনিক কার্যকলাপের জন্যও তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
আনিসুজ্জামান ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন । তার পিতার এটিএম মোয়াজ্জেম । তিনি ছিলেন বিখ্যাত হোমিও চিকিৎসক । মা সৈয়দা খাতুন গৃহিনী হলেও লেখালেখির অভ্যাস ছিল । পিতামহ শেখ আবদুর রহিম ছিলেন লেখক ও সাংবাদিক । আনিসুজ্জামানরা ছিলেন পাঁচ ভাই-বোন । তিন বোনের ছোট আনিসুজ্জামান, তারপর আরেকটি ভাই । বড় বোনও নিয়মিত কবিতা লিখতেন ।
আনিসুজ্জামান কলকাতার পার্ক সার্কাস হাইস্কুলে শিক্ষাজীবন শুরু করেন । এখানে তৃতীয় শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ার পর বাংলাদেশে চলে আসেন এবং খুলনা জেলা স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন । এক বছর পর পরিবারের সাথে ঢাকায় চলে আসেন এবং প্রিয়নাথ হাইস্কুলে (বর্তমান নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়) ভর্তি হন। ১৯৫১ সালে এ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ১৯৫৩ সালে জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন । ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৯৫৭ সালে একই বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মাত্র ২২ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। শিক্ষা শিল্প সাহিত্য সাংগঠনিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি বাংলা অকাদেমি সাহিত্য পুরস্কার-একুশে পদক সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি শিল্পকলা বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘যামিনী’ এবং বাংলা মাসিকপত্র ‘কালি ও কলম’ এর সম্পাদকমন্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আনিসুজ্জামান ছিলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক ।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের  বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক । তিনি  ভহাসা আন্দোলন এবং উন সত্তরের গণঅভ্যুত্থান (১৯৬৯) ও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন । এছাড়াও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ডঃ কুদরাত-এ-খুদাকে প্রধান করে গঠিত জাতীয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন । বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে তার গবেষণা সবিশেষ উল্লেখযোগ্য ।
আনিসুজ্জামান শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য একাধিক পুরস্কার লাভ করেছেন । প্রবন্ধ গবেষণায় অবদানের জন্য ১৯৭০ সালে তিনি বাংলা একাডেমি থেকে প্রদত্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন । শিক্ষায় অবদানের জন্য তাকে ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত করা হয় । শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য তাঁকে ভারত সরকার কর্তৃক প্রদত্ত তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পদক প্রদান করা হয় । সাহিত্যে অবদানের জন্য ২০১৫ সালে তাকে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় ।
Follow us on
Download News18 App

source

স্কুলে বিড়াল

আমাদের স্কুলের জানালার ফাঁক দিয়ে একটা ছোট্ট বিড়াল আসে। সবাই মিলে ওর নাম রেখেছি কিটি। কিটি খুব সুন্দর। মাঝেমধ্যে ও জানালার ফাঁক দিয়ে এসে ক্লাসে ঢোকে। আমাদের শিক্ষকেরাও কিটিকে পছন্দ করেন।
source

error: Content is protected !!