Monthly Archives: March 2024

সিঙ্গাপুর থেকে ফিরে মির্জা ফখরুল ক্ষমতার দিবাস্বপ্ন দেখছেন: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযোদ্ধা সমাবেশ করলেন, অথচ ২৫ মার্চ গণহত্যা নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি। এরা কারা? এরা পাকিস্তানের দালাল। বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ ভুয়া।’
source

'আমাকে বাঁচান', পথের দৃশ্য দেখল সবাই-ছবিও তুলল! মর্মান্তিক পরিণতি যুবকের…

পথে পড়ে শরীফ!
#ঢাকা: প্রকাশ্য রাস্তায় যন্ত্রণায় ছটফট করছেন এক যুবক। কিন্তু সাহায্যের বদলে তাঁর কষ্ট ‘উপভোগ’ করতে দেখা গেল বহু মানুষকে। শুধু তাই নয়, কিছু মানুষ আবার হাতে তুলে নিলেন মোবাইল। তুলতে লাগলেন ভিডিও। কিন্তু একজনও এগিয়ে এসে যুবককে উদ্ধার করা তো দূর, হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনও বোধ করেননি। শেষমেশ খবর পেয়ে পুলিশ এসে ছুরিতে আঘাত পাওয়া ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কলেজের কাছে, প্রেসক্লাবের সামনে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম শরীফ। তিনি শ্রীমঙ্গলের শহরতলির শাহজিবাজার এলাকার শায়েস্তা মিঁয়ার সন্তান।
কিন্তু বাংলাদেশের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, ছুরির আঘাতে মারাত্মক আহত হয়ে ওই যুবক রাস্তায় পড়ে যন্ত্রণায় ছটফট করছেন। রাস্তাতে শুয়েই তিনি নিজের নাম যেমন জানাচ্ছেন, তেমনি শান্তিবাগ এলাকার বাসিন্দা সজীব নামের এক ব্যক্তি তাঁকে ছুরি মেরেছেন বলেও দাবি করছিলেন তিনি। নিজের পরিবারের পরিচয়ও তিনি দিয়েছিলেন যন্ত্রণায় ছটফট করতে-করতেই।
কিন্তু কেন ঘটল এমন ঘটনা? পুলিশ সূত্রে খবর, মৃত শরীফ ও তাঁর বন্ধু অভিযুক্ত সজীব শনিবার বিকেলে শহরের একটি হোটেলে রুম ভাড়া নিয়েছিলেন। সেখানে বেশ কিছুক্ষণ তাঁরা ছিলেন। দুপুর সাড়ে তিনটে নাগাদ হোটেলে ঢুকে আবার চারটে নাগাদ তাঁরা বেরিয়েও যায়। সন্ধার সময় তাঁদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। সেই ঘটনার সূত্রেই শরীফকে ছুরি দিয়ে আঘাত করেন সজীব, প্রাথমিকভাবে এমনটাই মনে করা হচ্ছে। অভিযুক্ত সজীব এখন পলাতক। তাঁকে খুঁজছে পুলিশ। কিন্তু যে প্রশ্নটি পাশাপাশি উঠছে, এত মানুষ শরীফকে রাস্তায় পড়ে থাকতে দেখেও সাহায্যের জন্য এগিয়ে গেলেন না কেন? মানুষের অমানবিক হয়ে ওঠার আরেকটা নিদর্শন নয় তো?
Follow us on
Download News18 App

source

সিরাজগঞ্জে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের তিন কর্মকর্তা গ্রেপ্তার

গ্রেপ্তার তিনজন হলেন জনতা ব্যাংক তামাই শাখার ব্যবস্থাপক আল আমিন (৪২), সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম (৩৪), কর্মকর্তা রাশেদুল ইসলাম (৩১)।
source

"অসহায় আমার পাশে কেউ দাঁড়ায়নি", পরীমনিকে দেখে পুরোনো কথা মনে পড়ছে তসলিমার

#নয়াদিল্লি: জেল থেকে ছাড়া পেলেও স্বস্তি নেই বাংলাদেশের অভিনেত্রী পরীমনির (Pori Moni)। কারণ ইতিমধ্যেই বাড়িওয়ালার থেকে এবার তিনি বাড়ি ছাড়ার নোটিশ পেয়েছেন। আর পরীমনির এই অবস্থা দেখে পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে লেখিকা তসলিমা নাসরিনের (Taslima Nasrin)। তাঁর কথায়, “এরকম আমিও বলেছিলাম সেদিন! পরীমণির অসহায়তা আমি অন্তর দিয়ে অনুভব করছি।” পরীমনি গ্রেফতার হওয়ার পরে সরব হয়েছিলেন তসলিমা। জেল থেকে ছাড়া পাওয়ার পরে ফের নিজের ফেসবুকে অভিনেত্রীর হয়ে লিখলেন তিনি।
এক সময়ে তাঁকেও দেশ ছাড়তে হয়েছিল। পরে পশ্চিমবঙ্গ থেকেও সরে যেতে বলা হয় তাঁকে। কলকাতার রওডন স্ট্রিটের বাড়ি থেকেও বেরিয়ে যেতে বলা হয়েছিল। ছাড়তে হয়েছিল এই রাজ্যও। পরীমনিকে দেখে সেই সব স্মৃতিই যেন ফের জেগে উঠেছে তাঁর। তাই তসলিমা লিখছেন, “পরীমণি জেল থেকে বেরোলো, বাড়িতে ঢুকলো আর দেখলো তাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে বাড়িওয়ালা। এই ভয়ংকর দুঃসময়কে আমি খুব ভালো জানি, যেহেতু নিজের জীবনেই ঘটেছে এমন ঘটনা। মনে পড়ছে কলকাতার সেই দিনগুলোর কথা। ৭ নম্বর রওডন স্ট্রিটে ডাক্তার দেবল সেনের বাড়িতে আমি তখন ভাড়া থাকি। ২০০৭ সাল। পুলিশ কমিশনার এসে জানিয়ে যাচ্ছেন আমাকে দেশ ছাড়তে বলছেন মূখ্যমন্ত্রী, দেশ যদি আপাতত না-ও ছাড়ি, রাজ্য আমাকে আজ বা কালের মধ্যেই ছাড়তে হবে। দেশের দরজা বহুকাল বন্ধ। ইউরোপ ছেড়ে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাণের টানে আর ভাষার টানে আশ্রয় নিলাম, আর আমাকে কিনা এই আশ্রয়টিও ছাড়তে হবে, কোথাও তো আর ঘর বাড়ি নেই আমার, যাবো কোথায়!”
সেই সময়টা লেখিকার কাছে কতটা কঠিন হয়ে উঠেছিল তাও লিখেছেন তিনি। শুধু রাজনীতি নয়। এমনকি বন্ধু মহলও সেই সময়ে তাঁর পাশে দাঁড়ায়নি। তসলিমা লিখছেন, “আমার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিতে চাইছে কারা! আমি সম্ভবত যত না রাজনীতিকদের ষড়যন্ত্রের শিকার, তার চেয়ে বেশি শিকার সাহিত্যের মাফিয়া ডনদের রাজনীতির। যখন আশে পাশে কেউ নেই, বিপদ দেখে বন্ধুদের উপস্থিতি একশ’ থেকে আচমকা শূন্যে চলে এলো, একা একা আমি চিৎকার করছি, আমি রাজ্য ছাড়বো না, শহর ছাড়বো না, বাড়ি ছাড়বো না, কারণ আমি কোনও অন্যায় করিনি, আমি মানবতার কথা লিখি। মানবাধিকারের জন্য সংগ্রাম করা, মানবতার কথা লেখা অন্যায় তো নয়!”
তিনি আরও লিখছেন, “ভালোবেসে এক বাঙালি লেখক বাংলায় বাস করছে, তাকে বাংলা থেকে বের করে দেওয়া, তাকে নিষিদ্ধ করা মানে তার লেখক সত্ত্বাকে ধ্বংস করে দেওয়া— তাই আমি অস্বীকার করেছিলাম রাজ্য ছাড়তে। সুনীল গঙ্গোপাধ্যায় যখন ফোন করে বললেন আমাকে রাজ্য ছাড়তেই হবে, বুঝলাম যাদের উচিত ছিল পাশে দাঁড়াবার, তারাই পাশে দাঁড়াচ্ছেন না। কলকাতা তো দেখিয়ে দিয়েছে লেখকেরা কী করে আরেক লেখকের বই নিষিদ্ধ করার দাবি জানায়, লেখকেরা কী করে আরেক লেখকের সর্বনাশ করতে ঝাঁপিয়ে পড়ে।”
আর এই সবের মধ্যেই হাতে বাড়িওয়ালা নোটিশ ধরিয়েছিলেন বাড়ি ছাড়ার। তসলিমা সেই স্মৃতিচারণ করে বলছেন, “চারদিক থেকে যখন অন্ধকার নেমে আসছে, তখন আমার বাড়িওয়ালা আমাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছিলেন! সম্ভবত মূখ্যমন্ত্রীই বাড়িওয়ালাকে বলেছিলেন ওই নোটিশটি দিতে। ষড়যন্ত্র কতটা ভয়ংকর হতে পারে, তা সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম।”
এর পরে ফের পরীমনির প্রসঙ্গে ফেরেন তসলিমা। তিনি লিখছেন, “পরীমণির শত্রু যেমন কম নয়, অনুরাগী শুভানুধ্যায়ীও তেমন কম নয়, তারা এই দুঃসময়ে তার পাশে দাঁড়াবে, আমার বিশ্বাস। অসহায় আমার পাশে কেউ দাঁড়ায়নি। প্রথমে রাজ্য ছাড়তে, পরে দেশ ছাড়তে আমাকে বাধ্য করা হয়েছিল।”
Follow us on
Download News18 App

source

এনসিসিএর নতুন কমিটি গঠিত

নতুন এ কমিটি দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের পাশাপাশি জনসচেতনতা গড়ে তুলতে কাজ করবে।
source

প্রিমিয়ার লিগের হল অব ফেমে আর্সেনালের ‘ইনভিন্সিবল’ অ্যাশলে কোল

ইংলিশ প্রিমিয়ার লিগের হল অব ফেমে যুক্ত করা হয়েছে কিংবদন্তি ইংলিশ লেফট ব্যাক অ্যাশলে কোলকে। প্রিমিয়ার লিগে ১৫ বছরের ক্যারিয়ারে আর্সেনাল ও চেলসির হয়ে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন কোল।
source

মহাকাশে ক্যানসার গবেষণায় বড় অগ্রগতির ঘোষণা

মহাকাশে গবেষণা করার সুবিধা হলো, সেখানকার ওজনহীন পরিবেশে দ্রুত কোষের বয়স বাড়ে। এতে গবেষণার গতি বেড়ে যায়। এ ছাড়া কোষের খাঁটি গঠন কাঠামোও বিশ্লেষণ করতে পারেন গবেষকেরা।
source

দেড় শ ফুট উঁচু জোড়া মিনারের মসজিদটি কতটা প্রাচীন

মসজিদের বাইরের দেয়ালের টাইলসে নিখুঁত নকশা। তিন দিকের দেয়ালে স্তরে স্তরে সারবদ্ধভাবে খিলান আকৃতির জানালা। জানালায় বসানো হয়েছে ফুল–লতাপাতার নকশা করা লোহার গ্রিল।
source

error: Content is protected !!