Daily Archives: March 22, 2024

ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র – এইচএসসি ২০২৪

মোহাম্মদ জয়নাল আবেদীন – ১০. মূলধন বাজেট সিদ্ধান্ত ও চলতি মূলধন সিদ্ধান্তকে একসঙ্গে কী বলা হয়? ১১. মূলধন বাজেটিং সিদ্ধান্তের মাধ্যমে নিচের কোনটি মূল্যায়ন করা হয়? ১২. মালিকানার ভিত্তিতে অর্থায়ন কোন দুই রকমের হয়ে থাকে?
source

একই ক্লাস, একই বই ও সিলেবাস, তারপরও সবাই ভালো ফল করে না কেন

আমার ক্লাসের শিক্ষার্থীদের প্রশ্ন করেছিলাম, তোমাদের মধ্যে কয়েকজন আছ, যারা ভালো ফল কর এবং মেধাবীও বটে, কিন্তু বেশি ভাগই ভালো ফল করছ না, যদিও তোমরা একই শ্রেণিতে পড়, তোমাদের বই ও সিলেবাস এক, সময় একই এবং একই শিক্ষকের কাছে পাঠ নিচ্ছ—এর কারণ কি তোমরা বলতে পারবে?
source

অলস দুপুরের গল্প

এবার একটু কাগজে–কলমে কাটাকুটি
খেলা খেলি; শব্দে শব্দে ঝংকার তুলি
কবিতার উৎস খুঁজি
আনন্দবেলায় যাই ফিরে
যদি আমায় ধরে ঘিরে
লিখে ফেলব তরতরিয়ে!
আবার,
সুখ–দুঃখের শিকড় হাতড়াই
বিস্ময় ভরা চোখে অন্যরূপে
নীল আকাশ দেখি।
ডানা মেলে নির্ভরতায় উড়ে যাওয়া
পাখির সুখ দেখি
source

প্রয়াত বাংলাদেশের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান

#ঢাকাঃ প্রয়াত হলেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান । তিনি বেশ কিছুদিন ধরে হার্ট ও কিডনির জটিলতা কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। অধ্যাপকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বৃহস্পতিবার ঢাকার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে প্রয়াত হন এই অধ্যাপক । তিনি বেশ কিছুদিন ধরেই হৃদরোগ এবং কিডনির জটিলতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অধ্যাপক আনিসুজ্জামান শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছিলেন ঠিকই কিন্তু সাহিত্য-গবেষণা লেখালেখি ও সাংগঠনিক কার্যকলাপের জন্যও তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
আনিসুজ্জামান ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন । তার পিতার এটিএম মোয়াজ্জেম । তিনি ছিলেন বিখ্যাত হোমিও চিকিৎসক । মা সৈয়দা খাতুন গৃহিনী হলেও লেখালেখির অভ্যাস ছিল । পিতামহ শেখ আবদুর রহিম ছিলেন লেখক ও সাংবাদিক । আনিসুজ্জামানরা ছিলেন পাঁচ ভাই-বোন । তিন বোনের ছোট আনিসুজ্জামান, তারপর আরেকটি ভাই । বড় বোনও নিয়মিত কবিতা লিখতেন ।
আনিসুজ্জামান কলকাতার পার্ক সার্কাস হাইস্কুলে শিক্ষাজীবন শুরু করেন । এখানে তৃতীয় শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ার পর বাংলাদেশে চলে আসেন এবং খুলনা জেলা স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন । এক বছর পর পরিবারের সাথে ঢাকায় চলে আসেন এবং প্রিয়নাথ হাইস্কুলে (বর্তমান নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়) ভর্তি হন। ১৯৫১ সালে এ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ১৯৫৩ সালে জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন । ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৯৫৭ সালে একই বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মাত্র ২২ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। শিক্ষা শিল্প সাহিত্য সাংগঠনিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি বাংলা অকাদেমি সাহিত্য পুরস্কার-একুশে পদক সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি শিল্পকলা বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘যামিনী’ এবং বাংলা মাসিকপত্র ‘কালি ও কলম’ এর সম্পাদকমন্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আনিসুজ্জামান ছিলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক ।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের  বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক । তিনি  ভহাসা আন্দোলন এবং উন সত্তরের গণঅভ্যুত্থান (১৯৬৯) ও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন । এছাড়াও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ডঃ কুদরাত-এ-খুদাকে প্রধান করে গঠিত জাতীয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন । বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে তার গবেষণা সবিশেষ উল্লেখযোগ্য ।
আনিসুজ্জামান শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য একাধিক পুরস্কার লাভ করেছেন । প্রবন্ধ গবেষণায় অবদানের জন্য ১৯৭০ সালে তিনি বাংলা একাডেমি থেকে প্রদত্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন । শিক্ষায় অবদানের জন্য তাকে ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত করা হয় । শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য তাঁকে ভারত সরকার কর্তৃক প্রদত্ত তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পদক প্রদান করা হয় । সাহিত্যে অবদানের জন্য ২০১৫ সালে তাকে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় ।
Follow us on
Download News18 App

source

স্কুলে বিড়াল

আমাদের স্কুলের জানালার ফাঁক দিয়ে একটা ছোট্ট বিড়াল আসে। সবাই মিলে ওর নাম রেখেছি কিটি। কিটি খুব সুন্দর। মাঝেমধ্যে ও জানালার ফাঁক দিয়ে এসে ক্লাসে ঢোকে। আমাদের শিক্ষকেরাও কিটিকে পছন্দ করেন।
source

জামিন হয়নি, তবু জামিন হয়েছে ধরে নোট, আইন কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

বিষয়টি নজরে এলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এসব কথা বলেন।
source

পরীমনির বিরুদ্ধে মামলা হচ্ছে, জানাল র‍্যাব… ফেসবুক লাইভে কী বলেছিলেন নায়িকা?

পরীমনি
ঢাকা: বুধবার বেশ কয়েক ঘণ্টা ধরে পরীমনির বাড়িতে হানা দেওয়ার পর অবশেষে নায়িকাকে নিজেদের হেফাজতে নেয় বাংলাদেশের র‌্যাব (Rapid Action Battalion) ৷ এরপরেই র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের নায়িকার বিরুদ্ধে মামলা করা হচ্ছে ৷
Remand should be granted for low quality Bangladeshi actress #PoriMoni
Hopefully many more sensational events will come out pic.twitter.com/MeCMIpYk2H
বুধবার দুপুর থেকেই পরীমনির বাড়িতে হানা দেন র‌্যাবের সদস্যরা ৷ অফিসাররা বারবার নিজেদের পরিচয় দেওয়া সত্ত্বেও প্রথমে দরজা খুলছিলেন না নায়িকা ৷ বাড়ির ভিতর থেকেই দরজা বন্ধ রাখা হয় ৷ সেসময়ে ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী ৷ বলতে থাকেন, এরা কি ডাকাত ? দিনদুপুরে কে বা কারা তাঁর বাড়িতে এসে আক্রমণ করেছে। থানা-পুলিশ, ডিবির কর্মকর্তা ও তাঁর পরিচিতজনদের কাছে ফোন করে তাঁকে বাঁচানোর আহ্বানও জানান পরীমনি। কিন্তু তাতে অবশ্য কোনও লাভ হয়নি ৷ বিকেল সাড়ে চারটে নাগাদ শেষপর্যন্ত দরজা খুলে দিতে বাধ্য হন পরীমনি ৷ এরপরেই  র‌্যাবের সদস্যরা অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেন ৷ এবং বাড়িতে রাখা একাধিক মাদকদ্রব্য-সহ পরীমনিকে আটকে করেন তাঁরা ৷
পরীমনিকে আটক করার পাশাপাশি এদিন আটক করা হয় ফিল্ম প্রযোজক নজরুল ইসলাম রাজকেও ৷ পরীমনি ও রাজ দু’জনকে নিয়ে যাওয়া হয় ঢাকার উত্তরার র‌্যাব সদর দফতরে ৷ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পরীমনিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা ৷ পরীমনির বাড়ি থেকে বিপুল পরিমাণে মদের বোতল, ভয়ঙ্কর মাদক ‘আইস’, ‘এলএসডি’ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
Follow us on
Download News18 App

source

error: Content is protected !!