একসময় দুই বাংলার বর্ষায় বাঙালির একাই পাত শাসন করত মাছের সেরা ইলিশ মাছ (Hilsa Fish)। অথচ আজ ক্রমশ এই বাংলায় কমে আসছে ইলিশের (Hilsa | Bangla News) যোগান। ফলে মহার্ঘ্য হয়ে উঠছে বাঙালির প্রিয় মাছ। কিন্তু কারণটা কী? গবেষণা বলছে, গঙ্গায় (River Ganges) দূষণই কেড়ে নিচ্ছে ইলিশ। গত কয়েকবছর ধরে লাগাতার বাড়তে থাকা দূষণের প্রভাবেই ইলিশ বিমুখ এই বাংলায়।
স্বচ্ছ জলের অভাব ইলিশের বর্ষাকালীন অভিসারের এলাকা বদলে ঠেলে দিচ্ছে মায়ানমারের (Myanmar) দিকে। কিছুটা পৌঁছচ্ছে পদ্মার (Padma River) উপকূলে। হতাশ ভারতীয় মৎস্যজীবীরা। বিশেষ করে বাঙালি ইলিশপ্রেমীরা (Hilsa | Bangla News)। সর্ষে বাটার ভাঁপা ইলিশ থেকে কালোজিরে কাঁচালঙ্কা ঝোল, সবই ক্রমশ বিরল হয়ে যাচ্ছে এপারের বাঙালি রসনা থেকে।
বিশেষ করে বাঙালি ইলিশপ্রেমীরা (Hilsa | Bangla News)। সর্ষে বাটার ভাঁপা ইলিশ থেকে কালোজিরে কাঁচালঙ্কা ঝোল, সবই ক্রমশ বিরল হয়ে যাচ্ছে এপারের বাঙালি রসনা থেকে।
বাংলাদেশের (Bangladesh) তুলনায় এপারের শিল্প-বাণিজ্যে এগিয়ে থাকাই কী কারণ? পশ্চিমবঙ্গ (West Bengal) বরবারই ব্রিটিশ আমল থেকে উন্নয়নের কাণ্ডারি। আগে তো রাজধানীই ছিল দেশের। ফলে লাগাতার উন্নয়নের মূল্য চোকাতে গিয়ে গঙ্গার দূষণ বাড়ছে। আর সেই দূষণ (River pollution) এড়াতে ইলিশ ছুটছে দূষণমুক্ত পদ্মায় (Padma River)। পদ্মার পারে এখনও সেভাবে ব্যাপক হারে উন্নয়নের জোয়ার বয়নি। এমন দাবি তাদের দেশে বিভিন্ন সংবাদমাধ্যমেই। ফলে তাঁরা এখন ইলিশের সুফল ভোগ করছে।
আর সেই দূষণ (River pollution) এড়াতে ইলিশ ছুটছে দূষণমুক্ত পদ্মায় (Padma River)। পদ্মার পারে এখনও সেভাবে ব্যাপক হারে উন্নয়নের জোয়ার বয়নি। এমন দাবি তাদের দেশে বিভিন্ন সংবাদমাধ্যমেই। ফলে তাঁরা এখন ইলিশের সুফল ভোগ করছে।
দূষণই ((River pollution) কাল, এপার বাংলা বিমুখ ইলিশ গঙ্গা(Ganges) মোহনায় কিছুতেই মিলছে না ইলিশের (Hilsa) দেখা। হা-হুতাশ করছেন পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা (West Bengal Fishermen)। বিশেষজ্ঞদের মতে, গঙ্গায় দূষণের মাত্রা এতটাই বেড়ে গেছে যে, মুখ ফিরিয়ে নিয়েছে মাছের রাজা ইলিশ। ফলে ঝাঁকে ঝাঁকে রূপালি মাছের অভিমুখ এখন বাংলাদেশের মায়ানমার-বাংলাদেশ বলে জানা গিয়েছে। আগামীতে আরও খারাপ হবে অবস্থা
সম্প্রতি এই বিষয়ে একটি প্রতিবেদন পেশ করেছে সাউথ এশিয়া নেটওয়ার্ট অফ ড্যাম রিভার অ্যান্ড পিপলস। যেখানে গঙ্গায় ইলিশের দেখা না পাওয়ার কারণ হিসেবে দূষণকেই ((River pollution) বেশি মাত্রায় দায়ী করা হয়েছে। ওই প্রতিবেদনে উঠে এসেছে, গঙ্গা (Ganges) থেকে অচিরেই উধাও হয়ে হতে চলেছে মাছের রাজা ইলিশ। ফলে ঝাঁকে ঝাঁকে রূপালি মাছের অভিমুখ এখন বাংলাদেশের মায়ানমার-বাংলাদেশ বলে জানা গিয়েছে।
সম্প্রতি এই বিষয়ে একটি প্রতিবেদন পেশ করেছে সাউথ এশিয়া নেটওয়ার্ট অফ ড্যাম রিভার অ্যান্ড পিপলস। যেখানে গঙ্গায় ইলিশের দেখা না পাওয়ার কারণ হিসেবে দূষণকেই ((River pollution) বেশি মাত্রায় দায়ী করা হয়েছে। ওই প্রতিবেদনে উঠে এসেছে, গঙ্গা (Ganges) থেকে অচিরেই উধাও হয়ে হতে চলেছে মাছের রাজা ইলিশ। ফলে ঝাঁকে ঝাঁকে রূপালি মাছের অভিমুখ এখন বাংলাদেশের মায়ানমার-বাংলাদেশ বলে জানা গিয়েছে।
মিষ্টি জল ছাড়া ডিম পারে না ইলিশ : বিশেষজ্ঞরা বলছেন, ডিম পাড়ার জন্য ইলিশ খোঁজে মিষ্টি জল। আর সেইজন্যেই তারা ঝাঁকে ঝাঁকে গঙ্গায় আসে। কিন্তু দূষণের ফলে গঙ্গায় লবণের মাত্রা অত্যাধিক বেড়ে যাওয়ার কারণেই ইলিশ এখন গঙ্গার মোহনায় এসেও লবণের মাত্রা দেখে ফিরে যাচ্ছে ওপার বাংলার দিকে।
আর তাতেই বাঙালি পাতে ইলিশ আজ বিরল। বিশেষজ্ঞদের আশংকা গঙ্গার দূষণের মাত্রা না কমানো গেলে আগামী দিনে ইলিশ পাওয়ায় দুস্কর হয়ে উঠবে।
একসময় দুই বাংলার বর্ষায় বাঙালির একাই পাত শাসন করত মাছের সেরা ইলিশ মাছ (Hilsa Fish)। অথচ আজ ক্রমশ এই বাংলায় কমে আসছে ইলিশের (Hilsa | Bangla News) যোগান। ফলে মহার্ঘ্য হয়ে উঠছে বাঙালির প্রিয় মাছ। কিন্তু কারণটা কী? গবেষণা বলছে, গঙ্গায় (River Ganges) দূষণই কেড়ে নিচ্ছে ইলিশ। গত কয়েকবছর ধরে লাগাতার বাড়তে থাকা দূষণের প্রভাবেই ইলিশ বিমুখ এই বাংলায়।
স্বচ্ছ জলের অভাব ইলিশের বর্ষাকালীন অভিসারের এলাকা বদলে ঠেলে দিচ্ছে মায়ানমারের (Myanmar) দিকে। কিছুটা পৌঁছচ্ছে পদ্মার (Padma River) উপকূলে। হতাশ ভারতীয় মৎস্যজীবীরা। বিশেষ করে বাঙালি ইলিশপ্রেমীরা (Hilsa | Bangla News)। সর্ষে বাটার ভাঁপা ইলিশ থেকে কালোজিরে কাঁচালঙ্কা ঝোল, সবই ক্রমশ বিরল হয়ে যাচ্ছে এপারের বাঙালি রসনা থেকে।
বিশেষ করে বাঙালি ইলিশপ্রেমীরা (Hilsa | Bangla News)। সর্ষে বাটার ভাঁপা ইলিশ থেকে কালোজিরে কাঁচালঙ্কা ঝোল, সবই ক্রমশ বিরল হয়ে যাচ্ছে এপারের বাঙালি রসনা থেকে।
বাংলাদেশের (Bangladesh) তুলনায় এপারের শিল্প-বাণিজ্যে এগিয়ে থাকাই কী কারণ? পশ্চিমবঙ্গ (West Bengal) বরবারই ব্রিটিশ আমল থেকে উন্নয়নের কাণ্ডারি। আগে তো রাজধানীই ছিল দেশের। ফলে লাগাতার উন্নয়নের মূল্য চোকাতে গিয়ে গঙ্গার দূষণ বাড়ছে। আর সেই দূষণ (River pollution) এড়াতে ইলিশ ছুটছে দূষণমুক্ত পদ্মায় (Padma River)। পদ্মার পারে এখনও সেভাবে ব্যাপক হারে উন্নয়নের জোয়ার বয়নি। এমন দাবি তাদের দেশে বিভিন্ন সংবাদমাধ্যমেই। ফলে তাঁরা এখন ইলিশের সুফল ভোগ করছে।
আর সেই দূষণ (River pollution) এড়াতে ইলিশ ছুটছে দূষণমুক্ত পদ্মায় (Padma River)। পদ্মার পারে এখনও সেভাবে ব্যাপক হারে উন্নয়নের জোয়ার বয়নি। এমন দাবি তাদের দেশে বিভিন্ন সংবাদমাধ্যমেই। ফলে তাঁরা এখন ইলিশের সুফল ভোগ করছে।
দূষণই ((River pollution) কাল, এপার বাংলা বিমুখ ইলিশ গঙ্গা(Ganges) মোহনায় কিছুতেই মিলছে না ইলিশের (Hilsa) দেখা। হা-হুতাশ করছেন পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা (West Bengal Fishermen)। বিশেষজ্ঞদের মতে, গঙ্গায় দূষণের মাত্রা এতটাই বেড়ে গেছে যে, মুখ ফিরিয়ে নিয়েছে মাছের রাজা ইলিশ। ফলে ঝাঁকে ঝাঁকে রূপালি মাছের অভিমুখ এখন বাংলাদেশের মায়ানমার-বাংলাদেশ বলে জানা গিয়েছে। আগামীতে আরও খারাপ হবে অবস্থা
সম্প্রতি এই বিষয়ে একটি প্রতিবেদন পেশ করেছে সাউথ এশিয়া নেটওয়ার্ট অফ ড্যাম রিভার অ্যান্ড পিপলস। যেখানে গঙ্গায় ইলিশের দেখা না পাওয়ার কারণ হিসেবে দূষণকেই ((River pollution) বেশি মাত্রায় দায়ী করা হয়েছে। ওই প্রতিবেদনে উঠে এসেছে, গঙ্গা (Ganges) থেকে অচিরেই উধাও হয়ে হতে চলেছে মাছের রাজা ইলিশ। ফলে ঝাঁকে ঝাঁকে রূপালি মাছের অভিমুখ এখন বাংলাদেশের মায়ানমার-বাংলাদেশ বলে জানা গিয়েছে।
সম্প্রতি এই বিষয়ে একটি প্রতিবেদন পেশ করেছে সাউথ এশিয়া নেটওয়ার্ট অফ ড্যাম রিভার অ্যান্ড পিপলস। যেখানে গঙ্গায় ইলিশের দেখা না পাওয়ার কারণ হিসেবে দূষণকেই ((River pollution) বেশি মাত্রায় দায়ী করা হয়েছে। ওই প্রতিবেদনে উঠে এসেছে, গঙ্গা (Ganges) থেকে অচিরেই উধাও হয়ে হতে চলেছে মাছের রাজা ইলিশ। ফলে ঝাঁকে ঝাঁকে রূপালি মাছের অভিমুখ এখন বাংলাদেশের মায়ানমার-বাংলাদেশ বলে জানা গিয়েছে।
মিষ্টি জল ছাড়া ডিম পারে না ইলিশ : বিশেষজ্ঞরা বলছেন, ডিম পাড়ার জন্য ইলিশ খোঁজে মিষ্টি জল। আর সেইজন্যেই তারা ঝাঁকে ঝাঁকে গঙ্গায় আসে। কিন্তু দূষণের ফলে গঙ্গায় লবণের মাত্রা অত্যাধিক বেড়ে যাওয়ার কারণেই ইলিশ এখন গঙ্গার মোহনায় এসেও লবণের মাত্রা দেখে ফিরে যাচ্ছে ওপার বাংলার দিকে।
আর তাতেই বাঙালি পাতে ইলিশ আজ বিরল। বিশেষজ্ঞদের আশংকা গঙ্গার দূষণের মাত্রা না কমানো গেলে আগামী দিনে ইলিশ পাওয়ায় দুস্কর হয়ে উঠবে।
Follow us on
Download News18 App
Daily Archives: March 22, 2024
নেইমার, আলিসন, এদেরসনদের ছাড়াই ব্রাজিল দলে শুরু হচ্ছে দরিভাল–যুগ
ফুটবল যাদের কাছে আবেগের অপর নাম, সেই দেশটিই এখন যেন ঐতিহ্যের কঙ্কাল। খুব বেশি গভীরে না গিয়েও বলা যায়, ব্রাজিলের ফুটবল সম্ভবত নিজেদের ইতিহাসের অন্যতম বাজে সময় পার করছে।
source
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চিঠিতে কী লিখেছিলেন স্টিফেন হকিং
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিষয়ে একটি মুক্ত চিঠি লেখেন বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংসহ কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ১৫০ জনের বেশি শিক্ষক গবেষক ও প্রযুক্তিবিদ।
source
যে কারণে ইলিশে এগিয়ে বাংলাদেশ, নিয়ম ভাঙার জন্য এমন শাস্তি অভাবনীয়!
বাঙালি মানেই ইলিশ। আর ইলিশ মানেই বাংলাদেশ। তাই পুজো হোক বা এমনি সময়, বাংলাদেশের ইলিশের জন্য অপেক্ষা থাকে এপার বাংলার আপামর বাঙালির। কিন্তু কেন বাংলাদেশে ইলিশের এত জোগান, কোন যাদুমন্ত্রে তাঁদের জেলেদের জাল ভরে ওঠে রূপোলি শস্যে?
বাংলাদেশের এই ইলিশ-প্রাপ্তির মূল কারণই হল নিয়ম ও শৃঙ্খলা মেনে মাছ ধরা। আর সেই নিয়ম ভাঙলে হতে পারে শাস্তিও। এবারই যেমন নিয়ম ভেঙে প্রজননের মরশুমে ইলিশ মাছ ধরায় ২৭ জন মৎস্যজীবীকে ১ বছরের কারাদণ্ডের সাজা দিল বাংলাদেশের আদালত।
প্রসঙ্গত, শনিবার বাংলাদেশের মাদারিপুরের শিবচরে ৩০ জন জেলেকে গ্রেফতার করেছিল সেদেশের পুলিশ ও নৌবাহিনী। তাঁদের অপরাধ ছিল, তাঁরা প্রত্যেকেই নিয়ম ভেঙে প্রজননের মরশুমে ইলিশ মাছ ধরছিলেন। তাঁদের থেকে উদ্ধার হয়েছে প্রচুর জাল ও মাছ ধরার সরঞ্জাম।
অনেক আগে থেকেই প্রজননের মরশুমে বাংলাদেশে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে শেখ হাসিনা সরকার। চলতি বছর ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সেদেশের নদীতে সমস্ত রকম মাছ ধরা, পরিবহণ ও বিক্রি নিষিদ্ধ রয়েছে। কিন্তু সেই নিয়ম ভেঙে শনিবার মাদারিপুরে মাছ ধরছিলেন জেলেরা। আর সেখানেই হানা দিয়ে সেখান থেকে ৩০ জন জেলেকে আটক করেছিল পুলিশ।
অভিযুক্তদের মধ্যে ৩ জনকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। বাকিদের পেশ করা হয় আদালতে। সেখানে বিচারক অভিযুক্তদের ১ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে আশ্বিনের পূর্ণিমার আগে প্রতি বছর ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকে। এই সময় প্রজনেনর জন্য নদীর জলে আসে মা মাছগুলি।
বাঙালি মানেই ইলিশ। আর ইলিশ মানেই বাংলাদেশ। তাই পুজো হোক বা এমনি সময়, বাংলাদেশের ইলিশের জন্য অপেক্ষা থাকে এপার বাংলার আপামর বাঙালির। কিন্তু কেন বাংলাদেশে ইলিশের এত জোগান, কোন যাদুমন্ত্রে তাঁদের জেলেদের জাল ভরে ওঠে রূপোলি শস্যে?
বাংলাদেশের এই ইলিশ-প্রাপ্তির মূল কারণই হল নিয়ম ও শৃঙ্খলা মেনে মাছ ধরা। আর সেই নিয়ম ভাঙলে হতে পারে শাস্তিও। এবারই যেমন নিয়ম ভেঙে প্রজননের মরশুমে ইলিশ মাছ ধরায় ২৭ জন মৎস্যজীবীকে ১ বছরের কারাদণ্ডের সাজা দিল বাংলাদেশের আদালত।
প্রসঙ্গত, শনিবার বাংলাদেশের মাদারিপুরের শিবচরে ৩০ জন জেলেকে গ্রেফতার করেছিল সেদেশের পুলিশ ও নৌবাহিনী। তাঁদের অপরাধ ছিল, তাঁরা প্রত্যেকেই নিয়ম ভেঙে প্রজননের মরশুমে ইলিশ মাছ ধরছিলেন। তাঁদের থেকে উদ্ধার হয়েছে প্রচুর জাল ও মাছ ধরার সরঞ্জাম।
অনেক আগে থেকেই প্রজননের মরশুমে বাংলাদেশে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে শেখ হাসিনা সরকার। চলতি বছর ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সেদেশের নদীতে সমস্ত রকম মাছ ধরা, পরিবহণ ও বিক্রি নিষিদ্ধ রয়েছে। কিন্তু সেই নিয়ম ভেঙে শনিবার মাদারিপুরে মাছ ধরছিলেন জেলেরা। আর সেখানেই হানা দিয়ে সেখান থেকে ৩০ জন জেলেকে আটক করেছিল পুলিশ।
অভিযুক্তদের মধ্যে ৩ জনকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। বাকিদের পেশ করা হয় আদালতে। সেখানে বিচারক অভিযুক্তদের ১ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে আশ্বিনের পূর্ণিমার আগে প্রতি বছর ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকে। এই সময় প্রজনেনর জন্য নদীর জলে আসে মা মাছগুলি।
Follow us on
Download News18 App
দাদি বাবাকে পাঠিয়েছিলেন ডাক্তার হতে, কিন্তু তিনি হলেন কবি
আজ ২২ মার্চ কবি আবিদ আজাদের ১৯তম মৃত্যুদিন। ২০০৫ সালের এই দিনে প্রয়াত হন তিনি। কেমন ছিল সত্তর দশকের এই কবির জীবন? মা–বাবার কাছে কেমন ছিলেন তিনি? কবিকে নিয়ে লিখেছেন তাঁর ছেলে তাইমুর রশীদ।
source
সিলেট টেস্ট: ধনাঞ্জয়া ও মেন্ডিসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা
আভাসটা প্রথম সেশনের শেষ দিকেই পাওয়া যাচ্ছিল। শীর্ষ ৫ ব্যাটসম্যান দ্রুত বিদায় নিলেও ক্রিজে আসা মেন্ডিস ও অধিনায়ক ধনাঞ্জয়া খেলেছেন হাত খুলে। ক্রিজে টিকে থাকার চেষ্টা দুজনের একজনও করেননি।
source
‘বরেন্দ্র অঞ্চলে পানির সমবণ্টন নিশ্চিত করতে হবে’
বিশ্ব পানি দিবস উপলক্ষে ‘ভবিষ্যতের পানি সুরক্ষা: বরেন্দ্র অঞ্চলের সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে উঠে এসেছে বিভিন্ন বিষয়। প্রথম আলো, ব্র্যাক ও ওয়াটারএইড যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে
source
বাংলাদেশ ও বিশ্বপরিচয় – পঞ্চম শ্রেণি
রাবেয়া সুলতানা – ৭. প্রশ্ন: নতুন শিল্প বিকাশের ক্ষেত্রে জনসম্পদকে কীভাবে কাজে লাগানো যায়? ৮. প্রশ্ন: জনসংখ্যা সমস্যার সমাধানগুলো কী? ৯. প্রশ্ন: অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ কীভাবে উপকৃত হতে পারে?
source
শীতের টেক স্যাভি ফ্যাশন, বাজারে এল Microsoft-এর নতুন উইন্টার লুক ‘আগলি সোয়েটার’
#কলকাতা: শীতের আমেজ সবে আসতে শুরু করেছে। এর মধ্যেই গত বছরের মতো এবারও মাইক্রোসফট (Microsoft) মাইনসুইপার (Minesweeper) দ্বারা অনুপ্রাণিত তার নিজস্ব উইন্ডোজ সফটওয়্যার থিম ‘আগলি সোয়েটার’ (ugly Windows sweater) লঞ্চ করে ফেলেছে। তবে এবার সোয়েটারের থিম ও লুক সম্পূর্ণ নতুন (Microsoft Sweater)। এই বছরের আগলি উইন্ডোজ সোয়েটারটি মাইনসুইপার দ্বারা অনুপ্রাণিত।
মাইক্রোসফটের বিশেষ ক্রিসমাস সোয়েটারগুলি (Microsoft Sweater) দেখতে বেশ খানিকটা অদ্ভুতই বলা যায়। নানান রঙের বিকল্পে এবং ছয়টি ভিন্ন ভিন্ন সাইজের (ছোট, বড়, মাঝারি এবং তিনটি XL সাইজ সহ) সঙ্গে বাজারে এসেছে এই সোয়েটারটি (ugly Windows sweater)। বাজারজাত মূল্য হিসাবে সোয়েটারটির দাম ৭৪.৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫,৬০০ টাকা। সব সাইজের জন্য একই দাম ধার্য করা হয়েছে।
আরও পড়ুন – Malicious Android App: অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে দরকার বাড়তি সতর্কতা, মুহূর্তের ভুলে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
এই বছরের সোয়েটারের ফ্যাশনের মধ্যে রয়েছে গোলাকার গলা এবং চারিদিকে তুষারফলকের মতো ডিজাইন সহ মাইনসুইপার ব্লক দিয়ে তৈরি ক্রিসমাস ট্রিয়ের প্রিন্ট (ugly Windows sweater)। ক্রেতারা যদি আরও ভালো ভাবে লক্ষ্য করেন তবে ১৯৯০ সালটিও দেখতে পাবেন। এই বছরেই মাইক্রোসফটের ক্লাসিক গেমটি প্রথম প্রকাশিত হয়েছিল। ১৯৯০-এর পরে রয়েছে ২০২১। সোয়েটারের বামদিকে ক্লাসিক উইন্ডোজ লোগো এবং ডানদিকে ক্লোজ বোতামের ডিজাইনও যুক্ত করা হয়েছে।
‘আগলি সোয়েটার’ বর্তমানে পাওয়া যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে খুব শীঘ্রই আন্তর্জাতিক বাজারেও আসতে চলেছে এই সোয়েটার (Microsoft Sweater)। ইন্টারন্যাশনাল শিপিংয়ের কথা মাথায় রেখে ইতিমধ্যে কাজও শুরু করেছে সংস্থা। অর্থাৎ ক্রেতারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থাকলেও সহজেই এই নতুন লঞ্চ কালেক্ট করতে পারবেন।
এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে, মাইক্রোসফট গত বছর একটি এমএস পেইন্ট (MS Paint) দ্বারা অনুপ্রাণিত মাইক্রোসফট সোয়েটার দিয়ে ক্রিসমাসের উইন্টার ফ্যাশন শুরু করেছিল। মাইনসুইপার অনুপ্রাণিত সোয়েটার এটির দ্বিতীয় সংস্করণ।
আরও পড়ুন – Renault Flying Car AIR4: গাড়ি চড়েই আকাশে উড়ান, আসছে রেনোঁর ফ্লাইং গাড়ি AIR4!
গত বছর, মাইক্রোসফট প্রতিটি সোয়েটার থেকে আয়ের একটি বড় অংশ গার্লস হু কোড (Girls Who Code) ফাউন্ডেশনকে দান করেছিল। এই বিশেষ সংস্থাটি অল্পবয়সী মেয়েদের মধ্যে কম্পিউটার সায়েন্সের শিক্ষাবিস্তারে সদর্থক ভূমিকা নেয়। এই বছর এই টেক জায়ান্ট এবলগেমার্স (AbleGamers) নামের একটি আমেরিকান অলাভজনক সংস্থাকে ১০০,০০০ ডলার দান করার প্রতিশ্রুতি দিয়েছে যার লক্ষ্য প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভিডিও গেমের উপভোগ্যতা উন্নত করা।
যে সব ক্রেতারা ইতিমধ্যেই এই উইন্টার লুকের প্রেমে পড়েছেন তাঁদের কিন্তু দ্রুত স্টক সংগ্রহ করতে হবে। কেন না, টেক জায়ান্ট কোম্পানির এই নতুন লুক ফলো করতে ক্রমশ ভিড় বাড়ছে বাজারে।
Follow us on
Download News18 App
আর্থিক প্রতিষ্ঠানে আমানতকারী কমলেও আমানত বেড়েছে
গত ডিসেম্বরে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ঋণের স্থিতি ছিল ৭৩ হাজার ৭৫৯ কোটি টাকা। আগের বছরের চেয়ে যা ৩ হাজার ৪৩৭ কোটি টাকা বা ৪ দশমিক ৮৮ শতাংশ বেশি।
source