Daily Archives: March 21, 2024
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্কতা, একটি ভুলে ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
#কলকাতা: অ্যান্ড্রয়েড (Android) ফোন ইউজাররা সাবধান হয়ে যান, না হলে চুরি হতে পারে ব্যাঙ্কের সমস্ত ডিটেলস। ব্যাঙ্কের সমস্ত ডিটেলস চুরি হয়ে গেলে নিমেষের মধ্যে খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। গুগল প্লে স্টোরের (Google Play Store) প্রায় ১২টি ম্যালিসিয়াস অ্যাপ (Malicious App) ইউজারদের ব্যাঙ্কের সমস্ত তথ্য চুরি করে নিতে পারে। অ্যান্ড্রয়েড ফোনে এই ধরনের অ্যাপ থাকলে বিশাল বড় বিপদ অপেক্ষা করে রয়েছে। থ্রেটফ্যাব্রিকের (ThreatFabric) রিসার্চ অনুযায়ী এই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপগুলো সম্ভবত কিউআর কোড স্ক্যানার এবং ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট হিসাবে কাজ করে। এই ধরনের সকল অ্যাপ ডিজাইন করা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস চুরি করার জন্য। এছাড়াও এই সকল অ্যাপের মাধ্যমে চুরি করা হয় ইউজারদের টু-ফ্যাক্টর অথেনটিকেশন কোড (Two-Factor Authentication Codes)।
এই ধরনের ম্যালওয়ার অ্যাপ অনেক বছর ধরেই গুগল প্লে স্টোরে রয়েছে। এর ফলে আগেও ইউজারদের ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্কের তথ্য চুরি যাওয়ার মতো অনেক ঘটনা সামনে এসেছে। তাই অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের বিশেষ সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের সতর্ক থাকতে হবে নিজেদের ফোনে কোনও অ্যাপ ডাউনলোড করার সময়। বর্তমানে গুগল প্লে স্টোরে এই ধরনের লেটেস্ট ১২টি অ্যাপ খুঁজে পাওয়া গিয়েছে, যা ইউজারদের ব্যাঙ্কের ডিটেলস, ইউজারনেম, পাসওয়ার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজেই চুরি করে নিতে পারে। থ্রেটফ্যাব্রিকের রিসার্চ অনুযায়ী এই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপগুলো হল স্ক্যানিং অ্যাপস, ক্রিপ্টোকারেন্সি অ্যাপস এবং বিভিন্ন ধরনের ওয়ার্ক আউট ও ফিটনেস অ্যাপস। এর ফলে নিজেদের ফোনে এই ধরনের অ্যাপ ডাউনলোড করার আগে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন – গাড়ি চড়েই আকাশে উড়ান, আসছে রেনোঁর ফ্লাইং গাড়ি AIR4!
এই ধরনের অ্যাপ ডাউনলোড করার পর ইউজারদের অনুরোধ করা হবে সফটওয়্যার আপডেট ইনস্টল করার জন্য। যা থার্ড পার্টি সোর্সের মাধ্যমে করা হবে। এই ধরনের আপডেটের মাধ্যমে ইউজারদের ফোনে ইনস্টল করা হবে অ্যাডভান্সড অ্যান্ড্রয়েড ব্যাঙ্কিং ট্রোজান, যা মোবাইল ডিভাইজে ‘অ্যানাতসা’ (Anatsa) নামে পরিচিত। এই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ম্যালওয়ার, তার মধ্যে উল্লেখযোগ্য হল এলিয়েন (Alien), হাইড্রা (Hydra), এরমাক (Ermac) ইত্যাদি। এর মাধ্যমে হ্যাকাররা ইউজারদের মোবাইল ডিভাইজ হ্যাক করে চুরি করে নেয় গুরুত্বপূর্ণ তথ্য ও ডিটেলস।
আরও পড়ুন – আসছে 2022 TVS Apache RTR 200 4V, দাম এবং ফিচার নিয়ে জানুন বিশদে
গুগল প্লে স্টোর থেকে যে কোনও অ্যাপ ডাউনলোড করার আগে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। অ্যাপ ডাউনলোড করার আগে একবার তার রিভিউ পড়ে নেওয়া উচিত।
Follow us on
Download News18 App
খেই হারিয়ে ফিলিস্তিনের কাছে ৫ গোল হজম বাংলাদেশের
সোমালিয়ায় জিম্মি বাংলাদেশি জাহাজের কাছে ইইউ নেভাল ফোর্সের যুদ্ধজাহাজ
এক দিন আগেই সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশি জাহাজটির মালিকপক্ষের সঙ্গে প্রথমবার যোগাযোগ করেছে।
source
নিজের চিন্তা থেকে ভারতীয় চাদর ছুড়ে ফেলেছি: রিজভী
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনকে আমরা যৌক্তিক মনে করি। সে কারণে সেই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছি।’
source
নাহিদার রেকর্ড, ফাহিমার অনাকাঙ্ক্ষিত রেকর্ড, ৭৮/৫ থেকে অস্ট্রেলিয়ার ২১৩
ইনিংসের শেষ বলটিই যেন হয়ে থাকল বাংলাদেশের বোলিং আর ফিল্ডিংয়ের চিত্র। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭৮ রানে ৫ উইকেট হারানোর পরও মিরপুরে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া তুলেছে ৭ উইকেটে ২১৩ রান।
source
জন্মের পর থেকেই সবাই বলত, ‘ও তো অভিনেত্রী হবে, জানা কথা’
এ বছর জনপ্রতি ফিতরা কত জানাল ইসলামিক ফাউন্ডেশন
দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে।
source
রাজশাহীর ইফতারের ঐতিহ্য জিলাপি
পদ্মাপারের নির্মল বায়ুর শহর রাজশাহী। প্রতিটি শহরে ইফতারের কিছু ঐতিহ্যবাহী অনুষঙ্গ থাকে। সেদিক থেকে রাজশাহীর ইফতারের সেই বহুল ব্যবহৃত অনুষঙ্গ হলো আড়াই প্যাঁচের জিলাপি। এই আইটেম ছাড়া যেন রাজশাহীবাসীর ইফতার জমে না।
source
ঝড়ের তীব্রতা ভয়ানক! উপকূল থেকে ২০ লক্ষ লোককে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ
File Image
#ঢাকা: সোমবার বাংলাদেশের উপকূল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল প্রায় ২০ লক্ষ লোককে। কারণ, ধেয়ে আসছে আমফান। ঝড়ের তীব্রতা অত্যাধিক। বিপুল ক্ষয় ক্ষতির আশঙ্কা রয়েছে। সেই কারণেই মানুষের মৃত্যু আটকাতে আগে থেকে একটা বড় সংখ্যায় মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেল বাংলাদেশ সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভয়ানক এক ঝড় আসছে।’
বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান শাহ কমল জানিয়েছেন, উপকূলবর্তী ১৯ জেলার জেলাশাসকদের বলা হয়েছে, দ্রুত ব্যবস্থা নিতে। সেই কারণে যাঁদের ঝড়ে ক্ষয়ক্ষতির সম্ভবনা রয়েছে, তাঁদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে ১৮ থেকে ২০ লক্ষ মানুষকে ১৩ হাজারের বেশি ঘূর্ণিঝড় কেন্দ্রে সরিয়ে নিয়ে গিয়েছে সরকার। আমফান যত এগিয়ে আসছে ততই এই সংখ্যাটা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
সুপার টাইফুন বা আটলান্টিক হ্যারিকেনের ক্যাটাগরি ৪–এ পৌঁছে গিয়েছে আমফান। বাংলাদেশের প্রশাসনও ভয়াবহতার বিচারে ৭ নম্বর সতর্কতা জারি করেছে। কক্সবাজার ও চট্টগ্রামের বন্দর এলাকায়ও মানুষের মনে আতঙ্ক রয়েছে। যদিও বা ভারতের স্থলভাগে এই ঝড় আছড়ে পড়ে, দ্রুত এটি পৌঁছে যাবে বাংলাদেশ। এর আগে একাধিক ঝড়ে সে দেশের বিপুল ক্ষতি হয়েছে। এবার কী হবে? চিন্তায় প্রশাসন।
Follow us on
Download News18 App