Daily Archives: March 15, 2024

কুমিল্লায় দুই পক্ষের গোলাগুলিতে ছাত্রলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ৩

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নাজমুল হাসান ও মো. অনিক নামের দুজনকে ঢাকায় নেওয়া হচ্ছে।
source

জেল থেকে বেরিয়েই বিশেষ বার্তা পরীমনির! ট্রোলারদের কী জবাব দিলেন অভিনেত্রী

#ঢাকা: অবশেষে জেল থেকে মুক্তি পেলেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি (Pori Moni)। মঙ্গলবারই জামিন পান অভিনেত্রী। কিন্তু সন্ধে ৬টার মধ্যে জামিন সংক্রান্ত কাগজ জেলে এসে পৌঁছয়নি। তাই আরও একটা দিন জেলেই থাকতে হয় তাঁকে। অবশেষে বুধবার সকালে তিনি জেল থেকে ছাড়া পেলেন। প্রায় ২৬দিন কারাবাস করলেন অভিনেত্রী।
মাদকযোগে নাম জড়ানোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ট্রোলিং ও বক্রোক্তির শিকার হয়েছিলেন তিনি। সেই সব ট্রোলিং এরও আজ জবাব দিলেন পরীমনি। জেল থেকে বেরিয়েই হাত তুলে দেখালেন সেই বার্তা। জেল থেকে বেরিয়ে গাড়ির হুড খুলে উঠে দাঁড়ান পরীমনি। ভক্ত ও সংবাদমাধ্যমের দিকে হাত নাড়তে থাকেন হাসিমুখে। আর তখনই নজরে পড়ে তাঁর হাতে লেখা বার্তা।
দেখা যায়, পরীমনি মেহেন্দি দিয়ে হাতে লিখেছেন, ‘Dont love, m Bitch’। এই বার্তার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, তাঁকে ভালো না বাসলেও চলবে। তিনি ট্রোলিংকে গুরুত্ব দেন না। তাই নিজেই বলছেন, ” আমায় ভালোবাসতে হবে না। আমি খারাপ।” এদিন পরীমনীর পরনে ছিল সাদা টিশার্ট, মাথায় সাদা পাগড়ি ও মুখে মাস্ক।
গত ৪ অগাস্ট নিজের বাড়ি থেকেই গ্রেফতার হন পরীমণি। তাঁর বাড়ি থেকে পাওয়া যায় বেশ কিছু মাদক দ্রব্যও। আর এর মধ্যে পুলিশ কর্তা গোলাম সাকলায়েনের সঙ্গে তাঁর সম্পর্ক ঘিরে সবচেয়ে বেশি জল‌ঘোলা হয়। সম্প্রতি সাকলায়েনের জন্মদিনের ভিডিওয় তাঁর ও পরীমণির একটি ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ্যে আসে যা নিয়ে নেট দুনিয়া সরগরম হয়। তবে সবকিছুর পরে অবশেষে মঙ্গলবার তাঁকে জামিন মঞ্জুর করেন মহানগর দায়রা বিচারক কে এম ইমরুল।
Follow us on
Download News18 App

source

বেহাল বিশ্ববিদ্যালয়: উপাচার্য নিয়োগেই যত গলদ

সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, উপাচার্য নিয়োগ, তাঁদের অনেকের নীতি ও নিয়মবহির্ভূত কর্মকাণ্ড এবং বিশ্ববিদ্যালয় পরিচালনায় অনিয়ম ও স্বেচ্ছাচারিতা ইত্যাদি বিব্রতকর বিষয় নিয়মিত সংবাদমাধ্যমের শিরোনাম হচ্ছে।
source

বটগাছে হরিয়াল ও অন্য পাখিরা

ইট-পাথরের শহরে দিন দিন কমছে গাছপালা। তার মধ্যে বটগাছের সংখ্যা অনেকটাই কম। চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে অন্যতম আদালত পাড়া। পরির পাহাড় খ্যাত এই স্থানে দেখা পাওয়া যায় কয়েকটি বটগাছ।
source

ইউরোপা লিগ: ফাইনালে দেখা হতে পারে ক্লপ–আলোনসোর

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র একটা সম্ভাবনা তৈরি করেছে—ফাইনালে দেখা হতে পারে লিভারপুলের বিদায়ী কোচ ইয়ুর্গেন ক্লপ আর তাঁর বিকল্প হিসেবে যাঁর নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, সেই জাবি আলোনসো।
source

'তোর বাপ এখনও বেঁচে আছে', সবাই মুখ ফেরালে করোনা রোগীকে কোলে তুলে নি়লেন বাবা

চোখে জল এনে দিচ্ছে এই দৃশ্যই।
#ঢাকা: বেশ কয়েকদিন ধরেই জ্বর। বুধবার অবশেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষা হতেই দেখা দেখা যায়, শরীরে থাবা বসিয়েছে মারণ করোনা। সঙ্গে সঙ্গেই ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ছেলেটিকে কুয়েত মৈত্রী (ঢাকায়) হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেই মতোই তৈরি হয়ে যান ছেলেটির বাবা। কিন্তু এই কিশোরকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলারও লোক পাওয়া যায়নি।
বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আর থাকতে না পেরে ছেলেকে নিজেই কোলে তুলে নেন বাবা। অভয় দিয়ে বলেন, “তোর বাপ এখনও মরে যায়নি।” সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরছে সেই মানবিক ছবিই। আবিশ্ব মানুষের চোখে জল ছবিটি দেখে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মোট মৃতের সং ৯৩। আক্রান্ত অন্তত ২৪৫৬ জন। এই অবস্থায় অনেকেই অভিযোগ তুলছেন সমন্বয়হীতার।
Follow us on
Download News18 App

source

error: Content is protected !!