Photo: Collected
ঢাকা: মাদক মামলায় গত মাসে গ্রেফতার হন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি ৷ তাঁর গ্রেফতার হওয়ার পরেই হইচই পড়ে যায় সর্বত্র ৷ অবশেষে কয়েকদিন আগেই জামিন পেয়েছেন পরীমনি ৷ তবে জেলের মধ্যে এ ক’টা দিন যে অভিনেত্রীর কাছে দুঃস্বপ্নের মতো ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না ৷
পরীমনি গ্রেফতার হওয়ার পরেই তাঁর বেশকিছু ব্যক্তিগত ছবি এবং ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ সেগুলি নেট দুনিয়ায় ভালোমতোই ছড়িয়ে পড়ে ৷ তার অবশ্যই একটা কারণ হল, পরীমনির সঙ্গে একটি ভিডিওতে দেখা গিয়েছে ঢাকার এক পুলিশকর্তা মো. গোলাম সাকলায়েনকে ৷ অভিনেত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও অনেক চর্চা শুরু হয় সর্বত্র, যা অবশ্য আজও থামে নি ৷ জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসে পুলিশকর্তার সঙ্গে তাঁর ওই ভিডিও নিয়েও মুখ খুলেছেন পরীমনি ৷ বাংলাদেশের ‘সময় টিভি’-র খবর অনুযায়ী, পরীমনি জানিয়েছেন, তাঁর ফোনে থাকা ভিডিওগুলিই প্রকাশ্যে আনা হয়েছে।
Video Courtesy: Elias Hossain and Breaking News BD
ভিডিওতে দেখা যায় পুলিশকর্তার জন্মদিন পালন হচ্ছে ৷ একটি নীল রঙের কেক কেটে সাকলায়েনকে নিজের হাতে তা খাইয়ে দিচ্ছেন পরীমনি ৷ শুধু হাতেই নয়, মুখে করেও কেকের টুকরো পুলিশকর্তাকে খাইয়ে দেন অভিনেত্রী ৷ যে ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷ এ বিষয় নিয়ে এবার মুখে খুলেছেন নায়িকা স্বয়ং ৷ তিনি বলেন, ‘‘আমার ফোন, গাড়ি সব তদন্তকারীরা নিয়ে নিয়েছে। যেসব ভিডিও বাইরে এসেছে সেগুলি সব ওই ফোনেই ছিল। আমার ব্যক্তিগত ভিডিও লিক করার অধিকার কারও নেই।’’ পরীমনির দাবি, তাঁকে অনেক হেনস্থা করা হয়েছে ৷ যে বাড়িতে থাকেন, সেই বাড়ির সিসিটিভি ফুটেজও পুলিশ খতিয়ে দেখেছে।
এর পাশাপাশি জেলে থাকাকালীন একটি চিঠি বিশেষভাবে তাঁকে শক্তি জুগিয়েছে বলেও জানিয়েছেন পরীমনি ৷ বাংলাদেশি নায়িকা সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি পোস্ট করে লিখেছেন ‘নানু আমি ভালো আছি। কোনো চিন্তা করবা না। তোমার সাথে শিগ্রই দেখা দিব।’ চিঠিতে রয়েছে পরীমণির দাদু শামসুল হক গাজীর সই। যা থেকেই বোঝা যায় এটি অভিনেত্রীর দাদু তাঁকে লিখেছেন।
Follow us on
Download News18 App
Daily Archives: March 9, 2024
গাজায় বন্দর নির্মাণে কত দিন লাগবে জানাল পেন্টাগন
এই উদ্যোগের লক্ষ্য হবে একটি সামুদ্রিক করিডর যুক্ত করা। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় কমিশন, সংযুক্ত আরব আমিরাত, সাইপ্রাস এবং যুক্তরাজ্য সরাসরি সহায়তা প্রদানের জন্য এটি চালুর জন্য কাজ করে যাচ্ছে।
source
চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতাসহ আটক ৮
হামলার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ও ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাসান সারোয়ারসহ আটজনকে আটক করেছে পুলিশ।
source
এক প্রার্থীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বাকি তিন প্রার্থীর
স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ! এবার বড় সিদ্ধান্ত নিয়ে আদালতে নোবেলের স্ত্রী…
বড় সিদ্ধান্ত নোবেলের স্ত্রীর
#ঢাকা : তাঁদের সুখী দাম্পত্যের তাল যে কেটেছে তার ইঙ্গিত মিলেছিল আগেই। এবার সেই ইঙ্গিতই যেন আরও স্পষ্ট হল। বাংলাদেশের (Bangladesh News) বিতর্কিত সংগীতশিল্পী মইনুল আহসান নোবেলকে (Mainul Ahsan Noble) বিচ্ছেদের নোটিস পাঠালেন স্ত্রী সালসাবিলা। বুধবার সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা শেয়ার করেছেন খোদ সংগীতশিল্পীই। তবে বিচ্ছেদের নোটিসে তিনি মোটেও বিচলিত নন বলেই জানিয়েছেন নোবেল (Singer Noble) ।
প্রেম থেকে ছাদনাতলায় যাত্রাপথ গড়িয়েছিল খুব অল্প সময়েই। পরিচয়ের মাস তিনেকের (Bangladesh News) মধ্যে বিয়ের সিদ্ধান্ত নেন নোবেল ও সালসাবিল। ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিলের সঙ্গে বিয়ে হয় নোবেলের (Singer Noble) । তবে বিয়ের ৬ মাস কাটতে না কাটতেই শুরু হয় অশান্তি ও অভিযোগের পর্ব। সালসাবিলের অভিযোগ, বিয়ের পরেই শুরু হয় অত্যাচার। এমনকী বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়তে শুরু করেন নোবেল।
যদিও প্রথমে পরিবার ও পরিজনদের কিছুই জানাননি সালসাবিল। পরে যদিও নোবেলের সঙ্গে দাম্পত্য সম্পর্ক যে মোটেও সুখের নয় তা সকলেই জেনে ফেলেন। বছর খানেক আগেই নোবেলের (Singer Noble) বিরুদ্ধে গুলশন থানায় অভিযোগও দায়ের করেছিলেন সালসাবিল। ক্রমশ সম্পর্ক তলানিতে এসে ঠেকে (Bangladesh News)।
এরই মা্ঝে স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করেন নোবেল (Singer Noble) । তাঁর দাবি, অন্তঃসত্ত্বা হওয়ার খবর ফেসবুকে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই সালসাবিল নাকি গর্ভপাতের হুমকি দেন। দেড় বছরের বৈবাহিক জীবনে খুব কম সময়ই সালসাবিল তাঁর সঙ্গে ছিলেন বলেও দাবি তোলেন নোবেল। তবে সেই সময় পোস্টে ভাঙ্গন কোনওদিন হয়তো হবে বলেই আশা প্রকাশ করেছিলেন বিতর্কিত সংগীত শিল্পী। যদিও সংগীত শিল্পীর ভাবনার সঙ্গে মিলল না বাস্তব।
সালসাবিলের দাবি, বছরের পর বছর মানসিক এবং শারীরিক নির্যাতন সহ্য করতে পারছেন না। তাই গত ১১ সেপ্টেম্বর বাধ্য হয়ে নোবেলকে বিচ্ছেদের নোটিস পাঠান তিনি। বিচ্ছেদের নোটিস পাওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নোবেল। ফেসবুক পোস্টে লেখেন, ‘ডিভোর্স’। বিচ্ছেদের নোটিস হাতে পেলেও মোটেও বিচলিত নন বলেই দাবি বাংলাদেশি গায়কের। সারেগামাপা থেকে যাত্রা শুরু করলেও একের পর এক বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশী এই শিল্পী।
Follow us on
Download News18 App
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনা শুরু দুপুরে
ওই দিন রাতে ভোট গণনা নিয়ে গতকাল শুক্রবার ভোরে হট্টগোল ও মারধরের ঘটনা ঘটেছে।
source
‘পাঁচমিশালীতে’ উঠে এসেছে পুরান ঢাকার জীবন ও সংস্কৃতি
লালমাটিয়ায় কলাকেন্দ্রে ‘পাঁচমিশালী’ শীর্ষক প্রদর্শনীতে মোট শিল্পকর্ম রয়েছে আটটি। এর মধ্যে দুটি কক্ষে রয়েছে স্থাপনাকর্ম এবং অন্যগুলো বিভিন্ন উপকরণের সমন্বয়ে করা ভাস্কর্য।
source
বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি হয়েছে
উদার গণতান্ত্রিক সূচকে (লিবারেল ডেমোক্রেসি ইনডেক্সে) ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬তম, স্কোর শূন্য দশমিক ১০। গতবারের প্রতিবেদনে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৭তম। তবে আগের চেয়ে স্কোর কমেছে শূন্য দশমিক ০১।
source
চোট পেয়ে তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গেলেন পাতিরানা
পাতিরানার জন্য বাংলাদেশ সিরিজটি মিশ্র অনুভূতির। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানোর ম্যাচে ৪ ওভার বল করে ৫৬ রান দিয়েছেন। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান।
source
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২
আহত দুই কর্মী হলেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আরিফ আহমদ ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের আশফাকুর রহমান।
source