একলাফে ৪০০ শতাংশ পারিশ্রমিক বাড়িয়েছেন এই দক্ষিণি তারকা
source
Daily Archives: March 8, 2024
সিটি–লিভারপুল মহারণের আগে কথার লড়াই
২০১৬ সালে পেপ গার্দিওলা সিটির কোচ হয়ে আসার পর ১৪ ট্রফি জিতেছে সিটি। তার এক বছর আগে লিভারপুলে যোগ দিয়ে সাতটি ট্রফি জিতিয়েছেন কোচ ইয়ুর্গেন ক্লপ।
source
শুধু ফিল্ডিংয়ের কারণে সুপারস্টার ওই একজনই
১৯৯২ বিশ্বকাপেই জন্টি রোডসের অভিষেক। দক্ষিণ আফ্রিকা দল নির্বাসন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে আগের বছর । বেশির ভাগ খেলোয়াড়ই তেমন চেনা নন। আর ব্লন্ডচুলো নতুন ওই ছেলেটাকে বলতে গেলে দক্ষিণ আফ্রিকার বাইরে কেউই চেনে না। সেই চেনানোর কাজটা প্রথম ম্যাচ থেকেই করতে শুরু করেছিলেন জন্টি রোডস।
source
কুমিল্লায় চোখ বাহাউদ্দিনের দিকে
কুমিল্লায় সিটি নির্বাচনে মেয়েকে প্রার্থী করায় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার এবং অন্য তিন প্রার্থী মনিরুল হক, মোহাম্মদ নিজামউদ্দিন, নূর-উর রহমানের জন্য রাজনৈতিক পরীক্ষা হবে।
source
পরীক্ষার্থীদের নকল দিচ্ছেন শিক্ষক, ভিডিও ভাইরাল
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষাকেন্দ্রের সিসিটিভি ফুটেজের এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
source
মন খারাপের আয়োজন
যদি কখনো কারও অপেক্ষায়
মন কাঁদে, তবে
ভালোবাসার উষ্ণতার স্পর্শে
সোনালি রোদ কাঁচা মাটির গন্ধে
তোমার মন অবশ্যই ভালো করবে।
তুমি হাসলেই মুগ্ধতার কীর্তন
আমার শহরের আঙিনা
রঙিন চাদরে লাল নীল হলুদ বাতির আলোয় আলোকিত হবে।
source
সন্তান প্রসবের জন্য খরচ নেই, উল্টো মা পুরস্কার পান এক মাসের ওষুধ
প্রতি মাসে সর্বাধিক স্বাভাবিক প্রসব করানো মিডওয়াইফকে পুরস্কৃত করা হয় এখানে
source
বিশ্বে যৌনাঙ্গচ্ছেদের শিকার হয়ে বেঁচে আছেন ২৩ কোটি নারী
কিছু দেশে যৌনাঙ্গচ্ছেদের চর্চা রোধে অগ্রগতি হলেও ২০১৬ সালের পর অঙ্গচ্ছেদের শিকার নারীর সংখ্যা ১৫ শতাংশ বেড়েছে। এটি অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।
source
যেন মালদার রিপ্লে বাংলাদেশে, মা-বাবা-বোনকে খুন বড় মেয়ের! পুলিশে জানাল নিজেই
ভয়ঙ্কর ঘটনা
#ঢাকা: নৃশংসতায় ঠিক যেন মালদহের কালিয়াচকের রিপ্লে। বাংলাদেশের রাজধানী ঢাকার কদমতলীতে নৃশংস ঘটনা। বাবা-মা ও বোনকে খুন করল পরিবারেরই বড় মেয়ে। আশ্চর্যজনক বিষয় হল, বাবা-মা ও বোনকে হত্যার পর নিজেই ফোন করে পুলিশকে সেই খবর দেন মেহজাবিন ইসলাম নামে ওই অভিযুক্ত। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মেহজাবিন ইসলাম জানিয়েছেন, পরিবারের সদস্যদের উপর ক্ষোভ থেকেই হত্যা করেছেন তিনি। মেহজাবিনের বাবা দীর্ঘদিন ভিনদেশে ছিলেন, সেখানে আরেকটি বিয়েও করেছিলেন। তিন মাস আগে দেশে ফেরেন তিনি। মেহজাবিনের অভিযোগ, বাবা তাঁর মা ও দুই বোনকেই অসামাজিক কার্যকলাপে বাধ্য করতেন। সেখান থেকেই ক্ষোভ জন্মায় তাঁর। এরপরই মা-বাবা-বোনকে খুনের চক্রান্ত করে সে।
পুলিশের কাছে অভিযুক্ত মহিলা জানিয়েছেন, শনিবার মায়ের বাড়িতে এসে ঘুমের ট্যাবলেট গুড়ো করে চায়ের সাথে মিশিয়ে প্রত্যেককে খাওয়ায় মেহজাবিন। এরপর সকলে অচৈতন্য হয়ে পড়লে শ্বাসরোধ করে হত্যা করে সে।
ওই এলাকার ওসি জামালউদ্দিন জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে নিহত মাসুদ রানার মেয়ে মেহজাবিনকে। মামলার অপর আসামি মেহজাবিনের স্বামী শফিকুলকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসায় রাখা হচ্ছে। শফিকুল অসুস্থ থাকায় তাঁকে এখনও জিজ্ঞাসাবাদ করা যায়নি।
পুলিশ সূত্রে খবর, আপৎকালীন নম্বর ৯৯৯-তে এক মহিলার ফোন পেয়ে কদমতলীর মুরাদপুরের লাল মিয়া সরকার রোডের একটি বাড়ির দ্বিতীয় তলায় যায় পুলিশ। সেখান থেকেই তিনজনের লাশ উদ্ধার হয়। বিকেলে মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতরা হলেন মাসুদ রানা (৫০), তাঁর স্ত্রী মৌসুমি ইসলাম (৪৫) ও মেয়ে জান্নাতুল ইসলাম (২১)। পুলিশের কাছে মূল অভিযুক্ত মহিলা জানিয়েছেন, বোন জান্নাতুলের সঙ্গে তাঁর স্বামী শফিকুলের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ ছিল। সেখান থেকেই পরিবারের বাকিদের প্রতি ক্ষোভ জন্মায় তাঁর। এরপরই এমন নৃশংস ঘটনা ঘটায় সে।
Follow us on
Download News18 App
শরীফুল যেভাবে ‘ক্রিকেটের ভয়ংকরতম ডেলিভারি’ শিখে বদলে গেলেন
ইনসুইং রপ্ত করায় শরীফুলের স্বাভাবিক বাঁহাতি অ্যাঙ্গেলে বেরিয়ে যাওয়া সাধারণ বলও কার্যকরী হয়ে উঠেছে। ব্যাটসম্যানরা ইনসুইংয়ের ভয়ে বিভ্রান্ত হয়ে আউটসুইংয়েও উইকেট দিচ্ছেন।
source