Daily Archives: March 7, 2024

আসছে 'ঘূর্ণি'! আবারও চমক দিলেন মিথিলা, নিজেই প্রকাশ করলেন নতুন ছবির পোস্টার

টলিউডে অভিনয় করবেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো বেশ কিছুদিন ধরেই। এবার সিনেমায় চূড়ান্ত হয়েই খবর হলেন মিথিলা। রাজর্ষি দের পরিচালনায় টলিউডে অভিষিক্ত হতে যাচ্ছেন মিথিলা।
শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত রাজর্ষির এই ছবির নাম ‘মায়া’। মিথিলা ছাড়াও অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, গৌরব চট্টোপাধ্যায়, কনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।
এরইমধ্যে অভিনেতাদের লুক টেস্ট সম্পন্ন হয়েছে। ১২ জুলাই থেকে কলকাতা ও এর আশে পাশে হবে শুটিং।এরআগে টেলিভিশন কিংবা ওয়েব সিরিজে কাজ করলেও চলতি বছরেই প্রথমবার সিনেমায় অভিনয়ের ঘোষণা আসে মিথিলার পক্ষ থেকে।
চিত্রনায়ক নিরবের বিপরীতে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ এর মধ্য দিয়ে বাংলা সিনেমায় অভিষিক্ত হন মিথিলা। ইতিমধ্যেই এই সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। এবার তারই সঙ্গে আসছে ঘূর্ণি।
রাকেশ বসুর পরিচালনায় এই ছবি আসছে খুব শিগগিরই। মিথিলা নিজেই তাঁর সামাজিক মাধ্যমে সেই খবর শেয়ার করেছেন একটি ছবির পোস্টারের সঙ্গে।
এই ছবির গল্প, চিত্রনাট্য ও পরিচালনাতেও আছেন রাকেশ বসু।
এর মধ্যেই কলকাতায় কয়েকদিন আগেই পা রেখেছেন রাফিয়াত রাশিদ মিথিলা এবং মেয়ে আয়রা। সম্প্রতি চোখে অস্ত্রোপচার হয়েছে ছোট্ট আয়রার। হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে কলকাতার বাড়ি পৌঁছেছেন সৃজিত মুখোপাধ্যায়। সেই ছবিও পোস্ট করেছিলেন তাঁরা নেট মাধ্যমে। মিথিলা এরপরেই আজ ছবি পোস্ট করেছেন মিথিলা ও আয়রার ভ্রমণকাহিনী মূলক বই প্রকাশ নিয়েও।
টলিউডে অভিনয় করবেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো বেশ কিছুদিন ধরেই। এবার সিনেমায় চূড়ান্ত হয়েই খবর হলেন মিথিলা। রাজর্ষি দের পরিচালনায় টলিউডে অভিষিক্ত হতে যাচ্ছেন মিথিলা।
শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত রাজর্ষির এই ছবির নাম ‘মায়া’। মিথিলা ছাড়াও অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, গৌরব চট্টোপাধ্যায়, কনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।
এরইমধ্যে অভিনেতাদের লুক টেস্ট সম্পন্ন হয়েছে। ১২ জুলাই থেকে কলকাতা ও এর আশে পাশে হবে শুটিং।এরআগে টেলিভিশন কিংবা ওয়েব সিরিজে কাজ করলেও চলতি বছরেই প্রথমবার সিনেমায় অভিনয়ের ঘোষণা আসে মিথিলার পক্ষ থেকে।
চিত্রনায়ক নিরবের বিপরীতে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ এর মধ্য দিয়ে বাংলা সিনেমায় অভিষিক্ত হন মিথিলা। ইতিমধ্যেই এই সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। এবার তারই সঙ্গে আসছে ঘূর্ণি।
রাকেশ বসুর পরিচালনায় এই ছবি আসছে খুব শিগগিরই। মিথিলা নিজেই তাঁর সামাজিক মাধ্যমে সেই খবর শেয়ার করেছেন একটি ছবির পোস্টারের সঙ্গে।
এই ছবির গল্প, চিত্রনাট্য ও পরিচালনাতেও আছেন রাকেশ বসু।
এর মধ্যেই কলকাতায় কয়েকদিন আগেই পা রেখেছেন রাফিয়াত রাশিদ মিথিলা এবং মেয়ে আয়রা। সম্প্রতি চোখে অস্ত্রোপচার হয়েছে ছোট্ট আয়রার। হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে কলকাতার বাড়ি পৌঁছেছেন সৃজিত মুখোপাধ্যায়। সেই ছবিও পোস্ট করেছিলেন তাঁরা নেট মাধ্যমে। মিথিলা এরপরেই আজ ছবি পোস্ট করেছেন মিথিলা ও আয়রার ভ্রমণকাহিনী মূলক বই প্রকাশ নিয়েও।
Follow us on
Download News18 App

source

মোদি ফিরতেই অগ্নিগর্ভ বাংলাদেশ, ট্রেন-মন্দিরে হামলা, প্রাণ গেল ১১ জনের

মোদির সফরের পরেই রক্তাক্ত বাংলাদেশ ।
#ঢাকা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে উত্তাল বাংলাদেশ । রবিবার পর্যন্ত যার রেশ ধরে অগ্নিগর্ভ ছিল প্রতিবেশী দেশ । ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে একাধিক মৌলবাদী সংগঠন এই হামলা চালায় বলে সূত্রের খবর । পূর্ব বাংলাদেশের হিন্দু মন্দির, ট্রেনে হামলা চালানো হয় । যার জেরে শুক্রবার পর্যন্ত ১১ জন প্রতিবাদী প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে । শনিবার ফের চার জন ছাত্র প্রাণ হারান এই হামলায় । মৌলবাদীরা গোটা শহরের দখল নিয়ে তাণ্ড চালাতে থাকে ।
গত শুক্রবার ছিল মোদির বাংলাদেশ সফর । করোনা মহামারীর পর প্রথম বিদেশ সফরে প্রতিবেশী দেশেই পা রেখেছিলেন তিনি । কিন্তু মোদি সে দেশে পৌঁছনোর পর থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে মৌলবাদী ও কট্টরপন্থী ইসলামি সংগঠনগুলি। তাদের দাবি, ভারতে সংখ্যালঘু মুসলিমদের নির্যাতনে মদত দিচ্ছেন মোদি। চট্টগ্রামে বিক্ষোভকারীদের মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ । পুলিশের গুলিতে ৪ জন মারা যান বলে জানা গিয়েছিল । এর প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা । ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেয় মৌলবাদীরা । ১০ জন তাতে আহত হন। ইঞ্জিন-সহ সবকটি কামরায় ভাঙচুর চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। একাধিক সরকারি অফিস, সঙ্গীত অ্যাকাডেমি, হিন্দুদের মন্দিরে হামলা চালানো হয়. অগ্নিসংযোগ-ভাঙচুর চালানো হয়। ঢাকায় প্রচুর বাসে আগুন লাগানো হয়েছে। রাজশাহী, নারায়ণগঞ্জে পুলিশের উপর পাথরবৃষ্টি করে বিক্ষোভকারীরা।
শুক্রবার বাংলাদেশের প্রতিষ্ঠার ৫০তম বর্ষপূর্তি পালন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী । শনিবার সকালে প্রথমে তিনি পুজো দেন বাংলাদেশের সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে । ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের আশ্রমেও যান তিনি । টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি স্থলে গিয়ে তাঁকে শ্রদ্ধার্ঘ্য প্রদান করেন । এরপরে সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক সারেন । বাংলাদেশকে ১২ লক্ষ করোনা টিকার ডোজ উপহার স্বরূপ দেন মোদি।
Follow us on
Download News18 App

source

এক দিনেই চিনির বর্ধিত দাম প্রত্যাহার করল টিসিবি, কেজিতে ৭০ টাকাই বহাল

দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির গতকাল প্রথম আলোকে বলেন, ভর্তুকি কমাতে চিনির দাম সমন্বয় করতে হয়েছে; এরপরও সরকার আগের চেয়ে বেশি পরিমাণে ভর্তুকি দিচ্ছে।
source

ডেন্টাল ভর্তি পরীক্ষা আগামীকাল, প্রতি আসনে পরীক্ষার্থী ৯৩, দ্বিতীয়বার পরীক্ষায় কাটবে যত নম্বর

সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টালে প্রতিটি আসনের বিপরীতে ৯৩ জন শিক্ষার্থী অংশ নেবেন। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে চাইলে ৫ ও ১০ নম্বর কাটা যাবে শিক্ষার্থীদের।
source

সরকারি 'দুর্নীতি' ফাঁস করতে গিয়ে গ্রেফতার, অবশেষে জামিন রোজিনা ইসলামের!

জামিন পেলেন রোজিনা
বাংলাদেশ: একরাশ বিতর্ক ও ৬ দিন টালবাহানার পর অবশেষে জামিন পেলেন বাংলাদেশের সাংবাদিক (Journalist of Bangladesh) রোজিনা ইসলাম (Rojina Islam)। দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তাঁর গ্রেফতারির পর থেকেই বাংলাদেশজুড়ে সরকারের সমালোচনা শুরু হয়। রোজিনার নিঃশর্ত জামিনের দাবি ওঠে। এরপর পাঁচ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রবিবার তিনি জামিন পান।
শুনানিতে সরকার পক্ষের প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু আদালতে বলেন, মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। এই মামলার অভিযুক্ত রোজিনা ইসলাম যদি তাঁর পাসপোর্ট আদালতে জমা দেন, সে ক্ষেত্রে তাঁর জামিনে কোনো আপত্তি নেই। এরপরে রোজিনা ইসলামের পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজীও বলেন, ‘সরকার যে শর্ত দিয়েছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই।’ উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোজিনার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, ‘গণমাধ্যম শক্তিশালী মাধ্যম। সবাই যেন দায়িত্বশীল আচরণ করেন।’
রোজিনার পক্ষের অপর আইনজীবী প্রশান্ত কর্মকার বলেন, ‘১৫ জুলাই এই মামলার চার্জশিট দেওয়ার কথা রয়েছে। আমরা আইনগতভাবে এই মামলা মোকাবিলা করবো। রোজিনা ইসলাম যে সিদ্ধান্ত নেবেন, সেই মতো আমরা আইনি পদক্ষেপ করব।’ প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রোজিনার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছিল। রবিবার রায় দেবেন বলে জানিয়েছিলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। সেই রায়েই জামিন পেলেন রোজিনা।
উল্লেখ্য, গত ১৭ মে ৬ ঘণ্টা আটকে রাখার পর রাতে শাহবাগ থানা-পুলিশের কাছে রোজিনা ইসলামকে হস্তান্তর করা হয়। ওই রাতে তাঁর বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেক্টস অ্যাক্টে মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই মামলায় তার বিরুদ্ধে সরকারি নথি চুরি এবং অনুমতি ছাড়া সেই নথির ছবি তোলার অভিযোগ আনা হয়েছিল। তাঁকে প্রথমে আটকে রাখা এবং তারপর পুরোনো আইনে মামলা দেওয়ার ঘটনা বাংলাদেশজুড়ে ব্যাপক আলোড়ন পড়ে যায়। সাংবাদিকদের সব সংগঠন এই গ্রেফতারির প্রতিবাদ করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনাকে আটকে রাখার ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছিল। তাতে দেখা যায়, রোজিনাকে গলা চেপে ধরে রেখেছেন সচিবালয়ের এক মহিলা অফিসার। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন করার জন্য নানা সময়ে আলোচনায় এসেছে রোজিনা ইসলামের নাম।
Follow us on
Download News18 App

source

error: Content is protected !!