মতুয়া মন জয়ই লক্ষ্য
#বাংলাদেশ: সূত্র বঙ্গ ভোট। দু’দেশের বন্ধুত্বের বার্তা দেওয়ার মাঝেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Pm Narendra Modi) দুদিনের বাংলাদেশ সফরের মধ্যেই ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। শুক্র ও শনি-দু’দিনের জন্য বাংলাদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ বিষয়ক উপদেষ্টা গওহর রিজভি জানিয়েছেন, চিন নিয়ে নয়া দিল্লির উদ্বেগ নিরসনেরও চেষ্টা করবে বাংলাদেশ। কিন্তু সেই সমস্ত দ্বিপাক্ষিক বিষয়ের থেকেও বড় হয়ে উঠছে বাংলাদেশের মোদির ‘মতুয়া’ মন জয়ের রাজনৈতিক চেষ্টা। আর সেই সূত্র মেনেই প্রধানমন্ত্রী মোদির সফরসঙ্গী হয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)।
Visit to Orakandi sends good message -praying at temple here & striking a chord with people. It’s giving recognition to Matua community in India & Bangladesh. Both PMs have important roles in taking the nations forward: BJP MP Shantanu Thakur in Orakandi, Bangladesh on PM’s visit pic.twitter.com/1liHml4hi4
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে শুক্রবার বাংলাদেশ যাওয়ার আগেই মোদি তাঁর বিবৃতিতে জানিয়েছেন, ‘আমি খুশি কারণ করোনা অতিমারির পর আমার প্রথম বিদেশ সফরটিই হচ্ছে বন্ধু প্রতিবেশী দেশে।’ এদিন বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছেন মোদি। কিন্তু এরপরই মোদি জানিয়েছেন, ওরাকান্দির মতুয়া সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মাটিতেও ঢুকে পড়েছে এপার বাংলার নির্বাচনের আঁচ।
বাংলাদেশ থেকে শান্তনু ঠাকুর বলেছেন, ‘ওরাকান্দিতে মন্দিরে প্রার্থনা করব আমরা। আর এতে বাংলাদেশ ও ভারতের মতুয়াদের পরিচিতি আরও বাড়বে। দুদেশের প্রধানমন্ত্রী নিজের দেশের জন্য কাজ করে চলেছেন।’ এই মুহূর্তে ওরাকান্দিতেই রয়েছেন শান্তনু।
এবারের বঙ্গ ভোটে মতুয়া সম্প্রদায়ের ভোট কুক্ষিগত করতে তৎপর বিজেপি। লোকসভার সাফল্য ধরে রাখতে তাই বাংলাদেশে গিয়েও মতুয়া মন জয়ের চেষ্টা চালাচ্ছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিদেশ সফরে কোনও দলীয় সাংসদকে সফরসঙ্গী করেছেন মোদি, এমন নজির খুব কম। অথচ সেই বাংলায় ভোটের মুখেই বাংলাদেশ সফরে তিনি সঙ্গী করেছেন শান্তনুকে।
সূত্রের খবর, নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার মধ্যে কথা হতে পারে এনআরসি নিয়েও। আগে থেকেই নাগরিকত্ব আইনকে ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়’ হিসেবেই উল্লেখ করে এসেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী হাসিনার মন্ত্রকের তরফে অবশ্য হয়েছে, জোর করে কোনও পদক্ষেপ নেওয়া হবে না। বরং বলা হয়েছে যাঁদের বাড়ি বাংলাদেশে, অর্থাৎ অবৈধভাবে ভারতে গিয়ে রয়েছেন যারা, তাঁদের ফিরিয়ে নিতে পারবে তাঁরা।
Follow us on
Download News18 App
Daily Archives: March 5, 2024
জিম্বাবুয়ের প্রেসিডেন্টের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কোনো সম্পদ যুক্তরাষ্ট্রে থাকলে তা জব্দ করা হবে।
source
তদন্ত কমিটির কাছে যা যা বললেন সেই শিক্ষক
কমিটির সদস্যরা আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেডিকেল কলেজটিতে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। তাঁরা থানায় গিয়ে রায়হান শরীফ নামের ওই শিক্ষকের সঙ্গেও কথা বলেন।
source
স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেও এবার ট্রোলড সাকিব আল হাসান!
Photo Courtesy: Shakib Al Hasan/Twitter
#ঢাকা: কিছুদিন আগে কলকাতায় এক কালীপুজোর উদ্বোধনে এসে বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ৷ সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকিও পান তিনি ৷ বিতর্ক এড়াতে ইউটিউবে ভিডিও পোস্ট করে নিজে ক্ষমা চেয়ে নেন সাকিব ৷ তার কয়েকদিন যেতে না যেতেই এবার নিজের স্ত্রী-র সঙ্গে ছবি পোস্ট করেও ট্রোলড হতে হল বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডারকে ৷
ছবিতে দেখা গিয়েছে, স্ত্রীকে আলিঙ্গন করছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ছবিটি খুব সুন্দর হলেও নেটিজেনদের অনেকেই তা ভালভাবে নেননি ৷ কেউ কেউ ছবি নিয়ে হাসিঠাট্টা যেমন করেছেন ৷ তেমনি অনেকে সরাসরি লিখেছেন, এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা উচিৎ হয়নি সাকিবের ৷ একজন লিখেছেন, ‘এমন ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ্যে না আনাই ভাল। আমরা জানি যে আপনারা দুর্দান্ত কাপল’।
‘স্ত্রী-কে বোরখা তো পরাও…’ ! এই ধরণের কমেন্টও করেছেন অনেকে ৷ কালীপুজোর উদ্বোধনে গিয়ে যেমন ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন সাকিব ৷ তেমনি এবার এই ছবির জন্যও তাঁকে ক্ষমা চাইবার দাবি করেন অনেকে ৷ সাকিবের ছবিতে নানাপ্রকার ব্যঙ্গ বিদ্রুপে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা ৷
Follow us on
Download News18 App
অনিবন্ধিত অনলাইন পোর্টালকে শৃঙ্খলার মধ্যে আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা পেশাদার, নিবন্ধিত ও আইনগতভাবে সিদ্ধ, সেগুলোই থাকবে এবং চলবে, যাতে সবকিছুর মধ্যে একটা জবাবদিহি ও শৃঙ্খলা থাকে। যেটা সাংবাদিকেরাও চান।
source
নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়নপদ্ধতি চূড়ান্তে ১৪ সদস্যের কমিটি
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১–এর আলোকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়নপদ্ধতি চূড়ান্ত করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ১৪ সদস্যের এই কমিটি জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করে সুপারিশ বা মতামত দেবে। আজ মঙ্গলবার (৫ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
source
করোনার জেরে বাংলাদেশে আটকে পড়া ৩৫০ জন ভারতীয়কে দেশে ফেরানো হল
Representational Image
#ঢাকা: করোনার জেরে বাংলাদেশে আটকে পড়া অন্তত ৩৫০ জন ভারতীয়কে স্থলপথেই দেশে ফেরত পাঠানো হল ৷ এদের মধ্যে অধিকাংশই ডাক্তারি পড়ুয়া ৷
ফেরত আসা ভারতীয়দের মধ্যে বেশির ভাগই উত্তর-পূর্ব ভারতের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ত্রিপুরার আখোরা-আগরতলা চেক পোস্ট, মেঘালয়ের ডাউকি-তামাবিল সীমান্ত ও অসমের সুতারকান্ডি-শেওলা সীমান্ত দিয়েও প্রচুর আটকে থাকা ভারতীয়কে এদিন ভারতে ফেরত পাঠানো হয় ৷
এর আগে অবশ্য বন্দে ভারত মিশনে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ঢাকা থেকে কলকাতায় ফেরেন করোনার জেরে সে দেশে আটকে থাকা ১৬৯ জন ভারতীয় ৷ এবার স্থলপথেও বাংলাদেশ থেকে ভারতে ফেরানোর কাজ শুরু হল ৷ বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, তিনটি স্থলসীমান্ত দিয়ে ভারতীয়দের ফেরানো হয়েছে ৷
Follow us on
Download News18 App
চাকরি ছেড়েই বিজেপিতে যোগ দিলেন পশ্চিমবঙ্গের আলোচিত বিচারপতি অভিজিৎ
অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বিজেপিই একমাত্র দল, যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়ছে। ৭ মার্চ আমি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেব।’
source
কী অপরাধ করেছিল আমার বাবা, মানববন্ধনে প্রশ্ন মেয়ের
১৯ ফেব্রুয়ারি বরগুনা প্রেসক্লাবে তালুকদার মাসউদকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
source
বরই দিয়ে ইফতার করেন না কেন: শিল্পমন্ত্রী
আঙুর লাগবে কেন, আপেল লাগবে কেন– এ প্রশ্ন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
source