Daily Archives: March 4, 2024

১৫ দিনেই কোটির ব্যবসা! অনলাইনে পদ্মার ইলিশে ধামাকা সেল, অর্ডার করবেন নাকি?

অনলাইন(Online) মাধ্যমে ইলিশ(Hilsa) বিক্রি শুরু করেছিলেন বাংলাদেশের কয়েকজন উদ্যোক্তা। আশা-আশঙ্কার দোলাচলে করব না, করব না করেও শুরু করে দিয়েছিলেন বিক্রি। মাত্র ১৫ দিন পার হওয়ার পর হিসেব করতে বসে চক্ষু চড়কগাছ উদ্যোক্তাদের। দেখা গেল, ইতিমধ্যে বেচে ফেলেছেন প্রায় এক কোটি(One Crore) টাকার ইলিশ। নিজেদের সাফল্যে নিজেরাই অবাক!
এই মরশুমে ইলিশের যোগান কম বলে ইলিশ প্রেমীদের হা-হুতাশ শোনা যাচ্ছিলো ইদানীং বেশ। যোগান কম হওয়াতে চড়চড়িয়ে বাড়ছে দাম। কিছুটা হলেও সত্যিও বটে তা। কিন্তু অনলাইনে ঘরে বসে ইলিশ পাওয়ার সুযোগ মিলতেই লাফিয়ে দেদার ইলিশ বুকিংকরছেন আর খাচ্ছেন সাধারণ মানুষ। ফলে অনলাইনে আরও বেশি করে ইলিশের বৈচিত্র্য রাখার কথা ভাবছেন উদ্যোক্তারা।
কিন্তু যেখানে এতো আকাল রাজ্যজুড়ে, সেখানে কোথায় এমন ইলিশের ছড়াছড়ি জানতে ইচ্ছে করছে তো? আর কোথায়? ইলিশের আঁতুরঘর বাংলাদেশে। তবে চাইলে পশ্চিমবাংলায় বসেও অর্ডার করতে পারবেন এই সোনালী রানীকে।
তার জন্য কিছুটা বাড়তি গাঁটের কড়ি খসাতে হবে মাত্র। তবে একথা বলাই বাহুল্য ইলিশপ্রেমী খাদ্য রসিক দুই বাংলাতেই সংখ্যায় বেশি। তাই কাস্টমারের অভাব হচ্ছে না। অর্ডার এতই আসছে যে দিয়ে শেষ করতে পারছেন না উদ্যোক্তারা।
কী ভাবে অর্ডার করবেন? গুগল সার্চ করে ‘পদ্মা-মেঘনার ইলিশ’ লিখলেই পেয়ে যাবেন ঠিকানা। সেখান থেকেই এক ক্লিকে আপনার অর্ডার পৌঁছবে উদ্যোক্তাদের দরজায়। আর তারপরেই সেই রুপোলি সুন্দরী হাজির হবে আপনার দোরগোড়ায়। পদ্ধতি যখন এতই সহজ, তখন অর্ডার করতে আপত্তি কোথায়?
শনিবার বাংলাদেশের চাঁদপুরে চাঁদপুর জেলা প্রশাসন ও এটুআই আয়োজিত ‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ শীর্ষক একটি সভায় উপস্থিত ছিলেন উইম্যান ফর ই-কমার্স (We)-এর বাংলাদেশ সভাপতি নাসিমা আখতার। সেখানেই বিপুল বিক্রির এই তথ্য জানান নাসিমা। সেদেশের বহু সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। সেখানে জেলা ব্র্যান্ডিং পণ্য ইলিশ ই-কমার্সের মাধ্যমে বাজারজাত করার উদ্দেশ্যে কর্মশালাও অনুষ্ঠিত হয়।
সেখানেই একটি হিসেব দিয়ে জানানো হয়, অনলাইনে ১০ থেকে ২৪ অগাস্ট পর্যন্ত ১৫ দিনে ৩৩ জন নারী-পুরুষ উদ্যোক্তা এই সাফল্য অর্জন করেছেন। মোট ৮২ লক্ষ ৫ হাজার টাকার ইলিশ বিক্রি করেছেন। এখনও চাঁদপুরের তাজা ইলিশের অর্ডার আসতেই থাকছে বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু সেই হারে ইলিশ না পাওয়ায় এবং তাতে দাম বেশি থাকায় দিতে পারছেন উদ্যোক্তরা। পাশাপাশি ইলিশের ডিম, ইলিশের আচারও বানিয়ে বিক্রি করছেন উদ্যোক্তারা।
অনলাইন(Online) মাধ্যমে ইলিশ(Hilsa) বিক্রি শুরু করেছিলেন বাংলাদেশের কয়েকজন উদ্যোক্তা। আশা-আশঙ্কার দোলাচলে করব না, করব না করেও শুরু করে দিয়েছিলেন বিক্রি। মাত্র ১৫ দিন পার হওয়ার পর হিসেব করতে বসে চক্ষু চড়কগাছ উদ্যোক্তাদের। দেখা গেল, ইতিমধ্যে বেচে ফেলেছেন প্রায় এক কোটি(One Crore) টাকার ইলিশ। নিজেদের সাফল্যে নিজেরাই অবাক!
এই মরশুমে ইলিশের যোগান কম বলে ইলিশ প্রেমীদের হা-হুতাশ শোনা যাচ্ছিলো ইদানীং বেশ। যোগান কম হওয়াতে চড়চড়িয়ে বাড়ছে দাম। কিছুটা হলেও সত্যিও বটে তা। কিন্তু অনলাইনে ঘরে বসে ইলিশ পাওয়ার সুযোগ মিলতেই লাফিয়ে দেদার ইলিশ বুকিংকরছেন আর খাচ্ছেন সাধারণ মানুষ। ফলে অনলাইনে আরও বেশি করে ইলিশের বৈচিত্র্য রাখার কথা ভাবছেন উদ্যোক্তারা।
কিন্তু যেখানে এতো আকাল রাজ্যজুড়ে, সেখানে কোথায় এমন ইলিশের ছড়াছড়ি জানতে ইচ্ছে করছে তো? আর কোথায়? ইলিশের আঁতুরঘর বাংলাদেশে। তবে চাইলে পশ্চিমবাংলায় বসেও অর্ডার করতে পারবেন এই সোনালী রানীকে। 
তার জন্য কিছুটা বাড়তি গাঁটের কড়ি খসাতে হবে মাত্র। তবে একথা বলাই বাহুল্য ইলিশপ্রেমী খাদ্য রসিক দুই বাংলাতেই সংখ্যায় বেশি। তাই কাস্টমারের অভাব হচ্ছে না। অর্ডার এতই আসছে যে দিয়ে শেষ করতে পারছেন না উদ্যোক্তারা।
কী ভাবে অর্ডার করবেন? গুগল সার্চ করে 'পদ্মা-মেঘনার ইলিশ' লিখলেই পেয়ে যাবেন ঠিকানা। সেখান থেকেই এক ক্লিকে আপনার অর্ডার পৌঁছবে উদ্যোক্তাদের দরজায়। আর তারপরেই সেই রুপোলি সুন্দরী হাজির হবে আপনার দোরগোড়ায়। পদ্ধতি যখন এতই সহজ, তখন অর্ডার করতে আপত্তি কোথায়?
শনিবার বাংলাদেশের চাঁদপুরে চাঁদপুর জেলা প্রশাসন ও এটুআই আয়োজিত ‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ শীর্ষক একটি সভায় উপস্থিত ছিলেন উইম্যান ফর ই-কমার্স (We)-এর বাংলাদেশ সভাপতি নাসিমা আখতার। সেখানেই বিপুল বিক্রির এই তথ্য জানান নাসিমা। সেদেশের বহু সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। সেখানে জেলা ব্র্যান্ডিং পণ্য ইলিশ ই-কমার্সের মাধ্যমে বাজারজাত করার উদ্দেশ্যে কর্মশালাও অনুষ্ঠিত হয়।
সেখানেই একটি হিসেব দিয়ে জানানো হয়, অনলাইনে ১০ থেকে ২৪ অগাস্ট পর্যন্ত ১৫ দিনে ৩৩ জন নারী-পুরুষ উদ্যোক্তা এই সাফল্য অর্জন করেছেন। মোট ৮২ লক্ষ ৫ হাজার টাকার ইলিশ বিক্রি করেছেন। এখনও চাঁদপুরের তাজা ইলিশের অর্ডার আসতেই থাকছে বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু সেই হারে ইলিশ না পাওয়ায় এবং তাতে দাম বেশি থাকায় দিতে পারছেন উদ্যোক্তরা। পাশাপাশি ইলিশের ডিম, ইলিশের আচারও বানিয়ে বিক্রি করছেন উদ্যোক্তারা।
Follow us on
Download News18 App

source

ঢাকায় রেস্তোরাঁর সিঁড়ি ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা দেখল পুলিশ

পুলিশ বলছে, নগরবাসীর নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এসব রেস্তোরাঁ-ভবনে জরুরি বহির্গমন সিঁড়ি ও অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে কি  না, তা দেখতেই অভিযান চালানো হয়।
source

বন্ধুর বই অনুষ্ঠান লেখক-পাঠকের মেলবন্ধন তৈরি করেছে

লেখালেখি ও লেখক বন্ধুদের উৎসাহিত করতে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে অমর একুশে বইমেলা থেকে ‘বন্ধুর বই’ অনুষ্ঠানে যুক্ত হয়ে এভাবেই বই নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক। এবার বইমেলাকে কেন্দ্র করে আমাদের অনেক বন্ধুর বই বের হয়েছে। যেখানেই যে লিখুক না কেন, লেখালেখি একটা মহৎ কর্ম উল্লেখ করে তিনি সব লেখক বন্ধুদের সাধুবাদ জানান।
source

error: Content is protected !!