Daily Archives: March 1, 2024

লকডাউনকে থোড়াই কেয়ার! জাঁকিয়ে বিয়ে করে চাকরি খোয়ালেন সরকারি আধিকারিক

বিয়ে হবে অনেকদিন আগে থেকেই ঠিক ছিল ৷ আর সেই মেনে জাঁক করেই বিয়ে সেরে ফেললেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমিনপুরের আধিকারিক ৷ Photo -Representive
করোনার মারণ আতঙ্ক পৃথিবী জুড়ে ৷ লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত, মৃতের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ বিভিন্ন দেশে লকডাউন ৷ বাংলাদেশেও লকডাউন জারি ৷ কিন্তু এর মধ্যেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ৭০ জন বরযাত্রী নিয়ে পাত্রীর বাড়ি পৌঁছে যান বর শাহিন ৷
লকডাউনের মধ্যেই গত ৭ এপ্রিল ৭০ বরযাত্রী নিয়ে উপজেলার সনমন্দি গ্রামে বিয়ে করতে যান তিনি। এমনকি বেশ আড়ম্বরপূর্ণভাবেই সন্ধ্যায় নিজের বাড়ি গোচাইট গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।পরে শাহিন কবিরকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।Photo -Representive
শুধু জরিমানা দিয়েই নিস্তার পাননি লকডাউন ভাঙা সরকারি আধিকারিক ৷ বৃহস্পতিবার তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় ৷ প্রতিবেশীরাও খুবই বিরক্ত তার এভাবে বিয়ে করতে যাওয়ায় , এরপর কী হয় সেটাই এখন দেখার ৷ Photo- Collected
বিয়ে হবে অনেকদিন আগে থেকেই ঠিক ছিল ৷ আর সেই মেনে জাঁক করেই বিয়ে সেরে ফেললেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমিনপুরের আধিকারিক ৷ Photo -Representive
করোনার মারণ আতঙ্ক পৃথিবী জুড়ে ৷ লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত, মৃতের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ বিভিন্ন দেশে লকডাউন ৷ বাংলাদেশেও লকডাউন জারি ৷ কিন্তু এর মধ্যেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ৭০ জন বরযাত্রী নিয়ে পাত্রীর বাড়ি পৌঁছে যান বর শাহিন ৷
লকডাউনের মধ্যেই গত ৭ এপ্রিল ৭০ বরযাত্রী নিয়ে উপজেলার সনমন্দি গ্রামে বিয়ে করতে যান তিনি। এমনকি বেশ আড়ম্বরপূর্ণভাবেই সন্ধ্যায় নিজের বাড়ি গোচাইট গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।পরে শাহিন কবিরকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।Photo -Representive
শুধু জরিমানা দিয়েই নিস্তার পাননি লকডাউন ভাঙা সরকারি আধিকারিক ৷ বৃহস্পতিবার তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় ৷ প্রতিবেশীরাও খুবই বিরক্ত তার এভাবে বিয়ে করতে যাওয়ায় , এরপর কী হয় সেটাই এখন দেখার ৷ Photo- Collected
Follow us on
Download News18 App

source

দমন-পীড়নের হাতিয়ার হিসেবে সরকার আইনের আশ্রয় নেয়

দমনপীড়নমূলক পরিবেশে সাংবাদিক কাজ করবেন কীভাবে, তার পাঁচটি কৌশল বলেছেন ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ার-এর প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ ভরদারাজন।
source

শ্রীপুরে ঋণের টাকা না পেয়ে গৃহবধূর ঘরে তালা দিলেন এনজিও কর্মী

ঋণদাতা প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের শ্রীপুর শাখার মাঠকর্মী কবির হোসেন এ তালা লাগিয়েছেন। বিষয়টি স্বীকার করেছেন তিনি।
source

বইমেলায় বাড়তি দিন শুরু

মেলার স্বাভাবিক সময় গতকাল ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন বইয়ের তালিকা করেছে বাংলা একাডেমি। তাদের হিসাবে এবার মেলায় নতুন এসেছে ৩ হাজার ২৫৬টি বই।
source

মাদক নিয়ে অশালীন আচরণ, পরকীয়া! নোবেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাঁর স্ত্রী

#ঢাকা: বিতর্ক পিছু ছাড়ে না বাংলাদেশের গায়ক মইনুল আহসান নোবেলের (Nobel)। ফের নতুন বিতর্কে জড়ালেন তিনি। বাংলাদেশের বান্দারবনে বেড়াতে গিয়ে মাদক নেওয়া ও অশালীন আচরণের অভিযোগ উঠল নোবেলের বিরুদ্ধে। এমনকি সেখানকার পর্যটকদের মারধর করার অভিযোগ রয়েছে।
সম্প্রতি বান্দারবন থেকে ঘুরে এসে নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করেন নোবেল। দেখা যায়, নোবেল তাঁর এক বান্ধবীর সঙ্গে বসে মাদক সেবন করছেন। তাই নোবেলের বিরুদ্ধে রয়েছে পরকীয়ারও অভিযোগ। সেই ছবির ক্যাপশনে নোবেল লিখেছিলেন, গাঁজার নৌকা পাহাড়তলী যায় ও মিরাবই। এই ছবি পোস্ট হতেই নেটিজেনরা তাঁর প্রতি ক্ষোভ উগরে দেন।
বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, বান্দারবনে বেড়াতে গিয়ে ওই মহিলাকে স্ত্রী বলে পরিচয় দেন নোবেল। এর পরেই সেখানে ঘুরে বেড়িয়ে নানা রকমের অশালীন আচরণ করেছেন নোবেল। কখনও চিৎকার চেঁচামেচি, কখনও মাদর সেবন করেছেন। হোটেলেও প্রায় মধ্যরাতে তিনি খুব অভব্য আচরণ করেছেন। এমনকি অন্য পর্যটকরা প্রতিবাদ জানাতে এলে তাঁদের মারধর ও গালিগালাজ করেছেন বলে জানা যাচ্ছে।
ঘটনা জানতে পেরে রেগে গিয়েছেন নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদও। তিনি একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টে লেখা, “ব্যাপারটা আপনারা কিভাবে নিচ্ছেন জানিনা কিন্তু এটি পর্যটন এলাকার জন্য চরম অপমানজনক ।রেমাক্রিতে গাজা সেবনের ছবি আপলোড করার পর শহরে এসে নোবেল মাতলামি করে হোটেলে ভাংচুর করে। ট্যুরিস্টদের উপর হামলা করে এবং মালিককেও মারধর করে এসব করার পরও প্রশাসন নিশ্চুপ। কিছুক্ষণ আগেও হোটেলে এসে ভাংচুর করার পরও পায়ের উপর পা রেখে বসে আছেন আমাদের দাদা। আমরা বান্দরবানবাসী কি এতোই পাওয়ারলেস? কেউ নাই ব্যবস্থা নেয়ার মতো?”
নিজেও পর পর স্টেটাস দিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নোবেলের স্ত্রী। এক জায়গায় তিনি লিখছেন, “ইদানীংকাল মেয়েরা বিবাহিত ছেলেদের সাথে বান্দরবন যেতে বেশি স্বাচ্ছন্দ্যবোদ করে ।” আর একটি লম্বা স্টেটাসে তিনি নোবেলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করায় বাংলাদেশ সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি লিখছেন, “অনুগ্রহপূর্বক বাংলাদেশ পুলিশবাহীনি যেন আজ থেকে কোনো নেশাগ্রস্থ স্টুডেন্ট বা ব্যাক্তিকে গ্রেফতার না করে অথবা শাস্তি না দেয় । আমাদের দেশের ইনফ্লুয়েন্সাররা যেখানে নিজেদের নেশাগ্রস্থ ছবি আপলোড করে এটাকে একটি ট্রেন্ডে পরিণত করেছে এবং বাংলাদেশ প্রশাসন এ বিষয়ে কিছু করতে অক্ষম সেখানে অন্য জনগণদের নেশা এবং মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে হেনস্ত করার অধিকার বাংলাদেশ পুলিশবাহীনি আর রাখে না। এমন একটি দেশে জন্মগ্রহণ করে সত্যি আমি লজ্জিত যে দেশে নারী নির্যাতন ছেলে মানুষের পুরুষত্ প্রমাণের মাপকাঠি ।”
Follow us on
Download News18 App

source

ট্রেন দুর্ঘটনায় পা হারানো শিল্পীর মাসে আয় ২ লাখ টাকা

২০১৬ সালের ৫ মার্চ ভোর সাড়ে চারটায় মির্জাপুর স্টেশনে খুলনা থেকে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থেকে নামার সময় দুর্ঘটনায় পড়েন শিল্পী সেন।
source

error: Content is protected !!