‘রাইট উইথ এআই’ নামের টুলটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের প্রয়োজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে বার্তা লিখে দেবে।
source
Monthly Archives: February 2024
আইপিএল যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ
এবারের আইপিএল হবে মার্চে থেকে মে মাসের মধ্যে। আর ১ জুন শুরু হবে বিশ্বকাপ। আইপিএল ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ক্রিকেটাররাই বেশি খেলেন। এবার অনেক ক্রিকেটারেরই বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে এই আইপিএলে পারফর্ম করা না করার ওপর।
source
করোনা কেড়ে নিল বাংলাদেশের প্রাক্তন সাংসদের প্রাণ !
#ঢাকা: মারণ ভাইরাস করোনা কেড়ে নিল বাংলাদেশের আওয়ামি লিগের নেতা এবং প্রাক্তন সাংসদ হাজি মকবুল হোসেনের প্রাণ ৷ রবিবার রাতেই ঢাকার এক হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর ৷ মকবুল হোসেনের মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে জানান তাঁর ব্যক্তিগত সহকারি ফজলুর রহমান ৷
বাংলাদেশের সংবাদপত্র কালের কন্ঠের খবর অনুযায়ী এদিন রাতেই ঢাকার সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মকবুল হোসেন ৷ করোনাভাইরাস সঙ্কটের মধ্যেই সে দেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ত্রাণ বিলি করেছেন ৷ সেখান থেকেই তিনি এই মারণ ভাইরাসে আক্রান্ত হন বলে অনুমান চিকিৎসকদের ৷ গত ১৪ মে পর্যন্ত তিনি বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি করেছেন ৷ মকবুল হোসেনের স্ত্রী-ও করোনা পজিটিভ বলে জানা গিয়েছে ৷ তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷
Follow us on
Download News18 App
প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা
১৯৬২ সালে ম্যান্ডেলাকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার গ্রেপ্তার করে। প্রায় তিন দশক পর ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারিতে কারাগার থেকে মুক্ত পান তিনি। কারাগার থেকে ছাড়া পেয়েই নিজ রাজনৈতিক দলের জন্য কাজ শুরু করেন।
source
করোনা সামলেই বাংলাদেশে জমজমাট পুজোর আয়োজন
#ঢাকা: হ্যাঁ, এবারের পুজোটা সত্যিই একেবারেই অন্যরকম৷ আকাশে-বাতাসে পুজোর হাওয়া চললেও, কাশবনে কাশফুলে দোল লাগলেও, মনের মধ্যে করোনা আতঙ্ক যেন এক পাশে সরিয়ে রেখেছে পুজো মুডকে ৷ তাই তো এপার বাংলা থেকে ওপার বাংলা সব জায়গাতেই পুজো মুডের সঙ্গে মিশে গিয়েছে করোনার আতঙ্ক ! বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, করোনার বিধি নিষেধ মেনেই গোটা বাংলাদেশ রীতিমতো তৈরি দুর্গাপুজোর জন্য ৷ পাড়ায়, পাড়ায় পুজো প্যান্ডেলও তৈরি শুরু ৷ প্রতিমার গায়েও ফাইনাল রঙের পোচ ৷ সব মিলিয়ে বেশ ব্যস্ত পুজোর সঙ্গে যুক্ত মানুষেরা ৷ খবর অনুযায়ী, গত বছর ঢাকা শহরে মোট পুজো হয়েছিল ২৩৭ টির মতো ৷ তবে এবারের সংখ্যা অল্প হ্রাস পেয়েছে ৷ অন্যদিকে, চট্টগ্রামে নাকি এবার সবচেয়ে বেশি পুজো হচ্ছে ৷ দিনাজপুর ১২৪৫, গোপালগঞ্জ ১২০৫, টাঙ্গাইল ১১৬০, মৌলভীবাজার ১০৮্৫টি, খুলনা ১০০৮টি, ফরিদপুর ৭৪৫। সারা দেশ থেকেই তালিকা আসছে। আগামী কয়েক দিনের মধ্যে সারা দেশের সর্বমোট তালিকা প্রকাশ করা সম্ভব হবে। তবে সব পুজোই হচ্ছে করোনা বিধি মেনে ৷ করোনার কথা মাথায় রেখেই পুজো মণ্ডপ তৈরি হচ্ছে ৷ করোনার কথা মাথায় রেখেই প্রত্যেক পুজো মণ্ডপে তৈরি হচ্ছে বিশেষ ক্যাম্প ৷ থাকছে বিশেষ মেডিক্যাল সুবিধা ৷ সামাজিক দুরত্বের কথাও মাথায় রাখা হচ্ছে ৷ তাই বলা ভালো এপার বাংলার মতো ওপারেও দুর্গাপুজো আনন্দে মাততে চলেছে মানুষ সব রকম সতকর্তা বজায় রেখে ৷
Follow us on
Download News18 App
বাংলা ১ম পত্র – এইচএসসি ২০২৪
মো. সুজাউদ দৌলা – ২১. যুদ্ধক্ষেত্রে সাদা নিশান ওড়ানো হয় কেন? ২২. কারা এ দেশে সামরিক শক্তি বৃদ্ধি করেছে? ২৩. গভর্নরকে পালাতে দেখে কে গুলি ছুড়েছিল? ২৪. কোন সন্ধির মর্যাদা ইংরেজরা ধুলোয় লুটিয়ে দিয়েছে?
source
আর কোনওদিন কোনও সেলিব্রিটির গাড়ি চালাবেন না… জানালেন পরীমনির ড্রাইভার
File Photo
ঢাকা: পরীমনিকে (Pori Moni) নিয়ে উত্তাল বাংলাদেশ ৷ অভিনেত্রীর বাড়িতে প্রচুর বিদেশি মদের বোতল বেআইনিভাবে মজুত রাখার পাশাপাশি অনেক মাদকদ্রব্যও পাওয়া গিয়েছিল ৷ এরপরই বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (RAB) আটক করে পরীমনিকে ৷ অনেকেই পরীমনির এই পরিণতির জন্য এখন সরাসরি তাঁকেই দায়ী করছেন ৷ আবার অনেকে অভিনেত্রীর পাশেও দাঁড়িয়েছেন ৷ তবে পরীর গাড়ির চালক নাজির হোসেন স্পষ্ট জানালেন, ঢের হয়েছে… আর কোনওদিন তিনি কোনও নায়ক-নায়িকার গাড়ি চালাবেন না ৷
নাজির বলেছেন, বেতন কম পেলে পাবেন। কিন্তু জীবনে আর কোনও ঝামেলা চান না তিনি। তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। সমাজের অনেক উঁচু পদে থাকা মানুষদের সঙ্গেই ওঠাবসা ছিল পরীমনির বলে জানা গিয়েছে ৷ তাতে তিনি কী কী সুবিধা পেতেন, সেসব এখন খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা৷ ঢাকার গুলশন বিভাগের এডিসি মহম্মদ শাকলায়েনের সঙ্গেও নাম জড়ায় পরীর ৷ এডিসি-র এই আচরণ মোটেই ভালো চোখে নেওয়া হয়নি ৷ আপাতত তিনি ছুটিতে রয়েছেন বলে জানা গিয়েছে ৷ পরে শাকলায়েনের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলে সূত্রের খবর ৷ শাকলায়েনের বাড়িতে অভিনেত্রীকে পৌঁছনোর পাশাপাশি গাড়িতে বসেই শাকলায়েনের সঙ্গে পরীমনি মদ্যপান করেন বলেও জানিয়েছেন ড্রাইভার নাজির হোসেন ৷
Follow us on
Download News18 App
পাকিস্তানের নির্বাচনে সহিংসতা, প্রাণহানিতে ভোট গ্রহণ
টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা বন্ধ রেখে নিয়ন্ত্রিত পরিবেশে ভোট। ভোটার উপস্থিতি ছিল কম।
source
এত বড় দুর্গা প্রতিমা, তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশের এই পুজো! প্রতিবারই থাকে চমক
২০১৬ সাল। নোয়াখালী জেলার চৌমুহনী বিজয়া সার্বজনীন দুর্গা মন্দিরের গড়ে তোলা হয়েছিল ৭১ ফুট দীর্ঘ দুর্গাপ্রতিমা। এই পুজোর হাতেই ওঠে বাংলাদেশের সবচেয়ে বড় দূর্গা প্রতিমা তৈরির রেকর্ড। ২০১৬ সালে ৭১ ফুট দীর্ঘ এই প্রতিমা করা গড়ে তোলা হয়েছিল। চৌমুহনী কলেজ রোডের রামেন্দ্র সাহার বাড়ির প্রাঙ্গনে হয় পুজো।
যেমন লক্ষ্মী প্রতিমার উচ্চতা ছিল ৪৫ ফুট, সরস্বতী প্রতিমা ৪০ ফুট, গণেশ মূর্তির উচ্চতা ছিল ৩৫ ফুট এবং কার্তিক মূর্তির উচ্চতা ছিল ৩০ ফুট। মোট খরচ হয়েছিল ৩৫ লক্ষ টাকা।
৫ মাস প্রতিদিন ১৬ ঘণ্টা করে করে খেটে ২৫ থেকে ৩০ জনের শিল্পীদের দল গড়ে তুলেছিলেন এই পুজো। মূল দায়িত্বে ছিলেন মৃৎশিল্পী অমল পাল।
প্রতি বছরই চৌমুহনীতে বিভিন্ন আদলে দেশি ও আন্তর্জাতিক পুরাকীর্তির অনুকরণে মণ্ডপ তৈরি করা হয়। প্রতি বছরই বিজয়া সার্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে আলাদা কিছু করার চেষ্টা করা হয়ে দুর্গাপুজোকে কেন্দ্র করে।
প্রায় পাঁচ মাস ধরে কাজ করার পর ৭১ ফুট উচ্চতার দেবী দুর্গার কাঠামো বানানো হয়। শুধু যে দুর্গা প্রতিমার উচ্চতাই বেশি করা হয়েছিল তা নয়, দুর্গার সাথে সামঞ্জস্য রেখে অন্য প্রতিমাগুলোও বিরাট বড় আকারের বানানো হয়েছিল।
২০১৬ সাল। নোয়াখালী জেলার চৌমুহনী বিজয়া সার্বজনীন দুর্গা মন্দিরের গড়ে তোলা হয়েছিল ৭১ ফুট দীর্ঘ দুর্গাপ্রতিমা। এই পুজোর হাতেই ওঠে বাংলাদেশের সবচেয়ে বড় দূর্গা প্রতিমা তৈরির রেকর্ড। ২০১৬ সালে ৭১ ফুট দীর্ঘ এই প্রতিমা করা গড়ে তোলা হয়েছিল। চৌমুহনী কলেজ রোডের রামেন্দ্র সাহার বাড়ির প্রাঙ্গনে হয় পুজো।
যেমন লক্ষ্মী প্রতিমার উচ্চতা ছিল ৪৫ ফুট, সরস্বতী প্রতিমা ৪০ ফুট, গণেশ মূর্তির উচ্চতা ছিল ৩৫ ফুট এবং কার্তিক মূর্তির উচ্চতা ছিল ৩০ ফুট। মোট খরচ হয়েছিল ৩৫ লক্ষ টাকা।
৫ মাস প্রতিদিন ১৬ ঘণ্টা করে করে খেটে ২৫ থেকে ৩০ জনের শিল্পীদের দল গড়ে তুলেছিলেন এই পুজো। মূল দায়িত্বে ছিলেন মৃৎশিল্পী অমল পাল।
প্রতি বছরই চৌমুহনীতে বিভিন্ন আদলে দেশি ও আন্তর্জাতিক পুরাকীর্তির অনুকরণে মণ্ডপ তৈরি করা হয়। প্রতি বছরই বিজয়া সার্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে আলাদা কিছু করার চেষ্টা করা হয়ে দুর্গাপুজোকে কেন্দ্র করে।
প্রায় পাঁচ মাস ধরে কাজ করার পর ৭১ ফুট উচ্চতার দেবী দুর্গার কাঠামো বানানো হয়। শুধু যে দুর্গা প্রতিমার উচ্চতাই বেশি করা হয়েছিল তা নয়, দুর্গার সাথে সামঞ্জস্য রেখে অন্য প্রতিমাগুলোও বিরাট বড় আকারের বানানো হয়েছিল।
Follow us on
Download News18 App
সোমবার থেকে বাংলাদেশে শুরু শাটডাউন, বন্ধ সব অফিস, যান চলাচলও!
বাংলাদেশে এবার জারি হচ্ছে কঠোরতম লকডাউন।
#ঢাকা: লকডাউন জারি করেও সংক্রমণে লাগাম টানা যায়নি। এবার আগামী সোমবার থেকে বাংলাদেশ কঠোরতম লকডাউন (Bangladesh Shutdown) তথা শাটডাউন জারি হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের সরকারি এবং বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। এমনকি বন্ধ রাখা হচ্ছে সব ধরনের গাড়ি চলাচল। স্রেফ অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ যানবাহন চলবে বলে জানাচ্ছে বাংলাদেশ প্রশাসন। এই সময় জরুরি কারণ স্বাস্থ্যের সমস্যা ছাড়া কেউ বাড়ি থেকে বেরোলে কঠোর শাস্তির মুখেও পড়তে পারেন। তবে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী ব্যতীত সংবাদমাধ্যমের জন্য ছাড় থাকছে। প্রশাসন সূত্রে খবর, প্রথম দফায় সাতদিন এই শাটডাউন চালিয়ে দেখতে চাইছে সরকার। পরিস্থিতি নাগালে না এলে আরও বাড়তে পারে এই শাটডাউনের মেয়াদ।
চলতি বছরে করোনার দ্বিতীয় ধাক্কায় কাবু বাংলাদেশে গত ৫ ই এপ্রিল থেকে দ্বিতীয় বারের জন্য লকডাউন জারি হয়েছিল। এই লকডাউন চলে ২১ এপ্রিল পর্যন্ত। কিন্তু দেখা যাচ্ছে তাতেও সংক্রমণ কমেনি। বিশেষত শেষ এক মাসের দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে। শেষ ইদ-উল-ফিতরের পর আক্রান্ত আরও বাড়ে।
পরিস্থিতি বিচার করে তাই ২২ শে জুন থেকে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। আশেপাশের মানিকগঞ্জ নারায়ণগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ,গোপালগঞ্জ, থেকে জরুরী পরিষেবা ছাড়া মূল শহরে যান চলাচল বন্ধ রাখা হয়। কিন্তু তাতেও কাজ হয়নি বলছে পরিসংখ্যানই। ফলে বাংলাদেশে চাইছে সংক্রমণ রুখতে আরো কঠোর হতে।
ইতিমধ্যেই জানা গিয়েছে বাংলাদেশের ৬৪ টির মধ্যে ৪০টি জেলাই অতি ঝুঁকিপূর্ণ। শুক্রবারের হিসেব শেষ ২৪ ঘন্টায় ১০৮ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৮৬৯ জন। পরিস্থিতি বিচার করেই এবার শাটডাউন জারি করতে চাইছেন বাংলাদেশ প্রশাসন।
Follow us on
Download News18 App