মৌলভীবাজারের জুড়ীতে সদ্য কার্পেটিং করা একটি সড়কের বিভিন্ন স্থান খুঁড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেছেন স্থানীয় কয়েকজন।
source
Monthly Archives: February 2024
ঘামের দুর্গন্ধ থেকে নিস্তার পেতে যে খাবারগুলো কম খেতে হবে
রোদ থাকুক আর বৃষ্টি,ঘামের হাত থেকে নিস্তার নেই। আর এই ঘাম থেকে দুর্গন্ধ হওয়ার মতো অপ্রিয় অবস্থা তৈরির পেছনে হাত থাকতে পারে কিছু খাবারের।
source
সিডনি থেকে বাঁধনের গানের অ্যালবাম ‘গোল্লাছুট’
সিডনি থেকে বাঁধনের গানের অ্যালবাম ‘গোল্লাছুট’
source
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আইএইচটি বন্ধ ঘোষণা
আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের বিরোধের কারণে হামলার ঘটনা ঘটেছে।
source
বড় অভিমানী! বাসর ঘরের মনমালিন্য কেড়ে নিল প্রাণ! আত্মঘাতী নতুন বর…
মর্মান্তিক ঘটনা। নবপরিণীতা স্ত্রীকে বাসরঘরে রেখেই আত্মহত্যা করল স্বামী (Groom)। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের (Bangaldesh) পঞ্চগড়ের দেবীগঞ্জে(Bangladesh News)। আকস্মিক এই ঘটনায় বিয়েবাড়ির আনন্দ নিমেষে উধাও হয়ে যায় মুহূর্তে। উৎসবমুখর পরিবার পরিজন শোকে পাথর। সানাইয়ের সুর যেন এক লহমায় মলিন করে দিল বিলাপের সুর। Photo : Collected
পুলিশ সূত্রে খবর, চিলাহাটি চরতিস্তাপাড়া (Bangladesh News) এলাকার আত্মঘাতী (Suicide) যুবকের নাম বাবুল হোসেন। তার বয়স মাত্র ১৯ বছর। স্রেফ বাসরঘরে আত্মীয়দের থাকা নিয়ে ঝামেলার মধ্যে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বাবুল।
বাবুলের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বোদার দিনবাজার এলাকার সবারউদ্দিনের মেয়ে সাবিনা ইয়াসমিনকে বিয়ে করে বছর উনিশের ওই যুবক। পরের দিন অর্থাৎ শনিবার (Bangladesh News) নববধূকে নিয়ে বাড়িতে ফেরে সে।
এরপরেই বাসর ঘরে থাকা নিয়ে স্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে বাবুলের সামান্য মনোমালিন্য হয়। ঠিক হয়, বাসর রাতে বর-কনের সঙ্গে একই ঘরে থাকবেন কনের সঙ্গে আসা দাদি শামসুন্নাহার, বরের জামাইবাবু হুসেন ও তাঁর দুই সন্তান। বিষয়টি বাবুলের পছন্দ না হলেও সে তখনকার মতো মেনে নেয়।
মেনে নিলেও মন মানে না বাবুলের। ভেতরে ভেতর বাড়তে থাকে অভিমান। গুমড়োতে থাকে মন। পরিবারের অভিযোগ, অপমান সহ্য করতে না পেরেই সম্ভবত বাসর রাতেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাবুল। আর তার পরেই ঘটে চরম অঘটন যা ঘটতে পারে এমনটা কল্পনাতেও ভাবতে পারেনি কেউ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাতে সকলে ঘুমিয়ে পড়লে কোনও এক সময় সবার অগোচরে ওই ঘর থেকে বেরিয়ে বাবুল রান্নাঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ভোরে পরিবারের লোকজন বাবুলকে ঝুলন্ত অবস্থায় রান্নাঘরে দেখেন। আঁতকে ওঠেন তাঁরা। পরে প্রাথমিক শোক সামলে বাবুলের মৃতদেহ নামান। খবর পাঠানো হয় পুলিশে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
অন্যদিকে পুলিশের সূত্র অন্য কথা বলছে। দেবীগঞ্জ থানার এসআই (SI) শাকিলুর রহমান জানান, মৃতের পরিবারের লোকজনের কথাবার্তা ত্রুটিপূর্ণ। ফাঁস লাগানোর স্থানটি নিয়েও সন্দেহ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, ‘‘এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ নেই। ফলে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’’ এদিকে গোটা ঘটনায় শোকে পাথর বাবুলের নববধূ ও দুই পরিবার। হতবাক এলাকার মানুষ-জন। বিয়েবাড়িতে এমন বিষাদ নেমে আসবে তা যে কল্পনাতেও ভাবতে পারেননি কেউ।
মর্মান্তিক ঘটনা। নবপরিণীতা স্ত্রীকে বাসরঘরে রেখেই আত্মহত্যা করল স্বামী (Groom)। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের (Bangaldesh) পঞ্চগড়ের দেবীগঞ্জে(Bangladesh News)। আকস্মিক এই ঘটনায় বিয়েবাড়ির আনন্দ নিমেষে উধাও হয়ে যায় মুহূর্তে। উৎসবমুখর পরিবার পরিজন শোকে পাথর। সানাইয়ের সুর যেন এক লহমায় মলিন করে দিল বিলাপের সুর। Photo : Collected
পুলিশ সূত্রে খবর, চিলাহাটি চরতিস্তাপাড়া (Bangladesh News) এলাকার আত্মঘাতী (Suicide) যুবকের নাম বাবুল হোসেন। তার বয়স মাত্র ১৯ বছর। স্রেফ বাসরঘরে আত্মীয়দের থাকা নিয়ে ঝামেলার মধ্যে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বাবুল।
বাবুলের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বোদার দিনবাজার এলাকার সবারউদ্দিনের মেয়ে সাবিনা ইয়াসমিনকে বিয়ে করে বছর উনিশের ওই যুবক। পরের দিন অর্থাৎ শনিবার (Bangladesh News) নববধূকে নিয়ে বাড়িতে ফেরে সে।
এরপরেই বাসর ঘরে থাকা নিয়ে স্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে বাবুলের সামান্য মনোমালিন্য হয়। ঠিক হয়, বাসর রাতে বর-কনের সঙ্গে একই ঘরে থাকবেন কনের সঙ্গে আসা দাদি শামসুন্নাহার, বরের জামাইবাবু হুসেন ও তাঁর দুই সন্তান। বিষয়টি বাবুলের পছন্দ না হলেও সে তখনকার মতো মেনে নেয়।
মেনে নিলেও মন মানে না বাবুলের। ভেতরে ভেতর বাড়তে থাকে অভিমান। গুমড়োতে থাকে মন। পরিবারের অভিযোগ, অপমান সহ্য করতে না পেরেই সম্ভবত বাসর রাতেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাবুল। আর তার পরেই ঘটে চরম অঘটন যা ঘটতে পারে এমনটা কল্পনাতেও ভাবতে পারেনি কেউ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাতে সকলে ঘুমিয়ে পড়লে কোনও এক সময় সবার অগোচরে ওই ঘর থেকে বেরিয়ে বাবুল রান্নাঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ভোরে পরিবারের লোকজন বাবুলকে ঝুলন্ত অবস্থায় রান্নাঘরে দেখেন। আঁতকে ওঠেন তাঁরা। পরে প্রাথমিক শোক সামলে বাবুলের মৃতদেহ নামান। খবর পাঠানো হয় পুলিশে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
অন্যদিকে পুলিশের সূত্র অন্য কথা বলছে। দেবীগঞ্জ থানার এসআই (SI) শাকিলুর রহমান জানান, মৃতের পরিবারের লোকজনের কথাবার্তা ত্রুটিপূর্ণ। ফাঁস লাগানোর স্থানটি নিয়েও সন্দেহ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, ‘‘এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ নেই। ফলে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’’ এদিকে গোটা ঘটনায় শোকে পাথর বাবুলের নববধূ ও দুই পরিবার। হতবাক এলাকার মানুষ-জন। বিয়েবাড়িতে এমন বিষাদ নেমে আসবে তা যে কল্পনাতেও ভাবতে পারেননি কেউ।
Follow us on
Download News18 App
নিউইয়র্ক থেকে সকালে ফিরে বিকেলে সাজেকে শাকিব
নিউইয়র্ক থেকে সকালে ফিরে বিকেলে সাজেকে শাকিব
source
নিজামুদ্দিনেও শিক্ষা হল না, লকডাউন ভেঙে মওলানার শেষকৃত্যে সামিল কয়েক হাজার মানুষ
#ব্রাহ্মণবাড়িয়া: ভারতের কাল হয়ে দাঁড়িয়েছে মার্চের প্রথম সপ্তাহে নিজামুদ্দিনে অনুষ্ঠিত বিশাল ধর্মীয় সমাবেশ । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR জানিয়েছে, সারা দেশে করোনা ভাইরাসের ১৬,৩৬৫ টি কেস পজিটিভ হয়েছে এখনও অবধি ৷ মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, করোনা অতিমারিতে আক্রান্তদের মধ্যে ৪,২৯১ জন তবলিগি জামাতের ধর্মীয় সমাবেশের সঙ্গে যুক্ত ৷ তিনি জানিয়েছেন গত মাসে দিল্লিতে যে ধর্মীয় সমাবেশ হয়েছিল, ‘এই কেগুলি ২৩ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ছড়িয়ে পড়ে যার জেরে বিভিন্ন রাজ্যে এটা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে যেমন তামিলনাড়ুর ৮৪ %, দিল্লির ৬৩ %, অসমের ৯১%, উত্তরপ্রদেশেরর ৬১ %, আন্দামান ও নিকোবরের ৮৩% কেসের বৃদ্ধি শুধু এই যোগেই ৷’ প্রতিবেশী দেশ ভারতের এমন অবস্থা দেখেও শিক্ষা নিল না বাংলাদেশ । সেখানে লকডাউন উপেক্ষা করেই বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির ইসলামি আলোচক মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। শনিবার, ১৮ এপ্রিল সকালে তাঁর প্রতিষ্ঠিত সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসায় জানাজা অনুষ্ঠিত হয়। তাতেই যোগ দেন হাজার হাজার মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় গণজমায়েতের ঘটনার পর আশেপাশের আটটা গ্রাম লকডাউন করা হয়েছে। ওই ঘটনায় দু’জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার এ ধরণের জমায়েত ঠিক হয়নি। এতে সংক্রমণ আরো ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছি। এই জমায়েত ঠেকাতে প্রশাসন ব্যর্থ হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৬শে মার্চ থেকে অঘোষিত লকডাউন চলছে। ১৬ই এপ্রিল পুরো দেশ সংক্রমণের ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। সকল প্রকার জনসমাবেশ, অপ্রয়োজনীয় ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে।
Follow us on
Download News18 App
আজম খান ভেবেছিলেন, বাবা সেদিন থাপ্পড় মারবেন
এক নতুন দুনিয়ায় মানুষি
এক নতুন দুনিয়ায় মানুষি
source
রিহ্যাবের সভাপতি ও সহসভাপতি পদে কারা আসছেন
সংগঠনটির সভাপতি পদে একমাত্র প্রার্থী হয়েছেন আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের দলনেতা ও জাপান গার্ডেনের এমডি মো. ওয়াহিদুজ্জামান। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
source