আগামীকাল রাত ৯টায় ওয়েম্বলিতে লিগ কাপের ফাইনালে চেলসি মুখোমুখি হবে লিভারপুলের। এই ম্যাচ জিতলে ইংলিশ ফুটবলে প্রথম শিরোপা স্বাদ পাবেন পচেত্তিনো।
source
Monthly Archives: February 2024
জিমেইলের বিকল্প কী আনছেন ইলন মাস্ক
গুগলের জনপ্রিয় ই-মেইল সুবিধা জিমেইলের বিকল্প তৈরির ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক।
source
ইদে নেশা করতে গিয়ে স্পিরিট খেয়ে ২০ জনের মৃত্যু বাংলাদেশে !
Photo Courtesy: BDNEWS24.com
#ঢাকা: ইদের উৎসবে নেশা করাটাই কাল হল ৷ ইদের দিন রেক্টিফায়েড স্পিরিট খেয়ে বাংলাদেশের তিন জেলায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে ৷ হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকেই নেশা করার জন্য ইদের দিন এই স্পিরিট তারা কেনেন বলে জানা গিয়েছে ৷
রংপুর, দিনাজপুর ও বগুড়ায় স্পিরিট খেয়ে মৃত্যুর ঘটনা ঘটে ৷ রংপুরে ১০, দিনাজপুরে ৮ এবং বগুড়ায় মারা গিয়েছেন ২ জন ব্যক্তি বলে জানা গিয়েছে ৷ নেশাডুরা ওই অঞ্চলে প্রায়শই স্পিরিট, কফ সিরাপ খেয়ে নেশা করে থাকেন ৷ কারণ বাংলাদেশে মদে নিষেধাজ্ঞা রয়েছে ৷
পুলিশ ইতিমধ্যেই এক দোকানদারকে গ্রেফতার করেছে ঘটনায় ৷ দিনাজপুরের ওই হোমিওপ্যাথই ইদের দিন বিক্রি করেছিলেন বলে জানা গিয়েছে ৷ কাশির সিরাপ বা স্পিরিট এভাবে বিনা প্রেসক্রিপশনে বিক্রি করাও বেআইনি ৷ আর এর জন্য প্রায়শই মৃত্যু হচ্ছে মানুষের ৷
Follow us on
Download News18 App
‘আইন সবার উপরে…ধন্যবাদ প্রধানমন্ত্রী ও দেশের বিচারব্যবস্থাকে…’: পরীমণি
Photo Courtesy: Pori Moni/Facebook Page
ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির সম্প্রতি একটি ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় হয় সব জায়গাই ৷ তাঁকে শারীরিকভাবে নির্যাতন, ধর্ষণ ও খুনের চেষ্টাও করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ করেছিলেন পরীমণি ৷ শুধু ফেসবুক পোস্টই নয়, পরে সাংবাদিক সম্মেলন করে অভিনেত্রী তাঁর উপর অত্যাচারের বিবরণ দিয়েছিলেন ৷ এমনকি ঘটনার ৫ দিন পরেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছিলেন পরী। রবিবার রাতে ফেসবুকে পোস্ট করে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর বিচার চেয়েছেন পরীমণি।
অভিনেত্রীর অভিযোগ পেয়েই আরও তৎপর হয় পুলিশ ৷ অভিযুক্ত নাসির উদ্দিন নামে এক ব্যবসায়ীকে তাঁর উত্তরার বাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন-অর-রশিদ। বাকিদেরও একই স্থান থেকে আটক করা হয়। ওই ব্যবসায়ীর বাড়ি থেকে মাদক উদ্ধারও করা হয় বলে জানাচ্ছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরও করেছেন পরীমণি ৷
অভিযুক্তদের গ্রেফতারের ঘটনায় স্বভাবতই খুশি অভিনেত্রী ৷ যে ভাবে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে, তাতে তিনি সন্তুষ্ট বলে জানিয়েছেন ৷ এর জন্য দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে ভোলেননি পরীমণি ৷ ফেসবুকে সোমবার রাতে তিনি লেখেন,
‘‘আমার বিশ্বাস আমার আস্থা ভুল ছিলো না।আইন সবার উপরে।
শুধু সেই সঠিক জায়গায় পৌঁছানটাই যত কষ্ট!
অভিযুক্তদের গ্রেফতারের ঘটনায় খুশি পরীমণি ৷
আইনশৃঙ্খলা বাহিনী,সকল সাংবাদিক,সকল সহকর্মী এবং দেশের মানুষ যারা আমার এই দুঃসময়ে আমার পাশে ছিলেন,আছেন আমি সবার প্রতি আজীবন কৃতজ্ঞ
আপনারাই আমার সাহস
আসামীদের গ্রেফতার করা হয়েছে। এখন আমার চাওয়া আসামীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। কোনভাবেই যেন এই ধরনের লোকেরা আর কোন মেয়েকে এভাবে নির্যাতন অপমান করার সাহস না পায়। আমি হার মানবনা। আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।
মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই দেশের আশীর্বাদ। আপনি মা। আপনি মমতার আঁচলে জড়িয়ে রাখেন আপনার সকল সন্তানকে…’’
Follow us on
Download News18 App
ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি দখলদারির অবসান সম্ভব
নম্বর সেভ না করেই মেসেজ পাঠান WhatsApp-এ, জেনে নিন কী ভাবে
#কলকাতা: বর্তমানে পুরো বিশ্বে খুবই জনপ্রিয় মেসেজিং অ্যাপ হল WhatsApp। WhatsApp-এর বিভিন্ন ফিচার ভারত ছাড়া অন্যান্য দেশেও খুব জনপ্রিয়। WhatsApp তাদের ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে বিভিন্ন ধরনের আধুনিক এবং উন্নত ফিচার (WhatsApp Tricks)। WhatsApp-এর মাধ্যমে অন্যের সঙ্গে কানেক্ট করার জন্য তার নম্বর সেভ করে রাখতে হয় মোবাইল ডিভাইজে। কিন্তু অনেক সময়েই এমন নম্বরে WhatsApp মেসেজ করার দরকার হয় যে নম্বর মোবাইলে সেভ করা নেই। কিন্তু এর জন্য সহজ ও সরল উপায় রয়েছে।
WhatsApp মেসেজ পাঠানোর জন্য মোবাইলে নম্বর সেভ করা না থাকলেও চলবে (WhatsApp Tricks)। যে কোনও নম্বরে WhatsApp মেসেজ পাঠানো যাবে (How To Message Someone On WhatsApp If They’re Not Your Contact), সেই নম্বর মোবাইলে সেভ থাকলে ভালো, কিন্তু মোবাইলে সেভ না থাকলেও কোনও অসুবিধা নেই। কয়েকটি সহজ উপায়ে সবার সঙ্গে WhatsApp এর মাধ্যমে কানেক্ট করা সম্ভব। অন্য যাকে মেসেজ পাঠাতে চান তার নম্বর সেভ করা না থাকলেও WhatsApp চ্যাট ইন্টারফেসের মাধ্যমে সেটি করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
আরও পড়ুন – Malicious Android App: অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে দরকার বাড়তি সতর্কতা, মুহূর্তের ভুলে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
নম্বর সেভ না করে WhatsApp মেসেজ পাঠানোর উপায়-
স্টেপ ১ – প্রথমেই নিজেদের ফোন অথবা ল্যাপটপের ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। সেখান থেকে অ্যাকসেস করতে হবে WhatsApp চ্যাট ইন্টারফেস (Chat Interface)।
স্টেপ ২ – এর পর কপি এবং পেস্ট করতে হবে এই ইউআরএল (URL)- http://wa.me/xxxxxxxxxx, এর পর সেখান থেকে রিপ্লেস করতে হবে সবক’টি এক্স। সেই জায়গায় বসাতে হবে যার সঙ্গে WhatsApp চ্যাট করতে চান তার দেশের কোড এবং ফোন নম্বর।
স্টেপ ৩ – এর পর এন্টার (Enter) ক্লিক করতে হবে। এর পর অন্য একটি পেজ খুলে যাবে, সেখানে দেখা যাবে সেই ফোন নম্বর যেটি টাইপ করে বসানো হয়েছিল। সেখানেই স্টার্ট চ্যাটের (Start Chat) অপশন দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুন – Renault Flying Car AIR4: গাড়ি চড়েই আকাশে উড়ান, আসছে রেনোঁর ফ্লাইং গাড়ি AIR4!
স্টেপ ৪ – এর পর সেই ডিটেলস কনফার্ম করার পর স্টার্ট চ্যাট বাটনে ক্লিক করতে হবে। একবার এই অপশনে ক্লিক করলেই সেই পেজটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে এবং যে ডিভাইজব্যবহার করা হচ্ছে সেখানে WhatsApp চ্যাট ইন্টারফেস খুলবে।
স্টেপ ৫ – এর পর ইউজাররা সহজেই কথোপকথন চালু করতে পারবেন এবং মেসেজ পাঠাতে পারবেন। ইউজাররা চাইলে তাঁদের কথোপকথন কন্টিনিউ রাখতে পারবে নিজেদের ফোনে। নিজেদের ফোনের WhatsApp চ্যাট লিস্টেই সেটি দেখা যাবে।
Follow us on
Download News18 App
দৌলতখানে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে কলেজশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা
পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের জ্যেষ্ঠ-কনিষ্ঠ দ্বন্দ্ব মেটাতে গিয়ে রাব্বী খুন হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
source
প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
‘পিএইচএ গ্লোবাল সামিট ২০২৪’–এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন এসব কথা বলেন।
source
সুন্দর ঘন ভ্রু পেতে হলে যা করতে হবে
কয়েক বছর আগে বিউটি ট্রেন্ডে আবির্ভাব হয়েছে ঘন ভ্রুর। এ বছরও সেই ধারা বহাল তবিয়তে অব্যাহত রয়েছে।
source
রবিবার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল, ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তায় চলছে পুলিশ টহল!
অভূতপূর্ব পরিস্থিতি
#বাংলাদেশ: রবিবার মহারণ। কোপা আমেরিকা ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল বনাম আর্জেন্টিনা। গোটা বিশ্ব মুখিয়ে আছে রবিবারের ভোরের ম্যাচ নিয়ে। আর বাংলাদেশে সেই উন্মাদনা যেন কয়েকগুণ বেড়ে গিয়েছে। অবশ্য ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ নিয়ে উন্মাদনা নতুন কিছু নয়। দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হলে বাকি বিশ্বের মতো দুই ভাগে ভাগ হয়ে পড়ে বাংলাদেশও। আর করতে গিয়েই যুক্তিতর্ক ছাড়িয়ে প্রাণহানির পর্যায়েও গড়াল। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়া নিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়।
জানা গিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে কোন দেশ ভালো খেলে, তা নিয়ে তর্কে হাতাহাতি হয় দুটি ছেলের মধ্যে। তাদের সঙ্গে যোগ দেন দুদলের আরও কিছু ভক্ত। কোপার ফাইনাল হবে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে। সেখান থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় দুই দেশের এই ফাইনাল নিয়ে পুলিশ বাহিনী সদা সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সদর থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।
করোনা মহামারির মধ্যে বহু মানুষ জমায়েত হয়ে খেলা দেখায় সংক্রমণের ঝুঁকিও বাড়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া তর্ক-বিতর্কের জের হিসেবে রক্তক্ষয়ী সংঘর্ষের ঝুঁকি তো থাকেই। তাই গ্রামবাসীদের বলা হয়েছে, তাঁরা বড় পর্দায় এই ম্যাচ দেখতে পারবেন না। ফাইনালের সময় গ্রামবাসীদের জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
O poder do futebol. Polícia preocupada com confrontos em Bangladesh, onde Brasil e Argentina têm torcidas apaixonadas. https://t.co/0BAA9en9RQ
গত বিশ্বকাপে ব্রাজিলের পতাকা ওড়াতে গিয়ে ওই এলাকায় ১২ বছর বয়সী এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মারা যায়। এবার কোপা আমেরিকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়েও গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু ঘটে। সংবাদ সংস্থা এএফপি এই ঘটনা ও ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল নিয়ে পুলিশ বাহিনী মোতায়েনের খবর প্রকাশের পর তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।
Follow us on
Download News18 App