Daily Archives: February 27, 2024

গাজা ও অ্যাসাঞ্জের ভাগ্য যেভাবে একসুতায় বাঁধা

দিন কয়েক আগে ব্রিটেন ও নেদারল্যান্ডসের দুটি আদালতে আমাদের এই সময়ের মৌলিক স্বাধীনতার জন্য বিশ্বব্যাপী সবচেয়ে বেশি হুমকি সৃষ্টিকারী দুটি আইনি মামলার শুনানি আলাদাভাবে শুরু হয়েছে। কিন্তু বিবিসির মতো পশ্চিমের মূলধারার সংবাদমাধ্যমে এ নিয়ে তেমন কোনো সাড়াশব্দ নেই।
source

স্বামী-সোহাগী হতে বৈশাখের দ্বিতীয় দিন 'বউ' মেলায় মেতে ওঠে এই গ্রাম

বউ মেলা। প্রতীকী ছবি।
#নারায়নগঞ্জ:  বাঙালির কাছে এ দিনের রুটিনটা বছরের আর পাঁচটা দিনের থেকে এক্কেবারে আলাদা ৷ পয়লা বৈশাখ বলে কথা ৷ রোজকার দশটা-পাঁচটা ভুলে, এ দিনটা একটু অন্যরকম তো হবেই ৷ ভোর ভোর ঘুম থেকে ওঠে গঙ্গায় স্নান৷ এরপর ন্যতুন কাপড়ে শুদ্ধ চিত্তে লক্ষ্মী-গণেশের সামনে জোড় হাতে বসে পড়া ৷ পুজো শেষে মিষ্টি মুখ ৷ দুপুরে সোনা মুগের ডাল থেকে শুরু করে কচি পাঠার ঝোল সহযোগে গরমা গরম ঝরঝরে বাঁশকাঠি চালের ভাত দিয়ে উদরপূর্তি৷ বিকেলে একটু ভাত-ঘুম ৷ সন্ধ্যায় দোকানে দোকানে ঘুরে হালখাতা সেরে একগাদা মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার নিয়ে বাড়ি ফিরে আসা৷ মাঝে কোথাও বন্ধুবান্ধবের সঙ্গে টুক করে কোথাও একটা বসে আড্ডা সেরে ফেলা৷ ইদানীং সান্ধ্যকালীন রুটিনে বদল ঘটেছে খানিক৷
এখন পয়লা বৈশাখের সন্ধ্যা মানেই বড় কোনও রেস্তোরাঁয় গিয়ে বন্ধু-বান্ধবের সঙ্গে বাঙালি খাবার ট্রাই করা ৷ এই বাংলায় বাংলা নববর্ষের ছবিটা খানিকটা এমনই ৷ তবে শেষ দু’বছরে সে সবে ছেদ পড়েছে। সৌজন্যে করোনা অতিমারী। গত বছরে পয়লা বৈশাখের দিনে দেশজুড়ে লকডাউন জারি ছিল। ফলে সকলেই অপেক্ষায় ছিলেন, এ বারে আগের বছরের সব না পাওয়া ভুলে দ্বিগুন আনন্দে মেতে উঠবেন। কিন্তু করোনা ফের যেভাবে বেড়েছে, তাতে এ বারে লকডাউন না হলেও বাইরে বেরিয়ে হুল্লোড় করার মতো পরিস্থিতি নেই।
News18
তবে ওপার বাংলার বাঙালিদের মধ্যে পয়লা বৈশাখ নিয়ে উদ্দীপনা খানিক বেশিই৷ রমনার বটমূলের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সূচনা৷ ঢাকার রাজপথে তখন হাজার হাজার মানুষের ভিড়৷ লাল আর সাদায় তখন রেঙে উঠেছে রাজপথ ৷ এ বারে সেখানেও কড়া প্রশাসন। করোনা সংক্রমণে রাশ টানতে আগামিকাল থেকে বাংলাদেশে লকডাউন।
তবে প্রত্যন্ত গ্রামে পয়লা বৈশাখ উপলক্ষ্যে অন্য ভাবে মেতে ওঠে এখনও ৷ সেই পুরনো গন্ধটা এখনও মিলেমিশে রয়েছে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে৷ পয়লা বৈশাখকে কেন্দ্র করে তো কত ধরনের মেলাই না বসে ৷ তবে সোনারগাঁওয়ের মেলা এক্কেবারে ভিন্ন৷ মেলার নামের মধ্যেই রয়েছে বৈচিত্র্যের ইঙ্গিত৷ নাম ‘বউমেলা’৷
News18
চারশো বছরের পুরনো একটি বটগাছ কেন্দ্র করে যুগ যুগ ধরে পালিত হচ্ছে এ বউ মেলা। বৈশাখ মাসের দ্বিতীয় দিন থেকে পাঁচদিনব্যাপী এই মেলা শুরু হয়। বটগাছের নীচে সিদ্ধেশ্বরী দেবীর পুজো দিয়ে শুরু হয় মেলা ৷ পুজোতে মূলত অংশ নেন মহিলারাই ৷ পুরুষরাও অংশ নেন, তবে সংখ্যায় কম ৷ লোক মুখে প্রচার, স্বামীর সোহাগিনী হতেই হিন্দু রমনীরা ছুটে আসেন এই পুজোয়। মনস্কামনা পূর্ণ করতে বিবাহিত মহিলাদের ভিড় জমে যায় ৷ আর সেই কারণেই এই মেলা নাম ‘বউমেলা’ ৷
News18
যে বটবৃক্ষের নীচে পুজো হয়, তা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কাছে হয়ে উঠেছে পুণ্যের দেবতা। তাই হিন্দু সম্প্রদায়ের কাছে বটবৃক্ষটি সিদ্ধেশ্বরী দেবতা নামে সুপরিচিত৷ রেকাবি ভরা বৈশাখী ফলের ভোগ নিয়ে দলে দলে হিন্দু নারীরা হাজির হন বউ মেলায়। দেবতার সন্তুষ্টির জন্য এখানে আগে বলি দেওয়া হত৷ তবে এখন সেই প্রথা বিলুপ্ত ৷ বরং শান্তির বার্তা ছড়িয়ে দিতে ওড়ানো হয় পায়রা ৷ শোনা যায়, স্বামী সংসারের বাঁধন যেন অটুট থাকে সারা বছর সুখ শান্তিতে যেন কাটে দাম্পত্য জীবন এই কামনাতেই পুজোর আয়োজন করে হিন্দু নারীরা।
আর এই পুজোকে কেন্দ্র করেই বটবৃক্ষের পাশের মাঠে বসে বিরাট মেলা ৷ স্থানীয় মানুষজনের পাশাপাশি অন্যান্য জেলার মানুষও জড়ো হন এই মেলায়৷ তবে, সময়ের পালা বদলে এ ‘বউ মেলা’ এখন তার অতীত জৌলুস অনেকটাই হারিয়ে এখন বর্ণহীন। মেলার জন্য পর্যাপ্ত স্থান না থাকার কারণে মেলায় আগত দর্শণার্থীদেরকে দুর্ভোগ পোহাতে হয়। আধুনিকতার ছোঁয়ায় গ্রামগঞ্জে পালিত হওয়া ঐতিহ্যবাহী মেলাগুলো এখন বিলুপ্তির প্রায় পথে। সেখানে শিবরাত্রির সলতে মতো এখনও জিইয়ে রয়েছে সোনারগাঁওয়ের ‘বউমেলা’৷ যদিও এ বারে করোনার জন্য সেই মেলা আদৌ হবে কিনা, তা নিয়ে কোনও তথ্য আমাদের কাছে নেই।
Follow us on
Download News18 App

source

বিদ্যুতের গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ, এ দিন থেকে ফের 'লকডাউন' বাংলাদেশে

*ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ (Coronavirus)। এক সপ্তাহের জন্য সারা দেশে ফের লকডাউন (Lockdown) ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রশাসন (Bangladesh Government)। সংগৃহীত ছবি।
*আগামী সোমবার ৫ এপ্রিল থেকে টানা সাত দিন লকডাউন (& days Lockdown) বলবৎ থাকবে গোটা দেশে। সংগৃহীত ছবি।
*শনিবার আওয়ামি লিগ জেনেরাল সেক্রেটারি (Awami League General Secretary) তথা সড়ক পরিবহন এবং সেতু (Road Transport and Bridges) দফতরের মন্ত্রী ওবায়দুল কাদের (Obaidul Quader) বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে নিজ বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করেও এ কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।  সংগৃহীত ছবি।
*৫ এপ্রিল থেকে lockdown শুরু হচ্ছে। মন্ত্রী জানিয়েছেন, এই সাতদিন সমস্ত অফিস-আদালত এই সময়ে বন্ধ থাকবে।সংগৃহীত ছবি।
*তবে শিল্প কলকারখানায় রোটেশন পদ্ধতিতে কাজ  হবে। সংগৃহীত ছবি।
*উল্লেখ্য, গত  সাত মাসের মধ্যে শুক্রবারেই করোনা সংক্রমণের হার সব চেয়ে বেশি ছিল। শতাংশের হিসেবে ২৩.২৮ শতাংশ। সংগৃহীত ছবি।
*গত ২৪ ঘণ্টায় ৫০জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। ফলে ফের ভয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই মত দেশের প্রশাসনের। তাই তাতে লাগাম টানতেই সম্ভবত এমন সিদ্ধান্ত। সংগৃহীত ছবি।
*ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ (Coronavirus)। এক সপ্তাহের জন্য সারা দেশে ফের লকডাউন (Lockdown) ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রশাসন (Bangladesh Government)। সংগৃহীত ছবি। 
*আগামী সোমবার ৫ এপ্রিল থেকে টানা সাত দিন লকডাউন (& days Lockdown) বলবৎ থাকবে গোটা দেশে। সংগৃহীত ছবি। 
*শনিবার আওয়ামি লিগ জেনেরাল সেক্রেটারি (Awami League General Secretary) তথা সড়ক পরিবহন এবং সেতু (Road Transport and Bridges) দফতরের মন্ত্রী ওবায়দুল কাদের (Obaidul Quader) বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে নিজ বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করেও এ কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।  সংগৃহীত ছবি। 
*৫ এপ্রিল থেকে lockdown শুরু হচ্ছে। মন্ত্রী জানিয়েছেন, এই সাতদিন সমস্ত অফিস-আদালত এই সময়ে বন্ধ থাকবে।সংগৃহীত ছবি। 
*তবে শিল্প কলকারখানায় রোটেশন পদ্ধতিতে কাজ  হবে। সংগৃহীত ছবি। 
*উল্লেখ্য, গত  সাত মাসের মধ্যে শুক্রবারেই করোনা সংক্রমণের হার সব চেয়ে বেশি ছিল। শতাংশের হিসেবে ২৩.২৮ শতাংশ। সংগৃহীত ছবি। 
*গত ২৪ ঘণ্টায় ৫০জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। ফলে ফের ভয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই মত দেশের প্রশাসনের। তাই তাতে লাগাম টানতেই সম্ভবত এমন সিদ্ধান্ত। সংগৃহীত ছবি।
Follow us on
Download News18 App

source

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী কেন হঠাৎ পদত্যাগ করলেন

এই পদত্যাগকে দেখা হচ্ছে ইসরায়েল–ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে। তাতে ফিলিস্তিন কর্তৃপক্ষে সংস্কার আনার বিষয়টি আছে।
source

আশার খবর ! বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬০ জন করোনা আক্রান্ত

ফ্রান্সের গবেষকদের দাবি, ডায়াবেটিস রোগী ও ৭০-এর কাছাকাছি বয়স… এই দুটো ফ্যাক্টর করোনায় মৃত্যুর ঝুঁকি অনেকটাই বাড়িয়ে তুলছে। Representative image
#ঢাকা: গোটা বিশ্বের কাছেই মাথাব্যথার কারণ এখন করোনা ভাইরাস ৷ প্রতিদিনই বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা ৷ তবে বেশ কিছু দেশে করোনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে ৷ বাংলাদেশে যেমন গত ২৪ ঘণ্টায় ৩৬০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থ হয়ে ওঠার খবর পাওয়া গিয়েছে ৷ এ নিয়ে এখনও পর্যন্ত সে দেশে করোনায় মোট সুস্থ ৯৩৭৫ জন ৷ পাশাপাশি ২৮ জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে ৷ এ নিয়ে বাংলাদেশে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ৬১০ জন ৷
আজ শনিবার দুপুরে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯,৯৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরও ১,৭৬৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪,৬০৮ জন।
Follow us on
Download News18 App

source

ভিসা সমস্যায় যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা–নাইজেরিয়া ম্যাচ বাতিল

আর্জেন্টিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রেও খেলা হচ্ছে না নাইজেরিয়ার। ভিসা সমস্যায় বাতিল হয়েছে সেই ম্যাচ। মেসিরা এখন নাইজেরিয়ার বদলে খেলবেন কোস্টারিকার বিপক্ষে।
source

ঐক্য আর তারুণ্যের শক্তিতে একুশকে স্মরণ

দেশ ও দেশের বাইরে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরাও দিনটিকে নানা আয়োজনে উদ্‌যাপন করেন, যার শুরু হয় প্রভাতফেরির মাধ্যমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে। দিনব্যাপী আলোচনা সভা, বর্ণমালা প্রদর্শনী, শিশুদের বর্ণমালা শেখানো, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, ম্যাগাজিন ও ভাঁজপত্র প্রকাশ, মায়ের ভাষায় চিঠি লেখা ও হাতের লেখা, গান, কবিতাসহ নানা সামাজিক-সাংস্কৃতিক আয়োজনে ভাষাশহীদদের স্মরণ করেন বন্ধুরা।
source

গুটিকলমে গোলাপ

বগুড়া শহরের প্রায় ১২ কিলোমিটার উত্তরে গোকুল ও ধাওয়াকোলা গ্রাম। সেখানে শতাধিক নার্সারিতে গোলাপগাছের চারা তৈরি হচ্ছে কলম পদ্ধতিতে।
source

সমুদ্রের অংশ ছিল যে গ্রহাণু

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অ্যারিজোনার গবেষকদের ধারণা, বেন্নু গ্রহাণু একসময় পানিসমৃদ্ধ কোনো গ্রহের অংশ ছিল।
source

error: Content is protected !!