কয়েক বছর আগে বিউটি ট্রেন্ডে আবির্ভাব হয়েছে ঘন ভ্রুর। এ বছরও সেই ধারা বহাল তবিয়তে অব্যাহত রয়েছে।
source
Daily Archives: February 23, 2024
রবিবার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল, ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তায় চলছে পুলিশ টহল!
অভূতপূর্ব পরিস্থিতি
#বাংলাদেশ: রবিবার মহারণ। কোপা আমেরিকা ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল বনাম আর্জেন্টিনা। গোটা বিশ্ব মুখিয়ে আছে রবিবারের ভোরের ম্যাচ নিয়ে। আর বাংলাদেশে সেই উন্মাদনা যেন কয়েকগুণ বেড়ে গিয়েছে। অবশ্য ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ নিয়ে উন্মাদনা নতুন কিছু নয়। দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হলে বাকি বিশ্বের মতো দুই ভাগে ভাগ হয়ে পড়ে বাংলাদেশও। আর করতে গিয়েই যুক্তিতর্ক ছাড়িয়ে প্রাণহানির পর্যায়েও গড়াল। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়া নিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়।
জানা গিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে কোন দেশ ভালো খেলে, তা নিয়ে তর্কে হাতাহাতি হয় দুটি ছেলের মধ্যে। তাদের সঙ্গে যোগ দেন দুদলের আরও কিছু ভক্ত। কোপার ফাইনাল হবে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে। সেখান থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় দুই দেশের এই ফাইনাল নিয়ে পুলিশ বাহিনী সদা সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সদর থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।
করোনা মহামারির মধ্যে বহু মানুষ জমায়েত হয়ে খেলা দেখায় সংক্রমণের ঝুঁকিও বাড়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া তর্ক-বিতর্কের জের হিসেবে রক্তক্ষয়ী সংঘর্ষের ঝুঁকি তো থাকেই। তাই গ্রামবাসীদের বলা হয়েছে, তাঁরা বড় পর্দায় এই ম্যাচ দেখতে পারবেন না। ফাইনালের সময় গ্রামবাসীদের জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
O poder do futebol. Polícia preocupada com confrontos em Bangladesh, onde Brasil e Argentina têm torcidas apaixonadas. https://t.co/0BAA9en9RQ
গত বিশ্বকাপে ব্রাজিলের পতাকা ওড়াতে গিয়ে ওই এলাকায় ১২ বছর বয়সী এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মারা যায়। এবার কোপা আমেরিকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়েও গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু ঘটে। সংবাদ সংস্থা এএফপি এই ঘটনা ও ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল নিয়ে পুলিশ বাহিনী মোতায়েনের খবর প্রকাশের পর তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।
Follow us on
Download News18 App
রাজধানীতে শুরু হয়েছে ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’
রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে শুক্রবার শুরু হয়েছে দুই দিনের ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’। অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড এ আয়োজনে করেছে।
source
লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার পথে ৬৩ শতাংশ বাংলাদেশি বন্দী হন
গবেষণায় ব্র্যাক বলছে, বাংলাদেশ থেকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে যাঁদের লিবিয়া নেওয়া হয়, তাঁদের ভালো চাকরি দেওয়ার কথা বলা হয়। তবে তাঁরা আর চাকরি পান না।
source
শাদাবের দাবিই ঠিক ছিল, ডিআরএসের ভুল স্বীকার করেছে হক–আই
পিএসএলে গতকাল কোয়েটার কাছে হারের পর প্রযুক্তির ভুলকেই দায়ী করেছিলেন ইসলামাবাদের অধিনায়ক। তিনি যে ঠিকই ছিলেন, তা প্রমাণ হয়েছে পিসিবির কাছে হক–আইয়ের ক্ষমা চাওয়ায়।
source
আঙুল আছে, ছাপ নেই, তিন প্রজন্ম ধরে বিরলতম রোগে আক্রান্ত এই বাঙালি পরিবার
অমল সরকার ও তাঁর দুই সন্তান অপু-অনু। ছবি-ফেরদৌস সিদ্দিকী
#রাজশাহী: আঙুল আছে। খালি চোখে দেখে কোনও সমস্যা ধরাও পড়বে না, কিন্তু ‘অভিশাপ’ গভীরতর। তিন পুরুষ ধরে ‘আঙুলে’ এই অভিশাপই বয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা ২১ বছর বয়সি অপু সরকার। আর তার জেরেই ড্রাইভিং লাইসেন্স থেকে পাসপোর্ট সর্বত্র ব্রাত্য তিনি।
শুনতে আশ্চর্য লাগলেও সত্যি, অপুর পরিবারের কোনও পুরুষের হাতের আঙুলের কোনও ছাপ পড়ে না। তবে আগের প্রজন্ম এই সমস্যা সরাসরি না বুঝলেও আপাতত জীবন দুর্বিষহ, কারণ জীবনই যে আজ বায়োমেট্রিক। পদে পদে সমস্যায় পড়েন অপু।
অবশ্য অপু নন, সমস্যাটা ছিল অপুর দাদুরও। কিন্তু জীবনের বাঁক ছিল অন্য, কৃষিজীবী মানুষ ছিলেন তিনি। কোনও সমস্য়ায় ভুগতে হয়নি তাঁকে। প্রথম সমস্যাটার মুখোমুখি হন অপুর বাবা, অমল সরকার, অপু সেদিন নেহাতই কিশোর। বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক হয় সে বছরই। সেই সঙ্গে চালু হয় আঙুলছাপ তালিকাভুক্ত করা। অপুর বাবার পরিচয়পত্র তৈরি করার সময় সরকারি আধিকারিকরা দেখেন, তাঁর আঙুল ছাপ পড়ছে না। অনেক চেষ্টাচরিত্র করে, মাথার ঘাম পায়ে ফেলেও কোনও কাজের কাজ না হওয়ায় বাংলাদেশ সরকার তাঁকে পরিচয়পত্র দেওয়ারই সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই কার্ডে লেখা ছিল নো ফিঙ্গারপিন্ট।
এখানেই শেষ নয়, অনেক কাঠখড় পুড়িয়ে পাসপোর্ট জোগাড় করেছিলেন অপুর বাবা। যদিও কোনও দিন সাহস করেননি দেশের বাইরে যাওয়ার। বেড়ানোর সাধ অপুরও। কিন্তু তাঁকে পাক খেতে হয় রাজশাহীতেই,পাছে বিদেশ বিঁভুইয়ে বিমানবন্দরে কৈফয়ত দিতে হয়। ড্রাইভিং লাইসেন্স করাতে গিয়ে অপুর বাবা অমলবাবু বিপাকে পড়েন। টাকা গিয়েও গাড়ির লাইসেন্স পাননি তিনি, কারণ বায়োমেট্রিকে আঙুলছাপ মেলে না। ঘোরেন লাইসেন্স ফি জমা করার কাগজ নিয়ে। তারপরেও পদে পদে সমস্যায় পড়তে হয়, অনেক সময়েই অসংবেদনশীল পুলিশ হেনস্থা করে, টাকা নেয় জুলুম করে।
এখন নিজের নামে বৈধ সিমকার্ডও নিতে পারেন না অপু ওই এক কারণে। ভাই অনুরও সমস্যা এক। অবশ্য অপু-অনুর দিদিমা সুমিতা সরকার অন্য বংশের হওয়ায় তাঁর এই ধরনের কোনও সমস্যা নেই।
কিন্তু কেন এই সমস্যা অপুদের পরিবারের? চিকিৎসাবিজ্ঞানের ভাষায় তাঁরা অ্যাডারমাটোগ্লিফিয়ার শিকার। এটি জিনগত অসুখ। কনজেনিয়াল পালমোপ্লান্টার কেরাটোডার্মা এই অসুখের চেহারা ধারণ করেছে। এই রোগে আক্রান্তদের হাত ও পায়ের তালু শুষ্ক হয়, হাত, পায়ের তালুতে কোনও রেখাই থাকে না।
২০০৭ সালে এক সুইস ভদ্রমহিলা এই মার্কিন বিমানবন্দরে বায়োমেট্রিক ছাপ দিতে পারছিলেন না, তখনই এই রোগটি গোটা বিশ্বের সামনে আসে। দেখা যায় ওই মহিলার পরিবারের অনেকেই ওই রোগে আক্রান্ত। এই রোগের তাৎক্ষণিক নাম দেওয়া হয় ইমিগ্রেশনান ডিলে ডিজিজ।
আর এই অসুখই প্রতিদিন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে অমলবাবুদের। অপুর দিদিমা সুমিতাদেবী এ বাড়িতে এসেছিলেন সাত আট বছর বয়সে। তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে আজ, কিন্তু যখন এসেছিলেন এই সরকার বাড়িতে, বয়স এত কম ছিল তিনি বিষয়টিকে প্রথমে বোঝেননি। কৃষিকাজে যুক্ত হওয়ার ফলেই স্বামীর চামড়ার রোগ হয়েছে এমনটাই ভেবেছিলেন তিনি। শুধু অমলবাবুর পরিবার কেন, এই সেদিন পর্যন্ত দুই বাংলার কারও এই বিষয় সম্পর্কে কোনও ধারণা ছিল না।
তবে একঘরে হতে হয়নি। অমলবাবুই আমাদের জোর গলায় বলছিলেন, “কোনও দিন কেউ এর কারণে দূরে ঠেলে দেয়নি, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ৩০ বছর আগে যেমন ছিল আজও তেমন।” অমলবাবুদের রোগটা বিরলের মধ্যে বিরলতম, নিয়মের গেরো তাই আজ তাদের কাছে অভিশাপ, তবে আত্মীয়রা, প্রতিবেশীরা প্রতি মুহূর্তে বার্তা দিয়ে যান আয় আরও বেঁধে বেঁধে থাকি, তাই জীবনযুদ্ধে আজও হারেননি অমলবাবু। চোখে জল, মুখে হাসি অপুর…
কৃতজ্ঞতা-ফেরদৌস সিদ্দিকী।
Follow us on
Download News18 App
চাকরির খোঁজে মহাকাশ ভ্রমণের সুযোগ দেবে ‘লিথাল কোম্পানি’ গেম
গেমটি মূলত খেলতে হবে ভবিষ্যতের পরিত্যক্ত এক পৃথিবীতে। ভ্রমণের সুবিধার্থে গেমটিতে স্বয়ংক্রিয় মহাকাশযান ব্যবহারের সুযোগ মিলবে।
source
‘গণিত উৎসবে এখন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছে’
খুদে গণিতবিদদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সিলেট নগরের মেজরটিলা এলাকার স্কলার্সহোম মেজরটিলা কলেজ প্রাঙ্গণ। আজ শুক্রবার সকাল ৯টা বাজার আগেই কলেজ প্রাঙ্গণটি যেন উৎসবে রূপ নেয়।
source
র্যাব হেফাজতে কেমন রয়েছেন পরীমনি? জেনে নিন বাংলাদেশি অভিনেত্রীর আসল পরিচয়
মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পরীমনির সাত দিনের রিমান্ড চাওয়া হলেও তাঁর চার দিনের রিমান্ড মঞ্জু করে আদালত ৷ তিনি নিজের বাড়িতে দেশ-বিদেশের মদের বোতল রাখতেন বলে অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, ওয়াইন, ভদকা-সহ বিভিন্ন ধরনের বিদেশি মদের বোতল পাওয়া গিয়েছে পরীমনির বাড়িতে । এলএসডি থেকে আইসের মতো সাংঘাতিক মাদক ও তা সেবনের সরঞ্জামও পাওয়া গিয়েছে পরীমনির বাড়ি থেকেই। বুধবার বিকেলেই অভিনেত্রীকে আটক করে র্যাব ৷ Photo Courtesy: Pori Moni/Facebook
বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর খবর অনুযায়ী র্যাব সদর দফতরে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এরপর ডিনারে পরীমনিকে দুটি সেদ্ধ ডিম, ভাত এবং সবজি দেওয়া হয় ৷ এছাড়া তাঁকে লেবুর সরবতও দেওয়া হয় ৷ সকালে ব্রেকফাস্টে পরীমনি খেয়েছিলেন পরোটা, গরুর মাংস এবং সেদ্ধ ডিম ৷ দুপুরে খেয়েছিলেন ভাত, মুরগির মাংস ও সবজি-ডাল ৷ জিজ্ঞাসাবাদের সময় তাঁর আচরণ ছিল স্বাভাবিক ৷ তদন্তকারী অফিসারদের সবরকম সাহায্যও তিনি করেছেন বলে জানা গিয়েছে ৷
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল পরীমনি। তাঁর আসল নাম শামসুন্নাহার স্মৃতি ৷ ‘ভালোবাসা সীমাহীন’ ছবির হাত ধরে বাংলাদেশের ছবিতে হাতেখড়ি পরীর। এছাড়াও ‘আরও ভালোবাসব তোমায়’ , ‘মহুয়া সুন্দরী’র মতো হিট ছবিতে অভিনয় করেছেন পরীমনি। খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের ফিল্ম জগতে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী ৷ কিন্তু সেই সঙ্গে একের পর এক বিতর্কও পিছু ছাড়েনি তাঁর ৷
বাংলাদেশের খুলনার সাতক্ষীরায় জন্ম হয় পরীমনির। খুব ছোটবেলাতেই বাবা-মাকে হারান পরী। এরপর দাদু শামসুল হকের কাছে বড় হন পরীমনি। সরকারি কলেজে বাংলা নিয়ে অনার্স পড়াকালীনই ঢাকা আসেন পরী। তারপর থেকেই শুরু হয় তাঁর উত্থানের কাহিনি। অনেকেরই দাবি, ঢাকায় পা রাখতেই পর পর ছবিতে যেমন সুযোগ পান পরিমনী, তেমনই শহরের অভিজাতদের সঙ্গে শুরু হয় তাঁর ওঠাবসা। কয়েক মাস আগেই ঢাকা বোট ক্লাবে তাঁকে খুন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ তুলে আলোচনায় আসেন পরীমনি। দুই অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী ওরফে অমিকে গ্রেফতার করে পুলিশ। নাসির উদ্দিন এখন জামিনে মুক্ত। Photo: Collected
মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পরীমনির সাত দিনের রিমান্ড চাওয়া হলেও তাঁর চার দিনের রিমান্ড মঞ্জু করে আদালত ৷ তিনি নিজের বাড়িতে দেশ-বিদেশের মদের বোতল রাখতেন বলে অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, ওয়াইন, ভদকা-সহ বিভিন্ন ধরনের বিদেশি মদের বোতল পাওয়া গিয়েছে পরীমনির বাড়িতে । এলএসডি থেকে আইসের মতো সাংঘাতিক মাদক ও তা সেবনের সরঞ্জামও পাওয়া গিয়েছে পরীমনির বাড়ি থেকেই। বুধবার বিকেলেই অভিনেত্রীকে আটক করে র্যাব ৷ Photo Courtesy: Pori Moni/Facebook
বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর খবর অনুযায়ী র্যাব সদর দফতরে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এরপর ডিনারে পরীমনিকে দুটি সেদ্ধ ডিম, ভাত এবং সবজি দেওয়া হয় ৷ এছাড়া তাঁকে লেবুর সরবতও দেওয়া হয় ৷ সকালে ব্রেকফাস্টে পরীমনি খেয়েছিলেন পরোটা, গরুর মাংস এবং সেদ্ধ ডিম ৷ দুপুরে খেয়েছিলেন ভাত, মুরগির মাংস ও সবজি-ডাল ৷ জিজ্ঞাসাবাদের সময় তাঁর আচরণ ছিল স্বাভাবিক ৷ তদন্তকারী অফিসারদের সবরকম সাহায্যও তিনি করেছেন বলে জানা গিয়েছে ৷
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল পরীমনি। তাঁর আসল নাম শামসুন্নাহার স্মৃতি ৷ 'ভালোবাসা সীমাহীন' ছবির হাত ধরে বাংলাদেশের ছবিতে হাতেখড়ি পরীর। এছাড়াও 'আরও ভালোবাসব তোমায়' , 'মহুয়া সুন্দরী'র মতো হিট ছবিতে অভিনয় করেছেন পরীমনি। খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের ফিল্ম জগতে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী ৷ কিন্তু সেই সঙ্গে একের পর এক বিতর্কও পিছু ছাড়েনি তাঁর ৷
বাংলাদেশের খুলনার সাতক্ষীরায় জন্ম হয় পরীমনির। খুব ছোটবেলাতেই বাবা-মাকে হারান পরী। এরপর দাদু শামসুল হকের কাছে বড় হন পরীমনি। সরকারি কলেজে বাংলা নিয়ে অনার্স পড়াকালীনই ঢাকা আসেন পরী। তারপর থেকেই শুরু হয় তাঁর উত্থানের কাহিনি। অনেকেরই দাবি, ঢাকায় পা রাখতেই পর পর ছবিতে যেমন সুযোগ পান পরিমনী, তেমনই শহরের অভিজাতদের সঙ্গে শুরু হয় তাঁর ওঠাবসা। কয়েক মাস আগেই ঢাকা বোট ক্লাবে তাঁকে খুন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ তুলে আলোচনায় আসেন পরীমনি। দুই অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী ওরফে অমিকে গ্রেফতার করে পুলিশ। নাসির উদ্দিন এখন জামিনে মুক্ত। Photo: Collected
Follow us on
Download News18 App
একাডেমি কাপের বড় ‘উপহার’ মহিম
১৬৮টি দল নিয়ে গত ডিসেম্বরে হয়ে যাওয়া একাডেমি কাপ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে আশুগঞ্জের ফিরোজ কামাল ফুটবল একাডেমির হয়ে ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছে মহিম, হয়েছে সেরা খেলোয়াড়।
source