পুষ্পস্তবক অর্পণের পর এমসি কলেজ বন্ধুসভা পরিচালিত এবিসি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ‘এসো বর্ণমালার শুদ্ধ উচ্চারণ শিখি ও লিখি’ প্রতিপাদ্যে একটি বর্ণমালা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বর্ণমালার শুদ্ধ উচ্চারণ ও সঠিকভাবে লেখার জন্য প্রশিক্ষক হিসেবে ছিলেন সাংগঠনিক সম্পাদক লিমা তালুকদার।
source
Daily Archives: February 22, 2024
পোস্ট করেও মোছা যাবে সেকেন্ডে, আসছে WhatsApp Undo Status
#নয়াদিল্লি: জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp তার ইউজারদের জন্য লঞ্চ করে চলেছে একের পর এক নতুন ফিচার। জনপ্রিয় মেসেজিং অ্যাপ লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফিচার আনডু স্টেটাস (WhatsApp Undo Status) আপডেট। WhatsApp-এর তরফে তাদের বেটা ইউজারদের জন্য নতুন এই আনডু স্টেটাস আপডেট পরীক্ষা করা শুরু হয়ে গিয়েছে। নতুন এই আনডু স্টেটাস আপডেটের মাধ্যমে ইউজাররা তাদের স্টেটাস পোস্ট করে সেকেন্ডের মধ্যে সেটি ডিলিট করতে পারবে। নতুন এই ফিচারের মাধ্যমে WhatsApp-এর ইউজাররা আনডু অপশনের সুবিধা পাবে। WhatsApp-এর নতুন এই ফিচার আনডু স্টেটাস আপডেট আইওএস (iOS) বেটা অ্যাপে পরীক্ষামূলকভাবে চালু করা হলেও নন বেটা ইউজারদের জন্য সেটি চালু করা হয়নি।
ডবলুএবেটাইনফো-র (Wabetainfo) রিপোর্ট অনুযায়ী WhatsApp-এর নতুন ফিচার আনডু স্টেটাস আপডেট চালু করা হয়েছে বেটা ভার্সন অ্যাপে। এটি বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। WhatsApp-এর ইউজাররা ভুল করে কোনও স্টেটাস আপডেট দিয়ে দিলে দ্রুত সেই স্টেটাস ডিলিট করার জন্য নিয়ে আসা হয়েছে WhatsApp-এর নতুন ফিচার আনডু স্টেটাস আপডেট (WhatsApp Undo Status)। বর্তমানে WhatsApp-এর স্টেটাস ডিলিট করার জন্য তিনটি ডটের ডিলিট অপশন রয়েছে। WhatsApp-এর নতুন ফিচার আনডু স্টেটাস আপডেটে রয়েছে আনডু অপশনের সুবিধা। বেটা ভার্সন অ্যাপে WhatsApp-এর নতুন ফিচার আনডুস্টেটাস আপডেট পরীক্ষামূলকভাবে চালু করা হলেও, ডবলুএবেটাইনফো-র রিপোর্ট অনুযায়ী খুব দ্রুত WhatsApp-এর সকল ইউজারদের জন্যই চালু করা হবে নতুন ফিচার আনডু স্টেটাস আপডেট।
আরও পড়ুন – ২০২১ সালের ডিসেম্বরে বাজারে আসছে নতুন দু’চাকার গাড়ি, দেখে নিন এক ঝলকে!
আরও পড়ুন – এক চার্জে চলবে ১০০ কিলোমিটার, নাম মাত্র দামে এল সাইকেল, তাহলে আর স্কুটার কিনবেন কেন?
WhatsApp-এর নতুন ফিচার আনডু স্টেটাস আপডেটের মাধ্যমে ইউজাররা একবার আনডু অপশন সিলেক্ট করলে, স্টেটাস আপডেট অটোমেটিক ডিলিট হয়ে যাবে সবার জন্য। এর ফলে ইউজারদের স্টেটাস আপডেট কেউ দেখতে পাবে না। ভুলবশত WhatsApp-এর ইউজাররা স্টেটাস আপডেট করে দিলে দ্রুত সেই স্টেটাস ডিলিট করতে সাহায্য করবে WhatsApp-এর নতুন ফিচার আনডু স্টেটাস আপডেট (WhatsApp Undo Status)। WhatsApp-এর নতুন ফিচার আনডু স্টেটাস আপডেট পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে বেটা ইউজারদের জন্য। WhatsApp-এর নতুন ফিচার আনডু স্টেটাস আপডেট ভালো করে পরীক্ষা করার পর ধীরে ধীরে সকলের জন্যই চালু করা হবে। WhatsApp-এর নতুন ফিচার আনডু স্টেটাস আপডেটের মাধ্যমে সাহায্য হবে ইউজারদের। এর ফলে ভুলবশত দেওয়া স্টেটাস আপডেট দ্রুত ডিলিট হয়ে যাওয়ার ফলে অন্যেরা সেটি দেখতে পাবে না।
Follow us on
Download News18 App
মণিপুর হাইকোর্টে আদিবাসীদের নিয়ে বিতর্কিত অনুচ্ছেদ বাতিল
২০২৩ সালের মার্চে একটি আদেশের এক অনুচ্ছেদে বলা হয়েছিল, তফসিলি আদিবাসীদের (সিডিউল ট্রাইব) তালিকায় মণিপুরের সংখ্যালঘু মেইতেই সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা যায় কি না, তা খতিয়ে দেখতে।
source
দেড় লাখ শিক্ষার্থীর ঋণ মওকুফ করলেন জো বাইডেন
নতুন করে দেড় লাখ শিক্ষার্থীর ঋণ মওকুফ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ঋণ মওকুফ করার ফলে দেশটির শিক্ষার্থীরা নিজ নিজ স্বপ্নের পেছনে ছুটতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি।
source
ঘূর্ণিঝড় ‘শাহিন’-এর বাধা টপকেই টি২০ বিশ্বকাপ খেলতে মাস্কাট পৌঁছল বাংলাদেশ দল
Photo: Bangladesh Cricket/Twitter
মাস্কাট: ঘূর্ণিঝড় ‘শাহিন’-এর জেরে অনেক সমস্যার মধ্যেই টি২০ বিশ্বকাপ খেলতে ওমানে পৌঁছল বাংলাদেশ ক্রিকেট দল ৷ মাস্কাটে পৌঁছে নিয়ম অনুযায়ী একদিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে দলকে ৷ ওমানে অনুশীলনের পাশাপাশি নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচও খেলবেন বাংলাদেশের ক্রিকেটাররা ৷ এরপর বিশ্বকাপের শেড্যুলড ওয়ার্ম আপ ম্যাচ খেলতে আমিরশাহীতে যাবেন মাহমুদুল্লাহরা ৷
Bangladesh Team leave home for the upcoming ICC T20 World Cup 2021 today (October 3) 🏏 pic.twitter.com/uCJsw4oQAc
আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলে নেই কোনও চমক। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে যারা খেলছেন তাদের ১৫ জনকে রেখে বিশ্বকাপের দল সাজানো হয়েছে। স্ট্যান্ডবাই হিসেবে রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে সংযুক্ত আরব আমিরশাহীতে নিয়ে যাওয়া হয়েছে।
আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিরুদ্ধে আল আমিরাতে ম্যাচ দিয়েই বিশ্বকাপের কোয়ালিফাইং পর্বে তাদের অভিযান শুরু করছে বাংলাদেশ ৷ এরপর ওমান এবং পাপুয়া নিউগিনির বিরুদ্ধে কোয়ালিফাইং পর্বের ম্যাচ খেলবেন মাহমুদুল্লাহরা ৷ যোগ্যতা অর্জন পর্বে বাকি দলগুলির মধ্যে ফেভারিট দুই দল অবশ্যই বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ৷
এদিকে ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে। রবিবার থেকে অনলাইনে শুরু হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের টিকিট। করোনা পরবর্তী পরিস্থিতিতে মাঠে ফিরতে চলেছে দর্শক (ICC T20 World Cup)।
বিশ্বকাপের ম্যাচে মাঠে দর্শকের প্রবেশের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান সরকার। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠে দর্শক প্রবেশ করানোর বিষয়ে বেশ কয়েকদিন ধরেই আইসিসি এবং স্থানীয় সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছিল বিসিসিআই (BCCI)। করোনার কারণে ভারতের বদলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে। তবে আয়োজক দেশ হিসেবে রয়েছে ভারত।
১৭ অক্টোবর থেকে বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড শুরু। প্রথম ম্যাচ আয়োজিত হবে ওমানের রাজধানী মাস্কাটে। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যেকটি ম্যাচে ৭০% দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর সরকার। অন্যদিকে ওমানের রাজধানী মাস্কাটের ম্যাচ গুলিতে ৩ হাজার দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। ওমানে খেলা ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ১০ ওমানি রিয়াল। সংযুক্ত আরব আমিরশাহীর ম্যাচ গুলির জন্য সর্বনিম্ন টিকিটের দাম ৩০ দিরহাম ধার্য করা হয়েছে।
Follow us on
Download News18 App
ভরা জ্যোৎস্নার রঙে
রাঙিয়ে ওঠে অসীম কল্পনার রাজ্য
ধীরপায়ের ছন্দলয়ে ছুঁতে যায় শশী
উৎসবেরা আসে আন্দোলিত হয়ে
অবারিত সুখচ্ছবি অঙ্কিত প্রসন্ন বদনে।
কল্পনার কারুকার্যে স্বপ্ন ভাসবে রোশনাই সমুদ্রে
সুখ বুননে নিশ্চুপ আননে মুদিত আঁখিদ্বয়
ভরা জ্যোৎস্নায় আবেগী রং মেখে
ইন্দু বিভা প্রসারিত হবে পার্থিব পরিসীমায়।
source
চমকে উঠল গোটা অঞ্চলের মানুষ, বিরাট পাখির মতো জলে ওটা কী! তুলকালাম কাণ্ড
নদীতে এ কী ধরা পড়ল! বাংলাদেশের জামালপুরের সরিষাবাড়ীতে আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে যমুনা নদীতে ৪৬ কেজি ওজনের একটি সামুদ্রিক মাছ ধরা পড়ে। মাছটিকে আগে কখনও ওই অঞ্চলের মানুষ দেখেননি। স্থানীয় মৎস্য বিশেষজ্ঞরা মাছটিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশ বলছেন।
মাছটির পিঠে বিশাল আকারের পাখনা রয়েছে। স্থানীয়ভাবে কেউ কেউ পাখি মাছ বলেন, আবার কারও মতে গাং চ্যালা। প্রায় ৯ ফুট লম্বা মাছটি দিন কয়েক আগে সিরাজগঞ্জের যমুনা নদী থেকে ধরা পড়ে বলে জানা গিয়েছে। নতুন ধরনের এই মাছটি দেখে অনেকেই উৎসুক হয়ে উঠেছেন।
সরিষাবাড়ী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য জানিয়েছেন, এটি একটি সামুদ্রিক মাছ। যেহেতু একটি বড় পাখনা রয়েছে এবং গা তেলতেলে সেহেতু এটিকে সেইল ফিশ বলে মনে করা হচ্ছে। সমুদ্রে থাকে, কিন্তু কোনও কারণে এটি নদীতে চলে এসেছে।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশের বৈজ্ঞানিক নাম Istiophorus platypterus। সেইল ফিশের আরেকটি জাত রয়েছে আটলান্টিক সেইল ফিশ (Istiophorus albicans)। যুক্তরাষ্ট্র সরকারের ন্যাশনাল ওশান সার্ভিসের তথ্যে দেখা যায়, অনেক মৎস্য বিশেষজ্ঞের মতে সেইল ফিশ মহাসাগরের সবচেয়ে দ্রুতগতির প্রাণী।
মাছটি ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে ছুটতে পারে, তর্কসাপেক্ষে যা ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। নৌকার পালের মতো এর পৃষ্ঠীয় পাখনাটি দেখতে হয় বলে একে সেইল (পাল) ফিশ বলা হয়।
নদীতে এ কী ধরা পড়ল! বাংলাদেশের জামালপুরের সরিষাবাড়ীতে আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে যমুনা নদীতে ৪৬ কেজি ওজনের একটি সামুদ্রিক মাছ ধরা পড়ে। মাছটিকে আগে কখনও ওই অঞ্চলের মানুষ দেখেননি। স্থানীয় মৎস্য বিশেষজ্ঞরা মাছটিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশ বলছেন।
মাছটির পিঠে বিশাল আকারের পাখনা রয়েছে। স্থানীয়ভাবে কেউ কেউ পাখি মাছ বলেন, আবার কারও মতে গাং চ্যালা। প্রায় ৯ ফুট লম্বা মাছটি দিন কয়েক আগে সিরাজগঞ্জের যমুনা নদী থেকে ধরা পড়ে বলে জানা গিয়েছে। নতুন ধরনের এই মাছটি দেখে অনেকেই উৎসুক হয়ে উঠেছেন।
সরিষাবাড়ী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য জানিয়েছেন, এটি একটি সামুদ্রিক মাছ। যেহেতু একটি বড় পাখনা রয়েছে এবং গা তেলতেলে সেহেতু এটিকে সেইল ফিশ বলে মনে করা হচ্ছে। সমুদ্রে থাকে, কিন্তু কোনও কারণে এটি নদীতে চলে এসেছে।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশের বৈজ্ঞানিক নাম Istiophorus platypterus। সেইল ফিশের আরেকটি জাত রয়েছে আটলান্টিক সেইল ফিশ (Istiophorus albicans)। যুক্তরাষ্ট্র সরকারের ন্যাশনাল ওশান সার্ভিসের তথ্যে দেখা যায়, অনেক মৎস্য বিশেষজ্ঞের মতে সেইল ফিশ মহাসাগরের সবচেয়ে দ্রুতগতির প্রাণী।
মাছটি ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে ছুটতে পারে, তর্কসাপেক্ষে যা ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। নৌকার পালের মতো এর পৃষ্ঠীয় পাখনাটি দেখতে হয় বলে একে সেইল (পাল) ফিশ বলা হয়।
Follow us on
Download News18 App
‘দুবাই থেকে একই মাপের ও ওজনের সোনা পোশাকে লুকিয়ে এনেছিলেন তাঁরা’
তাঁরা প্রত্যেকে পোশাকের ভেতরে লুকিয়ে একই মাপের ও ওজনের সোনা বহন করছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্রত্যেকের কাছেই ৫২৬ গ্রাম করে সোনা পাওয়া যায়।
source
রাজবাড়ীতে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে হত্যা
নিহত শরীফের পকেটে প্রায় ৭০ হাজার টাকা ও তিনটি মুঠোফোন ছিল। কিন্তু দুর্বৃত্তরা এসব কিছুই নেয়নি।
source
ওয়ান ব্যাংকে চাকরি, বয়স ৪০ হলেও আবেদন
বেসরকারি ওয়ান ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি সিনিয়র অফিসার-সিনিয়র প্রিন্সিপাল অফিসার (করপোরেট লায়াবিলিটি মার্কেটিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট) পদে কর্মী নিয়োগ দেবে।
source