অনলাইনে একজন যাত্রীর তথ্য যাচাইয়ে যেখানে ১ মিনিট সময় লাগার কথা, সার্ভারের সমস্যা থাকায় সেখানে ১৫ থেকে ২০ মিনিট সময় লেগেছে।
source
Daily Archives: February 21, 2024
'মেয়েরা বেশ্যা, এটাই বাংলাদেশের সংজ্ঞা', সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন তসলিমা!
সোচ্চার তসলিমা
#ঢাকা : পুরুষশাসিত সমাজের বিরুদ্ধে তীব্র কটাক্ষ হানলেন নির্বাসিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। দেশের ‘সুশীল সমাজ’ মূলত পুরুষ ও অর্থবান ধনী পুরুষদের ক্ষমতায়নকেই কায়েম করে চলেছে বলেও মন্তব্য করলেন লেখিকা(Taslima Nasrin)। গতকাল মাদককাণ্ডে বাংলাদেশী নায়িকা পরীমনি আটক ও তার আগে আরও দুই বাংলাদেশী মডেলের গ্রেফতারির পরেই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে নারীদের অবস্থান নিয়ে জোরালো সওয়াল করলেন ‘লজ্জা’র লেখিকা। বুধবার রাতে একের পর এক পোস্টে জ্বলে উঠল তসলিমার ফেসবুক পেজ।
একটি ফেসবুক পোস্টে তসলিমার যা লিখেছেন তার মূল আক্রমণ সরাসরি বাংলাদেশের পুরুষশাসিত সামাজিক পরিকাঠামো। তসলিমার কটাক্ষ, সমাজ পুরুষশাসিত। আর সেই সকল নিয়মের উপরে ভিত্তি করেই তৈরি হয়েছে যাবতীয় সামাজিক নিয়ম। একাধিক ধর্ম থাকলেও সর্বত্রই প্রাধান্য দেওয়া হয়েছে পুরুষদের। সেই পথে হেঁটে ক্রমশ অবক্ষয়ের দিকে এগোচ্ছে বাংলাদেশ। এমনই দাবি করলেন ওই দেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
তাঁর পোস্টে তসলিমা দাবি করেন, বাংলাদেশে প্রগতিশীল মেয়েদের ‘বেশ্যা’ বলে গণ্য করা হয়। এটাই নাকি বাংলাদেশের সংজ্ঞা। নিজের এই বক্তব্যের ভিত্তিতে যুক্তিও দিয়েছেন তিনি। নিজের ফেসবুকের দেওয়ালে তসলিমা লিখেছেন, “বাংলাদেশের সংজ্ঞা। পুরুষেরা লোভ করলে? –অ্যামবিশাস। মেয়েরা লোভ করলে?–বেশ্যা। পুরুষেরা মদ খেলে? –স্মার্ট। মেয়েরা মদ খেলে? –বেশ্যা। পুরুষেরা নাচলে?–কালচার্ড। মেয়েরা নাচলে?– বেশ্যা। পুরুষেরা ক্লাবে গেলে? — রিচ। মেয়েরা ক্লাবে গেলে?– বেশ্যা।”
বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুকে এই পোস্ট করেন তসলিমা নাসরিন। এর আগে এদিন দুপুরের দিকে আরও একটি পোস্ট করেন তিনি। যেখানে তিনি লেখেন, “বাংলাদেশের সুশীল সমাজ প্রায়ই এক একটি মেয়ের বিরুদ্ধে উন্মাদ হয়ে ওঠে। মেয়েগুলো সাধারণত ধনী এবং দুর্নীতিবাজ ব্যবসায়ীদের শিকার। চতুর ব্যবসায়ীরা এই মেয়েদের ব্যবহার করে তাদের অবৈধ ব্যবসার কাজে, এই মেয়েদের হোটেলের বারে গিয়ে মদ খেতে শেখায়, ক্লাবে গিয়ে নাচতে শেখায়। এই মেয়েদের তারা তাদের হাতের পুতুল বানায়। এদের এক্সপ্লয়েট করাটা তাদের জন্য সহজ। কারণ মেয়েগুলো নিতান্তই নিরীহ। হয়তো গরিব পরিবারের মেয়ে, শিক্ষাগত যোগ্যতা খুব একটা নেই, হয়তো হন্যে হয়ে চাকরি খুঁজছে, ডিভোর্সি, পায়ের তলায় মাটি চাইছে। শিকারী পুরুষগুলোর পাতা ফাঁদে পড়ে যায় এরা, অথবা পড়তে এদের বাধ্য করা হয়। সুশীল সমাজ ধনী পুরুষদের বড় সমীহ করে চলে। বদনাম করার জন্য বেছে নেয় ওই নিরীহ মেয়েদের।”
চিরাচরিত সামাজিক রীতির বিরুদ্ধে বরাবরই সরব হতে দেখা গিয়েছে তসলিমা নাসরিনকে। ধর্মীয় রীতির বিরুদ্ধেও বিভিন্ন সরব হয়েছেন তিনি। যার কারণে মৌলবাদীদের রোষানলের মুখে পড়তে হয়েছে। ত্যাগ করতে হয়েছে নিজের জন্মভূমি। তবুও অবস্থানে অনড় থেকেছেন তসলিমা নাসরিন। নিজেকে নারীবাদী বলে দাবি করে লিখেছেন বিভিন্ন বই। সেই সঙ্গে নিজের মতো করে প্রতিবাদে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তসলিমার এই দুই পোস্ট ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনদের অনেকেই যেমন লেখিকার সঙ্গে সহমত পোষণ করেছেন তেমনই বিরূপ মতও ভিড় জমিয়েছে তসলিমার কমেন্ট বক্সে। কিছু কিছুর উত্তরেও সপাটে নিজের মত জানিয়েছেন ব্যতিক্রমী লেখিকা।
Follow us on
Download News18 App
সাকিবের খেলা চলছে মাগুরাতেও
অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সবার সহযোগিতা কামনা করেন সাকিব আল হাসান। টুর্নামেন্টে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, জেলা, পুলিশ প্রশাসনসহ মোট ১৪টি দল অংশ নিয়েছে।
source
যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জে বিভিন্ন ‘কিশোর গ্যাং’–এর ৫০ সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তার ব্যক্তিরা টপবাজ গ্রুপ, গ্যাংস্টার প্যারাডাইস গ্রুপ, বয়েস হাই ভোল্টেজ গ্রুপ, দে-দৌড় গ্রুপ, হ্যাঁচকা টান গ্রুপ, বুস্টারসহ বিভিন্ন গ্রুপের সদস্য।
source
জেলের ভিতর কবির মৃত্যু, উত্তাল বাংলাদেশ, রাস্তায় রাস্তায় বিক্ষোভ-মিছিল-অবরোধ
#বাংলাদেশ: জেল হেফাজতে মৃত্যু হয় বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া লেখক মুশতাক আহমেদ! হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও এই আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠল বাংলাদেশ।
সরকারের সমালোচক মুশতাক ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে গত বছর ৬ মে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পুলিশের বিশেষ বাহিনী। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সোশ্যাল মিডিয়ে পোস্টের মাধ্যমে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং গুজব ছড়িয়ে হিংসায় প্ররোচনা দেওয়ার। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও দায়ের করে করে পুলিশ। ২৩ তারিখ শেষ বার দু’জনে আদালতে আসেন। সেই সময়ে কার্টুনিস্ট কিশোর অভিযোগ করেন, গ্রেফতারের পরে শারীরিক নির্যাতন করেছিল পুলিশ, মারধরের কারণে তৈরি হয়েছে ক্ষত, সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ায় আদালত চত্বরে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় কিশোরকে। কিন্তু বৃহস্পতিবার রাতে জানানো হয়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মারা গিয়েছেন ৫৩ বছরের লেখক মুশতাক।
খবরটি ছড়াতেই রাতে ঢাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এক দল ছাত্র। শনিবার সকাল থেকেই শাহবাগের মোড়ে রাস্তা অবরোধ করা হয়, দেশের প্রায় প্রতিটি শহরে চলে মিছিল।
Follow us on
Download News18 App
রাশিয়া থেকে তেল কিনে যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে ভারত
শুধু গত বছরই রাশিয়ার কাছ থেকে রেকর্ড সর্বোচ্চ ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের অপরিশোধিত তেল কিনেছে ভারত।
source
বাংলাদেশের আফ্রিদি, হয়ে উঠছেন 'এলিজেবল ব্যাচেলর'! কী করেন তিনি?
ইউটিউব চ্যানেল খুলেই বাংলাদেশে বিখ্যাত হয়ে উঠেছেন তৌহিদ আফ্রিদি। বাংলাদেশের এই যুবক নিছক বিনোদনের উদ্দেশে ভিডিও তৈরি করেন। এক বছর প্রস্তুতি নিয়ে ২০১৫ সাল থেকে ইউটিউবে ভিডিও প্রকাশ শুরু করেন তিনি। সেসব ভিডিওর মধ্যে রয়েছে ভ্লগ, নাটক, কৌতুক।
‘এমপির মেয়ের বিয়েতে মনু’, ‘বরিশালের বিখ্যাত পেয়ারাবাগান’-এর মতো বিপুল জনপ্রিয় ভিডিও তিনি তুলে দিয়েছেন ইউটিউবে। জানা গেছে, ২০১৫ সালে প্রথম ইউটিউব অ্যাকাউন্ড ওপেন করলেও তৌহিদ আফ্রিদি কাজ শুরু করেন ২০১৬ সাল থেকে। মাত্র এক বছরের মধ্যেই এক লাখ ভিউয়ার্স হয়ে যায় তাঁর চ্যানেলের। ২ বছরের মধ্যেই তাঁর সাবস্ক্রাইব হয়ে যায় ১০ লাখ। আর এখন তিনি বাংলাদেশের শীর্ষ স্থানে থাকা ইউটিউবার।
এর আগে মজার মজার ভাবনা আর দারুণ সব ভিডিও দিয়ে দীর্ঘদিন বাংলাদেশবাসীর মন জয় করে নিয়েছিলেন সলমান মোক্তাদি। কিন্তু তাঁকেও ছাপিয়ে গিয়েছে আফ্রিদি।
স্বাভাবিক কারণেই বাংলাদেশে এখন অন্যতম এলিজেবল ব্যাচেলর হয়ে উঠেছেন এই সুপুরুষ ইউটিউবার। বিয়ের প্রস্তাব আসছে বহু। ইতিমধ্যে সিনেমা জগতেও পা রেখেছেন তিনি। অভিনেত্রীদের সঙ্গেও নাম জড়িয়ে তাঁর।
আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। আফ্রিদির বলেন, ‘বাবা আমার সবচেয়ে বড় সমালোচক। এখনও তিনি আমার প্রতিটি ভিডিও দেখেন। প্রতিটি দৃশ্য ধরে ধরে সমালোচনা করেন। আমি ইউটিউবটা বুঝতে শুরু করেছি বাবার কাছ থেকেই।’
ইউটিউব চ্যানেল খুলেই বাংলাদেশে বিখ্যাত হয়ে উঠেছেন তৌহিদ আফ্রিদি। বাংলাদেশের এই যুবক নিছক বিনোদনের উদ্দেশে ভিডিও তৈরি করেন। এক বছর প্রস্তুতি নিয়ে ২০১৫ সাল থেকে ইউটিউবে ভিডিও প্রকাশ শুরু করেন তিনি। সেসব ভিডিওর মধ্যে রয়েছে ভ্লগ, নাটক, কৌতুক।
‘এমপির মেয়ের বিয়েতে মনু’, ‘বরিশালের বিখ্যাত পেয়ারাবাগান’-এর মতো বিপুল জনপ্রিয় ভিডিও তিনি তুলে দিয়েছেন ইউটিউবে। জানা গেছে, ২০১৫ সালে প্রথম ইউটিউব অ্যাকাউন্ড ওপেন করলেও তৌহিদ আফ্রিদি কাজ শুরু করেন ২০১৬ সাল থেকে। মাত্র এক বছরের মধ্যেই এক লাখ ভিউয়ার্স হয়ে যায় তাঁর চ্যানেলের। ২ বছরের মধ্যেই তাঁর সাবস্ক্রাইব হয়ে যায় ১০ লাখ। আর এখন তিনি বাংলাদেশের শীর্ষ স্থানে থাকা ইউটিউবার।
এর আগে মজার মজার ভাবনা আর দারুণ সব ভিডিও দিয়ে দীর্ঘদিন বাংলাদেশবাসীর মন জয় করে নিয়েছিলেন সলমান মোক্তাদি। কিন্তু তাঁকেও ছাপিয়ে গিয়েছে আফ্রিদি।
স্বাভাবিক কারণেই বাংলাদেশে এখন অন্যতম এলিজেবল ব্যাচেলর হয়ে উঠেছেন এই সুপুরুষ ইউটিউবার। বিয়ের প্রস্তাব আসছে বহু। ইতিমধ্যে সিনেমা জগতেও পা রেখেছেন তিনি। অভিনেত্রীদের সঙ্গেও নাম জড়িয়ে তাঁর।
আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। আফ্রিদির বলেন, ‘বাবা আমার সবচেয়ে বড় সমালোচক। এখনও তিনি আমার প্রতিটি ভিডিও দেখেন। প্রতিটি দৃশ্য ধরে ধরে সমালোচনা করেন। আমি ইউটিউবটা বুঝতে শুরু করেছি বাবার কাছ থেকেই।'
Follow us on
Download News18 App
টেকনাফে নেই গুলির শব্দ, সতর্ক বিজিবি-কোস্টগার্ড
টেকনাফে মিয়ানমার সীমান্তে দুই দিন যাবত বন্ধ আছে গোলাগুলি, স্বস্তির নিঃশ্বাস ফেলছে সীমান্ত এলাকার মানুষ। বিস্তারিত ভিডিওতে
source
জেসন হোল্ডারের সাক্ষাৎকার: নিজের জন্য লড়ছি না, আমার লড়াই ক্রিকেটের জন্য
কিছু ক্রিকেটার আছেন, যাঁদের রান বা উইকেটসংখ্যা দিয়ে বিচার করা যায় না। জেসন হোল্ডার তেমনই একজন। মাত্র ২৩ বছর বয়সে তাঁকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক করে দেওয়া থেকেই যার কিছুটা প্রমাণ মেলে।
source
বাংলাদেশে ‘ল্যান্ডফল’ হল আমফানের, প্রথম ধাক্কাতেই মৃত্যু ৭ জনের
#ঢাকা: এপার বাংলায় ধ্বংসলীলা চালিয়ে এবার ওপার বাংলায় আছড়ে পড়ল সাইক্লোন আমফান । গতকাল, বুধবার রাত থেকেই শুরু হয়েছিল বাংলাদেশের উপকূলে ল্যান্ড ফল হওয়ার প্রক্রিয়া । ঝড়ের প্রথম ধাক্কাতেই পদ্মা পাড়ে আমফানের বলি সাত জন ।
পশ্চিমবঙ্গের দিঘা আর হাতিয়া দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় । বুধবার বাংলাদেশের সুন্দরবন হয়ে মূল ভূখণ্ডে প্রবেশ করে এই ঝড় । ইতিমধ্যেই বরগুণা, সাতক্ষীরা, পীরযপুর, ভোলা, পাতুয়াখালি এলাকা থেকে মৃত্যুর খবর এসেছে । মারা গিয়েছেন, সাইক্লোন মোকাবিলা দলের প্রধান শাহ আলম, প্রায় সাত ঘণ্টা নিখোঁজ থাকার পর কালাপারা উপজেলার একটি ক্যানেল থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ ।
প্রায় ২৪ লক্ষ মানুষকে ১৯টি উপকূলবর্তী জেলা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল । সাড়ে ১৪ হাজার ত্রাণ শিবিরে তাঁদের রাখা হয়েছে । অন্তত ১ লক্ষ মানুষের কাছে নেই বিদ্যুৎ সংযোগ ।
Follow us on
Download News18 App