একে করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে নাজেহাল অবস্থা তার ওপর গত চারদিনের প্রবল বৃষ্টি ও ধসের জেরে বিপর্যস্ত বাংলাদেশ জনজীবন। ধস ও হড়পা বানে প্রাণ হারাল কমপক্ষে ৬ জন রোহিঙ্গা সহ মোট ২২ জন। টানা চারদিনের বৃষ্টির ফলে তৈরি হওয়া বন্যা পরিস্থিটি ও ধসে কক্সবাজারে জেলার ৯টি উপজেলার পাঁচশো গ্রামের অন্তত দুই লক্ষ মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। গ্রামগুলিতে দেখা দিয়েছে খাদ্য ও পানীয় জলের সংকট। রাস্তা ভেঙে যাওয়ায় ও জলে তলিয়ে যাওয়ায় বাইরের জগতের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্যা কবলিত এলাকাগুলির।
প্রকৃতির বিরূপ অবস্থার কারণে টানা চারদিনের বৃষ্টিতে ভেঙে পড়েছে বাংলাদেশের জনজীবন। কক্সবাজারে রাস্তা ভেঙে গিয়ে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ হারিয়েছেন বহু মানুষ। প্রায় দশ হাজার রোহিঙ্গাকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার পর ইউএসএড সংস্থা এবং রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক শাখা তাঁদের খাদ্য সরবহার করছে। একসময় পালিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে (bangladesh) এসে আশ্রয় নিয়েছিল প্রায় ১১ লক্ষ রোহিঙ্গা শরণার্থী। তাঁদের কক্সবাজারের উখিয়ায় শিবির তৈরি করে রাখা হয়েছে।
বাংলাদেশের এই পরিস্থিতির বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে, গত চার দিন ধরে প্রায় ৩৯২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বন্যার জল এবং ধসের ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে ৯ টি উপজেলার ৫২ টি ইউনিয়নে ৭৬ হাজার ৫০০ পরিবার। নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে প্রায় তিন লক্ষ ছয়হাজার মানুষকে। তবে এখনও জলবন্দি রয়েছেন প্রায় দুই লক্ষেরও বেশি মানুষ।
অতিবৃষ্টির ফলে বহু নদী কূল ছাপিয়ে গ্রাম ভাসিয়েছে। তিন লক্ষ ছ’হাজার মানুষকে তার আগে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যায় ভেসে গিয়েছে অন্তত ৭০টি গ্রাম। ধস নেমে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। প্রশাসন এখন সেই সব জায়গায় ত্রাণ পৌঁছে দিতে চেষ্টা করছে।
ধসের কবলে পড়ে ও নানা দুর্ঘটনায় জন প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা। এর মধ্যে ২৭ জুলাই পাহাড় ধসে ও বানের জলে ছয় রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়। একই দিন মহেশখালিতে বাড়ির দেয়ালচাপায় এক মহিলা ও টেকনাফে পাহাড়ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়। জলে তলিয়ে গিয়েছে ৫ হাজার ৭৫৯ হেক্টর চাষের জমি। গত চারদিনে জেলার বিভিন্ন স্থানে ধস ও জলে ভেসে ভেসে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।
একে করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে নাজেহাল অবস্থা তার ওপর গত চারদিনের প্রবল বৃষ্টি ও ধসের জেরে বিপর্যস্ত বাংলাদেশ জনজীবন। ধস ও হড়পা বানে প্রাণ হারাল কমপক্ষে ৬ জন রোহিঙ্গা সহ মোট ২২ জন। টানা চারদিনের বৃষ্টির ফলে তৈরি হওয়া বন্যা পরিস্থিটি ও ধসে কক্সবাজারে জেলার ৯টি উপজেলার পাঁচশো গ্রামের অন্তত দুই লক্ষ মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। গ্রামগুলিতে দেখা দিয়েছে খাদ্য ও পানীয় জলের সংকট। রাস্তা ভেঙে যাওয়ায় ও জলে তলিয়ে যাওয়ায় বাইরের জগতের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্যা কবলিত এলাকাগুলির।
প্রকৃতির বিরূপ অবস্থার কারণে টানা চারদিনের বৃষ্টিতে ভেঙে পড়েছে বাংলাদেশের জনজীবন। কক্সবাজারে রাস্তা ভেঙে গিয়ে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ হারিয়েছেন বহু মানুষ। প্রায় দশ হাজার রোহিঙ্গাকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার পর ইউএসএড সংস্থা এবং রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক শাখা তাঁদের খাদ্য সরবহার করছে। একসময় পালিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে (bangladesh) এসে আশ্রয় নিয়েছিল প্রায় ১১ লক্ষ রোহিঙ্গা শরণার্থী। তাঁদের কক্সবাজারের উখিয়ায় শিবির তৈরি করে রাখা হয়েছে।
বাংলাদেশের এই পরিস্থিতির বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে, গত চার দিন ধরে প্রায় ৩৯২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বন্যার জল এবং ধসের ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে ৯ টি উপজেলার ৫২ টি ইউনিয়নে ৭৬ হাজার ৫০০ পরিবার। নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে প্রায় তিন লক্ষ ছয়হাজার মানুষকে। তবে এখনও জলবন্দি রয়েছেন প্রায় দুই লক্ষেরও বেশি মানুষ।
অতিবৃষ্টির ফলে বহু নদী কূল ছাপিয়ে গ্রাম ভাসিয়েছে। তিন লক্ষ ছ’হাজার মানুষকে তার আগে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যায় ভেসে গিয়েছে অন্তত ৭০টি গ্রাম। ধস নেমে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। প্রশাসন এখন সেই সব জায়গায় ত্রাণ পৌঁছে দিতে চেষ্টা করছে।
ধসের কবলে পড়ে ও নানা দুর্ঘটনায় জন প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা। এর মধ্যে ২৭ জুলাই পাহাড় ধসে ও বানের জলে ছয় রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়। একই দিন মহেশখালিতে বাড়ির দেয়ালচাপায় এক মহিলা ও টেকনাফে পাহাড়ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়। জলে তলিয়ে গিয়েছে ৫ হাজার ৭৫৯ হেক্টর চাষের জমি। গত চারদিনে জেলার বিভিন্ন স্থানে ধস ও জলে ভেসে ভেসে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।
Follow us on
Download News18 App
Daily Archives: February 19, 2024
অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কিশোরের লাশ পাওয়া গেল পুকুরে
বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ার পর নাভিদ নানির বাড়িতে বড় হয়েছে। সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল বলে পরিবার জানিয়েছে।
source
জুয়ার ওয়েবসাইটের বিষয়ে তথ্য জানতে ডিসিদের চিঠি দিয়েছে বিটিআরসি
চিঠিতে বলা হয়েছে, জুয়ার জন্য যে ওয়েবসাইট ও অ্যাপগুলো ব্যবহৃত হচ্ছে, সেগুলোর ব্যাপারে যেন বিটিআরসিকে জানানো হয়। তাহলে সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমগুলোতে যোগাযোগ করে পদক্ষেপ নেওয়া হবে।
source
করোনা-মৃত্যুর নিরিখে বিশ্বে প্রথম দশে, বাংলাদেশে বেড নিয়ে হাহাকার শুরু হল বলে!
Bangladesh Coronavirus: করোনাভাইরাসে গত সাতদিনে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে, বিশ্বে এমন দেশগুলির মধ্যে বাংলাদেশের অবস্থান এখন দশম।
source
ডিপজল-মিশা নতুন প্যানেল, কেন নির্বাচনে আসছেন না জায়েদ খান
প্রশ্ন উঠে, দুই খল অভিনেতার কারণেই কি জায়েদকে সরে যেতে হলো?
source
আলভেজের আত্মহত্যা ঠেকাতে ‘অ্যান্টি সুইসাইড প্রটোকল’ জেল কর্তৃপক্ষের
ধর্ষণের অভিযোগে বার্সেলোনায় আলভেজের তিন দিনের বিচারকাজ শেষ হয় ৭ ফেব্রুয়ারি। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, সবকিছু তাঁর পক্ষে থাকলে রায়টা বিচারকাজ শেষ হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে পেয়ে যাওয়ার কথা ছিল।
source
বাংলাদেশের মসজিদ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৪, সঙ্কটজনক বহু মানুষ
ঠিক কী কারণে এতবড় বিস্ফোরণ হল কারা এর জন্য দায়ী, সমস্ত খতিয়ে দেখা হবে। নারায়ণগঞ্জের মসজিদ বিস্ফোরণ নিয়ে মুখ খুলে এমনটাই জানালেন শেখ হাসিনা।
রবিবার ছিল বাংলাদেশের নবম অধিবেশনের পঞ্চম দিন। সেখানেই শেখ হাসিনা বলেন, "ইতিমধ্যেই তদন্তকমিটি গঠন করা হয়েছে। বিস্ফোরণ বিশেষজ্ঞরা সেখানে গিয়েছেন, নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই ঘটনা কেন ঘটল, কীভাবে ঘটল ব্যাপারে তদন্ত হচ্ছে। এটা অচিরেই সামনে আসবে।
উল্লেখ্য বাংলাদেশের নারায়ণগঞ্জে মসজিদ বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অন্তত আরও ২১ জন।
শুক্রবার নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়াতুস সালাত জামে মসজিদে রাত সাড়ে আটটা নাগাদ বিস্ফোরণ হয়।
প্রার্থনার শেষ পর্যায়ে এই বিস্ফোরণ ঘটে। অগ্নিদগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসীর অভিযোগ স্থানীয় তিতাস গ্যাসের পাইপলাইনে লিকেজের ফলে এই ঘটনা ঘটেছে।
ঠিক কী কারণে এতবড় বিস্ফোরণ হল কারা এর জন্য দায়ী, সমস্ত খতিয়ে দেখা হবে। নারায়ণগঞ্জের মসজিদ বিস্ফোরণ নিয়ে মুখ খুলে এমনটাই জানালেন শেখ হাসিনা।
রবিবার ছিল বাংলাদেশের নবম অধিবেশনের পঞ্চম দিন। সেখানেই শেখ হাসিনা বলেন, "ইতিমধ্যেই তদন্তকমিটি গঠন করা হয়েছে। বিস্ফোরণ বিশেষজ্ঞরা সেখানে গিয়েছেন, নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই ঘটনা কেন ঘটল, কীভাবে ঘটল ব্যাপারে তদন্ত হচ্ছে। এটা অচিরেই সামনে আসবে।
উল্লেখ্য বাংলাদেশের নারায়ণগঞ্জে মসজিদ বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অন্তত আরও ২১ জন।
শুক্রবার নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়াতুস সালাত জামে মসজিদে রাত সাড়ে আটটা নাগাদ বিস্ফোরণ হয়।
প্রার্থনার শেষ পর্যায়ে এই বিস্ফোরণ ঘটে। অগ্নিদগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসীর অভিযোগ স্থানীয় তিতাস গ্যাসের পাইপলাইনে লিকেজের ফলে এই ঘটনা ঘটেছে।
Follow us on
Download News18 App
নির্বাচনে কারচুপি ঘিরে পাকিস্তানে আন্দোলনমুখী হচ্ছে দলগুলো
ভোট কারচুপির সঙ্গে নিজের জড়িত থাকার ব্যাপারে সাংবাদিকদের কাছে স্বীকারোক্তি দিয়ে গত শনিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেন রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চাতা। নির্বাচনে কারচুপির জন্য নিজের বিচার চান তিনি।
source
'দেশমাতা, আমায় একটু নিরাপত্তা দিতে পারেন?' কাতর আকুতি পরীমনির…
নিরাপত্তা চাইলেন পরীমনি
ঢাকা : মাদক কাণ্ডে জামিন পেলেও এখনও একেবারেই ভাল নেই বাংলাদেশের অভিনেত্রী (Bangladesh actress) পরীমনি (Pori Moni)৷ প্রায় এক মাস জেলে কাটানোর পর মুক্তি পেয়েছেন ঠিকই, কিন্তু এখনও নিজেকে নিরাপদ বলে মনে করছেন না তিনি ৷ তাই নিরাপত্তার জন্য কাতর আকুতি জানালেন বঙ্গবন্ধু কন্যা, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৷
দিনকয়েক আগে যে পুলিশকর্তার সঙ্গে চুম্বনের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছিল পরীমনির (Pori Moni)। সেই নিয়েও সরব হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী ৷ দীর্ঘ ২৬ দিন টানা জেল খাটার পর গত ২ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়েছেন পরী৷ তবে বাড়ি ফেরার পরই তাঁর হাতে নোটিস ধরিয়েছেন বাড়িওয়ালা ৷ নোটিসে বলা হয়, অবিলম্বে তাঁকে সেই বাড়ি ছেড়ে দিতে হবে ৷ এই নোটিস পেয়ে মাথায় হাত পড়ে অভিনেত্রীর ৷
দেশমাতাকে উদ্দেশ্য করে পরীমনি লেখেন “একজন রাস্তাতে থাকা মানুষের যেটুকু নিরাপত্তা, আমার সেটুকুও কি নেই?” সেইসঙ্গে পরীমনির প্রশ্ন, “আমি এখন কোথায় যাব! আমায় কি এ বার দেশ ছাড়তে হবে?” পরীমনির এই অবস্থা দেখে সরব হয়েছিলেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ৷ একসময়ে তাঁকেও এই একই অভিজ্ঞতার শিকার হতে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷ দেশও ছাড়তে হয় তসলিমাকে। সেইসব কথা নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন লজ্জার লেখিকা।
এ বার একইপথে কী পরী? দেশের কাছেই নিরাপত্তার আর্জি জানালেন পরীমনি৷ নিজের ফেসবুকের পাতায় তিনি লিখেছেন, “দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এত অনিরাপদ না । একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি।” অভিনেত্রীর এই কথায় স্পষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ৷
এর আগেও তাঁর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরীমনি ৷ আর জেল থেকে ফিরে তিনি সরব হয়েছেন তাঁর সঙ্গে পুলিশকর্তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসা নিয়ে৷ পরীর দাবি, ‘‘আমার গাড়ি ও ফোন সব তদন্তকারী আধিকারিকরা নিয়ে নিয়েছেন । যে সমস্ত ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, সেগুলি আমার ফোনেই ছিল । আমার ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস করার অধিকার কারও নেই ।’’
এমনকি গ্রেফতারির সময় ও জেলে তাঁকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেন পরীমন ৷ শিগগিরই তিনি গোটা ঘটনা সামনে আনবেন বলে জানিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী ৷ তিনি জোর গলায় জানিয়েছেন যে, তিনি নিরপরাধ৷ সে জন্যই তিনি শুরু থেকে শক্ত থেকে গোটা পরিস্থিতির মোকাবিলা করতে পেরেছেন বলে জানিয়েছেন৷ তিনি কোনও দোষ করলে আগেই ভেঙে পড়তেন বলে দাবি করেছেন পরীমনি৷ এর আগে তাঁর দাদুর লেখা একটি চিঠিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তাঁর লড়াইয়ে যে তাঁর আদরের নানুর মানসিক শক্তি তাঁকে সাহায্য করছে এই কঠিন সময়ে সে কথাও জানিয়েছেন বাংলাদেশের এই বিতর্কিত অভিনেত্রী।
Follow us on
Download News18 App
নিত্যপণ্যের দাম না কমালে রমজানেও আন্দোলন চলবে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন’ শীর্ষক সমাবেশের আয়োজন করা হয়।
source