ওসি মিহির রঞ্জন দেব বলেন, ঘটনার পর ওই নারীকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হয়তো তাঁকে বাঁচানো যেত।
source
Daily Archives: February 18, 2024
'মেয়ে হওয়াটাই সবচেয়ে বড় অপরাধ?', পরীমনি নিয়ে প্রশ্ন তসলিমার…
সোচ্চার তসলিমা
#ঢাকা : তাঁর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বিদেশি মদ পেয়েছে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এরপরেই আটক করা হয় বাংলাদেশী অভিনেত্রী পরীমনিকে। বাড়িতে তল্লাসির পরেই লাইভে এসে নিজের আতঙ্কের কথা জানিয়েছিলেন অভিনেত্রী। সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিনেত্রীর বাড়ি থেকে প্রায় ৩০টি বিদেশি মদের বোতল পাওয়া গিয়েছে। এ ছাড়াও এলএসডি নেশা করার জন্য ব্লটিং কাগজ এবং কিছু পরিমাণ মাদক উদ্ধার করেছে তারা। পরীমনির বাড়িতে প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে তল্লাসি চালানোর পর সন্ধেবেলায় তাঁকে বাড়ি থেকে নিজেদের হেফাজতে নিয়েছে র্যাব। শুধু পরীমনিকেই নয়, অভিনেত্রীর সঙ্গে আটক করা হয়েছে তাঁর গাড়ির চালক এবং বাড়ির এক কর্মীকেও।
গোটা ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ বাংলাদেশের প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। বুধবারই বেশ কিছু পোস্টে পরোক্ষে বাংলাদেশে মেয়েদের অবস্থান নিয়ে মুখর হন লেখিকা। এরপর বৃহস্পতিবার রাতে এই নিয়ে প্রকাশ্যেই সরব হন তসলিমা। পুলিশের রিপোর্টে লেখা কিছু বক্তব্যকে তুলে ধরে প্রশ্ন তোলেন তিনি নেটমাধ্যমে। পুলিশের কথা অনুযায়ী পরীমনির কী কী অপরাধ, তার একটি তালিকা লেখেন লেখিকা। আটটি পয়েন্টে লেখা পরীমণির অপরাধগুলি হল, ‘পিরোজপুর থেকে ঢাকায় এসে স্মৃতিমণি ওরফে পরীমনি সিনেমায় রাতারাতি চান্স পেয়ে গিয়েছে। তার বাড়িতে বিদেশি মদের বোতল পাওয়া গেছে। তার বাড়িতে একখানা মিনি বার আছে। পরীমনি মদ্যপান করে, এখন সে মদে আসক্ত। নজরুল ইসলাম নামের এক প্রযোজক, যে তাকে সাহায্য করেছিল সিনেমায় নামতে, মাঝে মধ্যে পরীমনির বাড়িতে আসে, মদ্যপান করে। ডিজে পার্টি হতো পরীমণির বাড়িতে। আইস-সহ মাদকদ্রব্য পাওয়া গেছে (এগুলোর চেহারা অবশ্য দেখানো হয়নি)। মদ খাওয়ার বা সংগ্রহ করার লাইসেন্স আছে পরীমণির, তবে তার মেয়াদ পার হয়ে গেছে, এখনও রিনিউ করেনি সে।’
তসলিমার দাবি, এগুলো কোনওটাই অপরাধের মধ্যে পড়ে না, কিন্তু তাও অভিনেত্রীকে ‘গ্রেফতার’ করা হল! লেখিকার প্রশ্ন, ‘অপরাধ তবে কোথায়? যে অপরাধের জন্য দামি গ্লেনফিডিশ হুইস্কিগুলো বাজেয়াপ্ত করা হলো, মেয়েটাকে গ্রেফতার করা হলো, রিমাণ্ডে নেওয়া হলো! সত্যিকার অপরাধ খুঁজছি। কাউকে কি জোর করে মাদক গিলিয়েছে, প্রতারণা করেছে মেয়েটি, কাউকে খুন করেছে? অপরাধ খুঁজছি। নাকি মেয়ে হওয়াটাই সবচেয়ে বড় অপরাধ?’
এরপরেই বিতর্কিত লেখিকা লেখেন তিনি শুনেছেন, পরীমনি দরিদ্র পরিবারের মেয়ে, পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছেন ঢাকার ইন্ডাস্ট্রিতে। সে কথা উল্লেখ করে লেখিকার ক্ষোভ, পুরুষরা গরিব, দুঃস্থ পরিবার থেকে পরিশ্রম করে সাফল্য অর্জন করলে তাঁদের প্রশংসা করা হয়। কিন্তু মহিলাদের ক্ষেত্রে বলা হয়, ‘কী করে হল, নিশ্চয়ই শুয়েছে!’ তসলিমার প্রশ্ন, ‘যদি শুয়েই থাকে, তাহলে কি জোর করে কারও ইচ্ছের বিরুদ্ধে শুয়েছে? ধর্ষণ করেছে কাউকে, পুরুষেরা যেমন দিন রাত ধর্ষণ করে মেয়েদের, সেরকম কোনও ধর্ষণ?’
নেটমাধ্যমে লেখিকা জানালেন, ‘মদ খাওয়া, মদ রাখা, ঘরে মিনিবার থাকা কোনওটিই অপরাধ নয়। বাড়িতে বন্ধু বান্ধব আসা, এক সঙ্গে মদ্যপান করা অপরাধ নয়। বাড়িতে ডিজে পার্টি করা অপরাধ নয়। কারও সাহায্য নিয়ে সিনেমায় নামা অপরাধ নয়। কারও সাহায্যে মডেলিং-এ চান্স পাওয়া অপরাধ নয়। কোনও উত্তেজক বড়ি যদি সে নিজে খায় অপরাধ নয়। ন্যাংটো হয়ে ছবি তোলাও অপরাধ নয়। লাইসেন্স রিনিউ-এ দেরি হওয়া গুরুতর কোনও অপরাধ নয়।’ লজ্জার লেখিকার প্রশ্ন, তবে কী শুধু মেয়ে বলেই পরীমনির অপরাধকে এতো গুরুরতরভাবে দেখা হচ্ছে আইন ও সমাজের চোখে?
Follow us on
Download News18 App
এবারও রোজার আগে বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগির দাম
পবিত্র রমজানের আগে বাজারে ব্রয়লার মুরগির দাম আবারও বাড়তে শুরু করেছে। গত রমজানের আগে রেকর্ড দামে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল। সে সময়ে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ২২৫ থেকে ২৩৫ টাকা। একপর্যায়ে তা আড়াই শ টাকা ছাড়িয়ে যায়।
source
হু হু করে বাড়ছে সংক্রমণ, প্রাণঘাতী করোনার থাবায় বাংলাদেশের প্রতিরক্ষা সচিবের মৃত্যু
ফাইল ছবি
#ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশের প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরি । সোমবার সকাল সাড়ে ৯ টা নাগাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর ।
জানা গিয়েছে , ২৯ মে তাঁর শারীরিক সমস্যার সূত্রপাত । সেদিন থেকেই জ্বর-গলা ব্যথা-সহ একাধিক উপসর্গ দেখা দেয় । প্রথমে বাড়িতে চিকিৎসা চললেও পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । এরপর তাঁকে ঢাকার সেনা হাসপাতালে ভর্তি করা হয় । লালারসের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য । ৬ জুন রিপোর্ট পজিটিভ আসে । তবে তার আগে থেকেই শারীরিক অবস্থা ক্রমশ অবনতি শুরু হয় । শুরু হয় শ্বাসকষ্ট । ১৮ জুন তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় । কিন্তু, তারপরেই শেষরক্ষা হল না । সোমবার সকালে হাসপাতালেই মারা যান তিনি । তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মহম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
কুমিল্লায় ১৯৬৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন আবদুল্লাহ আল মহসিন চৌধুরি । ২০২০ সালের জানুয়ারিতে আব্দুল্লাহ আল মহসিন চৌধুরি প্রতিরক্ষা সচিব হন এবং ১৪ জুন প্রতিরক্ষা মন্ত্রকের সিনিয়র সচিব পদে পদোন্নতি হয় তাঁর । প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেওয়ার আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সচিবের দায়িত্বে বহাল ছিলেন ।
প্রসঙ্গত , বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১.৩৭ লক্ষেরও বেশি । মৃত্যু হয়েছে ১,৭৩৮ জনের । রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ।
Follow us on
Download News18 App
মোস্তাফিজের মাথায় বলের আঘাত নিয়ে সর্বশেষ যা জানা গেল
ঢাবির সাংবাদিকতা বিভাগ: ১০ দিনের সময় বেঁধে দিয়ে ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা
আজ রোববার সকালে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই সময় বেঁধে দেন।
source
বাড়ি বানানোর কথা ভাবছেন? এখন কোন ট্রেন্ড চলছে, জানেন তো?
‘কিছু অসাধু ব্যক্তি নিম্নমানের অগ্নিনিরাপত্তা সরঞ্জাম বিক্রি করছে’
সারা দেশে অগ্নিনিরাপত্তা নিশ্চিতে সরকার ব্যাপকভাবে কাজ করছে জানিয়ে সালমান এফ রহমান বলেন, দেশের ফায়ার স্টেশনগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে।
source
এবার আর পারলেন না রজনীকান্ত
এবার আর পারলেন না রজনীকান্ত
source
Pori Moni: হাসিনাকে খোলা চিঠি লিখতেই পরিমণী-কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ৫
#ঢাকা: বাংলাদেশের অভিনেত্রী পরীমণির (Pori Moni) ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া! তাঁকে খুন ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে৷ এই অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) একটি খোলা চিঠি লিখেছিলেন অভিনেত্রী৷ নায়িকার এই পোস্টের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গ্রেফতার করা হল প্রধান অভিযুক্ত-সহ আরও ৫ জনকে । নাসির উদ্দিন নামে এই ব্যবসায়ী কে তার উত্তরার বাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ। বাকিদেরও একই স্থান থেকে আটক করা হয়। এসময় মি. উদ্দিনের বাড়ি থেকে মাদক উদ্ধারও করা হয় বলে জানাচ্ছে পুলিশ। ধৃত সকলকে ঢাকার মিন্টোরোডে গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। মামলায় পরীমনি ছয়জনের বিরুদ্ধে তাঁকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন বলে জানা যাচ্ছে। এদের দুইজনকে নামে এবং বাকি চারজনকে অজ্ঞাতনামা বলে উল্লেখ করা হয়েছে। ফেসবুক স্ট্যাটাস ও সংবাদ সম্মেলন করে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের কথা জানানোর পর রূপনগর থানা থেকে পুলিশের কর্মকর্তারা তাঁর বাড়িতে গিয়েছিলেন অভিযোগ রেকর্ড করার জন্য। পরে মামলাটি করা হয় সাভার থানায়।
ফেসবুক পোস্টে অভিযুক্তের নাম না জানালেও পরে সাংবাদিক সম্মেলন করে অভিযুক্তের নাম প্রকাশ্যে আনেন পরীমণি । পরীমণির অভিযোগ, তাঁকে এক প্রভাবশালী ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছিল চারদিন আগে, ঢাকা বোট ক্লাবে। এমন বিস্ফোরক অভিযোগের ঠিক দু’ঘণ্টার মাথায় নিজের বাড়িতে সাংবাদিকদের কাছে সেই অভিযুক্তর নাম প্রকাশ করেন পরী। অভিযুক্তের নাম নাসির ইউ মাহমুদ। যিনি উত্তরা ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট এবং বর্তমানে ঢাকা বোট ক্লাবের এন্টারটেইনমেন্ট এন্ড কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি পদে আছেন।
এ দিন সাংবাদিকদের কাছে বার বার তিনি বলেন, ‘আমি যদি মরে যাই সেটা হত্যা হবে, আত্মহত্যা নয়। কারণ, আমি আত্মহত্যা করার মতো মেয়ে নই। আমি এই অন্যায়ের বিচার চাই। এর বিচার দেখে মরতে চাই। আর যদি আমাকে কেউ হত্যা করে, তখন আপনাদের কাছে সেই বিচারের ভার দিয়ে গেলাম। আবারও বলছি, আজ যদি আমি মরে যাই, তো সেটি আত্মহত্যা হবে না। ধরে নেবেন আমাকে হত্যা করা হয়েছে।’
পরীমণির অভিযোগ, সেদিন রাতে তাঁকে পানীয়র সঙ্গে কিছু একটা খাওয়ানো হয়েছিল। কারণ, সারাক্ষণ তিনি প্রচণ্ড অস্থির আর অস্বস্তি অনুভব করছিলেন। সেই সুযোগেই তাঁর উপর নারকীয় অথ্যাচার করে নাসির । এমনকি তিনি এও বলেন, পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি৷ তাই অবশেষে প্রকাশ্যেই মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি৷ পরিমণীর এই অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হল অভিযুক্তদের ।
Follow us on
Download News18 App