Daily Archives: February 16, 2024
গঙ্গা-পদ্মা নয়! 'তাদের' দেখা মিলল মানসাই নদীতে, চওড়া হাসি মৎস্যজীবীদের মুখে…
কোচবিহারের মাথাভাঙা শহর সংলগ্ন মানসাই নদী। সেই নদীতেই এবার মিলল ইলিশ মাছ। উত্তরবঙ্গের এই নদীতে ইলিশ মেলা একদম বিরল ঘটনা না হলেও তা বেশ অবাক করা ঘটনা বটে। প্রায় ৪০০ কিলোমিটার উজিয়ে ইলিশ গিয়েছে এই নদীতে। এর ফলে খুশি সেখানকার স্থানীয় মৎসজীবীরা।
মানসাই নদীটি বাংলাদেশে ঢুকে মিশেছে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে মিশেছে পদ্মার সঙ্গে। পদ্মা থেকে মানসাইয়ের নদীপথে দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। এতটা নদীপথ উজিয়ে খুব সংখ্যক ইলিশ মানসাই নদীতে আসে। স্থানীয়দের দাবি, তিনবছর আগে অবশ্য মানসাইতে ভালো পরিমাণ ইলিশ ধরা পড়েছিল। আর এবছরও ভালো ইলিশ ধরা পড়ার ইঙ্গিত মিলেছে।
যেখানে কালেভদ্রে এক আধটা ইলিশ ঢুকে যায়, সেখানে ঝাঁকে ঝাঁকে ঢুকছে ইলিশ। উত্তরবঙ্গের প্রত্যন্ত কোচবিহারের মাথাভাঙা শহর লাগোয়া মানসাই নদীতে। সেই মানসাইতে আচমকা ঝাঁকে ঝাঁকে ইলিশ ঢোকাতে অবাক মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ ও মৎস্যদফতরের কর্মী ও আধিকারিকরা।
ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন জানান, এখন ইলিশের মৌসুম চলছে। কিছুদিনের মধ্যেই এরা ডিম ছাড়বে। তাই সাগর থেকে ঝাঁকে ঝাঁকে বড় আকারের ইলিশ নদীতে আসতে শুরু করেছে। এই বড় ইলিশ তারই প্রমাণ। এখন জেলদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। একইসঙ্গে এই প্রসঙ্গে বছর দুয়েক আগে মনপুরায় প্রায় চার কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়ার কথাও জানান মৎস্য বিভাগের কর্মকর্তা।
সবার আশা, নভেম্বর জুড়ে মানসাইয়ে জলে মিলবে রুপোলি শস্য। এই মাছের স্বাদ গঙ্গা-পদ্মার মাছের মতো অতটা না হলেও স্থানীয় ভাবে ধরা পড়া মাছের চাহিদা নেহাতই কম নয়।
পদ্মা থেকে গঙ্গায় ইলিশ আসার অপেক্ষায় ভারতবাসী। ওদিকে ভারতে ইলিশ তো এল, তবে গঙ্গায় নয়, উত্তরবঙ্গের অখ্যাত মানসাই নদীতে। ঝাঁকে ঝাঁকে বড় ইলিশ ধরা পড়তে শুরু করেছে। আর তাতেই খুশির হাওয়া মৎস্যজীবীদের মধ্যে।
কোচবিহারের মাথাভাঙা শহর সংলগ্ন মানসাই নদী। সেই নদীতেই এবার মিলল ইলিশ মাছ। উত্তরবঙ্গের এই নদীতে ইলিশ মেলা একদম বিরল ঘটনা না হলেও তা বেশ অবাক করা ঘটনা বটে। প্রায় ৪০০ কিলোমিটার উজিয়ে ইলিশ গিয়েছে এই নদীতে। এর ফলে খুশি সেখানকার স্থানীয় মৎসজীবীরা।
মানসাই নদীটি বাংলাদেশে ঢুকে মিশেছে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে মিশেছে পদ্মার সঙ্গে। পদ্মা থেকে মানসাইয়ের নদীপথে দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। এতটা নদীপথ উজিয়ে খুব সংখ্যক ইলিশ মানসাই নদীতে আসে। স্থানীয়দের দাবি, তিনবছর আগে অবশ্য মানসাইতে ভালো পরিমাণ ইলিশ ধরা পড়েছিল। আর এবছরও ভালো ইলিশ ধরা পড়ার ইঙ্গিত মিলেছে।
যেখানে কালেভদ্রে এক আধটা ইলিশ ঢুকে যায়, সেখানে ঝাঁকে ঝাঁকে ঢুকছে ইলিশ। উত্তরবঙ্গের প্রত্যন্ত কোচবিহারের মাথাভাঙা শহর লাগোয়া মানসাই নদীতে। সেই মানসাইতে আচমকা ঝাঁকে ঝাঁকে ইলিশ ঢোকাতে অবাক মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ ও মৎস্যদফতরের কর্মী ও আধিকারিকরা।
ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন জানান, এখন ইলিশের মৌসুম চলছে। কিছুদিনের মধ্যেই এরা ডিম ছাড়বে। তাই সাগর থেকে ঝাঁকে ঝাঁকে বড় আকারের ইলিশ নদীতে আসতে শুরু করেছে। এই বড় ইলিশ তারই প্রমাণ। এখন জেলদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। একইসঙ্গে এই প্রসঙ্গে বছর দুয়েক আগে মনপুরায় প্রায় চার কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়ার কথাও জানান মৎস্য বিভাগের কর্মকর্তা।
সবার আশা, নভেম্বর জুড়ে মানসাইয়ে জলে মিলবে রুপোলি শস্য। এই মাছের স্বাদ গঙ্গা-পদ্মার মাছের মতো অতটা না হলেও স্থানীয় ভাবে ধরা পড়া মাছের চাহিদা নেহাতই কম নয়।
পদ্মা থেকে গঙ্গায় ইলিশ আসার অপেক্ষায় ভারতবাসী। ওদিকে ভারতে ইলিশ তো এল, তবে গঙ্গায় নয়, উত্তরবঙ্গের অখ্যাত মানসাই নদীতে। ঝাঁকে ঝাঁকে বড় ইলিশ ধরা পড়তে শুরু করেছে। আর তাতেই খুশির হাওয়া মৎস্যজীবীদের মধ্যে।
Follow us on
Download News18 App
কাঁধে প্রতীকী লাশ, হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল
গরু চোরাকারবারি বলে দায় এড়ানোর চেষ্টা ঠিক নয়। চোরাকারবারি হলেও গুলি করে হত্যা করতে হবে কেন?
source
বাজারে এল টন টন বাংলাদেশের ইলিশ মাছ, কিভাবে চিনবেন আসল পদ্মার ইলিশ? জেনে নিন..
বাজারে গিয়ে না ঠকে কীভাবে চিনে নেবেন পদ্মার ইলিশ? মাছ চেনার সহজ টিপস দিলেন ফিশ ইমপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি
source
বাংলা – নবম শ্রেণি নতুন শিক্ষাক্রম নতুন বই
জাহেদ হোসেন – আমাদের চারপাশে বিভিন্ন সমস্যা আছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় সময়ে যোগাযোগ করতে হয়। সমস্যা সমাধানের জন্য কার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং কোন মাধ্যমে ও কী কী উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে হবে,
source
মেসির ‘বর্তমান’ ১, মেসির ‘শৈশব’ ১
মেসির সেই ‘স্বপ্নের রাত’ কিংবা মুহূর্ত ধরা দিয়েছিল আজ বাংলাদেশ সময় সকালে মায়ামির মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে। মুখোমুখি হয়েছিল মেসির ‘বর্তমান’ ও ‘অতীত’—তাঁর বর্তমান ক্লাব মায়ামি এবং শৈশবে যেখান থেকে তাঁর অবিশ্বাস্য অভিযাত্রার শুরু, সেই নিওয়েলস ওল্ড বয়েজ।
source
একুশে বইমেলা: মিলনের সুর বাজে বহু অন্তরে
বাঙালির জীবনে ফেব্রুয়ারি শুধু একটি মাস নয় বরং ফেব্রুয়ারি হলো ইতিহাস, উৎসব, রং, ঋতুবৈচিত্র্যের এক মহাসম্মিলন। ফেব্রুয়ারি মাসেই দেখা মেলে ফাগুনের; লাল কৃষ্ণচূড়া দেখে মন জুড়ায়।
source
ডাউনলোডের দরকার নেই, নিজের মনের মতো স্টিকার বানান WhatsApp Sticker Maker দিয়ে
এই পদ্ধতি মেনে চললে সহজে ফেরত পাবেন হোয়াটস অ্যাপে ডিলিট হয়ে যাওয়া সমস্ত মেসেজ। কিন্তু তার আগে মেনে চলতে হবে বেশ কয়েকটি নিয়ম। আগে থেকে আপনার ফোনের হোয়াটসঅ্যাপে যদি সেই পদ্ধতি চালু করা থাকে, তাহলেই আপনি ফেরত পেতে পারেন সমস্ত ডিলিট হয়ে যাওয়া চ্যাট।
#কলকাতা: জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp তাদের ইউজারদের জন্য লঞ্চ করে চলেছে একের পর এক ফিচার। সম্প্রতি WhatsApp-এর তরফে লঞ্চ করা হয়েছে আরও কয়েকটি ফিচার। WhatsApp-এর নতুন ফিচারগুলো হল ফ্ল্যাশ কলস (Flash Calls), মেসেজ লেভেল রিপোর্টিং (Message Level Reporting) এবং স্টিকার মেকার (WhatsApp Sticker Maker)। ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে নিয়ে আসা হয়েছে এই সব নতুন ফিচার। WhatsApp-এর নতুন ফিচার ফ্ল্যাশ কলস অ্যান্ড্রয়েড ইউজাররা ব্যবহার করতে পারবে। মেসেজ লেভেল রিপোর্টিং ফিচারের মাধ্যমে ইউজাররা নির্দিষ্ট মেসেজ এনেবল করতে পারবে। এই দুই ফিচার আনার কয়েক দিনের মধ্যেই WhatsApp-এর তরফে লঞ্চ করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি ফিচার স্টিকার মেকার।
WhatsApp Sticker Maker-
এত দিন ধরে WhatsApp-এর ইউজাররা লাইব্রেরি থেকে স্টিকার ব্যবহার করতে পারত এবং অন্য থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে স্টিকার ব্যবহার করতে পারত। কিন্তু এখন ইউজাররা নতুন ফিচারের মাধ্যমে নিজেদের স্টিকার ব্যবহার করতে পারবে। এই জন্যই WhatsApp নিয়ে এসেছে নিজেদের স্টিকার মেকার অ্যাপ। WhatsApp-এর এই নতুন ফিচার নিয়ে আসা হয়েছে পার্সোনাল কম্পিউটার ইউজারদের জন্য। উইন্ডোজ (Windows) এবং ম্যাকের (Mac) জন্য WhatsApp Web এবং WhatsApp ডেস্কটপ বেসড অ্যাপ নিয়ে আসা হয়েছে। WhatsApp স্টিকার মেকার WhatsApp ওয়েবের মাধ্যমে ব্যবহার করা যাবে এবং আগামী সপ্তাহেই এটি ডেস্কটপেও ব্যবহার করা যাবে।
আরও পড়ুন – 5G-তেই আটকে? ভারতে লঞ্চ হতে চলেছে 6G টেকনোলজি! কেন্দ্রীয় মন্ত্রী জানালেন…
WhatsApp Sticker Maker ব্যবহার করার উপায়-
স্টেপ ১ – প্রথমেই WhatsApp-এর চ্যাট উইন্ডো (Chat Window) ওপেন করতে হবে।
স্টেপ ২ – এর পর ক্লিক করতে হবে পেপারক্লিপ আইকন (Paperclip Icon)।
স্টেপ ৩ – এর পর ক্লিক করতে হবে স্টিকার (Sticker) অপশন।
স্টেপ ৪ – এর পর ফটো আপলোড করে ক্রিয়েট করতে হবে কাস্টমার স্টিকার।
স্টেপ ৫ – এর পর আউটলাইন দিয়ে ক্রপ করে সেই ফটোকে স্টিকারে পরিণত করতে হবে।
আরও পড়ুন – ৬০ হাজার টাকায় স্কুটার! ভারতের বাজারে একাই রাজত্ব করতে আসছে Oppo
স্টেপ ৬ – এর পর সেখানে নিজেদের পছন্দমত ইমোজি, স্টিকার এবং টেক্সট যোগ করতে হবে। এছাড়াও এখানে রোটেট করে বিভিন্ন স্টিকারের উপাদান যোগ করা যাবে।
স্টেপ ৭ – এর পর নিজেদের পছন্দ অনুযায়ী ক্রিয়েট করা হয়ে গেলে, সেটি শেয়ার করতে হবে। সেন্ড (Send) বাটনে ক্লিক করে সেই কাস্টম মেড স্টিকার নিজেদের বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করা যাবে।
Follow us on
Download News18 App
ঐতিহাসিক মুভি-সিরিজ দেখছি, প্রকৃত ইতিহাস কি জানতে পারছি: তৃতীয় পর্ব
উল্লিখিত কায়ি গোত্রের বিভক্তির মাধ্যমে আরতুগ্রুলের নেতৃত্বে দেড় হাজারের মতো সাধারণ মানুষ ও চারশ সৈন্য রোমান-সেলজুক সীমান্তে বসতি স্থাপন করেছিলেন।
source
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
কারাগার থেকে বেরিয়েই ‘ভোটের অধিকার ফিরিয়ে আনার’ আন্দোলন অব্যাহত রাখার কথা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নেতা-কর্মীদের হতাশার কিছু নেই।
source