দুপুর সাড়ে ১২টার দিকে নতুন কলাভবনের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি কয়েকটি সড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।
source
Daily Archives: February 14, 2024
মুন্সিগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড
২০২০ সালের ২৪ মে শাহাবুদ্দিন শেখ প্রতিদিনের মতো সকালে তাঁর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
source
ঝড়ের গতির ট্রেনের সামনে এসে গেল গাড়ি! তারপর…ভাইরাল ছবি রাতের ঘুম উড়িয়ে দেবে
বাংলাদেশে মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়ায় একটি গাড়িকে ধাক্কা মারে একটি ট্রেন। এতে তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, ভাটেরা রেলস্টেশনের কাছে হোসেনপুর রেলক্রসিংয়ে দুপুরে এই ঘটনাটি ঘটে। ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন হোসেনপুর এলাকায় আসতেই গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গাড়িটিতে থাকা তিন জন যাত্রীর মৃত্যু হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ভাটেরা হোসেনপুর মোরা বাসস্ট্যান্ডের কাছে রেললাইনে ট্রেনের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, যে রেল ক্রসিংয়ে ঘটনাটি ঘটেছে, তাতে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। রেল ক্রসিং মাইক্রোবাসটি পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটের উদ্দেশে যাওয়া আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের ধাক্কা মারে। এতেই ঘটে ওই মর্মান্তিক ঘটনা।
বাংলাদেশে মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়ায় একটি গাড়িকে ধাক্কা মারে একটি ট্রেন। এতে তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, ভাটেরা রেলস্টেশনের কাছে হোসেনপুর রেলক্রসিংয়ে দুপুরে এই ঘটনাটি ঘটে। ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন হোসেনপুর এলাকায় আসতেই গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গাড়িটিতে থাকা তিন জন যাত্রীর মৃত্যু হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ভাটেরা হোসেনপুর মোরা বাসস্ট্যান্ডের কাছে রেললাইনে ট্রেনের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, যে রেল ক্রসিংয়ে ঘটনাটি ঘটেছে, তাতে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। রেল ক্রসিং মাইক্রোবাসটি পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটের উদ্দেশে যাওয়া আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের ধাক্কা মারে। এতেই ঘটে ওই মর্মান্তিক ঘটনা।
Follow us on
Download News18 App
মেধাবি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল কৃষ্ণা দাস মেমোরিয়াল ফাউন্ডেশন
সরস্বতী পূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবুজবাগ থানার মেধাবি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শ্রীনাথ দাস-কৃষ্ণা দাস মেমোরিয়াল ফাউন্ডেশন।
source
গাজার যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে কতটা বেকায়দায় ফেলেছে
ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, যুদ্ধের কারণে অর্থনীতির ওপর প্রভাবের আর্থিক মূল্য হবে ৫ হাজার ৩০০ কোটি ডলারের সমপরিমাণ ১৯ হাজার ৮০০ কোটি শেকেল।
source
বাংলাদেশে করোনায় আক্রান্ত ১৭০ জন চিকিৎসক !
Representational Image
#ঢাকা: করোনা যুদ্ধে সবার সামনে যাঁরা রয়েছেন, তাঁরাই এখন চরম বিপদের মধ্যে রয়েছেন ৷ ভারতের পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যেই দেখা গিয়েছে করোনা আক্রান্ত হয়েছেন অনেক চিকিৎসকরা ৷ বাংলাদেশে এই মুহূর্তে অন্তত ১৭০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত ! চিকিৎসকদের এক সংগঠনের তরফে এই তথ্য প্রকাশিত হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷
অন্তত ৪০০ জন হাসপাতালের কর্মীদের এখন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সেদেশে ৷ হিসেব বলছে কোয়ারেন্টাইনে থাকা হাসপাতালের কর্মীদের মধ্যে প্রায় ৮০ জন নার্স ৷ করোনায় আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৯৪ জন, বেসরকারি হাসপাতালগুলোতে ৩৩ জন, সামরিক হাসপাতালে ৮ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।
ময়মনসিংহের সরকারি হাসপাতালগুলোয় ৭ জন, চট্টগ্রামে ৭ জনের মধ্যে ৬ জন সরকারি হাসপাতালের-একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক। এ ছাড়া বরিশালে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনায় ৩ জন এবং সিলেটে একজন চিকিৎসক রয়েছেন।
করোনা যুদ্ধে যাঁরা সবার সামনে থেকে লড়াই করছেন ৷ তাঁদেরই কোভিড-১৯ সংক্রমিত হওয়াটা যথেষ্ট আতঙ্কের বিষয় ৷ পশ্চিমবঙ্গেও অন্তত ২০ জন চিকিৎসক এখন করোনা পজিটিভ বলে জানা গিয়েছে ৷ বাংলাদেশের সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা রাজধানী ঢাকায় ৷
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম সংক্রমণ শনাক্তের পর ৪৩ দিনের মাথায় দেশে করোনাভাইরাসে মৃত্যু ১০০ ছাড়িয়েছে।
Follow us on
Download News18 App
পতাকা বৈঠক করে ছাগল ফেরত দেওয়া শতাব্দীর শ্রেষ্ঠ তামাশা: রিজভী
বিএনপির নেতা রুহুল কবির রিজভী বলেন, গতকাল মঙ্গলবার বাংলাদেশের তিনটি ছাগল নাকি ভারতের সীমানার ভেতরে গেছে। পতাকা বৈঠক করে সে ছাগল ফেরত দিয়েছে বিএসএফ।
source
পুতিনের কড়া সিদ্ধান্ত, বিপাকে দেশের একাংশ নাগরিক
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ করা নিয়ে বা এর বিরুদ্ধে সমালোচনা করে যদি কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হয় তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এ সংক্রান্ত একটি আইনে বুধবার স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার পার্লামেন্ট ডুমা বিলটিকে সমর্থন করার দুই সপ্তাহ পর পুতিন নথিতে স্বাক্ষর করেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে নিজেদের বিরুদ্ধে কড়া বা তীব্র সমালোচনাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে মস্কো। প্রকাশ্যে রাশিয়ার বিরোধীতাকারীদের পেতে হচ্ছে কঠোর শাস্তিও।
নতুন আইনের কারণে রুশ কর্তৃপক্ষ আপত্তিকর সমালোচনা করে দোষী সাব্যস্ত ব্যক্তিদের অর্থ, সম্পত্তি ও মূল্যবান জিনিসপত্র বাজেয়াপ্ত করতে পারবে। বিশ্লেষকরা বলছেন, এই আইনের ফলে রাশিয়ার নির্বাসিতরা লক্ষ্যবস্তুত পরিণত হতে পারে। বিশেষ করে যারা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু এখনও দেশে তাদের সম্পত্তি রয়েছে।
তবে ক্রেমলিন জোর দিয়ে বলেছে, আইনের অপব্যবহার করা হতে পারে এই ধরণের আশঙ্কা ভিত্তিহীন। মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা বাস্তবে আইনের প্রয়োগের মূল্যায়ন করার সুযোগ পাব।’
ডুমার স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোডিন গত মাসে বলেছিলেন, আইনটি ‘বদমাশ এবং বিশ্বাসঘাতকদের জন্য যারা আজ আমাদের সৈন্যদের পিঠে থুথু দেয় এবং যারা তাদের দেশের সঙ্গে বেইমানি করেছে।’
মস্কো নিয়মিতভাবে হাজার হাজার রাশিয়ানকে বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করে যারা সামরিক অভিযানের প্রতিবাদে তাদের দেশ ছেড়েছিল। ইউক্রেনের আক্রমণের দ্বিতীয় বার্ষিকী ও রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের এক মাস আগে আইনটি কার্যকর করা হয়েছে।
মিজোরা মিয়ানমারে সিমান্তে কাঁটাতারের বেড়া চান না
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া ও বর্ডার পাস বন্ধের কেন্দ্রীয় সিদ্ধান্তে সায় নেই মিজোদের। উত্তর-পূর্বের এই রাজ্যে পা রাখলেই বোঝা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষিত এই দুই সিদ্ধান্ত নিয়ে মিজোরাম কতটা আলোড়িত। মিজোরাম উত্তর-পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য।
মিজোরামের মধ্যে ইয়ং মিজোরাম অ্যাসোসিয়েশন বা ওয়াইএমএ এখন সবচেয়ে প্রভাবশালী সংগঠন এর সভাপতি লালমাছুয়ানা ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘নাগাল্যান্ড এই সিদ্ধান্তের বিরোধী। মিজোরামের সংসদ সদস্য এর বিরোধিতা করেছেন, মিজোরামের মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছেন। নাগাল্যান্ডের সঙ্গে আমরা বৈঠকে বসেছি। ভারত সরকারকে কোনোভাবেই এই কাজ করতে দেওয়া হবে না।
নাগাল্যান্ড উত্তর-পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। এটির পশ্চিমে আসাম, উত্তরে অরুণাচল প্রদেশ এবং আসাম, পূর্বে মিয়ানমার এবং দক্ষিণে মণিপুর সীমানা রয়েছে।
এর একটা ঐতিহাসিক কারণও আছে। এই এলাকার বর্তমান পরিস্থিতি বুঝতে গেলে সেই ইতিহাসটাও জানা জরুরি।
ভারত-বংলাদেশ ও ভারত-পাকিস্তান সীমান্তে কাঁটাতারের বেড়া থাকলেও ভারত ও মিয়ানমার সীমান্তে এ ধরনের বেড়া লাগানো হয়নি। বরং এই সীমান্ত সাধারণ মানুষের জন্য খোলা। বর্ডার পাস থাকলে মিয়ানমার সীমান্তের ৪০ কিলোমিটার ও ভারতীয় সীমান্তের ১৬ কিলোমিটার পর্যন্ত ঢুকতে পারেন দুই দেশের কুকি, জো, চিন জনজাতির মানুষ। এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এখানকার মানুষের বক্তব্য, জো, কুকি ও চিন একই জনজাতির মানুষ। ব্রিটিশ আমলে তারা একসঙ্গে বসবাস করতেন।
দেশভাগের পর একটা দল সাবেক পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশে থেকে যায়, একটা দল ভারতে বসবাস করে এবং একটা দল মিয়ানমারে থাকে। এদের মধ্যে পারিবারিক সম্পর্ক আছে, বাণিজ্য সম্পর্ক আছে এবং নিয়মিত যাতায়াত আছে।
কিন্তু মণিপুরের সাম্প্রতিক ঘটনার পর পরিস্থিতি বদলে গেছে। মণিপুরের মুখ্যমন্ত্রী ও মেইতেইরা দাবি জানিয়েছে, মিয়ানমার সীমান্ত পেরিয়ে প্রচুর সশস্ত্র মানুষ মণিপুরে ঢুকছে এবং তারা মেইতেইদের আক্রমণ করছে। তারপর সীমান্তে কাঁটাতারের বেড়া ও বর্ডার পাস বন্ধ করার কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মিজোরামের সীমান্ত এলাকা চম্পাইয়ের ব্লক রিসোর্স সেন্টারের কো-অর্ডিনেটর লালরিনমুয়ানা ডিডাব্লিউকে বলেছেন, ‘আমরা (কুকি, জো, চিন) সবাই ভাই। বুঝতে হবে, এটা আমাদের গ্রেটার ল্যান্ড। আমরা এখানে বেড়া বসাতে দেব না।’ তিনি বলেন, ‘মণিপুর চাইলে সেখানে কাঁটাতারের বেড়া লাগাক। আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা এখানে কাঁটাতারের বেড়া লাগাতে বা বর্ডার পাস বন্ধ করতে দেব না।’
সরকার তাদের আপত্তি সত্ত্বেও এমন সিদ্ধান্ত নিলে কী করবেন, এমন প্রশ্নের জবাবে লালরিনমুয়ানার বলেন, ‘এখন সে ব্যাপারে কিছু বলব না। সরকার সেই সিদ্ধান্ত নিলে তখন দেখা যাবে।’
মিজোরাম সীমান্তের ওপারে মিয়ানমারের চিন এলাকা। সেখানে সবচেয়ে প্রভাবশালী দুই সংগঠন হলো- পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএ) ও চিন ডিফেন্স ফোর্স (সিডিএফ)। তারা আবার চিন ন্যাশনাল ফোর্সের অধীনে। এই ফোর্সের সদস্যরা প্রশিক্ষণপ্রাপ্ত সেনা এবং এখন বিদ্রোহী। তারাই বিদ্রোহী দুই সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে এবং পুরো এলাকার দখল নিয়ে রেখেছে। এদিকে সীমান্তে এখন চিন ডিফেন্স ফোর্সের আউটপোস্ট রয়েছে। মিয়ানমারের কোনো সেনা এখানে নেই। তারাও সীমান্তে কাঁটাতারের বেড়ার বিরোধী।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ! করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৮ হাজার
Representational Image
#ঢাকা: দু’মাস পরেও করোনা পরিস্থিতির কোনও উন্নতি নেই বাংলাদেশে ৷ বরং সে দেশে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা ৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশে কোভিডে আক্রান্ত ১৫৪১ জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮,২৯২ জন ৷
আজ, বুধবার স্বাস্থ্য অধিদফতরের তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ ৪৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮,০১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল, মঙ্গলবার ইদের দিন নতুন করে করোনায় শনাক্ত হয়েছিলেন ১,১৬৬ জন। এর আগের দিন সোমবার ১,৯৭৫ জন আর রবিবার ১,৫৩২ জন শনাক্ত হয়েছিলেন। কিন্তু গত তিন দিনের হিসেবকে ছাপিয়ে গিয়েছে বুধবারের রিপোর্ট ৷ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮মার্চ ৷
Follow us on
Download News18 App