মুঠোফোনে সৌদিপ্রবাসীর সঙ্গে বিয়ে। চার দিন আগে আনুষ্ঠানিকভাবে স্বামীর সংসারে যান। এর মধ্যে ওই নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
source
Daily Archives: February 13, 2024
সাড়ে তিন কোটি টাকা দামের বিলাসবহুল গাড়ি কীভাবে এল পরীমনির কাছে ?
File Photo
ঢাকা: বাংলাদেশের নায়িকা পরীমনির বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিদেশি মদের বোতল, মাদক দ্রব্য উদ্ধার করে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (RAB) ৷ তারপরেই অভিনেত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয় ৷ সেই থেকে পুলিশের হেফাজতেই রয়েছেন পরীমনি ৷ তাঁকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানতে পেয়েছে পুলিশ ৷ এবার আলোচনায় এসেছে পরীমনি যে গাড়ি ব্যবহার করেন, সেই বিলাসবহুল ‘Maserati’ নিয়ে ৷
এই গাড়ির দাম প্রায় সাড়ে তিন কোটি টাকা ৷ পরীমনি এই গাড়িটি নাকি নিজে কেনেননি ৷ বাংলাদেশের এক বেসরকারি ব্যাঙ্কের চেয়ারম্যানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাঁর ৷ তিনিই পরীকে উপহার দেন এই বিলাসবহুল গাড়িটি বলে জানা গিয়েছে ৷ যদিও পরীমনি দাবি করেছেন, তিনি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে এই গাড়িটি কিনেছেন ৷
পরীমনিকে জিজ্ঞাসাবাদের মধ্যেই গাড়ির প্রসঙ্গও উঠে আসে। রিমান্ডে পরীমনির দেওয়া তথ্য অনুযায়ী ওই ব্যাঙ্ক চেয়ারম্যানের বিষয়ে এখন খোঁজ-খবর নিচ্ছেন তদন্তকারী অফিসাররা ৷
Follow us on
Download News18 App
নানান অপরাধে জড়িত কিশোর গ্যাং
পশ্চিমবঙ্গ নির্বাচন ও নরেন্দ্র মোদির ওড়াকান্দি সফর, মতুয়া মন জয়েই নজর?
নজরে মতুয়া মন? গোপালগঞ্জ, ওড়াকান্দি Photo-Collected
#কলকাতা : ভারত-বাংলাদেশ সম্পর্কের নয়া দিশা দেখিয়ে শুক্রবার দু’দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দেন তিনি। শনিবারও ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর। ঢাকা থেকে শক্তিপীঠ যশোরেশ্বরী কালী মন্দিরে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে পৌঁছন ওড়াকান্দিতে মতুয়া ধাম দর্শনে। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মোদির বাংলাদেশ সফর এবং সেই সফরের সূচিতে জ্বলজ্বল করতে থাকা “মতুয়া ধাম” দর্শন অতন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মতুয়াদের প্রধান তীর্থস্থানে নরেন্দ্র মোদির সফর মূলত মতুয়া মন জয় করার চেষ্টার একটি অংশ বলেই মনে করা হচ্ছে। কিন্তু কারা এই মতুয়া? তাঁদের মন জয় করা হঠাৎ কেনই বা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? চলুন একনজরে দেখে নেওয়া যাক সেইসব প্রশ্নের উত্তর।
কারা এই মতুয়া সম্প্রদায়? ওড়াকান্দি কীভাবে তাদের তীর্থস্থান হল?
হিন্দু ধর্মাবলম্বীদের নিম্ন বর্ণ হিসেবে বিবেচিত নমঃশূদ্র গোষ্ঠীর অন্তর্ভুক্ত সম্প্রদায়কেই মতুয়া সম্প্রদায় বলা হয়। সনাতন হিন্দু সম্প্রদায়ের একটি বিশেষ সম্প্রদায় এই মতুয়ারা, যারা হরিচাঁদ ঠাকুরকে তাঁদের দেবতা বলা গণ্য করেন।গোপালগঞ্জের ওড়াকান্দিতে প্রায় ২১০ বছর আগে জন্ম হয় হরিচাঁদ ঠাকুরের, যিনি এই মতুয়া সম্প্রদায়ের সূচনা করেন। পরে তাঁর ছেলে গুরুচাঁদ ঠাকুরের মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পরে মতুয়া মতবাদ। ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের বাসস্থান ও আশেপাশের এলাকা মতুয়াদের কাছে পবিত্র স্থান হিসেবে গণ্য হয়ে থাকে। মতুয়াদের প্রধান মন্দিরও এখানেই। সে সময় অবহেলিত, পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায় ও উন্নয়নের জন্য হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুর প্রভূত আন্দোলন করেন বলেই জানা যায়।
ভারত সহ আশেপাশের দেশে মতুয়া যোগ :
মতুয়া আন্দোলন মূলত ওড়াকান্দি কেন্দ্রিক হলেও ভারত স্বাধীন হওয়ার পরে এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর বিভিন্ন সময়ে মতুয়াদের একটা বড় অংশ ভারতে চলে আসে। উত্তর চব্বিশ পরগণার ঠাকুরনগরে নিজেদের ধর্মীয় কেন্দ্র গড়ে তোলেন তাঁরা। বাংলাদেশে মতুয়াদের উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন তাঁর বাবার এক ভাই ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর পশ্চিমবঙ্গে চলে যান, তাঁরই উত্তরসূরিরা বর্তমানে মতুয়া সম্প্রদায়ের নেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন পশ্চিমবঙ্গে।
পশ্চিমবঙ্গ নির্বাচনে মতুয়া ভোট, পরিসংখ্যান যা বলছে :
রাজনৈতিক পশ্চিমবঙ্গে ৮ দফা বিধানসভা নির্বাচনের মতুয়ারাই বিজেপির কাছে গুরুত্বপূর্ণ নির্ধারক। মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ৮৪টিতে মতুয়া ভোটারের সংখ্যা ১৭ লক্ষের বেশি। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বড় সংখ্যার আসন দখলের যে দাবি বিজেপি করছে, তার অনেকটাই নির্ভর করবে এই মতুয়াদের উপর। বিশেষ করে নদিয়া এবং উত্তর ২৪ পরগণা মিলিয়ে মোট ৫০টি বিধানসভা কেন্দ্রের ৩২-৩৩টি আসনে প্রভাব ফেলবে এই মতুয়াদেরই ভোট। পশ্চিমবঙ্গে ভোট শুরুর ঠিক ২৪ ঘণ্টা আগে সেই মতুয়াদের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের পরিবারের সঙ্গে দেখা করে মোদি সুকৌশলে পশ্চিমবঙ্গের ভোটের প্রচার করছেন বলেও মত রাজনৈতিক বিশ্লেষকদের।
ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মতুয়া সম্প্রদায় এবং তাদের ধর্মগুরুরা স্বাধীনতার পর থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। পশ্চিমবঙ্গে একটা সময় এই মতুয়াদের অধিকাংশ ভোট বামফ্রন্ট বা তৃণমূল কংগ্রেসের মত মূলত বাম ঘরানার দলগুলোর কাছে ছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মতুয়া মহাসংঘ বিভক্ত হয়ে যায়। এরপরেই সমীকরণটা বদলে যায়। সেসময় মতুয়া মহাসংঘের একটি অংশ তৃণমূল কংগ্রেসের পাশে চলে আসে। তবে এঁদেরই আরেকটি অংশের প্রধান শান্তনু ঠাকুর বিজেপি’র টিকিটে জিতে সংসদ সদস্য হন।বিজেপি’র দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিকত্ব সংশোধনী আইন চালু না হওয়ায় মতুয়াদের বড় একটি অংশ হতাশ হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই তাদের মতে, ভোটের আগে মতুয়া ভোটারদের মন জয় করা বিজেপি’র জন্য বিশেষ প্রয়োজন।
Follow us on
Download News18 App
ফিলিপাইনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৮
উদ্ধারকারীরা গতকাল জানান, জীবিত আর কাউকে পাওয়ার আশা করছেন না তাঁরা। এখনো ৫১ ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তাঁরা সবাই খনিশ্রমিক ও গ্রামবাসী।
source
নোয়াখালীতে বাড়ির পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
মারা যাওয়া শিশুদের মধ্যে দুজনের বাড়ি হাতিয়ার নবীপুর গ্রামে। অন্যজনের বাড়ি সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা গ্রামে। দুজনের বয়স ২ ও অন্যজনের ৪।
source
দোহায় রক্তদান কর্মসূচিতে কাতার বন্ধুসভার অংশগ্রহণ
কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে বাংলাদেশি রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। এ সময় হামাদ মেডিকেলের রক্তদান সেন্টারের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রক্তদাতাদের হাতে সার্টিফিকেট তুলে দেন রাষ্ট্রদূত।
source
করোনায় আক্রান্ত দৈনিক পত্রিকার এক সিনিয়র সাংবাদিকও !
অ্যাপেলবি বলেন, ‘অল্প বয়সিদের অনেক সময় দেখে বোঝা সম্ভব হয় না যে তাঁরা ঠিক কতটা অসুস্থ৷ কিন্তু যখন তাঁদের শরীরে অক্সিজেনের মাত্রা বা ল্যাব টেস্ট করা হয়, তখনই বোঝা যায় যে তাঁদের শরীর ঠিক কতখানি খারাপ৷’Representational Image
#ঢাকা: ভারতের মতো বাংলাদেশেও এখন প্রতিদিন বেড়েই চলেছে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ৷ গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৪ জন আক্রান্ত হয়েছেন করোনায় ৷ সেই তালিকায় রয়েছেন একটি দৈনিক পত্রিকার একজন সিনিয়র সাংবাদিকও ৷
এর আগে বাংলাদেশে বেসরকারি টেলিভিশন চ্যানেলের দু’জন সাংবাদিক করোনায় আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। আজ, শুক্রবার যে সাংবাদিকের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে, তিনি দীর্ঘদিন ধরে সে দেশের বিভিন্ন পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করছেন।
গত দুই সপ্তাহ ধরে তিনি সর্দি-কাশি জ্বরের ভুগছিলেন। এরপর বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করান। শুক্রবার তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আপাতত তিনি এবং তাঁর গোটা পরিবারকেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷
তথ্য সৌজন্যে- কালের কন্ঠ
Follow us on
Download News18 App
দার্জিলিংয়ে সাবেক পররাষ্ট্রসচিব শ্রিংলাকে কেন প্রার্থী দিতে চায় বিজেপি
পশ্চিমবঙ্গের দার্জিলিং আসনে হর্ষবর্ধন শ্রিংলার নাম আসার আরেকটি কারণ ভারতের পররাষ্ট্রনীতির কেন্দ্রে বাংলাদেশের অবস্থান জোরালো হওয়া এবং তাঁর ‘পারফরমেন্স’।
source
শামার জোসেফই জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার
শামার জোসেফ ব্রিসবেনে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে চোট নিয়ে বোলিং করে ৭ উইকেট নিয়ে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে।
source