Daily Archives: February 11, 2024

স্তব্ধ কলম, চলে গেলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

Hasan Azizul Huq: হাসান আজিজুল হক (১৯৩৯-২০২১)
ঢাকা : পাতাঝরা হেমন্তকে আরও বিবর্ণ করে চলে গেলেন ‘সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য’-র স্রষ্টা৷ প্রয়াত হলেন প্রখ্যাত সাহিত্যিক হাসান আজিজুল হক (Hasan Azizul Huq passes away) ৷ স্থানীয় সময় অনুযায়ী রাত ৯ টায় বাংলাদেশের রাজশাহীতে নিজের বাসভবনে তিনি প্রয়াত হন৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া দুই বাংলার সাহিত্যমহলে৷
আজিজুলের জন্ম ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি, অবিভক্ত বাংলার বর্ধমানের যবগ্রামে৷ ১৯৪৭-এ বাবা মায়ের সঙ্গে তিনিও চলে যান ওপার বাংলার খুলনায়৷ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন ১৯৬০ সালে৷ ১৯৭৩ থেকে ২০০৪ সাল অবধি, দীর্ঘ দিন তিনি দর্শনশাস্ত্র অধ্যাপনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে৷
আরও পড়ুন : ঈশ্বর ও ভাগ্য বলে কিছুই হয় না! কেন তাঁর বইয়ে একথা লিখেছিলেন স্টিফেন হকিং?
তাঁর কলম উহার দিয়েছে একের পর এক কালজয়ী গল্প, উপন্যাস ও প্রবন্ধ৷ ১৯৬৪ সলে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য’। প্রথম গল্পের নাম ‘শকুন’৷ তাঁর অন্যান্য কাজের মধ্যে উল্লেখযোগ্য ‘আত্মজা ও একটি করবী গাছ’, ‘নামহীন গোত্রহীন’, ‘পাতালে, হাসপাতালে’, ‘অপ্রকাশের ভার’, ‘রাঢ়বঙ্গের গল্প’ এবং ‘মা মেয়ের সংসার’৷ পাশাপাশি, পাঠকের মনে অনুরণিত হতে থাকে তাঁর কলম থেকে ভূমিষ্ঠ হওয়া ‘তৃষ্ণা’,  ‘উত্তরবসন্তে’,  ‘বিমর্ষ রাত্রি, প্রথম প্রহর’, ‘পরবাসী’, ‘আমৃত্যু আজীবন’,  ‘জীবন ঘষে আগুন’, ‘খাঁচা’,  ‘ভূষণের একদিন’,  ‘ফেরা’, ’ মন তার শঙ্খিনী’, ‘মাটির তলার মাটি’, ‘শোণিত সেতু’, ‘ঘরগেরস্থি’, ‘সরল হিংসা’, ‘খনন’, ‘সমুখে শান্তির পারাবার’, ‘বিধবাদের কথা’ ‘সারা দুপুর’ ও ‘কেউ আসেনি’। পাঠকদের মননের সঙ্গী হয়েছে তাঁর আত্মজীবনী ‘ফিরে যাই ফিরে আসি’ এবং ‘উঁকি দিয়ে দিগন্ত’৷
আরও পড়ুন : চুপিসারে বিয়েটা সেরে ফেললেন নোবেলজয়ী পাকিস্তানি কন্যা মালালা ইউসুফজাই
কথাসাহিত্যে অবদানের জন্য হাসান আজিজুল সম্মানিত হয়েছেন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’, ‘একুশে পদক’ এবং ‘স্বাধীনতা পুরস্কার’-এ৷ ২০০৬ সালে প্রকাশিত ‘আগুনপাখি’ উপন্যাসের জন্য ২০০৮-এ সম্মানিত হন ‘আনন্দ পুরস্কার’-এ৷  হিন্দি, ইংরেজি ছাড়াও তাঁর রচনা অনূদিত হয়েছে রুশ, চেক এবং জাপানি ভাষায়৷
আরও পড়ুন : চিনের ক্রমাগত হুমকির মধ্যেই তাইওয়ান সফরে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা
গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ অগাস্ট মাসে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন দু’ সপ্তাহের বেশি৷ কিছুটা সুস্থ হওয়ার পর সেপ্টেম্বর মাসে তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় রাজশাহীতে৷
নিজের শহর থেকেই না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি৷ রেখে গেলেন তাঁর সাহিত্যভাণ্ডারের অসংখ্য মণিমুক্তো৷ অগণিত পাঠকের জন্য৷
Follow us on
Download News18 App

source

টাঙ্গাইল শাড়িকে ভারতের জিআই পণ্যের স্বীকৃতি বাতিলে পদক্ষেপের দাবি

টাঙ্গাইল শাড়িকে ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধনের বিষয়টি অবিলম্বে বাতিলে পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা।
source

ভারত-বাংলাদেশ মৈত্রী, সাড়ে পাঁচ দশক পর চালু হল হলদিবাড়ি-চিলাহাটি রেলপথ!

ভারত-বাংলাদেশ মৈত্রী, সাড়ে পাঁচ দশক পর চালু হল হলদিবাড়ি-চিলাহাটি রেলপথ!
#হলদিবাড়ি: প্রায় ৫৬ বছর পর ভারত-বাংলাদেশের মধ্যে ফের হলদিবাড়ি-চিলাহাটি রুটে চালু হয়ে গেল মালবাহী রেল চলাচল (India-Bangladesh Train)। গত বছর উদ্বোধনের পর, রবিবার থেকে চালু হয়ে গেল ভারত এবং বাংলাদেশের মধ্যে পণ্যবাহী রেল চলাচল। কোচবিহার জেলার হলদিবাড়ি থেকে বাংলাদেশের চিলাহাটি পর্যন্ত ওই রেলপথ বিস্তৃত প্রায় সাড়ে সাত কিলোমিটার। আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত যেতে হয় প্রায় সাড়ে চার কিলোমিটার। রবিবার সেই রেলপথেই সীমান্ত পেরিয়ে মালগাড়ি পৌঁছে গেল বাংলাদেশে।
বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত যাবে এই পণ্যবাহী রেল। রবিবার হলদিবাড়ি স্টেশন থেকে পাথরবোঝাই ৪০টি বগি বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। বিকেলে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে ঢোকে ওই ট্রেন। দুই দেশের মধ্যে রেল যোগাযোগ শুরু হওয়ায় খুশি দুই পারের বাসিন্দারাই। ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় ৮২ কোটি টাকা খরচ করে এই রেলপথ সম্প্রসারণ করা হয়েছিল। রবিবার সকাল ১১টা নাগাদ পণ্যবাহী ট্রেনটি বাংলাদেশে যাওয়ার কথা থাকলেও তা হয়ে ওঠেনি নানা সমস্যার কারণে। এর পর ট্রেনটি বিকেল ৪টে ৩৬ মিনিট নাগাদ হলদিবাড়ি স্টেশন থেকে ছেড়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। ট্রেনটি দেখতে রেললাইনের দু’ধারেই অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ। গত বছর ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে এই রেল পথের উদ্বোধন করেছিলেন।
১৯৬৫ সালে শেষ এই পথ দিয়ে রেল চলাচল করেছিল। রবিবার কড়া নিরাপত্তার আয়োজন ছিল এই ট্রেন চলাচল ঘিরে। শিলিগুড়ির রাধাবাড়ি সেক্টরের ৬৫ নম্বর ব্যাটালিয়ানের দায়িত্বে রয়েছে হলদিবাড়ি-চিলাহাটি লিঙ্ক গেটের নিরাপত্তা। এই রেল যোগাযোগের মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা, সামাজিক ও অর্থনৈতিক যোগাযোগের বৃদ্ধি হবে এবং এর ফলে নেপাল-ভুটানেরও উন্নতি হবে।
Follow us on
Download News18 App

source

বাংলাদেশের ব্যাংকে আজব কাণ্ড, ভল্ট থেকে উধাও ৪ কোটি টাকা! কীভাবে ঘটল?

আজব কাণ্ড
#বাংলাদেশ: আজব কাণ্ড! বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকের ভল্ট থেকে প্রায় চার কোটি টাকা গায়েব হয়ে গেল। ইতিমধ্যেই ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা গায়েব হয়ে গেল। গোটা ঘটনায় ইতিমধ্যে ব্যাঙ্কের দুই অফিসারকে আটক করেছে পুলিশ।
ঢাকা ব্যাংকের জনসংযোগ আধিকারিক মিজানুর রহমান জানিয়েছেন, শুধুমাত্র তদন্ত এগিয়ে নিয়ে যেতে ও জিজ্ঞাসাবাদের স্বার্থেই ওই দুই আধিকারিককে আটক করা হয়েছে। তবে, এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে চুরি বা অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়নি। বৃহস্পতিবার ব্যাংকের আভ্যন্তরীন অডিটে এই টাকা গায়েব হওয়ার বিষয়টি ধরা পড়ে।
ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, নিয়মানুযায়ী প্রতিদিনের লেনদেন শেষে ভল্টের টাকার হিসাব করে থাকেন সংশ্লিষ্ট শাখার সিনিয়ার ক্যাশ ইনচার্জ। কিন্তু বৃহস্পতিবার সেই হিসাব করতে গিয়েই ক্যাশ ইনচার্জ প্রায় চার কোটি টাকার গড়মিল খুঁজে পান। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এত বিপুল পরিমাণ টাকা খোয়া যাওয়ার বিষয়টি কি একদিনের হিসাবে বেরিয়ে এসেছে নাকি ব্যাংক ক্লোজিং এর আগে জুন মাসে যে অডিট হয় সেই হিসেবে সামনে এসেছে, তা এখনও নিশ্চিত করেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
পুলিশের তরফে জানানো হয়েছে, ব্যাংক কর্তৃপক্ষের হিসেবের গড়মিল সংক্রান্ত অভিযোগ পাওয়ার পরই রাতে ব্যাংকের দুই কর্মকর্তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। ইতিমধ্যে তাদের আদালতেও পেশ করা হয়েছে। ভল্টের চাবি ওই দুই আধিকারিকের কাছে ছিল বলে জানিয়েছে পুলিশ। ব্যাংকের পক্ষ থেকে ৫৪ ধারায় মামলা করা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে যদি হিসাবে গড়মিল বা অর্থ আত্মসাতের বিষয়টি সামনে আসে, তাহলে সে অনুযায়ী ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে।
Follow us on
Download News18 App

source

রাশিয়ার হামলার কারণে ইউক্রেনের ২০০ বন্দর স্থাপনা ক্ষতিগ্রস্ত

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ও অবকাঠামো মন্ত্রী আলেকজান্ডর কুব্রাকভ বলেছেন, ২০২৩ সালের জুলাইয়ে খাদ্য শস্য সরবরাহ চুক্তি শেষ হওয়ার পর থেকে ইউক্রেনের প্রায় ২০০ বন্দর অবকাঠামো সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর তাসের।

মন্ত্রী ফেসবুকে লিখেছেন, ১৮ জুলাইয়ের পর থেকে ‘প্রায় ২০০ বন্দর অবকাঠামো বিভিন্ন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
মন্ত্রী আরও দাবি করেন, তাদের দেশ ২০২৩ সালের আগস্টে আলোচনা সাপেক্ষে কৃষ্ণ সাগরে তৈরি ‘অস্থায়ী করিডোরের’ মাধ্যমে দুই কোটি ২০ লাখ টনের বেশি খাদ্য শস্য পরিবহন করেছে।

আগস্টে খাদ্য শস্য সরবরাহ চুক্তি শেষ হওয়ার পর ইউক্রেন শস্য রপ্তানির জন্য কৃষ্ণ সাগরে ‘অস্থায়ী করিডোর’ তৈরির ঘোষণা দেয়। গত নভেম্বরের শেষের দিকে কিয়েভ ঘোষণা দেয় যে তাদের এ করিডোরের মাধ্যমে ইতিমধ্যে প্রায় ৫৫ লাখ টন পণ্য পরিবহন করা হয়েছে।

এদিকে জাতিসংঘ উল্লেখ করেছে যে ইউক্রেনের অস্থায়ী করিডোর আগের শস্য চুক্তি সরবরাহের প্রতিস্থাপন হতে পারে না। ইউক্রেনের এ করিডোরের আওতায় এক মাসে মাত্র ৪০ লাখ টন খাদ্য সরবরাহ করা যেতে পারে।

এছাড়া ইউক্রেন তাদের অস্থায়ী করিডোর দিয়ে খাদ্য বহির্ভূত পণ্য রপ্তানি করে থাকে।

কাতার সফর শেষ করে দেশে ফিরলেন সেনা প্রধান

কাতারে সরকারি সফর শেষে রবিবার (১১ ফেব্রুয়ারি) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। তিনদিনের সরকারি সফরে তিনি কাতারে অনুষ্ঠিত ১৮তম এএফসি এশিয়ান কাপ কতার ২০২৩ এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ করেন। এ ছাড়া ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ দোহা-২০২৪-এর বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করেন।

সেনাবাহিনী প্রধান গত ৭ ফেব্রয়াারি কাতারের অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানি এর আমন্ত্রণে কাতার গমন করেছিলেন।

error: Content is protected !!