Daily Archives: February 10, 2024

রান্নার প্রাথমিক শিক্ষাটা বাবার কাছ থেকেই পেয়েছেন মেয়ে ফারহা নাজ জামান

প্রথম আলো ডটকমের সহযোগিতায় জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ‘সেলিব্রেটিং ডটার্স’ ক্যাম্পেইনের আওতায় বিশেষ এ উদ্যোগের দ্বিতীয় পর্ব আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
source

জনতাকে লকডাউন মানাতে এবার প্রয়োজনে সেনা নামবে বাংলাদেশে

বাংলাদেশে কঠোর লকডাউন প্রণয়নে সেনা নামতে পারে।
#ঢাকা: লাগামছাড়া করোনা সংক্রমণ রুখতে বাংলাদেশ কঠোরতম লকডাউন জারি হচ্ছে আগামী সোমবার থেকে। প্রশাসন সূত্রে খবর, এই দফায় নিয়ম বিধি পালন করাতে রাস্তায় সেনাও নামতে পারে। বাংলাদেশের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে বলেন, আপাতত সাতদিন কঠোরতম বিধি-নিষেধ পালিত হবে। প্রয়োজনে এই বিধি-নিষেধ বাড়বে। জনতাকে এই সিদ্ধান্ত মানাতে পুলিশ থাকবে রাস্তায়, থাকবে বিজিবি, প্রয়োজনে সেনাও নামানো হতে পারে।
চলতি বছরে গত ৫ এপ্রিল বাংলাদেশ দ্বিতীয় বারের জন্য কঠোরতম বিধি-নিষেধ জারি হয়। ক্রমেই বাড়তে থাকে এই লকডাউনের মেয়াদ। কিন্তু তাতেও সংক্রমণে রাশ টানা যায়নি। সরকারি পরিসংখ্যান বলছে, ২৪ জুন বাংলাদেশের মৃত্যু হয়েছিল ১৪ জনের। তারপরেই ২৫ জুন সকালের রিপোর্টে দেখা যায় বাংলাদেশের মৃত্যু হয়েছে ১০৮ জনের। সরকারি সূত্রে খবর ৬১ টি জেলার মধ্যে অন্তত ৪০ টি জেলা অতি ঝুঁকিপূর্ণ।  এই অবস্থায় উদ্বিগ্ন প্রশাসন চাইছে কোনও ভাবেই জনতা যাতে নিয়মবিধি অমান্য না করে তা নিশ্চিত করতে। আর সেই কারণেই এই কঠোর বিধি-নিষেধ। প্রশাসন মনে করছে ইদ-উল-ফিতরেও সংক্রমণের গতিবৃদ্ধি পেয়েছে।
সরকারি নির্দেশ অনুযায়ী, এই  কড়া লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বেরোতে পারবে না। অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্য পরিষেবা ছাড়া কোনও গাড়ি রাস্তায় থাকবে না। সংবাদমাধ্যমের ক্ষেত্রে অবশ্য কিছু ছাড় দেওয়া হয়েছে। বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস।
ইতিমধ্যেই আশেপাশের মানিকগঞ্জ নারায়ণগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ,গোপালগঞ্জ, থেকে জরুরি পরিষেবা ছাড়া মূল শহরে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। কিন্তু তাতেও কাজ হয়নি বলছে পরিসংখ্যানই। ফলে বাংলাদেশে চাইছে সংক্রমণ রুখতে আরো কঠোর হতে।
Follow us on
Download News18 App

source

আচমকা পরিস্থিতির মারাত্মক অবনতি, ১৪ দিনের ‘শাট ডাউনের’ পথে বাংলাদেশ?

ফের লকডাউন বাংলাদেশে?
#ঢাকা: হঠাৎই করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি বাংলাদেশে। ওপার বাংলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জনের মৃত্যু হয়েছে করোনায়। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন। যা গত ৭৪ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্তকরণের রেকর্ড। আর হঠাৎই সংক্রমণজনিত করোনার বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং দেশবাসীর জীবনের ক্ষতি প্রতিরোধের জন্য বাংলাদেশজুড়ে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাট ডাউনের’ সুপারিশ করেছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
বৃহস্পতিবার জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, বর্তমানে সারা বাংলাদেশে বিধিনিষেধ চলছে, যা ১৫ জুলাই পর্যন্ত চলার কথা। এ ছাড়া করোনার বিস্তাররোধে ঢাকার আশপাশের সাতটি জেলায় কঠোর বিধিনিষেধ দিয়ে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করার চেষ্টার কথাও বলা হয়েছে।
ওই কমিটির দাবি, দেশের যে সব জায়গায় পূর্ণ শাট ডাউন করা হয়েছে, সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে। তাই সারা দেশে ১৪ দিন সম্পূর্ণ শাট ডাউনের সুপারিশ করেছে ওই কমিটি। কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা বলেন, শাট ডাউন মানে জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ রাখার কথা বোঝানো হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টার চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত ১২ এপ্রিল। সেদিন করোনা আক্রান্ত হয়েছিলেন ৭ হাজার ২০১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৩০ হাজার ৩৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৯.৯৩ শতাংশ।
ফলে দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭২ হাজার ৯৩৫। মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৮৬৮ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৪ হাজার ৭৮৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন।
Follow us on
Download News18 App

source

সিটিকে দুই ঘণ্টার মধ্যেই শীর্ষস্থান থেকে নামাল লিভারপুল

শেষ পর্যন্ত চাপ সামলে আর ফোফানার ‘জোড়া ভুলে’৩–১ গোলে জিতলেও অ্যানফিল্ডের রেকর্ড ৫৯, ৮৯৬ দর্শকের হয়তো মন ভরাতে পারেনি ইয়ুর্গেন ক্লপের দল।
source

এপার বাংলা বানভাসী, পদ্মাপারে কতটা প্রভাব ফেলল ইয়াস?

বাংলাদেশে কতটা প্রভাব ইয়াসের?
চট্টগ্রাম: বাংলার বিপদ অনেকটাই কমিয়ে ওড়িশায় আছড়ে পড়ল ইয়াস (Cyclone Yaas)। যদিও পশ্চিমবঙ্গের নানা প্রান্ত বানভাসী হয়ে গেল ইয়াসের দাপটে। একদিকে যখন এপার বাংলায় বানভাসী ছবি, তখন ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বুধবার চট্টগ্রামে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। সমুদ্রের উপকূলে জলস্তরের উচ্চতাও বৃদ্ধি পেয়েছে বেশ কয়েকটা। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।
ইয়াসের প্রভাবে সমুদ্রে জলস্তরের উচ্চতা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৬ ফুট বেশি হয়ে উঠেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল। তিনি জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড় ইয়াস ভারতের ওড়িশায় আছড়ে পড়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের সমুদ্রের উপকূলীয় এলাকায় জলস্তর বৃদ্ধি পেয়েছে। তবে শুধু ইয়াস নয়, এ ক্ষেত্রে পূর্ণিমারও প্রভাব রয়েছে। জোয়ারের জলে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দিনভর বৃষ্টিও হতে পারে চট্টগ্রাম সহ বাংলাদেশের বড় অংশজুড়ে।’
এদিন সকালেই চট্টগ্রাম আউটার রিং রোড তথা বাঁধের নিচের এলাকা জোয়ারের জলে ভেসে গিয়েছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় চট্টগ্রাম শহরের ১৩টি ওয়ার্ডে ৬০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। চিকিৎসক দল ও স্বেচ্ছাসেবীদেরও প্রস্তুত রাখা হয়েছে সরকারের তরফে। সোমবার থেকেই মানুষকে ঘূর্ণিঝড়ের ব্যাপারে সতর্ক করা শুরু করেছিল প্রশাসন। ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত না হানলেও সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বইছে। এই ঝোড়ো বাতাস অব্যাহত থাকবে বেশ কিছুক্ষণ। এ ছাড়া গোটা বাংলাদেশজুড়েই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সে দেশের আবহাওয়া দফতর।
Follow us on
Download News18 App

source

নওয়াজের সঙ্গে জোট নিয়ে পিপিপির ভাবনা জানালেন খুরশীদ আহমেদ

পাকিস্তানের সাধারণ পরিষদের নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশিত হয়নি। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ইমরান খানের দল পিটিআই এবং নওয়াজ শরিফের দল পিএমএল-এনের মধ্যে।
source

'কম্বিনেশন ড্রাগ '-এ সারছে করোনা, দাবি বাংলাদেশের ডাক্তারদের , খতিয়ে দেখছে ICMR

সাধারণ দুটো ওষুধের কম্বিনেশন করোনা সংক্রমণ সারিয়ে তুলছে, এমনটাই দাবি করেছেন বাংলাদেশের চিকিৎসকরা। এই দাবি কতটা নির্ভুল ? এবার তা খতিয়ে দেখবে The Indian Council of Medical Research (ICMR)। Representative image
বাংলাদেশের চিকিৎসকদের দাবি, আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন-এর যৌথ প্রয়োগে সেরে উঠছেন করোনা রোগীরা। আইসিএমআর-এর বৈজ্ঞানিক নিবেদিতা গুপ্ত জানান, ” করোনা সারাতে আইভারমেকটিন-এর কার্যকারিতা খতিয়ে দেখা হচ্ছে। ” Representative image
আইভারমেকটিন আমেরিকার Food and Drug Administration অনুমোদিত এক জাতীয় অ্যান্টি-প্যারাসাইট ওষুধ। অন্যদিকে ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক। Representative image
বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডঃ তারেক আলম জানিয়েছেন, ” ৬০ জন করোনা রোগীকে আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন-এর কম্বিনেশন ডোজ দিয়ে চিকিৎসা করা হয়। প্রত্যেকেই সেরে উঠেছেন।” Representative image
বাংলাদেশের চিকিৎসকদের দাবি, আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন-এর কমবিনেশন ডোজ-এ মাত্র ৪ দিনেই করোনামুক্ত হয়েছেন রোগীরা। তাঁদের এও দাবি, এই কম্বিনেশন ওষুধের চিকিৎসায় কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। Representative image
সাধারণ দুটো ওষুধের কম্বিনেশন করোনা সংক্রমণ সারিয়ে তুলছে, এমনটাই দাবি করেছেন বাংলাদেশের চিকিৎসকরা। এই দাবি কতটা নির্ভুল ? এবার তা খতিয়ে দেখবে The Indian Council of Medical Research (ICMR)। Representative image
বাংলাদেশের চিকিৎসকদের দাবি, আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন-এর যৌথ প্রয়োগে সেরে উঠছেন করোনা রোগীরা। আইসিএমআর-এর বৈজ্ঞানিক নিবেদিতা গুপ্ত জানান, '' করোনা সারাতে আইভারমেকটিন-এর কার্যকারিতা খতিয়ে দেখা হচ্ছে। '' Representative image
আইভারমেকটিন আমেরিকার Food and Drug Administration অনুমোদিত এক জাতীয় অ্যান্টি-প্যারাসাইট ওষুধ। অন্যদিকে ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক। Representative image
বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডঃ তারেক আলম জানিয়েছেন, '' ৬০ জন করোনা রোগীকে আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন-এর কম্বিনেশন ডোজ দিয়ে চিকিৎসা করা হয়। প্রত্যেকেই সেরে উঠেছেন।'' Representative image
বাংলাদেশের চিকিৎসকদের দাবি, আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন-এর কমবিনেশন ডোজ-এ মাত্র ৪ দিনেই করোনামুক্ত হয়েছেন রোগীরা। তাঁদের এও দাবি, এই কম্বিনেশন ওষুধের চিকিৎসায় কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। Representative image
Follow us on
Download News18 App

source

এনআরবি ব্যাংকে চাকরি, ৫০ বছর বয়সেও আবেদন

এনআরবি ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি হেড অব ব্যাংকিং ডিভিশনে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
source

error: Content is protected !!