ইংল্যান্ডে ছুরির আঘাতে নিহত ২ শিশু

Asia Monitor18 ইংল্যান্ডের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর সাউথপোর্টে এক নাচের স্কুলে ভয়াবহ হামলার ঘটনা ঘটে গেছে।  এক ছুরি হামলায় দুই শিশু নিহত ও আরও নয় শিশু সহ আরও বেশ কয়েকজন আহত হয়েছে।  আহত শিশুদের মধ্যে ছয়জনের অবস্থা খুবই খারাপ বলে জানিয়েছে পুলিশ। সোমবার শহরের হার্ট স্ট্রিটে শিশুদের একটি নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় ছুরি হামলার এ ঘটনা ঘটে।

স্থানীয় সময় সকাল ১১টা ৪৭ মিনিটের দিকে পুলিশকে ফোন করে সাউথপোর্টে হওয়া এই হামলার কথা জানানো হয়। এরপরই পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে হাজির হন। ঘটনাস্থলে ১৩টি অ্যাম্বুলেন্স ও দমকল পরিষেবার কর্মীরাও উপস্থিত হন। নাচের স্কুলটিতে ছয় থেকে ১১ বছর বয়সী শিশুদের মার্কিন সংগীত শিল্পী টেইলর সুইফটের মতো করে নাচার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে হত্যা ও খুনের চেষ্টার অভিযুক্ত হিসেবে ল্যাঙ্কাশায়ারের ব্যাঙ্কস থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি ছুরিও পাওয়া গিয়েছে। হামলার উদ্দেশ্য এখনও অবধি ‘পরিষ্কার ‘ নয়।

মার্সিসাইড পুলিশের প্রধান কনস্টেবল সেরেনা কেনেডি এক সংবাদ সম্মেলনে জানান,আহতদের ওপর ‘হিংস্র হামলা’ চালানো হয়েছে এবং তারা গুরুতর আঘাতের শিকার হয়েছেন। তিনি এও বলেন কিছু পূর্ণ বয়স্ক ব্যক্তি শিশুদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছে। তিনি আরও বলেন নিহতদের পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই শোক ভাষায় প্রকাশ্য নয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও রাজা তৃতীয় চার্লস ও মর্মান্তিক এই হামলায় গভীর দুঃখ প্রকাশ করে।

About Ritu Saha

Check Also

বাইডেনকে রূপোর তৈরি ট্রেনের মডেল উপহার দিলেন মোদী

Asia Monitor18 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ফের একবার আমেরিকা সফরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!