নেপালে ভারী বৃষ্টি সহ ভূমিধ্বসে মৃত ১২৯ এবং নিখোঁজ ৬২

Asia Monitor18 নেপালে ভারী বৃষ্টি ও ভূমিধ্বসের ফলে প্রায় ৬২ জন নিখোঁজ এবং ১২৯ জনের প্রাণহানি ঘটেছে। এই তথ্যই জানিয়েছেন কর্মকর্তারা। কাঠমান্ডুর এই আবহাওয়ার কর্মকর্তারা এই বৃষ্টির জন্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপকে দায়ী করেছেন বলে জানানো হয়েছে। দক্ষিণ এশিয়া অঞ্চলের বেশিরভাগ এলাকায় কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণ হিসেবে এই নিম্নচাপকেই দায়ী করা হয়েছে।

এই দুর্যোগ সাধারণ মানুষের স্থির জীবনকে অস্থির করে তুলেছে। নেপালের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী ভট্টরাই রয়টার্সকে বলেছেন, ‘দুর্যোগপূর্ণ এলাকাগুলোর সংশ্লিষ্ট  বিভাগকে স্কুলগুলোকে তিন দিন বন্ধ রাখার কথা জানিয়েছে। বিশ্ববিদ্যালয় ও স্কুলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তাদের অভিভাবক সহ শিক্ষার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছেন। ভবনগুলিকে মেরামত করতে হবে। এই অঞ্চলেই নেপালের রাজধানী কাঠমান্ডু অবস্থিত।

বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর কিছু অংশে সরবচ্চ ৩২২ দশমিক ২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এর ফলে অঞ্চলের প্রধান নদী বাগমতির জল বিপৎসীমার ২.২ মিটার  উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নেপালের দক্ষিণপশ্চিমাঞ্চলের শীর্ষ কর্মকর্তা রাম চন্দ্র তিওয়ারি বলেছেন ওই অঞ্চলের কোশী নদীর জল কমতে শুরু করেছে।কিছু কিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। প্রতি বছর নেপালে হড়কা বান ও ভূমিধ্বসে শত শত মানুষের মৃত্যু হয়।

About Ritu Saha

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!