লকডাউনকে উপেক্ষা করে শেষকৃত্য দেখতে হাজির লক্ষাধিক মানুষ !পুলিশের বিরুদ্ধে তদন্ত

Image Credit-CNN
#ঢাকা : করোনা ভাইরাসের জেরে তুমুল পরিস্থিত গোটা পৃথিবী জুড়ে৷ সামাজিক সংক্রমণ এড়াতে যেখানে বিভিন্ন দেশ লকডাউনের মতো কড়া পথে হেঁটেছে, সেখানে এক মৌলবির শেষকৃত্য অনুষ্ঠানে করুণ চিত্র দেখল বাংলাদেশ৷ লক্ষাধিক মানুষ জড়ো হলেন ইসলামিক পার্টির বর্ষীয়ান নেতার শেষকৃত্য অনুষ্ঠানে ৷ ব্রাহ্মনবাড়িয়া জেলার আধিকারিকরা এই জমায়েতের কথা স্বীকার করে নিয়েছেন ৷
প্রধানমন্ত্রীর বিশেষ অ্যাসিসটেন্ট শাহ আলি ফারদাহ এবং ব্রাহ্মণবাড়িয়ার পুলিশের মুখপাত্রও জড়ো হওয়া এই মানুষের সংখ্যা নিয়ে প্রচণ্ড চিন্তান্বিত৷ এমনটাই জানিয়েছেন ইমতিয়াজ আহমেদ ৷
মৌলাানা জুবেয়ার আহমেদ আনসারি যিনি একজন মৌলবি তাঁর শেষকৃত্য দেখতে গোটা দেশ ভেঙে পড়ে ৷ বাংলাদেশে এখন প্রেয়ারের সময়  একসঙ্গে পাঁচজনের বেশি একত্রিত না হওয়ার কঠিন নির্দেশ জারি রয়েছে ৷ আর এর পরেই করোনা ভাইরাস অতিমারি আরও মারাত্মক আকার নেবে এই সন্দেহ প্রচণ্ড জোরালো হয়েছে ৷
ব্রাহ্মণবেড়িয়ার রাস্তায় লক্ষ মানুষ বেরিয়ে পড়েন ৷ শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য আশপাশের এলাকা থেকে পিলপিল করে মানুষ বেরিয়ে আসতে শুরু করেন ৷ ইসলামিস্ট পার্টির পক্ষ থেকে সাধারণ সচিব মহম্মদ মামুনুল হক এই কথা জানিয়েছেন ৷
পুলিশ জানিয়েছে তারা ভিড় কোনওমতেই সামলাতে পারছিল না, যার জেরে অফিসার ইন চার্জ ও অ্যাসিসটেন্ট সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত৷  কী করে এতবড় জমায়েত হল তা নিয়ে কার্য কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷ বাংলাদেশ সেন্ট্রাল পুলিশের পক্ষ থেকে সোহেল রানা এই খবর জানিয়েছেন ৷
রবিবার অবধি বাংলাদেশে করোনা ভাইরাসের ২৪৫৬ টি পজিটিভ কেস ছিল, আর কোভিড ১৯ – আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ৯১ ৷ তবে আধিকারিকদের মতে এই সংখ্যা অনেকটা বেশি ৷
Follow us on
Download News18 App

source

About AM Desk

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!