Image Credit-CNN
#ঢাকা : করোনা ভাইরাসের জেরে তুমুল পরিস্থিত গোটা পৃথিবী জুড়ে৷ সামাজিক সংক্রমণ এড়াতে যেখানে বিভিন্ন দেশ লকডাউনের মতো কড়া পথে হেঁটেছে, সেখানে এক মৌলবির শেষকৃত্য অনুষ্ঠানে করুণ চিত্র দেখল বাংলাদেশ৷ লক্ষাধিক মানুষ জড়ো হলেন ইসলামিক পার্টির বর্ষীয়ান নেতার শেষকৃত্য অনুষ্ঠানে ৷ ব্রাহ্মনবাড়িয়া জেলার আধিকারিকরা এই জমায়েতের কথা স্বীকার করে নিয়েছেন ৷
প্রধানমন্ত্রীর বিশেষ অ্যাসিসটেন্ট শাহ আলি ফারদাহ এবং ব্রাহ্মণবাড়িয়ার পুলিশের মুখপাত্রও জড়ো হওয়া এই মানুষের সংখ্যা নিয়ে প্রচণ্ড চিন্তান্বিত৷ এমনটাই জানিয়েছেন ইমতিয়াজ আহমেদ ৷
মৌলাানা জুবেয়ার আহমেদ আনসারি যিনি একজন মৌলবি তাঁর শেষকৃত্য দেখতে গোটা দেশ ভেঙে পড়ে ৷ বাংলাদেশে এখন প্রেয়ারের সময় একসঙ্গে পাঁচজনের বেশি একত্রিত না হওয়ার কঠিন নির্দেশ জারি রয়েছে ৷ আর এর পরেই করোনা ভাইরাস অতিমারি আরও মারাত্মক আকার নেবে এই সন্দেহ প্রচণ্ড জোরালো হয়েছে ৷
ব্রাহ্মণবেড়িয়ার রাস্তায় লক্ষ মানুষ বেরিয়ে পড়েন ৷ শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য আশপাশের এলাকা থেকে পিলপিল করে মানুষ বেরিয়ে আসতে শুরু করেন ৷ ইসলামিস্ট পার্টির পক্ষ থেকে সাধারণ সচিব মহম্মদ মামুনুল হক এই কথা জানিয়েছেন ৷
পুলিশ জানিয়েছে তারা ভিড় কোনওমতেই সামলাতে পারছিল না, যার জেরে অফিসার ইন চার্জ ও অ্যাসিসটেন্ট সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত৷ কী করে এতবড় জমায়েত হল তা নিয়ে কার্য কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷ বাংলাদেশ সেন্ট্রাল পুলিশের পক্ষ থেকে সোহেল রানা এই খবর জানিয়েছেন ৷
রবিবার অবধি বাংলাদেশে করোনা ভাইরাসের ২৪৫৬ টি পজিটিভ কেস ছিল, আর কোভিড ১৯ – আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ৯১ ৷ তবে আধিকারিকদের মতে এই সংখ্যা অনেকটা বেশি ৷
Follow us on
Download News18 App
Check Also
নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের
Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …