ভয়ংকর পরিস্থিতি
#বাংলাদেশ: ভয়ংকর করোনা পরিস্থিতি বাংলাদেশে। গত বছর পদ্মাপারে করোনা আছড়ে পড়লেও দৈনিক শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেনি। কিন্তু গতকাল ও আজ পরপর দুদিন, করোনায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বাংলাদেশে। গত ২৪ ঘণ্টায় সে দেশে করোনায় আক্রান্ত হয়ে ১০১ জন মারা গিয়েছেন। নতুন করে ৩ হাজার ৪৭৩ জনের শরীরে মিলেছে মারণ ভাইরাস।
গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৩,৪৭৩ জনের শরীরে মিলেছে মারণ ভাইরাস। নমুনা পরীক্ষার বিচারে রোগী শনাক্তের হার ২১.৪৬ শতাংশ। এখন পর্যন্ত বাংলাদেশে মোট ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ২৮৩ জনের। তবে, মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন। প্রসঙ্গত, শুক্রবার বাংলাদেশে করোনায় ১০১ জনের মৃত্যু হয়েছিল। আর ৪ হাজার ৪১৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। গত বছরের মে মাসের মাঝামাঝি সময় থেকে সংক্রমণ বাড়তে শুরু করেছিল। গত বছর অগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ২০ শতাংশের উপরে ছিল। এরপর থেকে শনাক্তের হার কমতে শুরু করেছিল। স্বস্তির শ্বাস ফেলেছিল হাসিনা সরকার।
নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশে সংক্রমণ কিছুটা বাড়তে থাকলেও তারপর থেকে সংক্রমণ নিম্নমুখীই ছিল। কিন্তু চলতি বছরের মার্চ মাস থেকে ফের আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ অনেক বেশি তীব্র আকার নেয় বাংলাদেশে। মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও ফের বাড়তে শুরু করেছে। আর দিনদিন তা রেকর্ড ভাঙছে। বাংলাদেশে করোনার সেকেন্ড ওয়েভ ক্রমেই ভয়ঙ্কর আকার নিচ্ছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৯ মার্চ বেশ কিছু বিধিনিষেধ সহ ১৮ দফা নির্দেশ জারি করেছে হাসিনা সরকার। এর মধ্যে ঘরের বাইরে গেলে মাস্কের ব্যবহার অন্যতম। কিন্তু সংক্রমণ ক্রমেই বাড়তে থাকলেও আমজনতার মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখনও উদাসীনতা দেখা যাচ্ছেই।
Follow us on
Download News18 App
Check Also
নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের
Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …