রবিবার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল, ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তায় চলছে পুলিশ টহল!

অভূতপূর্ব পরিস্থিতি
#বাংলাদেশ: রবিবার মহারণ। কোপা আমেরিকা ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল বনাম আর্জেন্টিনা। গোটা বিশ্ব মুখিয়ে আছে রবিবারের ভোরের ম্যাচ নিয়ে। আর বাংলাদেশে সেই উন্মাদনা যেন কয়েকগুণ বেড়ে গিয়েছে। অবশ্য ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ নিয়ে উন্মাদনা নতুন কিছু নয়। দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হলে বাকি বিশ্বের মতো দুই ভাগে ভাগ হয়ে পড়ে বাংলাদেশও। আর করতে গিয়েই যুক্তিতর্ক ছাড়িয়ে প্রাণহানির পর্যায়েও গড়াল। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়া নিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়।
জানা গিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে কোন দেশ ভালো খেলে, তা নিয়ে তর্কে হাতাহাতি হয় দুটি ছেলের মধ্যে। তাদের সঙ্গে যোগ দেন দুদলের আরও কিছু ভক্ত। কোপার ফাইনাল হবে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে। সেখান থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় দুই দেশের এই ফাইনাল নিয়ে পুলিশ বাহিনী সদা সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সদর থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।
করোনা মহামারির মধ্যে বহু মানুষ জমায়েত হয়ে খেলা দেখায় সংক্রমণের ঝুঁকিও বাড়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া তর্ক-বিতর্কের জের হিসেবে রক্তক্ষয়ী সংঘর্ষের ঝুঁকি তো থাকেই। তাই গ্রামবাসীদের বলা হয়েছে, তাঁরা বড় পর্দায় এই ম্যাচ দেখতে পারবেন না। ফাইনালের সময় গ্রামবাসীদের জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
O poder do futebol. Polícia preocupada com confrontos em Bangladesh, onde Brasil e Argentina têm torcidas apaixonadas. https://t.co/0BAA9en9RQ
গত বিশ্বকাপে ব্রাজিলের পতাকা ওড়াতে গিয়ে ওই এলাকায় ১২ বছর বয়সী এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মারা যায়। এবার কোপা আমেরিকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়েও গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু ঘটে। সংবাদ সংস্থা এএফপি এই ঘটনা ও ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল নিয়ে পুলিশ বাহিনী মোতায়েনের খবর প্রকাশের পর তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।
Follow us on
Download News18 App

source

About AM Desk

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!