মোদির সফরের পরেই রক্তাক্ত বাংলাদেশ ।
#ঢাকা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে উত্তাল বাংলাদেশ । রবিবার পর্যন্ত যার রেশ ধরে অগ্নিগর্ভ ছিল প্রতিবেশী দেশ । ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে একাধিক মৌলবাদী সংগঠন এই হামলা চালায় বলে সূত্রের খবর । পূর্ব বাংলাদেশের হিন্দু মন্দির, ট্রেনে হামলা চালানো হয় । যার জেরে শুক্রবার পর্যন্ত ১১ জন প্রতিবাদী প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে । শনিবার ফের চার জন ছাত্র প্রাণ হারান এই হামলায় । মৌলবাদীরা গোটা শহরের দখল নিয়ে তাণ্ড চালাতে থাকে ।
গত শুক্রবার ছিল মোদির বাংলাদেশ সফর । করোনা মহামারীর পর প্রথম বিদেশ সফরে প্রতিবেশী দেশেই পা রেখেছিলেন তিনি । কিন্তু মোদি সে দেশে পৌঁছনোর পর থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে মৌলবাদী ও কট্টরপন্থী ইসলামি সংগঠনগুলি। তাদের দাবি, ভারতে সংখ্যালঘু মুসলিমদের নির্যাতনে মদত দিচ্ছেন মোদি। চট্টগ্রামে বিক্ষোভকারীদের মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ । পুলিশের গুলিতে ৪ জন মারা যান বলে জানা গিয়েছিল । এর প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা । ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেয় মৌলবাদীরা । ১০ জন তাতে আহত হন। ইঞ্জিন-সহ সবকটি কামরায় ভাঙচুর চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। একাধিক সরকারি অফিস, সঙ্গীত অ্যাকাডেমি, হিন্দুদের মন্দিরে হামলা চালানো হয়. অগ্নিসংযোগ-ভাঙচুর চালানো হয়। ঢাকায় প্রচুর বাসে আগুন লাগানো হয়েছে। রাজশাহী, নারায়ণগঞ্জে পুলিশের উপর পাথরবৃষ্টি করে বিক্ষোভকারীরা।
শুক্রবার বাংলাদেশের প্রতিষ্ঠার ৫০তম বর্ষপূর্তি পালন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী । শনিবার সকালে প্রথমে তিনি পুজো দেন বাংলাদেশের সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে । ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের আশ্রমেও যান তিনি । টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি স্থলে গিয়ে তাঁকে শ্রদ্ধার্ঘ্য প্রদান করেন । এরপরে সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক সারেন । বাংলাদেশকে ১২ লক্ষ করোনা টিকার ডোজ উপহার স্বরূপ দেন মোদি।
Follow us on
Download News18 App
Check Also
নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের
Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …