বাঁকা চাঁদের মতো হাসির রেখা টানতে হয়,
অবহেলার প্রহরগুলোকে কীভাবে
মৌনতায় এড়িয়ে অদেখার ভান করে
নিজেকে কাজে ব্যতিব্যস্ত রাখতে হয়,
মুখে সুখের মুখোশ এঁটে কী করে
দুঃখ ভোলার মন্ত্রগুলো মুখস্থ করতে হয়।
আসলে, যাপিত সময়ই পালাক্রমে নারীকে
স্থবিরতায় শক্ত হওয়ার শিক্ষা দিয়ে যায়,
সময়ের দীক্ষায় দীক্ষিত না হলেও
মাঝবয়সী নারীদের নেই কোনো উপায়।
source
Check Also
ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন
Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …