বিদ্যুতের গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ, এ দিন থেকে ফের 'লকডাউন' বাংলাদেশে

*ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ (Coronavirus)। এক সপ্তাহের জন্য সারা দেশে ফের লকডাউন (Lockdown) ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রশাসন (Bangladesh Government)। সংগৃহীত ছবি।
*আগামী সোমবার ৫ এপ্রিল থেকে টানা সাত দিন লকডাউন (& days Lockdown) বলবৎ থাকবে গোটা দেশে। সংগৃহীত ছবি।
*শনিবার আওয়ামি লিগ জেনেরাল সেক্রেটারি (Awami League General Secretary) তথা সড়ক পরিবহন এবং সেতু (Road Transport and Bridges) দফতরের মন্ত্রী ওবায়দুল কাদের (Obaidul Quader) বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে নিজ বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করেও এ কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।  সংগৃহীত ছবি।
*৫ এপ্রিল থেকে lockdown শুরু হচ্ছে। মন্ত্রী জানিয়েছেন, এই সাতদিন সমস্ত অফিস-আদালত এই সময়ে বন্ধ থাকবে।সংগৃহীত ছবি।
*তবে শিল্প কলকারখানায় রোটেশন পদ্ধতিতে কাজ  হবে। সংগৃহীত ছবি।
*উল্লেখ্য, গত  সাত মাসের মধ্যে শুক্রবারেই করোনা সংক্রমণের হার সব চেয়ে বেশি ছিল। শতাংশের হিসেবে ২৩.২৮ শতাংশ। সংগৃহীত ছবি।
*গত ২৪ ঘণ্টায় ৫০জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। ফলে ফের ভয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই মত দেশের প্রশাসনের। তাই তাতে লাগাম টানতেই সম্ভবত এমন সিদ্ধান্ত। সংগৃহীত ছবি।
*ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ (Coronavirus)। এক সপ্তাহের জন্য সারা দেশে ফের লকডাউন (Lockdown) ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রশাসন (Bangladesh Government)। সংগৃহীত ছবি। 
*আগামী সোমবার ৫ এপ্রিল থেকে টানা সাত দিন লকডাউন (& days Lockdown) বলবৎ থাকবে গোটা দেশে। সংগৃহীত ছবি। 
*শনিবার আওয়ামি লিগ জেনেরাল সেক্রেটারি (Awami League General Secretary) তথা সড়ক পরিবহন এবং সেতু (Road Transport and Bridges) দফতরের মন্ত্রী ওবায়দুল কাদের (Obaidul Quader) বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে নিজ বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করেও এ কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।  সংগৃহীত ছবি। 
*৫ এপ্রিল থেকে lockdown শুরু হচ্ছে। মন্ত্রী জানিয়েছেন, এই সাতদিন সমস্ত অফিস-আদালত এই সময়ে বন্ধ থাকবে।সংগৃহীত ছবি। 
*তবে শিল্প কলকারখানায় রোটেশন পদ্ধতিতে কাজ  হবে। সংগৃহীত ছবি। 
*উল্লেখ্য, গত  সাত মাসের মধ্যে শুক্রবারেই করোনা সংক্রমণের হার সব চেয়ে বেশি ছিল। শতাংশের হিসেবে ২৩.২৮ শতাংশ। সংগৃহীত ছবি। 
*গত ২৪ ঘণ্টায় ৫০জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। ফলে ফের ভয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই মত দেশের প্রশাসনের। তাই তাতে লাগাম টানতেই সম্ভবত এমন সিদ্ধান্ত। সংগৃহীত ছবি।
Follow us on
Download News18 App

source

About AM Desk

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!