ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষায় লুঙ্গি… প্রতীকী ছবি।
#দিনাজপুর : গত দু’বছর করোনা পরিস্থিতিতে পড়াশোনা পরীক্ষা থেকে অফিস সবই চলছে বাড়ি বসেই। কিন্তু বাড়ির আবহে স্কুল কলেজ বা অফিস করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে মাথায় উঠছে নিয়ম কানুন। এবার এমনই এক ঘটনা ঘটল। লুঙ্গি (Lungi) পরে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করে শাস্তির মুখে পড়তে হল ছাত্রদের। বাংলাদেশের (Bangladesh) দিনাজপুরের হাজি মহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিন ছাত্রকে বহিষ্কার করা হল বলে সূত্রের খবর (Bangladesh News)। তবে শিক্ষকদের দাবি, শুধু লুঙ্গি (Lungi) পরার জন্যই নয়, তর্কে জড়িয়েছিলেন ওই শিক্ষার্থীরা তাতেই বড় পদক্ষেপ।
অ্যাকাডেমিক কাউন্সিলের নিয়ম অনুযায়ী গত ৪ অগাস্ট অনলাইন প্ল্যাটফর্ম জুমে পরীক্ষা নেওয়া শুরু করে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Bangladesh News)। সময়সূচি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জেনারেল কেমিস্ট্রি কোর্সের (সিএইচই-১১১) পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলার সময় ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে গিয়ে পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষক এক ছাত্রকে লুঙ্গি (Lungi) পরিহিত অবস্থায় দেখতে পান। তাতেই অবাক হয়ে যান তাঁরা।
ওই বিষয়টি অনলাইন পরীক্ষায় অংশগ্রহণের শিষ্টাচারবহির্ভূত বলে সংশ্নিষ্ট ছাত্রকে জানিয়ে জুম থেকে তাঁকে বের করে দেওয়া হয় (Bangladesh News)। আরেক ছাত্রকে জানালা দিয়ে অধিক আলো প্রবেশ করায় পর্দা টেনে দেওয়ার নির্দেশ দেন শিক্ষক। ওই ছাত্র জানালার পর্দা টানার জন্য উঠলে শিক্ষক তাকেও লুঙ্গি (Lungi) পরা দেখতে পান। তাকেও জুম থেকে বের করে দেওয়া হয়। মোট তিনজনকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি বলেই খবর। কলেজ ওই ছাত্রদের বহিষ্কার করেছে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: বড় অভিমানী! বাসর ঘরের মনমালিন্য কেড়ে নিল প্রাণ! আত্মঘাতী নতুন বর.. .
অন্যদিকে ওই তিন পড়ুয়ারই দাবি, তাঁরা এই ঘটনার পর সুপারভাইজারকে ফোন করেন। তিনিও বিষয়টির কোনও সুরাহা করতে পারেননি। বাকি যাঁরা পরীক্ষা দিচ্ছিলেন, তাঁদেরও অনেকে জানিয়েছেন, ঘটনাটি সত্যি। অবশ্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগ একেবারেই সত্যি নয়। অনেকেই লুঙ্গি পরে পরীক্ষা দিয়েছেন। তেমন হলে সকলকেই বার করে দেওয়া হত। কেন শুধু ওই তিন জনকেই বার করে দেওয়া হবে? আদতে তাঁরা পরীক্ষার নিয়ম ভেঙেছেন বলেই তাঁদের পরীক্ষার অনলাইন মাধ্যম থেকে বার করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
Follow us on
Download News18 App
Check Also
নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের
Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …