পরীমনির বিরুদ্ধে মামলা হচ্ছে, জানাল র‍্যাব… ফেসবুক লাইভে কী বলেছিলেন নায়িকা?

পরীমনি
ঢাকা: বুধবার বেশ কয়েক ঘণ্টা ধরে পরীমনির বাড়িতে হানা দেওয়ার পর অবশেষে নায়িকাকে নিজেদের হেফাজতে নেয় বাংলাদেশের র‌্যাব (Rapid Action Battalion) ৷ এরপরেই র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের নায়িকার বিরুদ্ধে মামলা করা হচ্ছে ৷
Remand should be granted for low quality Bangladeshi actress #PoriMoni
Hopefully many more sensational events will come out pic.twitter.com/MeCMIpYk2H
বুধবার দুপুর থেকেই পরীমনির বাড়িতে হানা দেন র‌্যাবের সদস্যরা ৷ অফিসাররা বারবার নিজেদের পরিচয় দেওয়া সত্ত্বেও প্রথমে দরজা খুলছিলেন না নায়িকা ৷ বাড়ির ভিতর থেকেই দরজা বন্ধ রাখা হয় ৷ সেসময়ে ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী ৷ বলতে থাকেন, এরা কি ডাকাত ? দিনদুপুরে কে বা কারা তাঁর বাড়িতে এসে আক্রমণ করেছে। থানা-পুলিশ, ডিবির কর্মকর্তা ও তাঁর পরিচিতজনদের কাছে ফোন করে তাঁকে বাঁচানোর আহ্বানও জানান পরীমনি। কিন্তু তাতে অবশ্য কোনও লাভ হয়নি ৷ বিকেল সাড়ে চারটে নাগাদ শেষপর্যন্ত দরজা খুলে দিতে বাধ্য হন পরীমনি ৷ এরপরেই  র‌্যাবের সদস্যরা অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেন ৷ এবং বাড়িতে রাখা একাধিক মাদকদ্রব্য-সহ পরীমনিকে আটকে করেন তাঁরা ৷
পরীমনিকে আটক করার পাশাপাশি এদিন আটক করা হয় ফিল্ম প্রযোজক নজরুল ইসলাম রাজকেও ৷ পরীমনি ও রাজ দু’জনকে নিয়ে যাওয়া হয় ঢাকার উত্তরার র‌্যাব সদর দফতরে ৷ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পরীমনিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা ৷ পরীমনির বাড়ি থেকে বিপুল পরিমাণে মদের বোতল, ভয়ঙ্কর মাদক ‘আইস’, ‘এলএসডি’ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
Follow us on
Download News18 App

source

About AM Desk

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!