#ঢাকা: চুল কাটার নিয়ম, তাও আবার বাংলাদেশে! চুল কাটার দুটি নিয়ম বেঁধে দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন বাংলাদেশের ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার।
এ নিয়ে তিনি একটি বিজ্ঞপ্তিও জারি করেছেন। সেই নিয়ম মেনে চুল না কাটলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। যদিও এই বিজ্ঞপ্তি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হওয়ায় তা প্রত্যাহার করার কথা জানানো হয়েছে।
জারি করা বিজ্ঞপ্তিতে ওই এলাকার সমস্ত সেলুন মালিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে লেখা হয়েছিল, ‘এতদ্বারা জানানো যাচ্ছে যে ১৪ নং জাহানপুর ইউনিয়নের সব সেলুন দোকান মালিক ও কারিগরদের প্রতি দৃষ্টি আকর্শন করছি যে সুন্নতি কাটিং ও ডিফেন্স-আর্মি কাটিং ব্যাতিত অন্য কোনো কাটিং দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
যদিও বাংলাদেশের সর্বস্তরে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বাংলাদেশ প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, এ বিষয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা সম্পূর্ণ বেআইনি। এমন নির্দেশ চেয়ারম্যান বা প্রশাসনের কেউ জারি করতে পারেন না।
অভিযুক্ত ওই চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার গত ২৫ অক্টোবর তাঁর ইউনিয়ন এলাকার সেলুনগুলিতে চুল কাটার বিষয়ে ওই নতুন ‘নির্দেশ’ ঝুলিয়ে দিয়েছিলেন। এ বিষয়ে এক কিশোর প্রতিবাদ করায় তাকে মারধরের অভিযোগও উঠেছে চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে।
স্থানীয় সেলুনগুলিতে গিয়ে এই নির্দেশ পালনের জন্য মৌখিকভাবে জানিয়েছিলেন চেয়ারম্যানের শাগরেদরা। এলাকায় এ নিয়ে মাইকিংও করা হয়েছিল। বিষয়টি নিয়ে ওই এলাকার তরুণদের মধ্যে ব্যাপক সমালোচনা হয়।
এরপর ফেসবুকে ক্ষমা চেয়ে নেন চেয়ারম্যান। তাতে তিনি লেখেন, ”এলাকার সেলুনগুলিতে যে নোটিশটি দিয়েছিলাম, তা বেআইনি। আমি ক্ষমাপ্রার্থী। সেই নোটিশ আমি প্রত্যাহার করে নিয়েছি।”
#ঢাকা: চুল কাটার নিয়ম, তাও আবার বাংলাদেশে! চুল কাটার দুটি নিয়ম বেঁধে দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন বাংলাদেশের ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার।
এ নিয়ে তিনি একটি বিজ্ঞপ্তিও জারি করেছেন। সেই নিয়ম মেনে চুল না কাটলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। যদিও এই বিজ্ঞপ্তি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হওয়ায় তা প্রত্যাহার করার কথা জানানো হয়েছে।
জারি করা বিজ্ঞপ্তিতে ওই এলাকার সমস্ত সেলুন মালিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে লেখা হয়েছিল, ‘এতদ্বারা জানানো যাচ্ছে যে ১৪ নং জাহানপুর ইউনিয়নের সব সেলুন দোকান মালিক ও কারিগরদের প্রতি দৃষ্টি আকর্শন করছি যে সুন্নতি কাটিং ও ডিফেন্স-আর্মি কাটিং ব্যাতিত অন্য কোনো কাটিং দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
যদিও বাংলাদেশের সর্বস্তরে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বাংলাদেশ প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, এ বিষয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা সম্পূর্ণ বেআইনি। এমন নির্দেশ চেয়ারম্যান বা প্রশাসনের কেউ জারি করতে পারেন না।
অভিযুক্ত ওই চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার গত ২৫ অক্টোবর তাঁর ইউনিয়ন এলাকার সেলুনগুলিতে চুল কাটার বিষয়ে ওই নতুন 'নির্দেশ' ঝুলিয়ে দিয়েছিলেন। এ বিষয়ে এক কিশোর প্রতিবাদ করায় তাকে মারধরের অভিযোগও উঠেছে চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে।
স্থানীয় সেলুনগুলিতে গিয়ে এই নির্দেশ পালনের জন্য মৌখিকভাবে জানিয়েছিলেন চেয়ারম্যানের শাগরেদরা। এলাকায় এ নিয়ে মাইকিংও করা হয়েছিল। বিষয়টি নিয়ে ওই এলাকার তরুণদের মধ্যে ব্যাপক সমালোচনা হয়।
এরপর ফেসবুকে ক্ষমা চেয়ে নেন চেয়ারম্যান। তাতে তিনি লেখেন, ''এলাকার সেলুনগুলিতে যে নোটিশটি দিয়েছিলাম, তা বেআইনি। আমি ক্ষমাপ্রার্থী। সেই নোটিশ আমি প্রত্যাহার করে নিয়েছি।''
Follow us on
Download News18 App
Check Also
নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের
Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …