নম্বর সেভ না করেই মেসেজ পাঠান WhatsApp-এ, জেনে নিন কী ভাবে

#কলকাতা: বর্তমানে পুরো বিশ্বে খুবই জনপ্রিয় মেসেজিং অ্যাপ হল WhatsApp। WhatsApp-এর বিভিন্ন ফিচার ভারত ছাড়া অন্যান্য দেশেও খুব জনপ্রিয়। WhatsApp তাদের ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে বিভিন্ন ধরনের আধুনিক এবং উন্নত ফিচার (WhatsApp Tricks)। WhatsApp-এর মাধ্যমে অন্যের সঙ্গে কানেক্ট করার জন্য তার নম্বর সেভ করে রাখতে হয় মোবাইল ডিভাইজে। কিন্তু অনেক সময়েই এমন নম্বরে WhatsApp মেসেজ করার দরকার হয় যে নম্বর মোবাইলে সেভ করা নেই। কিন্তু এর জন্য সহজ ও সরল উপায় রয়েছে।
WhatsApp মেসেজ পাঠানোর জন্য মোবাইলে নম্বর সেভ করা না থাকলেও চলবে (WhatsApp Tricks)। যে কোনও নম্বরে WhatsApp মেসেজ পাঠানো যাবে (How To Message Someone On WhatsApp If They’re Not Your Contact), সেই নম্বর মোবাইলে সেভ থাকলে ভালো, কিন্তু মোবাইলে সেভ না থাকলেও কোনও অসুবিধা নেই। কয়েকটি সহজ উপায়ে সবার সঙ্গে WhatsApp এর মাধ্যমে কানেক্ট করা সম্ভব। অন্য যাকে মেসেজ পাঠাতে চান তার নম্বর সেভ করা না থাকলেও WhatsApp চ্যাট ইন্টারফেসের মাধ্যমে সেটি করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
আরও পড়ুন – Malicious Android App: অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে দরকার বাড়তি সতর্কতা, মুহূর্তের ভুলে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
নম্বর সেভ না করে WhatsApp মেসেজ পাঠানোর উপায়-
স্টেপ ১ – প্রথমেই নিজেদের ফোন অথবা ল্যাপটপের ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। সেখান থেকে অ্যাকসেস করতে হবে WhatsApp চ্যাট ইন্টারফেস (Chat Interface)।
স্টেপ ২ – এর পর কপি এবং পেস্ট করতে হবে এই ইউআরএল (URL)- http://wa.me/xxxxxxxxxx, এর পর সেখান থেকে রিপ্লেস করতে হবে সবক’টি এক্স। সেই জায়গায় বসাতে হবে যার সঙ্গে WhatsApp চ্যাট করতে চান তার দেশের কোড এবং ফোন নম্বর।
স্টেপ ৩ – এর পর এন্টার (Enter) ক্লিক করতে হবে। এর পর অন্য একটি পেজ খুলে যাবে, সেখানে দেখা যাবে সেই ফোন নম্বর যেটি টাইপ করে বসানো হয়েছিল। সেখানেই স্টার্ট চ্যাটের (Start Chat) অপশন দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুন – Renault Flying Car AIR4: গাড়ি চড়েই আকাশে উড়ান, আসছে রেনোঁর ফ্লাইং গাড়ি AIR4!
স্টেপ ৪ – এর পর সেই ডিটেলস কনফার্ম করার পর স্টার্ট চ্যাট বাটনে ক্লিক করতে হবে। একবার এই অপশনে ক্লিক করলেই সেই পেজটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে এবং যে ডিভাইজব্যবহার করা হচ্ছে সেখানে WhatsApp চ্যাট ইন্টারফেস খুলবে।
স্টেপ ৫ – এর পর ইউজাররা সহজেই কথোপকথন চালু করতে পারবেন এবং মেসেজ পাঠাতে পারবেন। ইউজাররা চাইলে তাঁদের কথোপকথন কন্টিনিউ রাখতে পারবে নিজেদের ফোনে। নিজেদের ফোনের WhatsApp চ্যাট লিস্টেই সেটি দেখা যাবে।
Follow us on
Download News18 App

source

About AM Desk

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!