Representational Image
#ঢাকা: বাংলাদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ সেইসঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ গত ২৪ ঘণ্টায় সে দেশে রেকর্ড সংখ্যায় সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ! একদিনের মধ্যেই বাংলাদেশে ১২০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে ৷ এই নিয়ে বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২০,০৬৫ জন ৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫ জনের। এখনও পর্যন্ত বাংলাদেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯৮ জনের।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইন বুলেটিনে বলা হয়, দেশের ৪১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮,৫৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানেই ১২০২ জন নতুন করে করোনা পজিটিভের রিপোর্ট পাওয়া গিয়েছে ৷ গতকাল, বৃহস্পতিবার পর্যন্ত নতুন করে করোনা শনাক্ত হয়েছিলেন ১,০৪১ জন। দেশে নভেল করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় বাংলাদেশে।
Follow us on
Download News18 App
Check Also
নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের
Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …