'কম্বিনেশন ড্রাগ '-এ সারছে করোনা, দাবি বাংলাদেশের ডাক্তারদের , খতিয়ে দেখছে ICMR

সাধারণ দুটো ওষুধের কম্বিনেশন করোনা সংক্রমণ সারিয়ে তুলছে, এমনটাই দাবি করেছেন বাংলাদেশের চিকিৎসকরা। এই দাবি কতটা নির্ভুল ? এবার তা খতিয়ে দেখবে The Indian Council of Medical Research (ICMR)। Representative image
বাংলাদেশের চিকিৎসকদের দাবি, আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন-এর যৌথ প্রয়োগে সেরে উঠছেন করোনা রোগীরা। আইসিএমআর-এর বৈজ্ঞানিক নিবেদিতা গুপ্ত জানান, ” করোনা সারাতে আইভারমেকটিন-এর কার্যকারিতা খতিয়ে দেখা হচ্ছে। ” Representative image
আইভারমেকটিন আমেরিকার Food and Drug Administration অনুমোদিত এক জাতীয় অ্যান্টি-প্যারাসাইট ওষুধ। অন্যদিকে ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক। Representative image
বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডঃ তারেক আলম জানিয়েছেন, ” ৬০ জন করোনা রোগীকে আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন-এর কম্বিনেশন ডোজ দিয়ে চিকিৎসা করা হয়। প্রত্যেকেই সেরে উঠেছেন।” Representative image
বাংলাদেশের চিকিৎসকদের দাবি, আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন-এর কমবিনেশন ডোজ-এ মাত্র ৪ দিনেই করোনামুক্ত হয়েছেন রোগীরা। তাঁদের এও দাবি, এই কম্বিনেশন ওষুধের চিকিৎসায় কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। Representative image
সাধারণ দুটো ওষুধের কম্বিনেশন করোনা সংক্রমণ সারিয়ে তুলছে, এমনটাই দাবি করেছেন বাংলাদেশের চিকিৎসকরা। এই দাবি কতটা নির্ভুল ? এবার তা খতিয়ে দেখবে The Indian Council of Medical Research (ICMR)। Representative image
বাংলাদেশের চিকিৎসকদের দাবি, আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন-এর যৌথ প্রয়োগে সেরে উঠছেন করোনা রোগীরা। আইসিএমআর-এর বৈজ্ঞানিক নিবেদিতা গুপ্ত জানান, '' করোনা সারাতে আইভারমেকটিন-এর কার্যকারিতা খতিয়ে দেখা হচ্ছে। '' Representative image
আইভারমেকটিন আমেরিকার Food and Drug Administration অনুমোদিত এক জাতীয় অ্যান্টি-প্যারাসাইট ওষুধ। অন্যদিকে ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক। Representative image
বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডঃ তারেক আলম জানিয়েছেন, '' ৬০ জন করোনা রোগীকে আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন-এর কম্বিনেশন ডোজ দিয়ে চিকিৎসা করা হয়। প্রত্যেকেই সেরে উঠেছেন।'' Representative image
বাংলাদেশের চিকিৎসকদের দাবি, আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন-এর কমবিনেশন ডোজ-এ মাত্র ৪ দিনেই করোনামুক্ত হয়েছেন রোগীরা। তাঁদের এও দাবি, এই কম্বিনেশন ওষুধের চিকিৎসায় কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। Representative image
Follow us on
Download News18 App

source

About AM Desk

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!