‘আইন সবার উপরে…ধন্যবাদ প্রধানমন্ত্রী ও দেশের বিচারব্যবস্থাকে…’: পরীমণি

Photo Courtesy: Pori Moni/Facebook Page
ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির সম্প্রতি একটি ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় হয় সব জায়গাই ৷ তাঁকে শারীরিকভাবে নির্যাতন, ধর্ষণ ও খুনের চেষ্টাও করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ করেছিলেন পরীমণি ৷ শুধু ফেসবুক পোস্টই নয়, পরে সাংবাদিক সম্মেলন করে অভিনেত্রী তাঁর উপর অত্যাচারের বিবরণ দিয়েছিলেন ৷ এমনকি ঘটনার ৫ দিন পরেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছিলেন পরী। রবিবার রাতে ফেসবুকে পোস্ট করে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর বিচার চেয়েছেন পরীমণি।
News18
অভিনেত্রীর অভিযোগ পেয়েই আরও তৎপর হয় পুলিশ ৷ অভিযুক্ত নাসির উদ্দিন নামে এক ব্যবসায়ীকে তাঁর উত্তরার বাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন-অর-রশিদ। বাকিদেরও একই স্থান থেকে আটক করা হয়। ওই ব্যবসায়ীর বাড়ি থেকে মাদক উদ্ধারও করা হয় বলে জানাচ্ছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরও করেছেন পরীমণি ৷
অভিযুক্তদের গ্রেফতারের ঘটনায় স্বভাবতই খুশি অভিনেত্রী ৷ যে ভাবে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে, তাতে তিনি সন্তুষ্ট বলে জানিয়েছেন ৷ এর জন্য দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে ভোলেননি পরীমণি ৷ ফেসবুকে সোমবার রাতে তিনি লেখেন,
‘‘আমার বিশ্বাস আমার আস্থা ভুল ছিলো না।আইন সবার উপরে।
শুধু সেই সঠিক জায়গায় পৌঁছানটাই যত কষ্ট!
অভিযুক্তদের গ্রেফতারের ঘটনায় খুশি পরীমণি ৷
আইনশৃঙ্খলা বাহিনী,সকল সাংবাদিক,সকল সহকর্মী এবং দেশের মানুষ যারা আমার এই দুঃসময়ে আমার পাশে ছিলেন,আছেন আমি সবার প্রতি আজীবন কৃতজ্ঞ  
আপনারাই আমার সাহস  
আসামীদের গ্রেফতার করা হয়েছে। এখন আমার চাওয়া আসামীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। কোনভাবেই যেন এই ধরনের লোকেরা আর কোন মেয়েকে এভাবে নির্যাতন অপমান করার সাহস না পায়। আমি হার মানবনা। আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।
মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই দেশের আশীর্বাদ। আপনি মা। আপনি মমতার আঁচলে জড়িয়ে রাখেন আপনার সকল সন্তানকে…’’
Follow us on
Download News18 App

source

About AM Desk

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!