Representative Image
#ঢাকা: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে৷ সব কিছু ঠিক থাকলে আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ হেন সময়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করল বাংলাদেশ৷ বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানালেন, ভারতের এমন কিছু পদক্ষেপ করা উচিত নয়, যা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কে আঘাত করতে পারে৷
বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূচনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধীদের হাতে নয়া রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠার সম্ভাবনা প্রবল৷ রাম মন্দির ইস্যুতে বাংলাদেশের বিদেশমন্ত্রীর বক্তব্য, দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করতে চাইবে না৷ কিন্তু ভারতের এমন কোনও কাজ করা ঠিক নয়, যা বাংলাদেশের সঙ্গে গভীর বন্ধুত্ব ও সম্পর্ককে নষ্ট করে দেবে৷
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন
সর্বভারতীয় সংবাদপত্র দ্য হিন্দু-র রিপোর্ট অনুযায়ী মোমেন বলেন, ‘আমরা দ্বিপাক্ষিক সম্পর্কে আঘাত হানতে এই বিষয়টি (রাম মন্দির নির্মাণ) অনুমোদন করব না৷ তবু আমি এখনও ভারতের কাছে আর্জি জানাচ্ছি, এমন কিছু যেন না-করে, যাতে ভারত-বাংলাদেশের সুন্দর বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায়৷ দুপক্ষেরই উচিত কোনও রকম বিবাদ ও বিতর্ক হয়, এমন কাজ থেকে বিরত থাকা৷’
তবে সম্প্রতি পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে কথা হয়েছে৷ তা নিয়ে তৈরি হওয়া বিতর্ক উড়িয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রীর বক্তব্য, একেবারেই সৌজন্যমূলক কথা হয়েছে৷ খুবই সাধারণ৷ সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে রং চড়িয়ে খবর করছে৷ তাঁর কথায়, ‘দুই রাষ্ট্রনেতার মধ্যে করোনাভাইরাস অতিমারি নিয়ে কথা হয়েছে৷ তবে ইমরান খান কাশ্মীর প্রসঙ্গে তুলেছিলেন৷ কিন্তু বাংলাদেশ সে বিষয়ে চুপ ছিল৷ কোনও কথা বলেনি৷’
বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারত ‘টু-নেশন থিওরি’-র দিকে এগোচ্ছে৷ রাম মন্দির নির্মাণ ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও, প্রতিবেশী রাষ্ট্রের মানুষের ভাবাবেগে প্রভাব ফেলতে পারে৷
Follow us on
Download News18 App
Check Also
নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের
Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …