স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ! এবার বড় সিদ্ধান্ত নিয়ে আদালতে নোবেলের স্ত্রী…

বড় সিদ্ধান্ত নোবেলের স্ত্রীর
#ঢাকা : তাঁদের সুখী দাম্পত্যের তাল যে কেটেছে তার ইঙ্গিত মিলেছিল আগেই। এবার সেই ইঙ্গিতই যেন আরও স্পষ্ট হল। বাংলাদেশের (Bangladesh News) বিতর্কিত সংগীতশিল্পী মইনুল আহসান নোবেলকে (Mainul Ahsan Noble) বিচ্ছেদের নোটিস পাঠালেন স্ত্রী সালসাবিলা। বুধবার সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা শেয়ার করেছেন খোদ সংগীতশিল্পীই। তবে বিচ্ছেদের নোটিসে তিনি মোটেও বিচলিত নন বলেই জানিয়েছেন নোবেল  (Singer Noble) ।
প্রেম থেকে ছাদনাতলায় যাত্রাপথ গড়িয়েছিল খুব অল্প সময়েই। পরিচয়ের মাস তিনেকের (Bangladesh News) মধ্যে বিয়ের সিদ্ধান্ত নেন নোবেল ও সালসাবিল। ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিলের সঙ্গে বিয়ে হয় নোবেলের  (Singer Noble) । তবে বিয়ের ৬ মাস কাটতে না কাটতেই শুরু হয় অশান্তি ও অভিযোগের পর্ব। সালসাবিলের অভিযোগ, বিয়ের পরেই শুরু হয় অত্যাচার। এমনকী বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়তে শুরু করেন নোবেল।
News18
যদিও প্রথমে পরিবার ও পরিজনদের কিছুই জানাননি সালসাবিল। পরে যদিও নোবেলের সঙ্গে দাম্পত্য সম্পর্ক যে মোটেও সুখের নয় তা সকলেই জেনে ফেলেন। বছর খানেক আগেই নোবেলের (Singer Noble) বিরুদ্ধে গুলশন থানায় অভিযোগও দায়ের করেছিলেন সালসাবিল। ক্রমশ সম্পর্ক তলানিতে এসে ঠেকে (Bangladesh News)।
এরই মা্ঝে স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করেন নোবেল  (Singer Noble) । তাঁর দাবি, অন্তঃসত্ত্বা হওয়ার খবর ফেসবুকে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই সালসাবিল নাকি গর্ভপাতের হুমকি দেন। দেড় বছরের বৈবাহিক জীবনে খুব কম সময়ই সালসাবিল তাঁর সঙ্গে ছিলেন বলেও দাবি তোলেন নোবেল। তবে সেই সময় পোস্টে ভাঙ্গন কোনওদিন হয়তো হবে বলেই আশা প্রকাশ করেছিলেন বিতর্কিত সংগীত শিল্পী। যদিও সংগীত শিল্পীর ভাবনার সঙ্গে মিলল না বাস্তব।
সালসাবিলের দাবি, বছরের পর বছর মানসিক এবং শারীরিক নির্যাতন সহ্য করতে পারছেন না। তাই গত ১১ সেপ্টেম্বর বাধ্য হয়ে নোবেলকে বিচ্ছেদের নোটিস পাঠান তিনি। বিচ্ছেদের নোটিস পাওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নোবেল। ফেসবুক পোস্টে লেখেন, ‘ডিভোর্স’। বিচ্ছেদের নোটিস হাতে পেলেও মোটেও বিচলিত নন বলেই দাবি বাংলাদেশি গায়কের। সারেগামাপা থেকে যাত্রা শুরু করলেও একের পর এক বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশী এই শিল্পী।
Follow us on
Download News18 App

source

About AM Desk

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!