স্তব্ধ কলম, চলে গেলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

Hasan Azizul Huq: হাসান আজিজুল হক (১৯৩৯-২০২১)
ঢাকা : পাতাঝরা হেমন্তকে আরও বিবর্ণ করে চলে গেলেন ‘সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য’-র স্রষ্টা৷ প্রয়াত হলেন প্রখ্যাত সাহিত্যিক হাসান আজিজুল হক (Hasan Azizul Huq passes away) ৷ স্থানীয় সময় অনুযায়ী রাত ৯ টায় বাংলাদেশের রাজশাহীতে নিজের বাসভবনে তিনি প্রয়াত হন৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া দুই বাংলার সাহিত্যমহলে৷
আজিজুলের জন্ম ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি, অবিভক্ত বাংলার বর্ধমানের যবগ্রামে৷ ১৯৪৭-এ বাবা মায়ের সঙ্গে তিনিও চলে যান ওপার বাংলার খুলনায়৷ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন ১৯৬০ সালে৷ ১৯৭৩ থেকে ২০০৪ সাল অবধি, দীর্ঘ দিন তিনি দর্শনশাস্ত্র অধ্যাপনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে৷
আরও পড়ুন : ঈশ্বর ও ভাগ্য বলে কিছুই হয় না! কেন তাঁর বইয়ে একথা লিখেছিলেন স্টিফেন হকিং?
তাঁর কলম উহার দিয়েছে একের পর এক কালজয়ী গল্প, উপন্যাস ও প্রবন্ধ৷ ১৯৬৪ সলে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য’। প্রথম গল্পের নাম ‘শকুন’৷ তাঁর অন্যান্য কাজের মধ্যে উল্লেখযোগ্য ‘আত্মজা ও একটি করবী গাছ’, ‘নামহীন গোত্রহীন’, ‘পাতালে, হাসপাতালে’, ‘অপ্রকাশের ভার’, ‘রাঢ়বঙ্গের গল্প’ এবং ‘মা মেয়ের সংসার’৷ পাশাপাশি, পাঠকের মনে অনুরণিত হতে থাকে তাঁর কলম থেকে ভূমিষ্ঠ হওয়া ‘তৃষ্ণা’,  ‘উত্তরবসন্তে’,  ‘বিমর্ষ রাত্রি, প্রথম প্রহর’, ‘পরবাসী’, ‘আমৃত্যু আজীবন’,  ‘জীবন ঘষে আগুন’, ‘খাঁচা’,  ‘ভূষণের একদিন’,  ‘ফেরা’, ’ মন তার শঙ্খিনী’, ‘মাটির তলার মাটি’, ‘শোণিত সেতু’, ‘ঘরগেরস্থি’, ‘সরল হিংসা’, ‘খনন’, ‘সমুখে শান্তির পারাবার’, ‘বিধবাদের কথা’ ‘সারা দুপুর’ ও ‘কেউ আসেনি’। পাঠকদের মননের সঙ্গী হয়েছে তাঁর আত্মজীবনী ‘ফিরে যাই ফিরে আসি’ এবং ‘উঁকি দিয়ে দিগন্ত’৷
আরও পড়ুন : চুপিসারে বিয়েটা সেরে ফেললেন নোবেলজয়ী পাকিস্তানি কন্যা মালালা ইউসুফজাই
কথাসাহিত্যে অবদানের জন্য হাসান আজিজুল সম্মানিত হয়েছেন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’, ‘একুশে পদক’ এবং ‘স্বাধীনতা পুরস্কার’-এ৷ ২০০৬ সালে প্রকাশিত ‘আগুনপাখি’ উপন্যাসের জন্য ২০০৮-এ সম্মানিত হন ‘আনন্দ পুরস্কার’-এ৷  হিন্দি, ইংরেজি ছাড়াও তাঁর রচনা অনূদিত হয়েছে রুশ, চেক এবং জাপানি ভাষায়৷
আরও পড়ুন : চিনের ক্রমাগত হুমকির মধ্যেই তাইওয়ান সফরে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা
গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ অগাস্ট মাসে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন দু’ সপ্তাহের বেশি৷ কিছুটা সুস্থ হওয়ার পর সেপ্টেম্বর মাসে তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় রাজশাহীতে৷
নিজের শহর থেকেই না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি৷ রেখে গেলেন তাঁর সাহিত্যভাণ্ডারের অসংখ্য মণিমুক্তো৷ অগণিত পাঠকের জন্য৷
Follow us on
Download News18 App

source

About AM Desk

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!